Ruqyah Healing

Ruqyah Healing Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ruqyah Healing, Alternative & holistic health service, Jatrabari.

সমস্ত চিকিৎসার উপরে আল্লাহর কালামের চিকিৎসা, আসুন আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখি
কুরআন-সুন্নাহ থেকে চিকিৎসা নেই।

📍 আমাদের ঠিকানা: দক্ষিণ কাজলা ফুট ওভার ব্রিজ সংলগ্ন, আদর্শ স্কুলের গলি,কুতুবখালী,যাত্রাবাড়ী, ঢাকা। 𝟬𝟭𝟯𝟯𝟲-𝟮𝟬𝟮𝟭𝟱𝟬 রুকইয়াহ জিন জাদু বদনজর হাসাদ এবং এগুলোর কারণে সৃষ্ট রোগ সমূহের চিকিৎসায় রুকইয়াহ কার্যকরী ও নিরাপদ চিকিৎসা। জাদুকর তান্ত্রিক এবং কুফর শিরকের বিরুদ্ধে এক মহা বিপ্লব।
▶যেসব বিষ

য়ে রুকইয়াহ করা হয়
মৌলিক বিষয় সমূহ
১/ জ্বিনের আছর।
২/ যাদুটোনা ( ব্লাক ম্যাজিক)
৩/ বদনজর, হাসাদ।
🩺শাখা বিষয় সমূহ
#জিনের আছর
#আশিক জিন সমস্যা
#বদনজর, হাসাদ
#ওয়াসওয়াসা, কুমন্ত্রণা (ওসিডি বা শুচিবায়ু,)
#পাগল বানানোর যাদু
#পড়ালেখা নষ্ট করার যাদু
#বিবাহ বন্ধের যাদু
#বিবাহ বিচ্ছেদের যাদু
#মেরে ফেলার যাদু
#অসুস্থ বানানোর যাদু
#অনিয়মিত পিরিয়ডের সমস্যা।
#সহবাসে অক্ষমতার যাদু
#বাচ্চা না হওয়া বা বন্ধ্যাত্বের যাদু
#আসক্ত বা বশ করার যাদু
#আর্থিক আয় উন্নতি বন্ধের যাদু
#খেয়ালের যাদু।
#মৃগীরোগ।
#আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এর মাঝে বিচ্ছেদের জাদু।
#জ্বিন যাদুর কারণে সৃষ্ট ওভারিয়ান সিস্ট
#জরায়ু সিস্ট
#ব্রেস্টের বিভিন্ন সমস্যা।
#জিন যাদুর কারণে যে কোনো ক্যানসার
#মুখের ব্রণ
#চুল পড়া সমস্যা।
#প্যারালাইজড
#শারীরিক মানসিক বিভিন্ন সমস্যা।
#বোবা করার যাদু
#অন্ধ বধির বানানোর যাদু
#শ্বাসকষ্টের সমস্যার যাদু
#ঈমানের উপর ও আমলে বাধা সৃষ্টির যাদু
#কল্পনাপ্রবন যাদু (হ্যালুসিনেশন)
#মতিভ্রম ও ভুলে যাওয়ার যাদু
#ব্যবসায় দেউলিয়া বানানোর যাদু
#চাকরি না পাওয়া ইত্যাদি।
#কাজ ধংস করার যাদু
#সম্পদ দখলের যাদু
#অশ্লীলতার যাদু। যেমন পতিতা বা পার্ভার্ট বা জানি বানানোর জাদু।
#আইবিএস(IBS)( কোষ্টকাঠিন্য/পেট খারাপ করার সমস্যা।

রুকইয়াহ সবকিছু করতে পারে নারুকইয়াহ গায়বি বিষয়ে সংবাদ দেয়া, বশ করা, ২৪ ঘন্টায় ফলাফল দেয়া, এক চুটকিতে সমাধান করার কোন...
26/07/2025

রুকইয়াহ সবকিছু করতে পারে না
রুকইয়াহ গায়বি বিষয়ে সংবাদ দেয়া, বশ করা, ২৪ ঘন্টায় ফলাফল দেয়া, এক চুটকিতে সমাধান করার কোন পন্থা না। পছন্দের মানুষকে বিয়ে করা, হারানো জিনিস ফিরে পাওয়া, মামলা মোকদ্দমায় জয়ী হওয়া, অবৈধ আশা পুরন করা ও অসাধ্যকে সাধন করার কোন মন্ত্রও না।
এগুলো করা হারাম

⚠️ দুষ্ট জ্বীন ঘরে থাকার সম্ভাব্য আলামত:🛏️ ১. ঘুম বা ঘরের সমস্যার লক্ষণ:বারবার ঘুম ভেঙে যাওয়া, বিশেষ করে রাতের ঠিক নির্দ...
26/07/2025

⚠️ দুষ্ট জ্বীন ঘরে থাকার সম্ভাব্য আলামত:

🛏️ ১. ঘুম বা ঘরের সমস্যার লক্ষণ:

বারবার ঘুম ভেঙে যাওয়া, বিশেষ করে রাতের ঠিক নির্দিষ্ট সময়ে

ঘুমের মধ্যে চিৎকার, দম বন্ধ হয়ে আসা বা ভারী কিছু অনুভব হওয়া

হঠাৎ করে কেউ ডাকছে বা চাপ দিচ্ছে এমন অনুভব হওয়া

👻 ২. অদৃশ্য আওয়াজ:

কেউ না থাকলেও হাঁটা, কাঁদা, দরজা খোলার শব্দ

ছাদের ওপর বা আশপাশে কারো চলাফেরার অনুভূতি

💨 ৩. বাতাস বা গন্ধ:

হঠাৎ ঠাণ্ডা বাতাস অনুভব হওয়া কোনো কারণ ছাড়াই

অদ্ভুত বা দুর্গন্ধ (যেমন জ্বলন্ত জিনিস, পচা মাংস)

🪞 ৪. বস্তু সরানো বা হারিয়ে যাওয়া:

বারবার ঘরের জিনিসপত্র না থাকায় বা অন্য জায়গায় চলে যাওয়া

চাবি, মোবাইল বা প্রয়োজনীয় জিনিস খুঁজে না পাওয়া এবং পরে অদ্ভুত জায়গায় পাওয়া

🧠 ৫. মেজাজ ও আচরণে পরিবর্তন:

ঘরের সদস্যদের হঠাৎ রেগে যাওয়া বা অস্বাভাবিক আচরণ করা

মন-মেজাজ খারাপ থাকা, বিষণ্ণতা, আতঙ্ক বা উদ্বেগ বেড়ে যাওয়া

🕯️ ৬. ইসলামি কাজ থেকে দূরে থাকা:

আজান শুনে অস্থির হয়ে যাওয়া

কুরআন তেলাওয়াত চলাকালে অস্বস্তি বোধ করা বা কারো অশান্ত হয়ে যাওয়া

নামাজ পড়তে ইচ্ছা না হওয়া,
অথচ আগে পড়তেন

আমাদের সাথে যোগাযোগ করতে +8801336-202150 কল করুন অথবা ইনবক্সে মেসেজ করুন

পড়াশোনায় বাধা সমাধান হতে পারে রুকইয়াহঅনেক সময় দেখি, প্রচুর চেষ্টা করার পরও পড়াশোনায় মন বসে না, ভুলে যাই, মাথা ভারী লাগে ...
25/07/2025

পড়াশোনায় বাধা সমাধান হতে পারে রুকইয়াহ

অনেক সময় দেখি, প্রচুর চেষ্টা করার পরও পড়াশোনায় মন বসে না, ভুলে যাই, মাথা ভারী লাগে বা কোনো অদৃশ্য মানসিক চাপ আমাদের অগ্রগতি থামিয়ে দেয়। এসব সমস্যার পিছনে কখনও জাদু, জিনের প্রভাব বা কু-দৃষ্টি কাজ করতে পারে।

রুকইয়াহ হলো কুরআন ও সুন্নাহ ভিত্তিক চিকিৎসা, যা আল্লাহর অনুমতিতে হৃদয় ও মনকে শান্ত করে, নেতিবাচক প্রভাব দূর করে এবং মনোযোগ বাড়াতে সহায়তা করে।

কি করা যায়?

নামাজ ও যিকিরে মনোযোগী হওয়া।

নিয়মিত রুকইয়াহ শোনা (বিশেষত সকাল-সন্ধ্যায়)।

কুরআনের সূরা ফালাক, সূরা নাস ও আয়াতুল কুরসি পাঠ করা।

ঘুমানোর আগে রুকইয়াহ পানি বা তেল ব্যবহার করা।

রুকইয়াহর মাধ্যমে আল্লাহর সাহায্য নিয়ে পড়াশোনার বাধা দূর করতে চাইলে
আমাদের সাথে যোগাযোগ করুন +8801780-609746 অথবা ইনবক্সে নক করুন

সংবাদ বিজ্ঞপ্তিরুকইয়াহ হিলিং-এর প্রধান রাক্বী সাহেবের মোবাইল ফোন হারিয়ে যাওয়ার কারণে আপাতত ১-২ দিন অফিসিয়াল নাম্বারে ...
25/07/2025

সংবাদ বিজ্ঞপ্তি
রুকইয়াহ হিলিং-এর প্রধান রাক্বী সাহেবের মোবাইল ফোন হারিয়ে যাওয়ার কারণে আপাতত ১-২ দিন অফিসিয়াল নাম্বারে যোগাযোগ সম্ভব নয়।
আপনাদের সুবিধার্থে অনুগ্রহ করে এই নাম্বারে যোগাযোগ করুনঃ +8801780-609746।
আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

বরই পাতা দিয়ে গোসল করলে শরীর থেকে জাদুটোনা বদনজর ও নেতিবাচক শক্তি দূর করতে সহায়তা করে। এটি সুন্নাহ ভিত্তিক একটি পদ্ধতি এ...
25/07/2025

বরই পাতা দিয়ে গোসল করলে শরীর থেকে জাদুটোনা বদনজর ও নেতিবাচক শক্তি দূর করতে সহায়তা করে। এটি সুন্নাহ ভিত্তিক একটি পদ্ধতি এবং মানসিক প্রশান্তি এনে দেয়। পাশাপাশি শরীরকে বিষমুক্ত ও আরামদায়ক রাখতে সাহায্য করে।

পেটের জাদুতে আক্রান্ত হলে সাধারণত শরীর ও মনের উপর কিছু অস্বাভাবিক প্রভাব দেখা যায়। পেটের জাদুর লক্ষণ:1. হঠাৎ করে পেটের ত...
25/07/2025

পেটের জাদুতে আক্রান্ত হলে সাধারণত শরীর ও মনের উপর কিছু অস্বাভাবিক প্রভাব দেখা যায়।

পেটের জাদুর লক্ষণ:

1. হঠাৎ করে পেটের তীব্র ব্যথা বা অস্বস্তি – ডাক্তারি চিকিৎসায় কারণ খুঁজে পাওয়া যায় না।

2. বমি ভাব বা ঘনঘন বমি হওয়া – বিশেষত কুরআনের আয়াত বা রুকইয়াহ শোনার সময়।

3. হজমের সমস্যা ও গ্যাসের অতিরিক্ত প্রবণতা।

4. হঠাৎ করে ক্ষুধামন্দা বা অস্বাভাবিক ক্ষুধা।

5. পেটের ভেতরে যেন কিছু নড়াচড়া করছে এমন অনুভূতি।

6. বারবার ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য।

7. কুরআনের আয়াত শোনার সময় পেটে চাপ বা ব্যথা অনুভূত হওয়া।

8. হঠাৎ করে পেট ফুলে যাওয়া (যেন পানি জমে আছে)।

9. শরীর দুর্বল হয়ে যাওয়া এবং অনিচ্ছাকৃতভাবে ওজন কমে যাওয়া।

10. ঘুমের মধ্যে ভয় পাওয়া, দুঃস্বপ্ন দেখা বা কেউ চাপ দিচ্ছে এমন অনুভূতি।

এগুলো একসাথে মিললে সন্দেহ করা যায় যে, পেটের জাদু (সিমিয়াহ/খাওয়ানো জাদু) হয়েছে।

আশিক জ্বিন মানে এমন এক জ্বিন, যে কোনো নারীর বা পুরুষের প্রেমে পড়ে যায়। এরপর ধীরে ধীরে তার জীবনকে দুর্বিষহ করে তোলে-শরী...
24/07/2025

আশিক জ্বিন মানে এমন এক জ্বিন, যে কোনো নারীর বা পুরুষের প্রেমে পড়ে যায়। এরপর ধীরে ধীরে তার জীবনকে দুর্বিষহ করে তোলে-শরীর, মন, সম্পর্ক, এমনকি ইবাদতকেও ধ্বংস করতে চায়।

বিয়ে বন্ধের জাদু হলো এক ধরনের কালো জাদু যা মানুষের বিবাহ জীবন বা বিয়ের সম্ভাবনা নষ্ট করার জন্য করা হয়। এতে আল্লাহর ইচ্ছা...
24/07/2025

বিয়ে বন্ধের জাদু হলো এক ধরনের কালো জাদু যা মানুষের বিবাহ জীবন বা বিয়ের সম্ভাবনা নষ্ট করার জন্য করা হয়। এতে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে শয়তানি কৌশল ব্যবহার করা হয়।

---

কেন বিয়ে বন্ধের জাদু করা হয়?

1. হিংসা ও ঈর্ষা:
কারো সৌন্দর্য, ভালো চরিত্র বা সফলতা দেখে অন্যরা হিংসা থেকে জাদু করে।

2. প্রস্তাব নষ্ট করার জন্য:
কেউ যদি কারো প্রস্তাব পেতে না চায় বা সম্পর্ক ভাঙতে চায়, তখন এ ধরনের জাদু ব্যবহার করে।

3. প্রতিশোধ বা শত্রুতা:
ব্যক্তিগত শত্রুতা বা প্রতিশোধের কারণে এ জাদু করা হয়।

4. অপ্রত্যাশিত সম্পর্ক রোধ করতে:
পরিবারের কিছু লোকও কখনো নিজেদের মতের বাইরে বিয়ে আটকাতে এ
ধরনের খারাপ কাজের পথে যায়।

যেকোন প্রয়োজনে আমাদের ইনবক্সে নক করুন
অথবা চাইলে কল করতে পারেন।

তাবিজ গলায় দিলেই সমস্যা যাবে এই বিশ্বাসটাই তো আসল সমস্যা। দোয়া, ধৈর্য এবং রুকইয়াহ হলো সমস্যার সমাধান শিফা কাগজে না, শিফা...
23/07/2025

তাবিজ গলায় দিলেই সমস্যা যাবে এই বিশ্বাসটাই তো আসল সমস্যা। দোয়া, ধৈর্য এবং রুকইয়াহ হলো সমস্যার সমাধান শিফা কাগজে না, শিফা আসে আসমান থেকে।

নামাজ, রোজা, পবিত্রতা থেকে যে যত দূরে তার প্যারানরমাল সমস্যা তে আক্রান্ত হওয়ার চান্স তত বাড়ে।
23/07/2025

নামাজ, রোজা, পবিত্রতা থেকে যে যত দূরে তার প্যারানরমাল সমস্যা তে আক্রান্ত হওয়ার চান্স তত বাড়ে।

নজর সত্য।ভালো কিছু দেখলে মাশাআল্লাহ বলার প্রাকটিস করুন।
22/07/2025

নজর সত্য।
ভালো কিছু দেখলে মাশাআল্লাহ বলার প্রাকটিস করুন।

Address

Jatrabari

Alerts

Be the first to know and let us send you an email when Ruqyah Healing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ruqyah Healing:

Share