Salman Hospital & Diagnostic Ltd.

Salman Hospital & Diagnostic Ltd. Salman Hospital provides high quality healthcare services according to international standards modern technology and personalized care.

Our Diagnosis test report is more acceptable. We are assuring you all the commitment and care about your health.

🎯🎯 আজ  #১লা ডিসেম্বর, ২০২৫ইং “বিশ্ব  #এইডস দিবস”।এবারের প্রতিপাদ্য-“Overcoming Disruption Transforming the AIDS response...
01/12/2025

🎯🎯 আজ #১লা ডিসেম্বর, ২০২৫ইং “বিশ্ব #এইডস দিবস”।
এবারের প্রতিপাদ্য-“Overcoming Disruption Transforming the AIDS response (চ্যালেঞ্জ পেরিয়ে, নতুনভাবে এইডস প্রতিরোধ গড়ে তোলা)।”

🎯 (এইডস) হলো HIV (এইচআইভি-হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস) দ্বারা সৃষ্ট একটি অবস্থা, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়। ফলে শরীর সাধারণ সংক্রমণ বা রোগের বিরুদ্ধেও লড়াই করতে পারে না।

🎯 AIDS (এইডস)-এর সম্পূর্ণ চিকিৎসা নেই,তাই সচেতনতা পারে AIDS প্রতিরোধ করতে।

🎯 AIDS সংক্রমণের প্রধান ৪টি কারণ—
👉 অরক্ষিত যৌ/ন সম্পর্ক , 👉 সংক্রমিত রক্ত গ্রহণ , 👉 একই সিরিঞ্জ বা সুঁই ব্যবহার 👉 মা থেকে শিশুর মাঝে সংক্রমণ ।

🎯 আমাদের করণীয়👨🏻‍⚕
👉 নিরাপদ আচরণ ও সচেতনতা গড়ে তোলা
👉 নিয়মিত, স্বেচ্ছায় HIV test (এইচআইভি টেস্ট করা)
👉 সঠিক সময়ে চিকিৎসা শুরু করে চালিয়ে যাওয়া
👉 আক্রান্তদের প্রতি সহমর্মিতা দেখানো এবং অপমান/বৈষম্য দূর করা।

🎯 এই দিনটি শুধু একটি স্বাস্থ্যদিবস নয়—মানবিকতা, সহমর্মিতা ও বৈষম্যহীনতার প্রতীক।
আমরা সবাই সচেতন হলেই একটি সুস্থ, নিরাপদ ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গড়ে উঠতে পারে।

ডাঃ নাঈমা সুলতানা ম্যাডাম “সহকারী অধ্যাপক” পদে উন্নীত হওয়ায় “সালমান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার" পরিবারের পক্ষ থে...
18/11/2025

ডাঃ নাঈমা সুলতানা ম্যাডাম “সহকারী অধ্যাপক” পদে উন্নীত হওয়ায় “সালমান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার" পরিবারের পক্ষ থেকে “প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা”।

🎯🎯 আজ ১২ নভেম্বর, ২০২৫ইং    “বিশ্ব নিউমোনিয়া দিবস”! এবারের প্রতিপাদ্য বিষয় "Child Survival (শিশুর বেঁচে থাকা)"।🎯ফুসফুসে...
12/11/2025

🎯🎯 আজ ১২ নভেম্বর, ২০২৫ইং
“বিশ্ব নিউমোনিয়া দিবস”! এবারের প্রতিপাদ্য বিষয় "Child Survival (শিশুর বেঁচে থাকা)"।

🎯ফুসফুসের প্রদাহজনিত ভয়ংকর একটি রোগ নিউমোনিয়া।
বিশেষ করে শীতের সময় শিশু ও বয়স্কদের এ রোগের প্রকোপ বেশি বৃদ্ধি পায়।
🎯 নিউমোনিয়া এখনো বিশ্বের শিশু মৃত্যুর অন্যতম কারণ।
🎯 এটি প্রতিরোধযোগ্য এবং চিকিৎসাযোগ্য একটি রোগ।
🎯 চিকিৎসকদের মতে- > অপুষ্টি, > বায়ুদূষণ, >টিকা না নেওয়া এবং >অ্যান্টিবায়োটিকের অভাবে শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে থাকে।

👉 আসুন, আজকের দিনে অঙ্গীকার করি —
প্রতিটি নিশ্বাস হোক নিরাপদ, প্রতিটি শিশুর জীবন হোক সুরক্ষিত।

👉নিউমোনিয়া সহ অন্যান্য রোগের চিকিৎসায় “স্বাস্থ্য সুরক্ষার আপন ঠিকানা” সালমান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার-এ আপনার ও আপনার প্রিয় শিশুর পাশে আছেন আমাদের দক্ষ ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকগণ।

☎️ যেকোন তথ্য ও অগ্রীম সিরিয়ালের জন্য-
#হটলাইন নাম্বার (২৪ ঘণ্টা) : 01404 600 100


❄️ শীতকালীন নিউমোনিয়া ও অন্যান্য মেডিসিনজনিত রোগের নির্ভরযোগ্য চিকিৎসা এখন সালমান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে।👨‍⚕...
08/11/2025

❄️ শীতকালীন নিউমোনিয়া ও অন্যান্য মেডিসিনজনিত রোগের নির্ভরযোগ্য চিকিৎসা এখন সালমান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে।

👨‍⚕️ চিকিৎসা প্রদান থাকবেন :
ডা. মো. মিনহাজ উদ্দিন ভূঁইয়া
(মেডিসিন, বক্ষব্যাধি, ডায়াবেটিস ও বাত-ব্যাথা বিশেষজ্ঞ)

📞 অগ্রীম সিরিয়াল ও তথ্যের জন্য যোগাযোগ করুন: 01404600100

23/10/2025

ডাঃ আয়েশা আক্তার ম্যাডাম “সহকারী অধ্যাপক” পদে উন্নীত হওয়ায়
“সালমান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার" পরিবারের পক্ষ থেকে “প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা”।

ডাঃ কামরুল আহসান স্যার “সহযোগী অধ্যাপক” পদে উন্নীত হওয়ায়“সালমান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার" পরিবারের পক্ষ থেকে “...
22/10/2025

ডাঃ কামরুল আহসান স্যার “সহযোগী অধ্যাপক” পদে উন্নীত হওয়ায়
“সালমান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার" পরিবারের পক্ষ থেকে “প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা”।

🎯🎯 ১৯ অক্টোবর থেকে ২৫অক্টোবর, ২০২৫ইং পর্যন্ত পুরো বিশ্ব জুড়ে এবার পালিত হচ্ছে    (আন্তর্জাতিক সংক্রমণ প্রতিরোধ সপ্তাহ)।এ...
21/10/2025

🎯🎯 ১৯ অক্টোবর থেকে ২৫অক্টোবর, ২০২৫ইং পর্যন্ত পুরো বিশ্ব জুড়ে এবার পালিত হচ্ছে (আন্তর্জাতিক সংক্রমণ প্রতিরোধ সপ্তাহ)।

এবছরের প্রতিপাদ্য- “Stand UPPP for Infection Prevention-সংক্রমণ প্রতিরোধে একসাথে, রক্ষা করতে, প্রতিরোধ করতে এবং জয়ী হতে”।

হচ্ছে "Unite, Protect, Prevent, and Prevail - একত্রিত হও, রক্ষা কর, প্রতিরোধ কর এবং জয়ী হও”।

🎯 এর মূল উদ্দেশ্য হলো,
👉 স্বাস্থ্যসেবার মান উন্নত করা।
👉 স্বাস্থ্যসেবা সম্পর্কিত সংক্রমণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
👉 সংক্রমণ প্রতিরোধে সেবা প্রদানকারী স্বাস্থ্য কর্মীদের সহযোগিতা বৃদ্ধি।
👉 সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি সম্মিলিত প্রচেষ্টার উপর জোর দেয়া।
👉 সংক্রমণের ঝুঁকি শনাক্তকরণ, নিয়ন্ত্রণ এবং বিস্তার রোধ করা।

🎯 সংক্রমণ রোধে-স্বাস্থ্য সুরক্ষার আপন ঠিকানা “সালমান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার” সংক্রমণমুক্ত নিরাপদ স্বাস্থ্যসেবা প্রদান করে স্বাস্থ্য নিরাপত্তায় রোগীর অধিকারকে শতভাগ সুনিশ্চিত করে।
🎯 রোগীদের বিষয়ে হাসপাতলের চিকিৎসকগণ ও স্বাস্থ সেবা কর্মীরা সর্বদা সচেতন ও স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সবসময়।

⏰ ২৪ঘন্টা ইমার্জেন্সি ও টেলিমেডিসিন সেবা আমরাই আপনার পাশে।
☎️ তথ্য ও অগ্রীম সিরিয়ালের জন্য: হটলাইন নাম্বার (২৪ ঘণ্টা) : 01404 600 100
📍 ৪৮০ উত্তর দনিয়া, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬। দনিয়া কলেজ থেকে ১০০গজ পশ্চিম দিকে।



🎯🎯 বিশ্ব হাত ধোয়া দিবস আজ ১৫ অক্টোবর ২০২৫। বিশ্বজুড়ে সংক্রামক রোগ প্রতিরোধে “হাত পরিচ্ছন্নতার” গুরুত্ব তুলে ধরতে ২০০৮ ...
15/10/2025

🎯🎯 বিশ্ব হাত ধোয়া দিবস আজ ১৫ অক্টোবর ২০২৫।

বিশ্বজুড়ে সংক্রামক রোগ প্রতিরোধে “হাত পরিচ্ছন্নতার” গুরুত্ব তুলে ধরতে ২০০৮ সাল থেকে এই দিনটি উদযাপিত হয়ে আসছে।

👉এ বছরের প্রতিপাদ্য— “Be a Handwashing Hero - একজন হাত ধোয়ার নায়ক হন”।

🎯 বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) হাত পরিষ্কারের পাঁচটি গুরুত্বপূর্ণ সময় নির্ধারণ করেছে—

👉 রোগীকে স্পর্শ করার আগে ও জীবাণুমুক্তকরণের আগে
👉 শরীরের তরল পদার্থের সংস্পর্শে আসার পর
👉 রোগীকে স্পর্শ করার পর
👉 রোগীর আশপাশের পরিবেশ স্পর্শ করার পর
👉 খাবার খাওয়ার আগে ও টয়লেট ব্যবহারের পর

🎯 এ ছাড়া সাবান ও পানি না থাকলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

🎯 চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস নিউমোনিয়া, আমাশয়, টাইফয়েড, জন্ডিস ও কৃমিসহ কমপক্ষে পাঁচটি সংক্রমণজনিত রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।

☎️ যেকোন তথ্য ও অগ্রীম সিরিয়ালের জন্য-
#হটলাইন নাম্বার (২৪ ঘণ্টা) : 01404 600 100


🎯 আজ ১২ অক্টোবর, ২০২৫ইং “বিশ্ব আর্থ্রাইটিস দিবস”। সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালন করা হচ্ছে  #আর্থ্রাইটিস দিবস।এবারের প...
12/10/2025

🎯 আজ ১২ অক্টোবর, ২০২৫ইং “বিশ্ব আর্থ্রাইটিস দিবস”। সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালন করা হচ্ছে #আর্থ্রাইটিস দিবস।

এবারের প্রতিপাদ্য ‘Achieve Your Dreams-আপনার স্বপ্নগুলো পূরণ করুন’। দিবসটি পালনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে “ #আর্থ্রাইটিস” সম্পর্কে সকলের মাঝে সচেতনতা তৈরি করা।

🎯🎯 আর্থ্রাইটিস নিয়ে কিছু কথা।
👉 আর্থ্রাইটিস বা বাতরোগ মূলত “অস্থিসন্ধি বা জয়েন্টের প্রদাহ”।
👉 আর্থ্রাইটিস বা বাতরোগে হাতের আঙুল, কনুই, কাঁধ, হাঁটু, গোড়ালি ও পায়ের পাতায় অতিমাত্রায় ব্যথা অনুভূত হয়, ফুলে যায়।
👉 আর্থ্রাইটিস রোগে অনেক সময় শরীর দুর্বল লাগে, জ্বর জ্বর অনুভূতি হয়।
👉 বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকেন।
👉 বাতরোগে আক্রান্ত অধিকাংশই পুরুষ।
👉 অতিরিক্ত স্থূলতা এই ব্যাধির সম্ভাব্যতা বাড়িয়ে দেয়।
👉 স্বাস্থ্যকর এবং সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং ধূমপান ও অ্যালকোহল পরিহার করলে এই রোগকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

📢📢 মাসব্যাপী ফ্রি স্তন ক্যান্সার স্ক্রিনিং! ফ্রি স্তন ক্যান্সার স্ক্রিনিং!! ফ্রি স্তন ক্যান্সার স্ক্রিনিং !!!🎯  #স্তনক্য...
04/10/2025

📢📢 মাসব্যাপী ফ্রি স্তন ক্যান্সার স্ক্রিনিং! ফ্রি স্তন ক্যান্সার স্ক্রিনিং!! ফ্রি স্তন ক্যান্সার স্ক্রিনিং !!!

🎯 #স্তনক্যান্সার এক নিরব ঘাতক। তাই সচেতন হোন, লজ্জা না করে।

🎯🎯 ১ অক্টোবর - ৩১ অক্টোবর, ২০২৫ইং প্রতিদিন “সকাল ১০ টা থেকে দুপুর ২ টা” পর্যন্ত আপনার স্বাস্থ্য সুরক্ষার আপন ঠিকানা “সালমান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার” এ “মাসব্যাপী ফ্রি স্তন ক্যান্সার স্ক্রিনিং-২০২৫ইং “ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

👉 স্তন ক্যান্সার বিষয়ে পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদান করবেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) এর “জেনারেল, ল্যাপারোস্কপিক ও ব্রেস্ট সার্জন” ডাঃ ফাহমিদা সুলতানা রোজি ম্যাডাম।

🎯 স্তন ক্যান্সার শুরুতেই নির্মূল সম্ভব। প্রাথমিক সনাক্তকরণই আপনার জীবন বাঁচাতে পারে।

☎️ যেকোন তথ্য ও অগ্রীম সিরিয়ালের জন্য-
#হটলাইন নাম্বার (২৪ ঘণ্টা) : 01404 600 100

🎯 ১ অক্টোবর - ৩১ অক্টোবর, ২০২৫ইং “ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস” ।  বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) স্তন ক্যান্সার সচেতনতা...
01/10/2025

🎯 ১ অক্টোবর - ৩১ অক্টোবর, ২০২৫ইং “ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস” । বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) স্তন ক্যান্সার সচেতনতা মাসের এবারের প্রতিপাদ্য বিষয় - “Evey story is Unique, Every Journey Matters-প্রতিটি গল্পই অনন্য, প্রতিটি যাত্রাই গুরুত্বপূর্ণ।”

🎯 #স্তনক্যান্সার এক নিরব ঘাতক। তাই সচেতন হোন, লজ্জা না করে।

🤔আপনি জানেন কি?
👉 বর্তমানে ২০ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে স্তন ক্যান্সার আক্রান্তের হার গত পাঁচ বছরে উদ্বেগজনক হারে বেড়েছে। (সূত্র: কালের কন্ঠ)
👉 বিশ্বে প্রতি মিনিটে চারজন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন ও একজন নারী এ রোগে মারা যাচ্ছে। (সূত্র: বিডি নিউজ২৪)

🎯 স্তন ক্যান্সার শুরুতেই নির্মূল সম্ভব। প্রাথমিক সনাক্তকরণই আপনার জীবন বাঁচাতে পারে।

👉 স্বাস্থ্য সুরক্ষার আপন ঠিকানা “সালমান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার” এর স্বনামধন্য জেনারেল, ল্যাপারোস্কপিক ও ব্রেস্ট সার্জন “ডাঃ ফাহমিদা সুলতানা রোজী ম্যাডাম আপনার পাশে আছেন সবসময়।

☎️ তথ্য ও অগ্রীম সিরিয়ালের জন্য-
#হটলাইন নাম্বার (২৪ ঘণ্টা) : 01404 600 100


Address

480, North Dania, Jatrabari
Jatrabari
1236

Alerts

Be the first to know and let us send you an email when Salman Hospital & Diagnostic Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Salman Hospital & Diagnostic Ltd.:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category