Hijama Bangladesh হিজামা বাংলাদেশ।

Hijama Bangladesh হিজামা বাংলাদেশ। Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hijama Bangladesh হিজামা বাংলাদেশ।, Alternative & holistic health service, 32 Shahid Faroque Road, Jatrabari.

Hijama Bangladesh পেশাদার ও নিরাপদ হিজামা থেরাপি সেবা প্রদান করে। আমাদের পেশাদার থেরাপিস্টদের দ্বারা পরিচালিত সেবা শারীরিক ব্যথা কমানো, ডিটক্সিফিকেশন এবং শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। সুস্থতার জন্য আমাদের সাথে থাকুন এবং প্রাচীন এই চিকিৎসা পদ্ধতি উপভোগ করুন।

02/06/2025

আমাদের হিজামা বাংলাদেশের সম্মানিত পরিচালক সাহেব এ বছর হাজ্জ্বের জন্য মক্কায় রওয়ানা দিয়েছেন, ইনশাআল্লাহ আমরা আবার হিজামা কার্যক্রম আগের মত শুরু করব।
যারা আমাদের সার্ভিস নিয়ে সন্তুষ্ট ছিলেন তাদের আল্লাহ পূর্ন শিফা দান করুন।
এটা একটা সুন্নাহ চিকিৎসা এটা ভবিষ্যতে চালিয়ে নেয়ার জন্য আমরা আরো সহজ করে
জনগনের চিকিৎসা নেয়ার সুযোগ করে দিবে
বলে অঙ্গিকার করলাম।

📢 বিশেষ ঘোষণা: Hijama Bangladesh আবার সেবা দিচ্ছে!আমাদের ফেসবুক পেইজ "Hijama Bangladesh" কিছুদিনের জন্য প্রযুক্তিগত সমস্...
13/10/2024

📢 বিশেষ ঘোষণা: Hijama Bangladesh আবার সেবা দিচ্ছে!

আমাদের ফেসবুক পেইজ "Hijama Bangladesh" কিছুদিনের জন্য প্রযুক্তিগত সমস্যার কারণে বন্ধ ছিল। আমরা আনন্দের সাথে জানাচ্ছি, পেইজের সকল সমস্যা সমাধান হয়েছে এবং আমাদের কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে! 🎉

আপনারা যেকোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সেবা গ্রহণ করতে পারেন। আমরা আগের মতোই হিজামা থেরাপি ও অন্যান্য স্বাস্থ্যসেবার জন্য প্রস্তুত।

✅ আবারও সক্রিয় সেবা ✅ স্বাস্থ্যকর ও নিরাপদ থেরাপি ✅ আপনার সুস্থতার জন্য প্রতিজ্ঞাবদ্ধ

আমাদের পাশে থাকুন এবং আপনাদের সকলের সুস্থতা কামনা করি!

#ব্রেকথ্রু #আমাদেরসেবা #ফিরেএলাম

নিয়মিত হিজামা করলে শারীরিক ফিটন্যাস এবং মানুষিকভাবে সুস্থ থাকা যায়, হিজামা একটি সুন্নাহ চিকিৎসা,অবশ্যই সুন্নাহ চিকিৎসায় ...
26/03/2024

নিয়মিত হিজামা করলে শারীরিক ফিটন্যাস
এবং মানুষিকভাবে সুস্থ থাকা যায়, হিজামা একটি সুন্নাহ চিকিৎসা,
অবশ্যই সুন্নাহ চিকিৎসায় বারাকাহ রয়েছে।

মাথা ব্যথা ও শারীরিক সুস্থতার জন হিজামা নিয়েছেন মৃধাবাড়ী থেকে আগত নাঈমুল ইসলাম ভাই।

হিজামা ও রুকিয়াহ্‌ চিকিৎসার জন্য আমরা আছি আপনার পাশে, ইনশা'আল্লাহ,

প্রয়োজনে কল করুন
01813917235

24/03/2024

নিশ্চয়ই হিজামায় রয়েছে শেফা,
(মুসলিম-২২০৫)

প্রায় ৩০ বছর ধরে কাতারে শিঙ্গা চিকিৎসা (হিজামা) দিয়ে আসা এই প্রবীণ মানুষ শেখ আকিল ফারুক ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ও...
21/03/2024

প্রায় ৩০ বছর ধরে কাতারে শিঙ্গা চিকিৎসা (হিজামা) দিয়ে আসা এই প্রবীণ মানুষ শেখ আকিল ফারুক ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।😢
হিজামা একটি ভূলে যাওয়া নববী চিকিৎসা
ঔষধের বিকল্প বিস্ময়কর ন্যাচারাল চিকিৎসা হচ্ছে হিজামা । হিজামা সত্যিকার অর্থে খুবই চমৎকার এবং ম্যাজিক এর কাজ করে। এটি নববী চিকিৎসা ব্যাবস্থা।
♦হিজামা কি?
হিজামা একটি বিজ্ঞান সম্মত সুন্নতি চিকিৎসা,
হিজামা আরব বিশ্বেসহ বিভিন্ন দেশে জনপ্রিয়। নির্দিষ্ট স্থান থেকে সূঁচের মাধ্যমে নেগেটিভ প্রেশার দিয়ে (টেনে/চুষে) নিস্তেজ প্রবাহহীন দূষিত রক্ত বের করে আনা হয়।
হিজামার মাধ্যমে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় নার্ভগুলো একটিভ হয়,শরিরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যার ফলে শরির হয় সুস্থ,সবল এবং শক্তিশালী।
ইহা আরামদায়ক,ঝামেলাহীন নিরাপদ ফলপ্রসূ চিকিৎসা।
♦হিজামা সম্পর্কে কয়েকটা হাদিস:-
(১) রাসুল ( সা.) বলেছেন, “জিবরীল আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, তম্মধ্যে হিজামাই হল সর্বোত্তম।” আল-হাকিম, হাদীছ নম্বর: ৭৪৭০
(২) রাসুল ( সা.) বলেছেন, “আমি মেরাজের রাতে ফেরেশতাদের মাঝে.. যাদের মাঝখান দিয়ে গিয়েছি, তাদের সবাই আমাকে বলেছে, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন।” সুনানে তিরমিযী হাদীছ নম্বর: ২০৫৩
(৩) রাসুল ( সা.) বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।” সহীহ মুসলিম, হাদীছ নম্বর: ২২০৫
(৪) রাসূল সা. বলেছেন, “হিজামাকারী কতইনা উত্তম লোক। সে দূষিত রক্ত বের করে মেরুদন্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে।” সুনানে তিরমিযী, হাদীস নম্বর: ২০৫৩
♦হিজামা' করার দ্বারা বিশেষ কিছু উপকারিতা:★
(১) শরীরের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড়, হাটু এবং কোমর ব্যথা দূর করতে সাহায্য করে।
(২) মাথা ব্যথার জন্য বিশেষ উপকারী।
(৩) শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ/Toxin বের করে নিয়ে আসে,
(৪) শরীরের ব্যথা/ জ্বালাপোড়া হ্রাস করে,
(৫) ত্বক পরিষ্কার করে।
(৬) রক্ত সঞ্চালন বৃদ্ধি করে,
(৭) ঘুমের উন্নতি করে
(৮) শারীরিক শক্তি বৃদ্ধি করে,
(৯) কিডনি ও লিভারকে পরিস্কার করে,
(১০) হৃদ রোগের ঝুকি কমায় এবং হার্ট সুস্থ রাখে,
(১১) বৃদ্ধ মানুষের বাত/ব্যথা নিপীড়ন করে ,
(১২) গ্যাস্ট্রিক দূর করে।

হিজামা নিন, সুস্থ থাকুন, হিজামার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন
01813917235
হিজামা বাংলাদেশ যাত্রাবাড়ী ঢাকা।

18/03/2024

পুরুষদের জন্য হিজামা ৩০% পর্যন্ত ছাড় রমাদানে, মিনিমাম ২০ পয়েন্ট নিতে হবে,
তাই সুযোগ হাত ছাড়া করবেন না।

গরুর গোস্তের আয়োজন মিস করা যাবে না,আয়োজনে CFM Food Stuff-ফুড স্টাফসার্বিক ব্যবস্থাপনায়Masum Bin Siddik ভাই
16/03/2024

গরুর গোস্তের আয়োজন মিস করা যাবে না,
আয়োজনে CFM Food Stuff-ফুড স্টাফ

সার্বিক ব্যবস্থাপনায়
Masum Bin Siddik ভাই

মাইগ্রেন ও ঘাড় ব্যথার জন্য হিজামা নিয়েছেন যাত্রাবাড়ী ধলপুর থেকে আগত জনাব সিফাত ভাই, দীর্ঘদিন যাবত উনি মাথা ব্যথা ঘাড় ব্য...
14/03/2024

মাইগ্রেন ও ঘাড় ব্যথার জন্য হিজামা নিয়েছেন যাত্রাবাড়ী ধলপুর থেকে আগত জনাব সিফাত ভাই, দীর্ঘদিন যাবত উনি মাথা ব্যথা ঘাড় ব্যথায় ভুগছিলেন, হিজামা নেয়ার পর আলহামদুলিল্লাহ ওনার ব্যথা অনেক আংশেই কমে আসে, ইনশা'আল্লাহ দ্রুতই সুস্থ হয়ে উঠবেন আশা করি।

হিজামা ও রুকিয়াহ সেবা নিতে যোগাযোগ করুন
01813917235

14/03/2024

আল্লাহ বলেন, আমি ৬টি জিনিসকে লুকিয়ে রেখেছি ৬টি স্থানে,
কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় ভিন্ন জায়গায়।

১. আমি দ্বীন ইসলামকে রেখেছি ক্ষুধা, দারিদ্রতা ও ধৈর্যের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে উদরপূর্তি ও দুনিয়ার স্বচ্ছলতার মধ্যে।
২. আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে, কিন্তু মানুষ খোঁজে, শাসক ও ক্ষমতাবানের সাহচর্যে।
৩. আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি জান্নাতে, কিন্তু মানুষ তা খোঁজে দুনিয়াতে।
৪. আমি বড়ত্ব রেখেছি বিনয় ও নম্রে, কিন্তু মানুষ তা খোঁজে অহংকারে।
৫. আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে, কিন্তু মানুষ তা খোঁজে লোভ- লালসার মধ্যে।
৬. আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে হারাম উপার্জনে।

আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে আমল করার তাওফিক দান করুন, আমীন।

11/03/2024

চুল পড়ার সমস্যার জন্য আল ইমরান ভাই হিজামা নিয়েছেন আমাদের কাছ থেকে, উনি যতেষ্ঠ সন্তষ্ট, হিজামা একটি উপকারি চিকিৎসা পদ্ধতি,
পাশাপাশি সুন্নাহ হিসেবেও মানুষের জন্য কল্যাণকর,

যারা চুল পড়া, মাইগ্রেনের ব্যথা, ঘাড় ব্যথা, কোমর ব্যথা, ঘুমের সমস্যা
অথবা চর্মরোগ জাতীয় সমস্যায় ভুগছেন, আপনাদের জন্য হিজামা হতে পারে কার্যকির পদক্ষেপ।

হিজামা করাতে যোগাযোগ করুন,
01813917235

যাত্রাবাড়ী, শহীদ ফারুক রোড, টনি টাওয়ারের পশ্চিম পাশে, মিঠাই বিল্ডিং্যের ৩য় তলায়।

11/03/2024

اللهم أهله علينا بالأمن والإيمان والسلامة والإسلام
আহলান ওয়া সাহলান
রমাযান কারীম।

Address

32 Shahid Faroque Road
Jatrabari
1204

Telephone

+8801813917235

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hijama Bangladesh হিজামা বাংলাদেশ। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hijama Bangladesh হিজামা বাংলাদেশ।:

Share