Al Faruk Easy Healthy lifestyle

Al Faruk Easy Healthy lifestyle Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Faruk Easy Healthy lifestyle, Health & Wellness Website, College Road, Jamalpur Sadar Upazila.

01/10/2024
18/02/2024

কম পয়েন্টধারী শিক্ষার্থীদের জন্য জাবিতে বিবিএ (অনার্স)-এ ভর্তির সুখবর
SSC- GPA 2.5 &
HSC-GPA 2.5
যোগাযোগ :01944-785544 & 01912-587552

16/01/2024

গ্যাস্ট্রিক সমস্যা আজ প্রত্যেক ঘরে ঘরে। আর এর সমাধান হচ্ছে শরীরে এসিডের পরিমাণকে নিশ্চিত করা ঃ
সাধারণতঃ শরীরে এসিডের পিএইচ (৩.৭৫) থাকা আবশ্যক অন্যথায় খাবারের বদহজম হতে গ্যাস্টিকের সমস্যা সৃষ্টি হয়।
খাবার দুই ধরনেরঃ এসিডিক খাবার আর অ্যালকালাইন খাবার।

এসিডেক খাবারঃ ভাত, রুটি, আলু ও চিনি খাবারগুলি সাধারণত এসিড খাবার এবং সকল প্রকার ফ্রাইট খাবার হল এসিড খাবার। যা শরীর থেকে প্রচুর পরিমাণে অ্যাঞ্জাম টেনে নেয় এবং খাবার হজম হতে পর্যাপ্ত পরিমাণে এসিডের প্রয়োজন পড়ে। যার ফলে এসিডের ঘাটতি দেখা দেয় এবং বদ হজমের কারণে গ্যাসের সৃষ্টি হয় । এই গ্যাসের চাপটা মাথায় প্রচন্ড পরিমাণে অনুভব হয়ে থাকে। কারণ পেটের কোষের সাথে ব্রেনের কোষের সংযুক্ত আছে। এজন্য অ্যালকালাইন জাতীয় খাবারের পরিমাণ যত বৃদ্ধি করা যাবে শরীরে খাবার হজম হাওয়া থেকে শুরু করে গ্যাস নিয়ন্ত্রণে থাকবে।

অ্যালকালাইন খাবার ঃ সকল প্রকার শাকসবজি এবং ফলমূল অর্থাৎ জীবিত সমস্ত খাবারগুলি হলো অ্যালকালাইন খাবার যা পর্যাপ্ত পরিমাণে এনজায়েম সরবরাহ করে থাকে এবং এসিডের পরিমাণ বৃদ্ধি করতে সহায়তা করে থাকে।
এখন আসুন কিভাবে আমরা গ্যাস্ট্রিকের ওষুধ থেকে বের হয়ে আসতে পারি আর এজন্য আমাদের যা যা করণীয়ঃ

প্রথমত ঃ সকল প্রকার ফ্রাইড খাবার বর্জন করা ;

দ্বিতীয়তঃ সয়াবিন তেল এবং সয়াবিন তেলের খাবার বর্জন করা;

তৃতীয়ত ঃ প্রতিদিন সকালে উঠে এক গ্লাস পানিতে তিন চা চামুচ পরিমাণ অ্যাপেল সিডার ভিনেগার, লেবু, আদা এবং সৈন্দব বা পিংক সল্ট মিশ্রণ করে পানি পান করা। যা শরীরের পিএইচ লেভেলকে ঠিক রাখতে সাহায্য করবে।

চতুর্থতঃ খাবারের শুরুতে হাফ গ্লাস পানিতে একই মিশ্রণ সাথে নিয়ে শুরুতে, মাঝে এবং শেষে পান করা ।

পঞ্চমতঃ খাবার শুরুতে এক প্লেট শাকসবজি খাওয়া অর্থাৎ এলকালাইন খাবার দিয়ে খাবার শুরু করা।

ষষ্ঠতঃ সকাল দশটায় দিনের প্রথম খাবার খাওয়া এবং বিকাল ৪ঃ০০ টার মধ্যে শেষ খাবার খাওয়া। অর্থাৎ ১৭ ফাস্টিং করা ৭ ঘন্টা খাবারের জন্য রাখা। ১০:০০-৪:০০খাবারের জন্য রাখা এবং বাকি সময় গ্রিন জুস, বুলেট কফি, টারমারিক টি এগুলো খাওয়া যেতে পারে।

সপ্তমতঃ স্বাস্থ্যকর খাবারের অভ্যাস করা অর্থাৎ খাবার শুরুতে কাঁচা সালাদ, রান্না করা সবজি এবং সাথে প্রোটিন কার্বোহাইড্রেট কম পরিমাণে খাওয়া। অনুপাতী হলো সালাত সবজি 65%, প্রোটিন ৩০% এবং কার্ভাইড্রেট (ভাত, রুটি এবং) আল ৫%

সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আল্লাহর শোকর আদায় করুন।

16/01/2024

এসিড (গ্যাস্ট্রিক) এর জন্য এসিড জাতীয় খাবারই এর সমাধান জানুন

07/01/2024

আসুন খাদ্যকে ঔষুধ বানাই এবং ঔষুধকে খাদ্য বানাই

07/01/2024

পেটের সুস্থতার জন্য যে যে বিষয়গুলো মেনে চলা দরকার ঃ
গার্ড হেলথ ঃ ব্রেনের সেলগুলি স্টোমাক থেকে আসে। অর্থাৎ পেটের সাথে ব্রেনের লিংক আছে।এজন্য পেটের সুস্থতা খুবই জরুরী। মানুষের শরীরে দুই ধরনের ব্যাকটেরিয়া বসবাস করে একটা হলো ভালো ব্যাকটেরিয়া এবং আরেকটি হল খারাপ ব্যাকটেরিয়া। ভালো ব্যাকটেরিয়া খাবার হজমের জন্য এনজাইম প্রদান করে থাকে। এর ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়এবং শরীরের সুস্থতা বজায় রাখে। সকল প্রকার অখাদ্য সর্ব অখাদ্য, জাঙ্ক ফুড থেকে ব্যাডব্যাকটেরিয়া তৈরি হয় যা শরীরের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এমনকি এর প্রভাবে চোখ পর্যন্ত নষ্ট করে ফেলে এবং শরীরের সমস্ত অর্গান গুলো নষ্ট করে ফেলে। আর বিপরীত দিকে ভালো ব্যাকটেরিয়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং এটা সকল অর্গানকে সুস্থ রাখে।
গার্ড হেলথের সুস্থতার জন্য যা যা করণীয় ঃ
টকদধি এবং সকল প্রকার ভেজিটেবল প্রোবায়োটিকস গার্ড হেলথ এর জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে।
টক দধি বানানোর প্রক্রিয়া : টাটকা দুধ জাল দেওয়া ছাড়া সেকে ফ্রিজে ২৪ ঘন্টা নরমালে রাখা এবং অন্ধকার স্থানে ২৪ ঘন্টা রাখলেই হয়ে যাবে। এরপর খাবারের পর এক দধি খাওয়া।

কেমিচি তৈরি করার উপায় :
বাঁধাকপি, গাজর, শসা, মুলা, পেঁয়াজের পাতা, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, আদা কুচি, রসুন এবং আদাবাটা, শুকনা মরিচের গুঁড়া (একমুষ্টি পরিমাণ) এবং লবণ (এক মুষ্টি পরিমাণ)
ভালো করে মাখিয়ে তিন ঘন্টার জন্য ঢেকে রাখতে হবে। এরপর আড়াই লিটারের কাঁচের জারে চেপে চেপে ভরতে হবে।পরে৮/১০ চা চামচ পরিমাণ ভিনেগার দিতে পারেন। এরপর রান্না ঘরের পাশে তিন থেকে চারদিন রাখলেই হয়ে যাবে। পরে কিছু পরিমাণ সালাতের সাথে মিশিয়ে খেতে পারবেন। অথবা কিছু পরিমাণ কেমিচি খাবার পর খেয়ে নিলে গার্ড হেলথ ভালো রাখতে সহায়তা করবে ।
কাঁচা সালাত তৈরি করার উপকরণ :
খাবারের এক ঘন্টা পূর্বে কাঁচা সালাত খেয়ে নেওয়া। এজন্য যা যা সংযোগ করতে পারেন। বাঁধাকপি পালং শাক, শশা, মুলা, ধনিয়া পাতা, পুদিনা পাতা, লেটুস পাতা, বিট রুট, কাঁচা পেঁপে, হালকা ভাব দেওয়া ফুলকপি বা ব্রকলি, বরবটি,চিয়া সিড, যেকোনো প্রকার বাদাম, হালকা টক, আমরা, আম বা জলপাই।এর সাথে অল্প পরিমাণ কেমেচি সংযোজন করা।সরিষার তেল , লবণ, শুকনো মরিচ দিয়ে ভালো ভাবে ড্রেসিং করে নেওয়া।সালাতের সাথে যে কোন প্রোটিন মাছ, গোশ, ডিম এবং এবং ডাল খাওয়া ভালো।

08/12/2023

সকাল ৮:০ টার দিকে এখন আমি টারমারিক টি অর্থাৎ হলুদের চা পান করব। এটি খেতে যে যে উপকরণ গুলি প্রয়োজন পড়ে তা হচ্ছে, নারকেল তেল, গোলমরিচের গুড়া, মধু এবং এক এক থেকে দের চা চামুচ পরিমাণ কাঁচা হলুদ। এটা প্রথমদিকে সপ্তাহে একটানা সাত দিন খাওয়া ভালো। এরপরে সপ্তাহে দুই দিন করে খাওয়ার চেষ্টা করা । এটা শরীরের জন্য এন্টি ইনফ্লামেটরি হিসাবে কাজ করে। সমস্ত প্রকার প্রদাহ দূর করে থাকে। বিশেষ করে হার্টের ব্লকেজ এবং শরীরের অন্যান্য অঙ্গে - পতঙ্গে যে প্রদাহ সৃষ্টি করে তা সেরে ফেল ।

07/12/2023

বাটারফ্লাই ফ্লাওয়ার শুকনা পাপড়ি যুক্ত থাকে এবং এর গন্ধ খুব সুন্দর।

07/12/2023

রাত্রে উঠে আল্লাহতালা শোকর আদায় করার পরে, আমি যে ডিটক্স ওয়াটার পান করলাম। একটি হলো বাটার ফ্লাই ফ্লাওয়ার এর ফুলের তৈরি, আর একটি হল পুদিনা, লেবন গ্রাস এবং গ্রিন টি, তেজপাতা, রসুনের তৈরি ডিটক্স ওয়াটার এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কারণ শরীর থেকে সমস্ত টক্সিন গুলো বের করে ফেলে। শরীরের টক্সিন থাকলে কোন প্রকার ঔষধ বা স্বাস্থ্য পরিচর্যা কাজে লাগবে না। সবাই ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন নিচে ভিডিওটি দিয়ে দিলাম।

Address

College Road
Jamalpur Sadar Upazila
2000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Faruk Easy Healthy lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram