Abdul Hyie

Abdul Hyie Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abdul Hyie, Hospital, 7 Sontek, Jatrabari.

08/09/2021

মানুষ সময়ের স্রোতেই বদলায়,যেমন ঝড়ের শেষে বদলে যায় পাখিদের আশ্রয়,ভেঙে যায় বাসা।
যে ঘর ঝড়ে ভেঙে গেছে, সে ঘরে অন্য কেউ বাসা বাঁধে।পাওয়া না পাওয়ার নামই তো জীবন,তবে এত্তো ক্ষোপ কেন মনের মাঝে।

ভাঙা ঘরেও মানুষ বাস করে,আবার ভাঙা ঘর থেকেও মানুষ চলে যায়।তবে কেনো এত্তো হিসেব নিকেষ,অংক কষাকষি করে কি আর যোগফল বাড়বে।ইদানিং তোমার অভিযোগের পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে,আমি টের পাচ্ছি।

তবে কি ভালোবাসা বিলের ধারে শাপলা ফুল ফোঁটার মতো,যে শাপলা খুব সহজেই ছিঁড়ে এনে ফেলে দেওয়া যায়।ভালোবাসা শাপলা ফুলের মতো না,জীবনটা অতোটা সহজ না,যতটা সহজ তুমি ভেবে নিচ্ছো।খুব সহজেই অভিযোগের চিহৃ গাঁয়ে ছুঁড়ে দেওয়া যায়।

বৃষ্টির শেষে যেমন কাঁদা মিশে থাকে পথে, অচেতন ভাবে হাঁটলে হোঁচট খাবে জেনেও ,তবু সর্তক হয়েও
তুমি পথে হাঁটো।তবু আমরা সেই শুকনা পথেও হোঁচট খাই।ব্যবধান এইটুকু যে শুকনো পথ,আর ভেঁজা পথ।

আমি তো সমুদ্রের স্রোতেই বদলে গেছি,কি এক টেঊ এসে লাগছে বুকে।যেমন শেকড় থেকে মাটি উপড়ে ফেলা হয়।শুধু বদলে যাওয়াকে দেখলে,যে টেঊ এসে বুক ক্ষত করে যাচ্ছে,তুমি কি টের পাচ্ছো না।
কি নিদারুণ ভাবে তোমার মনের কথাগুলো প্রকাশ করে গেলে, আমাকে কাঠগড়ায় দাড় করিয়ে।

আমি তো কেবল মাটি ও শেকড় দুটো'কেই আকঁড়ে ধরে রাখতে চেয়েছি, কেবল সমুদ্রের স্রোত এসেই মাটি থেকে শেকড়'কে ভাঁসিয়ে নিলো।

আমিতো শান্ত নদী,যে নদীর গর্জন নেই, স্রোত নেই।
মন ভাঙনের শব্দ নেই।নদীর বুকে আছে শুধু অথৈ পানি।

বোবা নদী।।
লেখা~ অনিন্দ্য অনি

#অনি

24/04/2020

ফগিং এর মাধ্যমে জীবানুমুক্ত করা যায় রোগীর ওয়ার্ড

16/04/2020

বাচতে হলে ঘরে থাকুন,

12/04/2020

We Will Definitely Keep Medical and Hygiene as Well.

Address

7 Sontek
Jatrabari

Telephone

01911437463

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdul Hyie posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category