
13/05/2025
উদিয়মান তরুন ডাক্তার ও রেসপিরেটরি মেডিসিন এ উচ্চতর ডিগ্রীতে আছেন ডাঃ বিপুল মিয়া ৷ চর এলাকা তথা পূর্ব জামালপুরের জন্য এটা অত্যন্ত প্রয়োজনীয় ৷ এলাকার মানুষের সেবা দেওয়ার জন্য সরাসরি ঢাকা পিজি হাসপাতাল থেকে প্রতি শুক্রবার নান্দিনা কেয়ার ডায়াগনষ্টিক সেন্টার এ আসেন ৷
সিরিয়ালের জন্য 01907111480 থেকে 486 পর্যন্ত যে কোন নাম্বারে ৷