21/03/2024
প্রায় ৩০ বছর ধরে কাতারে শিঙ্গা চিকিৎসা (হিজামা) দিয়ে আসা এই প্রবীণ মানুষ শেখ আকিল ফারুক ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।😢
হিজামা একটি ভূলে যাওয়া নববী চিকিৎসা
ঔষধের বিকল্প বিস্ময়কর ন্যাচারাল চিকিৎসা হচ্ছে হিজামা । হিজামা সত্যিকার অর্থে খুবই চমৎকার এবং ম্যাজিক এর কাজ করে। এটি নববী চিকিৎসা ব্যাবস্থা।
♦হিজামা কি?
হিজামা একটি বিজ্ঞান সম্মত সুন্নতি চিকিৎসা,
হিজামা আরব বিশ্বেসহ বিভিন্ন দেশে জনপ্রিয়। নির্দিষ্ট স্থান থেকে সূঁচের মাধ্যমে নেগেটিভ প্রেশার দিয়ে (টেনে/চুষে) নিস্তেজ প্রবাহহীন দূষিত রক্ত বের করে আনা হয়।
হিজামার মাধ্যমে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় নার্ভগুলো একটিভ হয়,শরিরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যার ফলে শরির হয় সুস্থ,সবল এবং শক্তিশালী।
ইহা আরামদায়ক,ঝামেলাহীন নিরাপদ ফলপ্রসূ চিকিৎসা।
♦হিজামা সম্পর্কে কয়েকটা হাদিস:-
(১) রাসুল ( সা.) বলেছেন, “জিবরীল আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, তম্মধ্যে হিজামাই হল সর্বোত্তম।” আল-হাকিম, হাদীছ নম্বর: ৭৪৭০
(২) রাসুল ( সা.) বলেছেন, “আমি মেরাজের রাতে ফেরেশতাদের মাঝে.. যাদের মাঝখান দিয়ে গিয়েছি, তাদের সবাই আমাকে বলেছে, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন।” সুনানে তিরমিযী হাদীছ নম্বর: ২০৫৩
(৩) রাসুল ( সা.) বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।” সহীহ মুসলিম, হাদীছ নম্বর: ২২০৫
(৪) রাসূল সা. বলেছেন, “হিজামাকারী কতইনা উত্তম লোক। সে দূষিত রক্ত বের করে মেরুদন্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে।” সুনানে তিরমিযী, হাদীস নম্বর: ২০৫৩
♦হিজামা' করার দ্বারা বিশেষ কিছু উপকারিতা:★
(১) শরীরের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড়, হাটু এবং কোমর ব্যথা দূর করতে সাহায্য করে।
(২) মাথা ব্যথার জন্য বিশেষ উপকারী।
(৩) শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ/Toxin বের করে নিয়ে আসে,
(৪) শরীরের ব্যথা/ জ্বালাপোড়া হ্রাস করে,
(৫) ত্বক পরিষ্কার করে।
(৬) রক্ত সঞ্চালন বৃদ্ধি করে,
(৭) ঘুমের উন্নতি করে
(৮) শারীরিক শক্তি বৃদ্ধি করে,
(৯) কিডনি ও লিভারকে পরিস্কার করে,
(১০) হৃদ রোগের ঝুকি কমায় এবং হার্ট সুস্থ রাখে,
(১১) বৃদ্ধ মানুষের বাত/ব্যথা নিপীড়ন করে ,
(১২) গ্যাস্ট্রিক দূর করে।
হিজামা নিন, সুস্থ থাকুন, হিজামার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন
01813917235
হিজামা বাংলাদেশ যাত্রাবাড়ী ঢাকা।