01/12/2025
🎯🎯 আজ #১লা ডিসেম্বর, ২০২৫ইং “বিশ্ব #এইডস দিবস”।
এবারের প্রতিপাদ্য-“Overcoming Disruption Transforming the AIDS response (চ্যালেঞ্জ পেরিয়ে, নতুনভাবে এইডস প্রতিরোধ গড়ে তোলা)।”
🎯 (এইডস) হলো HIV (এইচআইভি-হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস) দ্বারা সৃষ্ট একটি অবস্থা, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়। ফলে শরীর সাধারণ সংক্রমণ বা রোগের বিরুদ্ধেও লড়াই করতে পারে না।
🎯 AIDS (এইডস)-এর সম্পূর্ণ চিকিৎসা নেই,তাই সচেতনতা পারে AIDS প্রতিরোধ করতে।
🎯 AIDS সংক্রমণের প্রধান ৪টি কারণ—
👉 অরক্ষিত যৌ/ন সম্পর্ক , 👉 সংক্রমিত রক্ত গ্রহণ , 👉 একই সিরিঞ্জ বা সুঁই ব্যবহার 👉 মা থেকে শিশুর মাঝে সংক্রমণ ।
🎯 আমাদের করণীয়👨🏻⚕
👉 নিরাপদ আচরণ ও সচেতনতা গড়ে তোলা
👉 নিয়মিত, স্বেচ্ছায় HIV test (এইচআইভি টেস্ট করা)
👉 সঠিক সময়ে চিকিৎসা শুরু করে চালিয়ে যাওয়া
👉 আক্রান্তদের প্রতি সহমর্মিতা দেখানো এবং অপমান/বৈষম্য দূর করা।
🎯 এই দিনটি শুধু একটি স্বাস্থ্যদিবস নয়—মানবিকতা, সহমর্মিতা ও বৈষম্যহীনতার প্রতীক।
আমরা সবাই সচেতন হলেই একটি সুস্থ, নিরাপদ ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গড়ে উঠতে পারে।