Musafir Hijama Center. মুসাফির হিজামা কেন্দ্র

Musafir Hijama Center. মুসাফির হিজামা কেন্দ্র "Musafir Hijama Center" is a well reputed & trustworthy Hijama/ Cupping Therapy Center in Dhaka City Gout
১১. রক্তশুন্যতা, থ্যালাসেমিয়াতে আয়রন ওভারলোড কমাতে
১২.

হিজামা একটি জনপ্রিয় সুন্নাহ ও বিজ্ঞানভিত্তিক চিকিৎসা পদ্ধতি। এটা রোগের জন্য চিকিৎসা, সুস্থ ব্যাক্তির জন্য রোগ প্রতিরোধক। হিজামা এন্টি এইজিং ট্রিটমেন্ট অর্থাৎ সারা দুনিয়ায় মানুষ বয়সকে ধরে রাখতে এবং স্ট্যামিনা বাড়ানোর জন্য হিজামা পছন্দ করে থাকেন।
-
হযরত আনাস র. হতে বর্ণিত, রসূল স. বলেছেনঃ তোমরা গরম বৃদ্ধি পেলে হিজামা করাও, কারণ রক্তচাপ বৃদ্ধি পেলে মৃত্যু হতে পারে।
আল হাকিম, হাদীস নম্বরঃ ৭৪৮২
-
যে সকল সমস্যায় হিজামা উপকারীঃ
১. মাথা ব্যথা, ঘাড় ব্যথা, পিঠের ব্যথা, কোমর ব্যথা পায়ের ব্যথা, জয়েন্ট পেইন (আর্থ্রাইটিস) সহ সকল ধরনের ব্যথায়।
২. এ্যাজমা, ব্রংকাইটিস, COPD, সাইনুসাইটিস, টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, নিউমোনিয়া, লাং ইনফেকশান।
৩. হাই কোলেস্টেরল, হাই ট্রাইগ্লিসারাইড, হার্ট ব্লক, হাইপ্রেশার, অতিরিক্ত ওজন।
৪. গ্যাস্ট্রাইটিস (গ্যাসের সমস্যা), বুক জ্বালা পোড়া, পেটের ব্যাথা, ফিসার, পাইলস, ফ্যাটি লিভার, IBS, ।
৫. এটি হেপাটাইটিস বি এর ভাইরাল লোড কমায়।
৬. ঘুমের সমস্যা, স্ট্রেস, পারকিনসন্স ডিজিজ, মানসিক সমস্যা।
৭. স্পোর্টস ইনজুরি
৮. Erectyle dysfunction, ejaculatory dysfunction, অন্যান্য যৌন সমস্যা।
৯. থাইরয়েডের সমস্যা।
১০. PCOS, মাসিকের সমস্যা সহ মেয়েদের অন্যান্য সমস্যা
১৩. অস্টিওপোরোসিস, রিউমাটয়েট আর্থ্রাইটিস সহ আরও অনেক রোগে উপকারী।
-
🌳 আমাদের সেন্টার সমূহঃ
*️⃣ মিরপুর ২।
*️⃣ খিলগাঁও।
*️⃣ লালবাগ।
*️⃣ শনির আখরা।
♻️♻️আবশ্যই আসার একদিন আগেই সিরিয়াল কনফার্ম করতে হবে।
-
-

24/11/2025

হিজামা চলছে।

🩺✨ আঘাতজনিত দীর্ঘদিনের ব্যথা — হিজামা কাপিং সুন্নাহ চিকিৎসায় আশ্চর্যজনক আরোগ্য!রোগী পেশায় একজন ড্রাইভার। ফুটবল খেলতে গ...
18/09/2025

🩺✨ আঘাতজনিত দীর্ঘদিনের ব্যথা — হিজামা কাপিং সুন্নাহ চিকিৎসায় আশ্চর্যজনক আরোগ্য!

রোগী পেশায় একজন ড্রাইভার। ফুটবল খেলতে গিয়ে তিনি সোলডারে (কাঁধে) আঘাত পান। দীর্ঘদিন অনেক ডাক্তার দেখিয়েও উল্লেখযোগ্য উন্নতি পাননি।

অবশেষে তিনি সুন্নাহ চিকিৎসা (হিজামা)-র দিকে আসেন।

✅ প্রথম সেশন:
এক বছর আগে তিনি প্রথম সেশন গ্রহণ করেছিলেন। এরপর থেকে তিনি এক বছর পূর্ণ সুস্থ ছিলেন—কোনো প্রকার ওষুধ ছাড়াই।

✅ দ্বিতীয় সেশন:
আজকে তিনি আবার দ্বিতীয় সেশন গ্রহণ করলেন। ছবিতে লক্ষ্য করলে দেখা যাবে, রোগীর ব্যথাযুক্ত জায়গাগুলোতে প্রচুর পরিমাণে কালো দাগ সৃষ্টি হয়েছে।

➡️ বিশেষভাবে লক্ষণীয়, ঐ পয়েন্টগুলো থেকে বের হওয়া রক্ত অন্যান্য পয়েন্টের তুলনায় ৭০–৮০% বেশি কালো ছিল।

📖 আঘাতজনিত ব্যথায় হিজামা

ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত—
> «احْتَجَمَ النَّبِيُّ ﷺ وَهُوَ مُحْرِمٌ مِنْ وَجَعٍ كَانَ بِهِ»
অর্থ: “নবী ﷺ আঘাতজনিত ব্যথার কারণে ইহরামের অবস্থায় হিজামা করেছিলেন।”
(সহীহ আল-বুখারী: ৫৭০১, সহীহ মুসলিম: ১২০২)

📌 প্রমাণিত হলো—আঘাত ও ব্যথার চিকিৎসায় হিজামা একটি সুন্নাহসিদ্ধ ও কার্যকর উপায়।

📚 বৈজ্ঞানিক জার্নাল রেফারেন্স

১️⃣ Journal of Pain Research (জার্নাল অব পেইন রিসার্চ)
অনুবাদ: ব্যথা সম্পর্কিত গবেষণাপত্র
👉 এখানে উল্লেখ আছে যে হিজামা কাপিং মাসল-স্কেলেটাল (মাংসপেশী ও হাড়ের) ব্যথা হ্রাসে কার্যকর।

২️⃣ Evidence-Based Complementary and Alternative Medicine (এভিডেন্স-বেসড কমপ্লিমেন্টারি অ্যান্ড অল্টারনেটিভ মেডিসিন)
অনুবাদ: প্রমাণভিত্তিক পরিপূরক ও বিকল্প চিকিৎসাবিজ্ঞান
👉 গবেষণায় দেখা গেছে হিজামা শরীরের রক্তসঞ্চালন উন্নত করে এবং ব্যথা কমাতে সহায়ক।

৩️⃣ Journal of Traditional and Complementary Medicine (জার্নাল অব ট্র্যাডিশনাল অ্যান্ড কমপ্লিমেন্টারি মেডিসিন)
অনুবাদ : প্রাচীন ও পরিপূরক চিকিৎসা বিষয়ক গবেষণাপত্র
👉 এই জার্নালে বলা হয়েছে, হিজামা থেরাপি কাঁধ, ঘাড় ও পিঠের ব্যথা কমাতে বিশেষভাবে কার্যকর।

৪️⃣ PLOS ONE (প্লস ওয়ান)
অনুবাদ: উন্মুক্ত বৈজ্ঞানিক গবেষণা
👉 এখানে প্রমাণিত হয়েছে যে হিজামা শরীরে জমাট রক্ত বের করে দিয়ে ইনফ্লেমেশন (সুজে যাওয়া) ও ব্যথা হ্রাসে কার্যকর ভূমিকা রাখে।

৫️⃣ BMC Complementary and Alternative Medicine (বিএমসি কমপ্লিমেন্টারি অ্যান্ড অল্টারনেটিভ মেডিসিন)
অনুবাদ: বিকল্প ও পরিপূরক চিকিৎসা বিষয়ক গবেষণা
👉 এই জার্নালের রিপোর্ট অনুযায়ী, নিয়মিত হিজামা সেশন ক্রনিক পেইন (দীর্ঘস্থায়ী ব্যথা) রোগীদের জন্য উপকারী।
🌿 উপসংহার:
এই কেসটি প্রমাণ করে যে ব্যথার মূল কেন্দ্র থেকে জমাট ও দূষিত রক্ত বের হয়ে আসছে, যা রোগীর সমস্যা উপশমে সহায়ক হচ্ছে।
আঘাতজনিত ব্যথা, বিশেষত দীর্ঘদিন ধরে ভোগা রোগীদের জন্য হিজামা কাপিং একটি সুন্নাহসম্মত, বৈজ্ঞানিক ও কার্যকর চিকিৎসা পদ্ধতি।

🏢লোকেশন: পাটেরবাগ পানির পাম্প,দক্ষিণ দনিয়া, কদমতলী,ঢাকা।
☎️ফোন: 01813164300.

🕐 সকাল ৭টা – রাত ১০টা (প্রতিদিন)

06/09/2025

হোম সার্ভিস।
সমস্যা ছিলো পিঠে ও পায়ে ব্যাথা।

হিজামা নিতে চাইলে যোগাযোগ করুন:01813164300.
অথবা ইনবক্স করুন।

লোকেশন: পাটেরবাগ পানির পাম্প,দক্ষিণ দনিয়া,কদমতলী,ঢাকা।

02/09/2025

পায়ে চাবানো ব্যাথার জন্য হিজামা করা হলো।
আল্লাহ সুস্থতা দান করুন।
#শনিরআখরাহিজামা

শরীর ব্যাথা করে সমস্যা নেই হিজামা হতে পারে তার উত্তম সমাধান। কারন হিজামা শরীরের দূষিত রক্তবের করে শরীরে নতুন রক্ত সঞ্চাল...
09/08/2025

শরীর ব্যাথা করে সমস্যা নেই হিজামা হতে পারে তার উত্তম সমাধান।

কারন হিজামা শরীরের দূষিত রক্তবের করে শরীরে নতুন রক্ত সঞ্চালন করে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে শরীরে বিভিন্ন রোগের বিরুদ্ধে কাজ করে থাকে।

হিজামার রয়েছে নানাবিধ রোগের সাথে লড়াই করার সক্ষমতা।
মানে হিজামার মাধ্যমে একই সাথে অনেক রোগের কাজ হয়।
তাই দেরি না করে হিজমা গ্রহন করুন সুস্থ থাকুন।

04/07/2025

আজকে সারাদিনের হিজামার একাংশ।

যোগাযোগ :01534593985.

24/06/2025

হিজামা নিন সুস্থ থাকুন।
এটি শুধু চিকিৎসাই নয় সুন্নাতও বটে।

☎️যোগাযোগ : 01534593985,01813164300.
🏥লোকেশন:- পাটেরবাগ পানির পাম্প, দক্ষিণ দনিয়া, কদমতলী, ঢাকা।

অনেকেই ফোন দিয়েছিলেন সিডিউল নেওয়ার জন্য কিন্তু ঈদের ছুটি এবং কাপ ছিল না বিধায় তাদেরকে সিডিউল দিতে পারি নাই তো আজকে কা...
18/06/2025

অনেকেই ফোন দিয়েছিলেন সিডিউল নেওয়ার জন্য কিন্তু ঈদের ছুটি এবং কাপ ছিল না বিধায় তাদেরকে সিডিউল দিতে পারি নাই তো আজকে কাপ চলে আসছে এবং ঈদের বন্ধ মোটামুটি শেষ আবার আমাদের কার্যক্রম চালু আছে ইনশাল্লাহ।

যারা চিকিৎসা নিতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করুন নিচের দেওয়া নাম্বারে।
01813164300.

17/01/2025

ব্যথার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বিভিন্ন চিকিৎসা করে যারা কোন প্রকার উপকার পাচ্ছেন না তাদের জন্য হিজামা খুবই উপকারী। একবার হিজামা করলেই ফলাফল বুঝতে পারবেন ইনশাআল্লাহ।
৮৫% মানুষ জীবনের কোন না কোন সময় কোমর, হাঁটু বা ঘাড়ের ব্যথায় ভুগে থাকেন এবং ৫৫% মানুষের ক্ষেত্রে দেখা যায় ব্যথা টা বার বার হয়। যারা দীর্ঘ সময় বসে বা দাঁড়িয়ে চাকরি করেন তাদের মধ্যে এটা সবচেয়ে কমন এবং নিউরোলজিক্যাল সমস্যা।
কোমর ব্যথা কিন্তু কোনো specific রোগ নয়। বরং এটি একটি লক্ষণ মাত্র যেটা বিভিন্ন কারণের জন্যে হতে পারে। যেমন: Muscle strain, Degenerative disc disease, Lumber herniated disc etc. তবে প্রায় ৮৫% রুগীর ক্ষেত্রে দেখা গিয়েছে এর সঠিক কারণ জানা যায় না।
কোমর ব্যথা acute বা short term হতে পারে যেমন কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত ব্যাথা থাকতে পারে আবার chronic বা লং টার্ম ও হতে পারে যেটা ৩ মাসের বেশি সময় ধরে থাকে। ব্যথা টা ধীরে ধীরে বাড়তে পারে, কখনো অনেক বেশি বেড়ে গিয়ে আবার ধীরে ধীরে একটু কমতে পারে। Chronic ব্যাথার cause অনেক সময় জানা যায় না।
কোমর ব্যথার চিকিৎসা অনেক ক্ষেত্রে ব্যায়বহুল। দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ খেয়ে যেতে হয়। তাই এই চিকিৎসায় ওষুধের পাশাপাশি বিভিন্ন থেরাপি ব্যাবহার করার অত্যন্ত জরুরি।
কোমর ব্যথার জন্য হিজামা বা Cupping Therapy কতটা কার্যকরী তা জানার জন্যে সৌদি আরবের মদিনায় ইসলামিক আল হিজামা সেন্টারে একটি স্টাডি করা হয়। ৩০ জন রুগী যাদের back pain আছে তাদেরকে সিলেক্ট করা হয়। স্টাডি তে দেখা যায় প্রায় ৮০% রুগী ব্যথা কমে গিয়েছে এবং তাদের দৈনন্দিন কাজ কর্ম করা সহজ হয়ে গিয়েছে। কোন সাইড ইফেক্ট দেখা যায় নি।
সুতরাং বলা যায় হিজামা বা Cupping Therapy কোমর ব্যথা কমাতে সাহায্য করে।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
এছাড়া, হিজামা / Cupping Treatment একটি বিজ্ঞান সম্মত সুন্নতি চিকিৎসা, যা ইউনানী ও আয়ুর্বেদিক সিলেবাসের অন্তর্ভুক্ত। হিজামার মাধ্যমে কাপ ব্যবহার করে দূষিত রক্ত (toxin) বের করে ফেলা হয়, ফলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় নার্ভগুলো একটিভ হয়, শরিরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যার ফলে শরির হয় সুস্থ, সবল এবং শক্তিশালী।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
হাদিসঃ
🌹রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন,"নিশ্চয়ই হিজামার মধ্যে রয়েছে নিরাময়(বুখারী-৫২৯৪/সহিহ মুসলিম-২২০৫)
🌹রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,"হিজামাকারী কতইনা উত্তম লোক,সে দুষিত রক্ত বের করে মেরুদণ্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে (সুনানে তিরমিযীঃ২০৫২)
🌹মানুষ চিকিৎসার জন্য যেসব উপায় অবলম্বন করে তন্মধ্যে হিজামাই হল সর্বোত্তম(আল হাকিম-৭৪৭০)
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
আমরা জীবাণুমুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশে ১০ বছরের অভিজ্ঞ হিজামা থেরাপিষ্ট দ্বারা হিজামা/কাপিং করিয়ে থাকি। হিজামার কোন সাইড ইফেক্ট নেই।অভিজ্ঞ হাতে হিজামা/কাপিং করালে কোন পার্শপ্রতিক্রিয়া পাবেন না ইনশাআল্লাহ। যেখানেই হিজামা করাবেন অভিজ্ঞতা জেনে নিবেন নয়তো আপনার কিছু কষ্ট সহ্য করা লাগতে পারে, আমরা খুব যত্ন সহকারে এবং আরামদায়ক ভাবে হিজামা করে থাকি।তাতে রোগী অনেক আরাম এবং রিলাক্স ফিল করে ইনশাআল্লাহ। এটা দেখতেই ভয় লাগে কিন্তু করতে আরাম,যে ১ বার হিজামা করে,বেশিরভাগ মানুষই বার বার আসে ইনশাআল্লাহ। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে ভালো জানেন। আল্লাহ আমাদের সকলকে সুস্থতা দান করুক,আমিন।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
📌আমাদের হিজামা থেরাপিষ্ট ১০ বছরের অভিজ্ঞ সরাসরি ইন্ডিয়া থেকে হিজামা কাপিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রীপ্রাপ্ত। হিজামা কাপিং এন্ড আকুপাংচার এক্সপার্ট। তাই আপনারা যেখানেই হিজামা করাবেন, হিজামা করানোর পূর্বে অভিজ্ঞতা জেনে নিবেন। এতে আপনার জন্য ভাল হবে ইনশাআল্লাহ। হিজামায় ভয়ের কোন কারন নেই। আমরা যত্ন সহকারে হিজামা করে থাকি আল হামদুলিল্লাহ। আশা করি নিরাশ হবেন না ইনশাআল্লাহ।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
👉অভিজ্ঞ হাতে কেন হিজামা করাবেন??
◾ অভিজ্ঞ হাতে হিজামা করালে প্রথম হিজামাতেই উপকার পাবেন ইনশাআল্লাহ,কারন আমরা রোগ ভিত্তিক সঠিক পয়েন্টে সঠিক পদ্ধতি হিজামা করে থাকি✌️
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
📌ইসলামি শরিয়াহ মোতাবেক পর্দায় আবদ্ধ থাকা রুমে মহিলাদের জন্য মহিলা থেরাপিষ্ট দ্বারা হিজামা/কাপিং করানো হয়।
👉বিঃদ্রঃ-সেন্টারে আসার পূর্বে দয়া করে কল করে আসবেন।
ট্রেনিং এবং ট্রিটমেন্ট নিতে যোগাযোগ করুন।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
👉হিজামা (Cupping)সম্পর্কে জানতে নিচে ক্লিক করুন।

🔹কাপিং থেরাপি এমন এক চিকিৎসা পদ্ধতি, যার কোন প্রকার সাইড ইফেক্ট নেই, এর জন্যে কোন মেডিসিন নিতে হয়না।

☎️হিজামা নিতে চাইলে যোগাযোগ করুনঃ +880 1813164300
অথবা ইনবক্সে মেসেজ করুন।
🏥আমাদের চেম্বার:
🌳শনিরআখরা।
#বেস্টহিজামাসার্ভিসঢাকা #খিলগাওহিজামা #শনিরআখরাহিজামা #রায়েরবাগহিজামা #বেস্টহিজামা #লালবাগহিজামা

✳️হিজামা নিন সুস্থ থাকুন।✳️হিজামা একটি সুন্নাহভিত্তিক চিকিৎসা পদ্ধতি। ✳️শরীরের বিভিন্ন ধরনের ব্যাথার জন্য হিজামার জুড়ি ন...
06/01/2025

✳️হিজামা নিন সুস্থ থাকুন।

✳️হিজামা একটি সুন্নাহভিত্তিক চিকিৎসা পদ্ধতি।

✳️শরীরের বিভিন্ন ধরনের ব্যাথার জন্য হিজামার জুড়ি নেই।

✳️এছাড়াও শরীরের রূপ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এবং শরীরের ভিতরে জমে থাকা ব্লাডের মধ্যে যে সকল ক্ষতিকারক পদার্থ থাকে তা নিঃসরণের জন্য হিজামা বেশ ভালো ভূমিকা পালন করে।

✳️ সুস্থ থাকতে হজম গ্রহণ করুন।

☎️01534593985,01813164300
🏥 লোকেশন: পাটেরবাগ পানির পাম্প, দক্ষিণ দনিয়া, কদমতলী, ঢাকা-১২৩৬

আসসালামু আলাইকুম।আপনার শরীর কি কাজ করতে গেলে আলসামো করে?মানে শরীরে শক্তি পাননা এরকম আরকি।যদি সত্যিই এমন হয় তাহলে আপনার উ...
28/09/2024

আসসালামু আলাইকুম।

আপনার শরীর কি কাজ করতে গেলে আলসামো করে?
মানে শরীরে শক্তি পাননা এরকম আরকি।

যদি সত্যিই এমন হয় তাহলে আপনার উচিত বুস্টার নেয়া।
মানে বুঝলেন না, মানে এমন কিছু করা উচিত যাতে শরীর কাজ করতে গেলে প্রফুল্ল থাকে।

তার জন্য আপনি ভালো ঘুম, খাবারের পাশাপাশি হিজামা গ্রহন করতে পারেন।
এতে ইংশাআল্লাহ অনেক উপকার পাপয়া যাবে।

Address

Beside "Moon Shine School" , South Donia Paterbag, Sonirakhra
Jatrabari
1236

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801813164300

Alerts

Be the first to know and let us send you an email when Musafir Hijama Center. মুসাফির হিজামা কেন্দ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Musafir Hijama Center. মুসাফির হিজামা কেন্দ্র:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram