
24/08/2025
জবা ফুল (Hibiscus) শুধু সুন্দরই নয়, বরং এটি স্বাস্থ্য, ত্বক ও চুলের জন্য অনেক উপকারে আসে। 🌺
🔴জবা ফুলের উপকারিতা
✅ চুল ও মাথার ত্বকে উপকার..!
চুল পড়া রোধ করে
নতুন চুল গজাতে সাহায্য করে
খুশকি কমায়
চুলকে মসৃণ ও ঘন করে
✅ ত্বকের জন্য উপকার..!
মুখে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল করে
ব্রণ ও দাগ দূর করতে সাহায্য করে
বয়সের ছাপ (Wrinkles) কমায়
✅ স্বাস্থ্যের জন্য উপকার..!
জবা ফুলের চা (Hibiscus Tea) রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে
শরীর ঠান্ডা রাখতে ও পানিশূন্যতা দূর করতে ভালো
লিভার সুস্থ রাখতে সাহায্য করে
রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে
ওজন কমাতে সহায়তা করে
✅ মহিলাদের স্বাস্থ্যে..!
অনিয়মিত মাসিক নিয়ন্ত্রণে সাহায্য করে
পিরিয়ডের সময় ব্যথা কমাতে সহায়ক
🚫 তবে অতিরিক্ত সেবন ক্ষতিকর হতে পারে, তাই পরিমিত ব্যবহারই ভালো।