Lamia Medical Hall

Lamia Medical Hall You can find here any kind of pharmaceuticals products with retail price

ক্ষমাই সুন্দর,,,,,,,
25/06/2025

ক্ষমাই সুন্দর,,,,,,,

31/05/2025

এই যখন অবস্থা,,,,,,,,,,,,

রংপুরে পুলিশ লাইন্সের সাথে শিবির হেল্প ডেস্ক বসাইছে, সেখানে তারা শিক্ষার্থীদের মোবাইল, মানিব্যাগ, ক্যারি করা ব্যাগ জমা নিচ্ছিলো, যেন পরীক্ষার্থীরা পরবর্তীতে সেটা সহজে খুঁজে পায়।

আর সেখানে ছাত্রদল হামলা করছে, এবং শিবিরের অনেকজনকে আহত করছে।

ছাত্রদলের অভিযোগ তাদের ডেস্কের (শিবিরের)কারণে গার্ডিয়ান এবং শিক্ষার্থী'রা ছাত্রদলের হেল্প ডেস্কে যাচ্ছে ও না, কোনো কিছু জমা ও রাখছেনা।

আবার অন্যদিকে গার্ডিয়ান এবং শিক্ষার্থীদের অভিযোগ ছাত্রদলের হেল্প ডেস্কে সকালে এক পরীক্ষার্থী মোবাইল রেখে ওয়াশরুমে গেছে, ওয়াশরুম থেকে বের হয়ে দেখে সেই মোবাইল সহ ওই নেতা গায়ের এবং ছাত্রদল কর্তৃক অস্বীকার করা হচ্ছে যে, তারা ওই শিক্ষার্থীর মোবাইল রাখে নি।

তখন অন্যান্য গার্ডিয়ান সহ অনেকে যখন বলে ওই শিক্ষার্থী তাদেরকে (ছাত্রদলকে) মোবাইল দিছে, তখন ছাত্রদল চাপে পড়ে ওই মোবাইল চোর নেতাকে হাজির করে এবং মোবাইলটি ফিরিয়ে দেয়।

এরপর আর কোনো শিক্ষার্থী ছাত্রদলের বুথে কোনো কিছু জমা রাখেনি।

আর ছাত্রদল এটা মেনে নিতে না পেরে বহিরাগত টোকাই এনে শিবিরের উপর হামলা করেছে।

মার্চ ফর গাজা শেষে সোহরাওয়ার্দী উদ্যান থেকে উত্তরার বাসার উদ্দেশ্যে হেটেই রওয়ানা হলাম,,,,,,,
12/04/2025

মার্চ ফর গাজা শেষে সোহরাওয়ার্দী উদ্যান থেকে উত্তরার বাসার উদ্দেশ্যে হেটেই রওয়ানা হলাম,,,,,,,

আছি মার্চ ফর গাজা তে
12/04/2025

আছি মার্চ ফর গাজা তে

14/01/2025

সিরাজ-উদ-দ্দৌলার পর টিউলিপ সিদ্দিকের
পতন হলো আপন খালার জন্য !!
ঘসেটি বেগমx হাসিনা বেগম!!
©

03/11/2024

আওয়ামীলীগ নিজে থেকে বাঁচতে চাওয়ার প্রয়োজন নাই। খবর আসছে যে, বিএনপি এক রকম প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে যে কি রকম বিনিময়ে কাকে কিভাবে হেফাজত করবে।

বরং আওয়ামীলীগের নেতাকর্মীরা পালিয়ে থাকতে চাইলেও বিএনপি তাদেরকে খুঁজে বের করে এনে নিজেদের চেয়ার ছেড়ে দিয়ে হলেও অবস্থান তৈরী করে দিচ্ছে।

এই ভালোবাসা থাকুক তাদের মধ্যে।

27/10/2024

আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে বন্যায় ৮৪০০ পরিবারের জন্য বাসা তৈরী,ব্যবসার ব্যবস্থা,অটোরিকশা কিনে দেয়াসহ আরও কিছু পদক্ষেপের জন্য ৭১+ কোটি টাকার ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে।

চিন্তা করুন!!মাত্র ৭০-৮০ কোটি টাকা দিয়েই প্রায় ৮/৯ হাজার পরিবারের আয়-রোজকার,বাসস্থানের বন্দোবস্ত হচ্ছে।মানুষ হিসেবে প্রত্যক্ষ-পরোক্ষভাবে ২৫/৩০ হাজার মানুষের অন্ন-বস্ত্রের দায়িত্ব নেয়া।।

স্রেফ একটা প্রাইভেট অরগানাইজেশান একগাদা সীমাবদ্ধতার পরও থেকে হাজার হাজার মানুষের জীবনের গতিপথই পালটে দিচ্ছেন আর যারা সরকারি দায়িত্বে থাকেন তাদের ক্ষেত্রে তো এই সুযোগ আরও হাজারগুণ বেশি থাকে।কারন সেখানের বরাদ্দ শ কোটি থেকে হাজার কোটিতে।তারপরও সরকারীভাবে মানুষের জীবনমানের পরিবর্তন খুবই কম দেখা যায়।কারন অধিকাংশের সাধারণ জীবনের চিন্তা বাদ দিয়ে শ/হাজার কোটির টাকাটা নিজের একাউন্টে ঢুকাতেই শান্তি আর সুখের নিশ্চয়তার কথা ভাবেন সরকারিগন।


এখানে পার্থক্যটা ফিলোসোফিতে!কেউ যদি মনে করে আমার রিজিক যতটুকু আমি তাই খাবো বাকি যা আসবে তা কোনোভাবেই আমার হবে না যদিও চুরি/হারামভাবে কুক্ষিগত করি তাহলে এই মানুষটা অন্যের সম্পদ অন্যের কাছে পৌঁছে দেয়ার জন্যই বেশি চাপ অনুভব করবে।আর যদি সরকারি খাতে সৎ ও আমানতদার কিছু মানুষ দায়িত্বে থাকে এরকম শ কোটি টাকাতেই তখন দেখা যাবে হাজার হাজার পরিবার খেয়ে-পরে আনন্দে আছে।এবং এই সুযোগটা সরকারি বড় কর্মকর্তাদের আরও বেশি থাকে।

আস-সুন্নাহ ফাউন্ডেশনকে দেখে কিছুটা আশ্চর্য লাগে!!একটা প্রাইভেট অরগানাইজেশান কাজের কলেবরে কিছুক্ষেত্রে সরকারকেও হার মানিয়ে দিচ্ছে স্রেফ কিছু সৎ আর আমানতদার মানুষ দায়িত্বে থাকার কারনে।

Sabbir Hossain Sagor

20/10/2024

আমি বুঝি না
সাকিবকে কেন দেশের মাটিতে খেলেই অবসর নিতে হবে???
একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি করার পায়তারা মনে হচ্ছে

05/10/2024

আসিফ, নাহিদ, সারজিস, হাসনাত, রাফি, তাবাসসুম, এদের নিয়ে আপনি খোলামেলা সমালোচনা করছেন, করতেই পারেন সেই অধিকার আপনার আছে,

কিন্তু এটা মনে রাইখেন আপনাকে বাক স্বাধীনতা দেওয়ার জন্য ওরা রাস্তায় নেমেছিলো, আর আপনি তখন বাসায় বসে ফেসবুকে সেভ বাংলাদেশ স্টুডেন্ট লিখা পোস্ট করছেন 😆

03/10/2024

“ডঃ ইউনুসের গ্রামীণ ব্যাংক সু"দ খায়, আর অন্যান্য ব্যাংক বেহেশতের মেওয়া ফল খায় আর আপনারা ব্যাংকে টাকা জমা রেখে জমজম কূপের পানি খান।।”

19/09/2024

তাফাজ্জলের হত্যাকারী ঢাবির ছাত্র নামের জানোয়ারদের কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই!!!

Address

Dhaka

Telephone

+8801819081703

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lamia Medical Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share