Family Dental Clinic - ফ্যামিলি ডেন্টাল ক্লিনিক

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Family Dental Clinic - ফ্যামিলি ডেন্টাল ক্লিনিক

Family Dental Clinic - ফ্যামিলি ডেন্টাল ক্লিনিক We are dedicated for cost effective quality full oral and dental treatment in Mirpur & Ibrahimpur.

ডা: কামরুল তার জুনিয়র এক ডাক্তার বোনের বিবাহ উপলক্ষে Teeth Whitening করেছেন। আলহামদুলিল্লাহ আমাদের ডাক্তার পেশেন্ট আমাদে...
14/07/2024

ডা: কামরুল তার জুনিয়র এক ডাক্তার বোনের বিবাহ উপলক্ষে Teeth Whitening করেছেন। আলহামদুলিল্লাহ আমাদের ডাক্তার পেশেন্ট আমাদের সার্ভিস নিয়ে খুব সন্তুষ্ট। একজন ডাক্তার হয়ে আমাদের উপর আস্থা রেখেছেন সেটা অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের জন্য একটি ইতিবাচক বিষয়।
আমরা এই ডাক্তার বোনের জীবনের নতুন অধ্যায়ের জন্য দোয়া করি এবং সকলের নিকট দোয়া প্রত্যাশী।

পেশেন্ট এসেছিলেন আমাদের ডাক্তারের এক বন্ধুর রেফারেন্স শুনে। এর আগে একদিন পরামর্শ করে গিয়েছিলেন।  আজ এসেছিলেন চিকিৎসা সম্...
25/06/2024

পেশেন্ট এসেছিলেন আমাদের ডাক্তারের এক বন্ধুর রেফারেন্স শুনে। এর আগে একদিন পরামর্শ করে গিয়েছিলেন। আজ এসেছিলেন চিকিৎসা সম্পন্ন করতে। রোগী তার দাঁতের ফাঁকাস্থানের জন্য খুবই বিব্রতবোধ করতেন এবং সামাজিক অনুষ্ঠান পরিহার করে চলার চেষ্টা করতেন। সমস্যা সমাধানের জন্য উনাকে পরামর্শ দিয়েছিলাম অর্থোডন্টিক্স চিকিৎসা সেবা গ্রহণ করতে৷ কিন্তু তার বয়স, আর্থিক অবস্থা ও সামাজিক বাধ্যবাধকতার জন্য অর্থোডন্টিক্স চিকিৎসা সেবা গ্রহণ করা সম্ভবপর নয়।
তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম Light cure composite vineering এর মাধ্যমে তার সমস্যা সমাধান করার জন্য।
একই সঙ্গে উনার আল্ট্রাসোনিক স্কেলিং & পলিশিংটাও প্রয়োজন ছিল।
আজ আমরা প্রথমে স্কেলিং পলিশিং শেষ করি। এরপর আমরা ভিনিয়ার করি।
ভিনিয়ার করার বিস্তারিত ভিডিও আকারে আমরা প্রকাশ করার ইচ্ছা পোষণ করছি।
চিকিৎসা শেষে রোগীর প্রাণ খোলা হাসি দেখে এখনই ছবিটি প্রকাশ করার ইচ্ছা হলো।
উনাকে যতটা আশ্বাস দিয়েছিলাম, আল্লাহর রহমতে তিনি নাকি তার চেয়ে উত্তম কিছু পেয়েছেন। 😊।
আসন্ন শুক্রবার রোগীর পাত্রপক্ষ তাকে দেখতে আসবে। সকলে তার জন্য দোয়া করি, সে যেন একজন ভালো মানুষ হিসাবে আরেকজন ভালো মানুষের সাথে জীবনটা এগিয়ে নিয়ে যেতে পারেন।

30/03/2024
11/03/2024

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।
আল্লাহ আমাদের সকলের পাপগুলো ক্ষমা করে নেককার বান্দা হিসাবে কবুল করুন এই রমজানের উছিলায়।

রমজানুল মোবারক।

আমাদের একজন পেশেন্ট এসেছিলেন মোহাম্মদপুর থেকে। তিনি গুলশানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করেন। উনার oral hygiene sta...
09/03/2024

আমাদের একজন পেশেন্ট এসেছিলেন মোহাম্মদপুর থেকে। তিনি গুলশানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করেন। উনার oral hygiene status খুব ভালো। দাঁতের যথেষ্ট যত্ম নেন। তবুও কিছুদিন যাবৎ উনার সামনের দাঁতে শিরশির করছিলো এবং সেটা কিছুটা ব্যাথার পর্যায়ে চলে গিয়েছিল।
আমরা উনার বিস্তারিত history নিলাম। ক্লিনিক্যালি পরীক্ষা করে দেখলাম। সামান্য কিছু সমস্যা পেলাম।
আমরা উনার রেডিওলজিক্যাল টেস্ট করার পর উনার সম্মতিক্রমে ৩ সপ্তাহ চিকিৎসার প্রাথমিক ধাপ অনুসরণ করার সিদ্ধান্ত নিলাম৷ সেই প্রচেষ্টা ব্যর্থ হলে আমরা বিকল্প পথে আগানোর পথ খোলা রাখলাম। আগেই Invasive procedure এ যেতে চাচ্ছিলাম না।
আমাদের শ্রদ্ধেয় শিক্ষক তারেক স্যার একটা কথা বলেন, " একটা দাঁতকে তার স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতাকে কাজে লাগিয়ে সুস্থ হওয়ার সুযোগ দাও, এরপর সেই প্রচেষ্টা ব্যর্থ হলে তখন প্রয়োজন সাপেক্ষে সার্জিক্যাল প্রসিডিওর এর দিকে এগিয়ে যেও।"
স্যারের এই উপদেশ এর আগেও অনেক বার প্রয়োগ করে সফল হয়েছি আমরা।
আলহামদুলিল্লাহ, আজ ৪ সপ্তাহ পরে আমাদের উল্লেখিত রোগী ৯০% সুস্থ।
উনার চিকিৎসা হিসাবে আমরা কিছু পরামর্শ দিয়েছিলাম এবং দাঁত ব্রাশের সঠিক পদ্ধতিটা শুধু শিখিয়ে দিয়েছিলাম।

উনি আমাদের সেবা গ্রহণ করে খুবই খুশি ও কৃতজ্ঞ৷
এমন কৃতজ্ঞ সেবাগ্রহীতাকে পেয়ে আমরাও অনেক খুশি। মানুষ এখন সেবাদাতার প্রতি সাধারণত কৃতজ্ঞতা প্রদর্শন করে খুব কমই।

এখানে উল্লেখ করা যেতে পারে যে, তিনি আমাদের এখানে এসেছিলেন Root Canal treatment + Crown করার জন্য। ( এর আগে যাদের সাথে পরামর্শ করেছিলেন তাদের মতামত অনুযায়ী)
আমরা বলেছিলাম Lets try in a different way and wait for the result if you permit and co-operate.
আল্লাহ আমাদের আয় রোজগারে সৎ থাকার তৌফিক দান করুন এবং আমাদের উছিলায় রোগীকে সেফা দান করুন।

রোগী গতকাল এসেছিলেন দুই দাঁতের মাঝের ফাঁকা দাঁতের সমাধান পেতে৷ যেহেতু উনার নিচের পাটির দাঁতে সমস্যা আছে জন্যই মুলত উপরের...
28/02/2024

রোগী গতকাল এসেছিলেন দুই দাঁতের মাঝের ফাঁকা দাঁতের সমাধান পেতে৷
যেহেতু উনার নিচের পাটির দাঁতে সমস্যা আছে জন্যই মুলত উপরের দাঁতে এমন ফাঁকা, আমরা উনাকে পরামর্শ দিলাম অর্থোডন্টিক্স চিকিৎসা সেবা গ্রহণ করতে।। তিনি নাকি ছোট থেকেই অর্থোডন্টিক চিকিৎসা অপছন্দ করেন। 😁😁।
যা হোক, উনি সাময়িক সমাধানেই খুশি থাকতে চান।
আমরা আজ Light cure composite Resin দিয়ে উনার median diastema closure চিকিৎসা করলাম। রোগী হিসাবে উনি বেশ অল্পতেই সন্তুষ্ট। আমরা বারবার বলে কয়ে উনার ট্রিটমেন্ট এর ফিনিশিং আনার চেষ্টা করেও খুব বেশি সময় উনার কাছে পেলাম না। যা হোক চিকিৎসা পেয়ে রোগী খুবই খুশি, কিন্তু আমাদের ডাক্তার চেয়েছিলেন আরও একটু ভালো ভাবে চিকিৎসাটা শেষ করতে।
আজ দেখলাম ছোট সন্তানের জন্য মায়ের কী অস্থিরতা!! নিজের চিকিৎসার চেয়েও সন্তানকে সময় দেওয়াটা তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
আল্লাহ সকল মা ও মা জাতিকে ভালো রাখুন।

এমন বিব্রতকর অবস্থা এড়িয়ে চলতে নিয়মিত দাঁত ও মুখের যত্ন নিন। দিনে ২ বার ভালো ভাবে দাঁত ব্রাশ করুন এবং বছরে ১-২ বার প্রফে...
16/02/2024

এমন বিব্রতকর অবস্থা এড়িয়ে চলতে নিয়মিত দাঁত ও মুখের যত্ন নিন।
দিনে ২ বার ভালো ভাবে দাঁত ব্রাশ করুন এবং বছরে ১-২ বার প্রফেশনাল ডেন্টাল ক্লিনিং/ ডেন্টাল স্কেলিং সেবা গ্রহণ করুন।

সকলের সুস্বাস্থ্য ও হাসিমুখ কামনা করে জানাই পবিত্র জুমার শুভেচ্ছা
" জুমা মোবারক "

এখানে একটা দাঁতে ক্রাউন করা আছে। বেশিরভাগ মানুষ বুঝতেই পারছেন না কোন দাঁতে ক্রাউন করা আছে। এই  ট্রিটমেন্ট আমাদের ক্লিনিক...
10/02/2024

এখানে একটা দাঁতে ক্রাউন করা আছে। বেশিরভাগ মানুষ বুঝতেই পারছেন না কোন দাঁতে ক্রাউন করা আছে।
এই ট্রিটমেন্ট আমাদের ক্লিনিকে সাশ্রয়ী খরচেই করতে পারবেন আপনারা।
আমাদের এই পেশেন্ট নিজেই ছবিটা শেয়ার করতে বলেছেন জন্য এখানে পোস্ট করছি। সাধারণত রোগীর প্রাইভেসির জন্য আমরা চিকিৎসা সংক্রান্ত পোস্ট করি না।
তবে রোগীর অনুমতি নিয়ে আগামী দিনগুলোতে আমরা চিকিৎসার বিভিন্ন ধাপের ছবি শেয়ার করবো ইন শা আল্লাহ। তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন ফ্যামিলি ডেন্টাল কেন সেরা!!

Welcome to Family Dental Clinic for better treatment at affordable cost. ❣️❣️
12/01/2024

Welcome to Family Dental Clinic for better treatment at affordable cost. ❣️❣️

Address

Dhaka

Opening Hours

Monday 12:00 - 14:30
17:00 - 22:00
Tuesday 12:00 - 14:30
17:00 - 22:00
Wednesday 12:00 - 14:30
17:00 - 22:00
Thursday 12:00 - 14:30
17:00 - 22:00
Friday 08:00 - 12:00
17:00 - 22:00
Saturday 12:00 - 14:30
17:00 - 22:00
Sunday 12:00 - 14:30
17:00 - 22:00

Telephone

+8801324536106

Alerts

Be the first to know and let us send you an email when Family Dental Clinic - ফ্যামিলি ডেন্টাল ক্লিনিক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Family Dental Clinic - ফ্যামিলি ডেন্টাল ক্লিনিক:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram