বিসমিল্লাহ ভেটেরিনারি কর্ণার

বিসমিল্লাহ ভেটেরিনারি কর্ণার I make videos about cattle

গবাদিপশুর জাত যেনে রাখুন
08/04/2025

গবাদিপশুর জাত যেনে রাখুন

30/03/2025

ঈদ মোবারক 🌙

বিসমিল্লাহ ভেটেরিনারি কর্ণার এর পক্ষ থেকে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।

গরু ও মহিষের  হিটে (গরম হবার) আসার লক্ষণ:১) লেজ নাড়ানো: গাভী ঘন ঘন লেজ নাড়ায়।খাবার গ্রহণে অনীহা: গাভী স্বাভাবিকের চেয...
25/03/2025

গরু ও মহিষের হিটে (গরম হবার) আসার লক্ষণ:

১) লেজ নাড়ানো: গাভী ঘন ঘন লেজ নাড়ায়।
খাবার গ্রহণে অনীহা: গাভী স্বাভাবিকের চেয়ে কম খাবার গ্রহণ করে।

২) বারবার ডাকাডাকি করা (Repeated bellowing)।

৩) লেজ উত্তোলন করা।

৪) যৌনাঙ্গের ঠোঁট ফুলে যাওয়া এবং লালচে হওয়া।

৫) ঘন, লম্বাটে এবং স্বচ্ছ রস নির্গত হওয়া।

৬) ঘন ঘন প্রস্রাব করা (Micturition)।

৭) অস্থিরতা দেখা দেওয়া, অন্য পশুর গন্ধ শোঁকা এবং তাদের ওপরে চড়ে বসা।

প্রজননের সঠিক সময়:

গরমের ১০-১২ ঘণ্টা পর, গাভী অন্য গাভী বা ষাঁড়কে তার ওপর চড়তে দেয়—এটিই কৃত্রিম প্রজননের (AI) সঠিক সময়।

স্বাভাবিক প্রজনন বা কৃত্রিম প্রজনন (AI) গরমের প্রথম লক্ষণ দেখার ১০-১২ ঘণ্টা পরে করানো উচিত, তবে সর্বোচ্চ ১৮ ঘণ্টার মধ্যে।

যদি সন্ধ্যায় গরমের লক্ষণ দেখা যায়, তবে পরের দিন সকালে কৃত্রিম প্রজনন করানো উচিত।

যদি পরের দিন সকালে গরম অব্যাহত থাকে, তবে একই দিনে আবার কৃত্রিম প্রজনন করা যেতে পারে।

যদি পশু গর্ভধারণ না করে, তবে ১৮-২১ দিনের মধ্যে পুনরায় গরমে আসবে।

প্রজননের ২১ দিন পর পুনরায় গরমের লক্ষণ পর্যবেক্ষণ করা উচিত, বিশেষ করে ভোরবেলা বা রাতের শেষ দিকে।

মহিষের ক্ষেত্রে বিশেষ যত্ন নিতে হবে, কারণ তাদের গরমের লক্ষণ স্পষ্টভাবে প্রকাশ পায় না। সাইলেন হিট থাকে।

কৃত্রিম প্রজনন (AI) প্রক্রিয়া:

প্রাণী চিকিৎসক বা খামারি বা প্রজনন কর্মী প্রথমে গাভীর হিটের লক্ষণগুলি পরীক্ষা করবেন:
এরপর, একটি জীবাণুমুক্ত ক্যাথেটারের মাধ্যমে উন্নত জাতের ষাঁড়ের সিমেন গাভীর জরায়ুতে প্রবেশ করানো হয়।

এই প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন করার জন্য বিশেষ দক্ষতা এবং পরিচ্ছন্নতার প্রয়োজন।

কৃত্রিম প্রজননের সুবিধা:

১) উন্নত জাতের পশু উৎপাদন: কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের ষাঁড়ের সিমেন ব্যবহার করে উচ্চ উৎপাদনশীল গাভী উৎপাদন করা যায়।

২) রোগমুক্ত পশু পালন: এই পদ্ধতিতে রোগমুক্ত ষাঁড়ের সিমেন ব্যবহার করা হয়, যা গাভীকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে।

৩) উৎপাদনশীলতা বৃদ্ধি: কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপাদিত গাভী বেশি দুধ দেয় এবং দ্রুত বৃদ্ধি পায়, যা খামারের উৎপাদনশীলতা বাড়ায়।

৪) সহজলভ্যতা: উন্নত জাতের ষাঁড়ের সিমেন সহজেই পাওয়া যায়, যা খামারিদের জন্য সুবিধাজনক।

কৃত্রিম প্রজননের কিছু বিবেচ্য দিক:

১) সঠিক সময় নির্ধারণ: গাভীর হিটের সঠিক সময় নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ।

২) পরিচ্ছন্নতা: কৃত্রিম প্রজনন প্রক্রিয়াটি জীবাণুমুক্ত পরিবেশে সম্পন্ন করা উচিত।

৩) দক্ষতা: এই প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন করার জন্য দক্ষ পশু চিকিৎসক বা খামারির প্রয়োজন।

03/01/2025
27/12/2024
গবাদিপশুর কৃর্মির লক্ষন ও প্রতিকার...■ খাওয়া-দাওয়ার ইচ্ছা ঠিক থাকে কিন্তু দিন দিন দেহ শুকিয়ে যায়। আক্রান্ত প্রাণীটি দুর্...
27/12/2024

গবাদিপশুর কৃর্মির লক্ষন ও প্রতিকার...

■ খাওয়া-দাওয়ার ইচ্ছা ঠিক থাকে কিন্তু দিন দিন দেহ শুকিয়ে যায়। আক্রান্ত প্রাণীটি দুর্বল হয়ে পড়ে।

■ পেট ঝুলে যায়, দেহের উজ্জ্বলতা কমে রুক্ষ হয়ে যায় এবং কখনো কখনো দেহের লোম উঠতে থাকে। ছয় মাসের বাছুরকে দেখে মনে হয় ২-৩ মাসের বাছুর।

■ অধিকাংশ ক্ষেত্রে পাতলা পায়খানা হয়। ছাগল-ভেড়ার মল গরুর গোবরের মতো হতে দেখা যায়। আল কৃমির সংক্রমণ খুব বেশি হলে কখনো কখনো কোষ্ঠকাঠিন্যও হতে পারে।

■ কৃমির সংক্রমণ বেশি হলে প্রাণীর অ্যানিমিয়া (রক্তাল্পতা) হয়। গলার তলদেশ ফোলে এবং চোখ দিও কখনো কখনো জল পড়ে।

■ কৃমির শরীর থেকে এক ধরনের টক্সিন বা বিষ নির্গত হয় যা থেকে প্রাণীদেহে মারাত্মক রোগ সৃষ্টি হতে পারে। এই ধরনের রোগকে 'ওয়ার্ম টক্সিমিয়া' বা কৃমিজনিত বিষক্রিয়া বলা হয়। এই রোগে ফেল বাছুর বেশি মারা যায়।

প্রতিকার:
➤ গবাদিপশুর বয়স ও ওজন অনুযায়ী ২-৩ মাস পর পর কৃমিনাশক ওষুদ খাওয়ানো।
➤গোবর পরীক্ষা করে কৃমির প্রজাতি নির্নয় করে নির্দিষ্ট গ্রুপের ওষুধ খাওয়ানো।
সচেতনতায়:
বিসমিল্লাহ ভেটেরিনারি কর্ণার
প্রোঃ মোঃ ছামিউল ইসলাম।
কালার মোড় কাজীর বাজার ইসলামপুর, জামালপুর।

23/12/2024

Address

Jamalpur Sadar Upazila
2010

Alerts

Be the first to know and let us send you an email when বিসমিল্লাহ ভেটেরিনারি কর্ণার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram