09/03/2024
আমাদের একজন পেশেন্ট এসেছিলেন মোহাম্মদপুর থেকে। তিনি গুলশানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করেন। উনার oral hygiene status খুব ভালো। দাঁতের যথেষ্ট যত্ম নেন। তবুও কিছুদিন যাবৎ উনার সামনের দাঁতে শিরশির করছিলো এবং সেটা কিছুটা ব্যাথার পর্যায়ে চলে গিয়েছিল।
আমরা উনার বিস্তারিত history নিলাম। ক্লিনিক্যালি পরীক্ষা করে দেখলাম। সামান্য কিছু সমস্যা পেলাম।
আমরা উনার রেডিওলজিক্যাল টেস্ট করার পর উনার সম্মতিক্রমে ৩ সপ্তাহ চিকিৎসার প্রাথমিক ধাপ অনুসরণ করার সিদ্ধান্ত নিলাম৷ সেই প্রচেষ্টা ব্যর্থ হলে আমরা বিকল্প পথে আগানোর পথ খোলা রাখলাম। আগেই Invasive procedure এ যেতে চাচ্ছিলাম না।
আমাদের শ্রদ্ধেয় শিক্ষক তারেক স্যার একটা কথা বলেন, " একটা দাঁতকে তার স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতাকে কাজে লাগিয়ে সুস্থ হওয়ার সুযোগ দাও, এরপর সেই প্রচেষ্টা ব্যর্থ হলে তখন প্রয়োজন সাপেক্ষে সার্জিক্যাল প্রসিডিওর এর দিকে এগিয়ে যেও।"
স্যারের এই উপদেশ এর আগেও অনেক বার প্রয়োগ করে সফল হয়েছি আমরা।
আলহামদুলিল্লাহ, আজ ৪ সপ্তাহ পরে আমাদের উল্লেখিত রোগী ৯০% সুস্থ।
উনার চিকিৎসা হিসাবে আমরা কিছু পরামর্শ দিয়েছিলাম এবং দাঁত ব্রাশের সঠিক পদ্ধতিটা শুধু শিখিয়ে দিয়েছিলাম।
উনি আমাদের সেবা গ্রহণ করে খুবই খুশি ও কৃতজ্ঞ৷
এমন কৃতজ্ঞ সেবাগ্রহীতাকে পেয়ে আমরাও অনেক খুশি। মানুষ এখন সেবাদাতার প্রতি সাধারণত কৃতজ্ঞতা প্রদর্শন করে খুব কমই।
এখানে উল্লেখ করা যেতে পারে যে, তিনি আমাদের এখানে এসেছিলেন Root Canal treatment + Crown করার জন্য। ( এর আগে যাদের সাথে পরামর্শ করেছিলেন তাদের মতামত অনুযায়ী)
আমরা বলেছিলাম Lets try in a different way and wait for the result if you permit and co-operate.
আল্লাহ আমাদের আয় রোজগারে সৎ থাকার তৌফিক দান করুন এবং আমাদের উছিলায় রোগীকে সেফা দান করুন।