30/04/2025
ডিপ্রেশন ও ব্যথা: প্রচলিত ওষুধ বনাম হোমিওপ্যাথিক সমাধান
অ্যামিট্রিপটাইলিন:
বিশ্বব্যাপী হতাশা ও ব্যথার চিকিৎসায় ব্যবহৃত একটি জনপ্রিয় ওষুধ। এটি স্নায়ু উত্তেজনা কমিয়ে মন ভালো করে। তবে ঘুম ঘুম ভাব, মুখ শুকিয়ে যাওয়া, ওজন বৃদ্ধি ইত্যাদি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।
হোমিওপ্যাথিক বিকল্প:
হোমিওপ্যাথি মনের ও শরীরের ভেতর থেকে আরোগ্য সাধন করে। পার্শ্বপ্রতিক্রিয়াহীন এবং দীর্ঘমেয়াদে টেকসই ফলাফল দেয়। তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ হোমিও ওষুধ হল:
Ignatia Amara,Natrum Muriaticum,Arnica Montana,Staphysagria,Hypericum Perforatum
ডিপ্রেশন ও ব্যথা দূর করতে হোমিওপ্যাথি একটি নিরাপদ ও কার্যকর পদ্ধতি। সঠিক চিকিৎসা গ্রহণ করে সুস্থ জীবন ফিরে পাওয়া সম্ভব।
নিজে নিজে ওষুধ না খেয়ে একজন রেজিস্টার্ড হোমিও ডাক্তারের শরণাপন্ন হোন,
ধন্যবাদ💐