Islamia Homeo Health Care

Islamia Homeo Health Care homeo treatment

✅✅"শিশুর সামনে আচরণ: আগামী প্রজন্ম গঠনের ২০টি দায়িত্বশীল অভ্যাস" ★★★ সর্ব প্রথম - শিশুকে - আল্লাহ ডাকা ও কালিমা শিক্ষা দ...
23/06/2025

✅✅"শিশুর সামনে আচরণ:
আগামী প্রজন্ম গঠনের ২০টি দায়িত্বশীল অভ্যাস" ★★★ সর্ব প্রথম - শিশুকে - আল্লাহ ডাকা ও কালিমা শিক্ষা দিন এবং কুরআন ও দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন।

১. অপমান নয়
শিশুর সামনে কাউকে অপমা'নজনক বা গা'লিভরা ভাষায় কিছু বলবেন না। এতে শিশু শিখে যায় রূ'ঢ়ভাবে কথা বলাটাই স্বাভাবিক। সে নিজেও পরবর্তীতে সেই রকম ভাষা ব্যবহার করতে পারে।

২. ত'র্ক নয়
পরিবারের কোনো দ্ব'ন্দ্ব বা ঝগড়া শিশুর সামনে করা উচিত নয়। শিশুর মনে এতে অ'স্থিরতা ও ভ'য় ঢুকে পড়ে। তারা নিরাপ'ত্তাহীনতায় ভোগে এবং সম্পর্ক নিয়ে নে'তিবাচক ধারণা গড়ে তোলে।

৩. সত্য বলুন
শিশুদের সামনে মিথ্যা বললে তারা মনে করে মিথ্যা বলা স্বাভাবিক। ফলে তাদের চারি'ত্রিক গঠনে সততার অভাব দেখা দিতে পারে। সত্য বলা শিখিয়ে দিন ছোটবেলা থেকেই।

৪. সমালোচনা নয়
অন্যের দো'ষ বা খা'রাপ দিকগুলো শিশুদের সামনে বেশি বলা উচিত নয়। এতে শিশুদের মধ্যে নেতিবাচক মনোভাব গড়ে ওঠে এবং তারা অন্যকে মূ'ল্যায়নের বদলে দোষ ধরতে শেখে।

৫. ভ'য় দেখাবেন না
শিশুদের ভুল করলে ভ'য় দেখিয়ে নয়, বরং ধৈর্য ধরে বুঝিয়ে বলা উচিত। ভয় দেখালে তারা আ'ত্মবি'শ্বাস হারায় এবং নিজের ভুল স্বী'কার করতে ভয় পায়।

৬. অ'র্থকথা নয়
পরিবারের অর্থনৈতিক সম'স্যা নিয়ে শিশুর সামনে আলোচনা না করাই ভালো। এতে তাদের মনে দুশ্চিন্তা বা অনিরাপত্তার অনুভব তৈরি হয়, যা ম'নঃসংযোগ ও বিকাশে বাধা দেয়।

৭. তুলনা নয়
শিশুকে অন্য কারো সঙ্গে তুলনা করা তাদের আত্মস'ম্মান ও আ'ত্মবিশ্বাসে আঘাত করে। প্রত্যেক শিশু আলাদা, তাদের নিজের মতো গড়ে ওঠার সুযোগ দেওয়া উচিত।

৮. গঠনমূলক প্রশংসা
শিশুকে প্রশংসা করুন, তবে সেটা হোক গঠনমূলক ও উৎসাহমূলক। অকারণে বাড়াবাড়ি প্রশংসা করলে তা তাদের বাস্তববোধ কমিয়ে দিতে পারে।

৯. ব্যক্তিগত কথা নয়
দা'ম্পত্য কল'হ বা ব্যক্তিগত গোপন কোনো বিষয় শিশুর সামনে আলোচনা করা ঠিক নয়। এতে তারা মানসিকভাবে চাপ অনুভব করে এবং অপ্রয়োজনীয় তথ্য নিয়ে বিভ্রা'ন্ত হয়।

১০. ভদ্র ভাষা ব্যবহার করুন
আপনার ব্যবহৃত ভাষা যেন সবসময় ভদ্র ও পরিশীলিত হয়। শিশুরা যা শুনে, তাই শেখে। তাই অশ্লী'ল শব্দ ব্যবহার করলে তারাও তা অনুসরণ করতে পারে।

১১.ইসলাম- একমাত্র আল্লাহতায়ালার মনোনিত- ধর্ম, এজন্য - শৈশবেই- ইসলামী তাহজিব, তামাদ্দুন শিক্ষা দেওয়া এবং আপনাদের ভালো আমল দেখে- তারা শিখবে।

১২. নে'গেটিভ খবর নয়, মারা- মারি,কাটা-কাটি,বা ভ'য়ংকর কোনো ঘটনা শিশুকে বলা উচিত নয়। এতে তারা আত'ঙ্কিত হয় ও রাতে ঘুমের সম'স্যা হতে পারে।

১৩. রূ'প নিয়ে কটুক্তি নয়
কাউকে কালো, মোটা বা অন্য কোনো বাহ্যি'ক বিষয় নিয়ে উপহাস করবেন না। এতে শিশুর মনেও একই ধরণের বিচারবোধ জ'ন্মায়, যা পরবর্তীতে নেতিবাচক প্রভাব ফেলে।

১৪. ভুলে রাগ নয়
শিশু ভুল করলে তার ওপর চিৎ'কার বা শা'স্তি না দিয়ে ধৈর্য ধরে বোঝান। এতে তারা নিজের ভুল বুঝতে ও সং'শোধন করতে শেখে।

১৫. নি'ন্দা নয়
অন্য কারো পেছনে সমালোচনা বা নি'ন্দা করবেন না। শিশুরা মনে করে এটি স্বাভাবিক আচরণ এবং তারা অন্যদের সম্মান করতে শেখে না।

১৬. উপেক্ষা নয়
শিশুর কথা গুরুত্ব দিয়ে শুনুন। এতে তারা বুঝতে পারে যে তাদের কথা মূল্যবান, যা আত্মবিশ্বাস বাড়ায়।

১৭. ভয় দেখিয়ে নিয়'ন্ত্রণ নয়
শিশুকে শাসনের পরিবর্তে যু'ক্তি দিয়ে বোঝান। ভয় দেখিয়ে নিয়'ন্ত্রণ করলে তারা শুধু সাময়িকভাবে কথা শুনবে, মনের ভেতর বিদ্রোহ জমবে।

১৮. উপহাস নয়
শিশুর কাজ বা কথা নিয়ে হাসাহাসি করা উচিত নয়। এতে তারা আত্মমর্যাদা হারায় ও নিজেদের প্রকাশে দ্বি'ধাগ্র'স্ত হয়ে পড়ে।

১৯. সম্মান শেখান
শিশুকে শেখান, সব শ্রেণি-পেশার মানুষই সম্মানের যোগ্য। গৃ'হকর্মী, রিকশাওয়ালা বা অন্য যেকোনো মানুষকে সম্মান করলে শিশুর মূল্যবোধ উন্নত হয়।

২০. ভালোবাসা থাকুক
আপনার প্রতিটি কথায় যেন মমতা ও সহানুভূতি থাকে। শিশুরা ভালোবাসা থেকেই শেখে এবং মানবিক গু'ণাবলি অর্জন করে।

✅✅✅শিশুদের সামনে কথাবার্তায় সচেতনতা শুধু একটি অভ্যাস নয়, এটি একটি দায়িত্ব। তারা আমাদের প্রতিচ্ছবি। তাদের সামনে সদাচরণ মানেই আগামী প্রজ'ন্মকে ইতিবাচক ও মানবিক করে গড়ে তোলা। আপনার প্রতিটি ভালো কথা, কোমল আচরণই শিশুর ভবিষ্য'তের ভিত্তি মজবুত করে এবং আপনার শিশুর - দুনিয়া ও আখিরাত উজ্জ্বল করার জন্য - কুরআনী শিক্ষায় শিক্ষিত করুন ও আল্লাহতায়ালার নিকট - চোখের পানি ছেড়ে - কান্না করুন - সৌজন্যে - ডাঃ মাওঃ মোঃ সোলায়মান সিদ্দিকী - 01718218532-Imo/ WhatsApp, প্রতিষঠাতা- প্রিন্সিপাল, উম্মাহাতুল মুমিনীন মহিলা মাদ্রাসা,কাটাসুর শাহী মসজিদ সংলগ্ন, মোঃপুর,ঢাকা। সানী ইমাম, উক্ত মসজিদ, সাক্ষাৎ - ইসলামীয়া হোমিও হেলথ্ কেয়ার, মসজিদ কমপ্লেক্স -01919218532

✅ অসাধারণ কিছু স্বাস্থ্য টিপস জেনে নিন।১। চুলকানি জাতীয় চর্মরোগে নিমপাতা ও কাঁচা হলুদ বেটে গোসলের আধা ঘন্টা পূর্বে লাগা...
22/06/2025

✅ অসাধারণ কিছু স্বাস্থ্য টিপস জেনে নিন।
১। চুলকানি জাতীয় চর্মরোগে নিমপাতা ও কাঁচা হলুদ বেটে গোসলের আধা ঘন্টা পূর্বে লাগালে ভাল হবে।

২। রক্ত আমাশয়ে ডুমুর গাছের শিকড়ের রস দিনে দু'বার খান।

৩। দাঁতের গোড়ায় ব্যথা হলে আক্রান্ত স্থানে সামান্য হলুদ লাগিয়ে দিন।

৪। দাঁতের মাড়িতে ক্ষত হলে বা দাঁত থেকে রক্ত পড়লে জামের বিচি গুড়ো করে দাঁত মাজলে উপকার পাবেন।

৫। ফোঁড়া হলে তা অনেক সময় না পেকে শক্ত দলার মত হয়ে যায়। কলমি শাকের কচি ডগা ও শিকড় একসঙ্গে বেটে ফোঁড়ার ওপর প্রলেপ দিয়ে দীর্ঘক্ষণ রেখে দিন। এতে ফোঁড়া পেকে যাবে।

৬। মচকে গিয়ে ব্যথা পেলে চালতা গাছের পাতা ও মূলের ছাল সমপরিমাণ একসঙ্গে বেটে হালকা গরম করে ব্যথার জায়গায় লাগালে উপকার পাওয়া যায়।

৭। ঠোঁটের দু'পাশে এবং মুখের ভেতরে অনেক সময় ঘায়ের মত হয়। গাব ফলের রসের সঙ্গে অল্প পানি মিশিয়ে কয়েকদিন মুখ ধুলে ঘা সেরে যায়।

৮। ডালসহ পুদিনা পাতা ৭/৮ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে সেই পানি ছেঁকে খেলে পেট ফাঁপা ভাল হয়।

৯। অনেকের গায়ে ঘামের দুর্গন্ধ হয়। বেল পাতার রস পানির সঙ্গে মিশিয়ে গা মুছলে তা কমে।

১০। মাথা ব্যথা হলে কালোজিরা একটা পুটলির মধ্যে বেঁধে শুকতে থাকুন; ব্যথা সেরে যাবে।

১১। কাশি হলে দুই টুকরো দারুচিনি, একটি এলাচি, ২টি তেজপাতা, ২টি লবঙ্গ ও সামান্য চিনি পানিতে ফুটিয়ে ছেঁকে নিন; হালকা গরম অবস্থায় এই পানি খেলে কাশি ভাল হবে।

১২। দাঁতের ব্যথায় পেয়ারা পাতা চিবালে ব্যথা উপশম হয়।

১৩। দই খুব ভাল এন্টাসিড হিসেবে কাজ করে৷ এসিডিটির সমস্যা শুরু হওয়া মাত্র তা কয়েক চামচ খেয়ে নিন।

১৪। গলায় মাছের কাঁটা আটকে গেলে অর্ধেকটা লেবু নিয়ে রস চুষে খেয়ে ফেলুন; কাঁটা নরম হয়ে নেমে যাবে।

১৫। ছুরি/দা/বটিতে হাত কেটে গেলে এক টুকরা সাদা কাগজ কাটা জায়গায় লাগান। রক্ত বন্ধ হবে।

১৬। শ্বাসকষ্ট কমাতে বাসক গাছের পাতা ও ছাল একসঙ্গে সেদ্ধ করে বেটে মধু মিশিয়ে খেতে পারেন।

১৭। জিভে বা মুখে সাদা ঘা হলে পানির সঙ্গে কর্পূর গুলে দিনে ২ বার মুখ ধুয়ে নিন।

১৮। ঘুম ভাল হওয়ার জন্য ডালিমের রসের সঙ্গে ঘৃতকুমারীর শাঁস মিশিয়ে খেতে পারেন।

পোস্টটি আপনাদের উপকারে এলে লাইক ও শেয়ার করুন - সৌজন্যে - ডাঃ মাওঃ মোঃ সোলায়মান সিদ্দিকী - 01718218532- Imo/WhatsApp, প্রতিষ্ঠাতা- প্রিন্সিপাল, উম্মাহাতুল মুমিনীন মহিলা মাদ্রাসা, কাটাসুর শাহীমসজিদ সংলগ্ন, মোঃপুর, ঢাকা, সানী ইমাম, উক্ত মসজিদ, সাক্ষাৎ - ইসলামীয়া হোমিও হেলথ্ কেয়ার, মসজিদ কমপ্লেক্স

09/04/2025

ঢাকা,মোঃপুর,কাটাসুর শাহীমসজিদ সংলগ্ন- উম্মাহাতুল মুমিনীন মহিলা মাদ্রাসার - সম্মানিত ছাএী গার্ডিয়ান ও এলাকাবাসীদের- দৃষ্টি আকর্ষণ করছি, গত রমজানে- অএ মাদ্রাসা, বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড পরীক্ষায় খুবই ভালো রেজাল্ট অর্জন করতে সক্ষম হয়েছে - আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের কাছে - আমার অনুরোধ, আপনাদের কন্যা সন্তানদেরকে- দ্বীনি শিক্ষা ও কুরআনের হাফেজা বানাতে- এই মাদ্রাসায় ভর্তি করুন, আমাকে হয়তো - অনেকেই চিনেন, বিগত-২০০৮ ইং হইতে কাটাসুর শাহীমসজিদে- সানি ইমাম, হিসেবে খিদমত করে আসছি, এবং ২০২১ ইং হইতে এই মাদ্রাসার খিদমতে নিয়োজিত - দোয়া,পরামর্শ, সর্বাত্মক সহযোগিতা কামনা করছি - মোঃ সোলায়মান সিদ্দিক ঃ-০১৭১৮-২১৮৫৩২ ( প্রিন্সিপাল)

আলহামদুলিল্লাহ, গতকাল বাড়ির মসজিদে- জুমার বয়ানে- মরহুমীনদের স্মরণে - আবেগে আপ্লূত হয়ে গিয়েছিলাম- আল্লাহ সকলকে জান্নাতের ...
05/04/2025

আলহামদুলিল্লাহ, গতকাল বাড়ির মসজিদে- জুমার বয়ানে- মরহুমীনদের স্মরণে - আবেগে আপ্লূত হয়ে গিয়েছিলাম- আল্লাহ সকলকে জান্নাতের আলা মাকাম দান করুন, সকলকে হিদায়াত দান করেন,দোয়া চাই- আমাকেও দ্বীনের খিতমতের জন্য - কবুল করেন।

24/03/2025

★★★নোটিশ- ভর্তি চলছে ! মাদ্রাসা বন্ধ ও খোলার- জরুরী "নোটিশ"ঃ-আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, মুহতারাম/মুহতারামা, ঢাকা,মোঃপুর,কাটাসুর শাহীমসজিদ সংলগ্ন - উম্মাহাতুল মুমিনীন মহিলা মাদরাসার- সকল ছাএী, গার্ডিয়ান,এবং ,শিক্ষিকাগনের - অবগতির জন্য জানানো যাচ্ছে যে,*** পবিত্র ঈদুল ফিতর- উপলক্ষে -আগামী ২৫ শে মার্চ/২০২৫ ইং রোজ মঙ্গলবার হইতে ৭ ই এপ্রিল/২০২৫ ইং রোজ সোমবার পর্যন্ত মাদ্রাসার পাঠদান/ক্লাস - বন্ধ থাকবে, ★★★তবে - ভর্তি ও অফসিয়াল কার্যক্রম চলবে, (বিঃদ্রঃ - যাদের ভর্তি ও বেতন বাকী - তারা, ঈদুল ফিতরের পূর্বেই- ভর্তি সম্পন্ন এবং বেতন পরিশোধ করুন) *** ঈদুল ফিতরের ছুটি শেষে-৮ই এপ্রিল/২৫ইং রোজ মঙ্গলবার - মাদরাসা যথারীতি খোলা এবং সকল বিভাগের -ক্লাস চলবে-ইনশাআল্লাহ। (বিঃদ্রঃ-আবাসিক শিক্ষিকাগন ও ছাত্রীরা অবশ্যই ৭ই এপ্রিল মাদ্রাসায় উপস্হিত হবেন, অতএব সকল ছাএী ও গার্ডিয়ানদেরকে- সঠিক সময়ে পৌঁছানোর জন্য এবং মুহতারামা অনাবাসিক শিক্ষিকা সহ ষ্টাফ গনকে খোলার দিন অবশ্যই উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া হলোঃ-- আদেশক্রমে - ডাঃ মাওঃ মোঃ সোলায়মান সিদ্দিক, প্রতিষ্ঠাতা- প্রিন্সিপাল, ও সানী ইমাম, কাটাসুর শাহীমসজিদ, মোঃপুর, ঢাকা। মোবাইল ঃ- 01718-218532, 01919-218532- ইসলামীয়া হোমিও হেলথ্ কেয়ারে সাক্ষাৎ :- প্রতি দিন বাদ আসর হইতে রাত ১০ টা।

03/03/2025
উম্মাহাতুল মুমিনীন মহিলা মাদ্রাসা,কাটাসুর শাহী মসজিদ সংলগ্ন, মোঃপুর,ঢাকা। তে -  আবাসিক-অনাবাসিক,ডে-কেয়ার,পার্ট টাইম,হিফজ...
22/02/2025

উম্মাহাতুল মুমিনীন মহিলা মাদ্রাসা,কাটাসুর শাহী মসজিদ সংলগ্ন, মোঃপুর,ঢাকা। তে - আবাসিক-অনাবাসিক,ডে-কেয়ার,পার্ট টাইম,হিফজুল কোরআন, নাজেরা, নূরানী,বয়স্কা, স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রীদের জন্য - কুরআন শিক্ষার বিশেষ কোর্স এবং জেনারেল - প্লে থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ভর্তি চলছে!!! ( আপনার কন্যা সন্তানদেরকে- হাফেজা ও আলেমা বানান - তাহলে, দুনিয়া ও আখিরাত উজ্জ্বল হবে- সকলের ইনশাআল্লাহ ) যোগাযোগ ঃ-01718218532 - (Imo,Whatsapp) ০১৯১৯২১৮৫৩২, প্রতিষ্ঠাতা-প্রিন্সিপাল ও সানী ইমাম, কাটাসুর শাহীমসজিদ, সাক্ষাৎ - ইসলামীয়া হোমিও হেলথ্ কেয়ার, মসজিদ কমপ্লেক্স, মোঃপুর, ঢাকা

উম্মাহাতুল মুমিনীন মহিলা মাদ্রাসা,কাটাসুর শাহী মসজিদ সংলগ্ন, মোঃপুর,ঢাকা। তে - নূরানী,  নাজেরা,হিফজ এবং জেনারেল- প্লে-৫ম...
20/02/2025

উম্মাহাতুল মুমিনীন মহিলা মাদ্রাসা,কাটাসুর শাহী মসজিদ সংলগ্ন, মোঃপুর,ঢাকা। তে - নূরানী, নাজেরা,হিফজ এবং জেনারেল- প্লে-৫ম শ্রেনী পর্যন্ত আবাসিক- অনাবাসিক সীমিত আসনে - ভর্তি চলছে!! ভর্তি চলছে!!! ভর্তি চলছে!!! যোগাযোগ ঃ-০১৭১৮-২১৮৫৩২ প্রিন্সিপাল বরাবর

ভর্তি চলছে!! ভর্তি চলছে!!!
12/02/2025

ভর্তি চলছে!! ভর্তি চলছে!!!

আগ্রহীগন ইনবক্সে আসুন
08/01/2025

আগ্রহীগন ইনবক্সে আসুন

28/12/2024

Address

Jatrabari

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801718218532

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamia Homeo Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Islamia Homeo Health Care:

Share