Ruqyah point

Ruqyah point Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ruqyah point, Alternative & holistic health service, Jatrabari.

08/10/2024

#রি_পোস্ট

আফতাবনগর (ফার্স্ট প্রায়োরিটি), শান্তিনগর, মালিবাগ, খিলগাঁও তালতলা, বনশ্রী মেইনরোড ইত্যাদি এরিয়ার মধ্যে রুক‌ইয়াহ সেন্টারের জন্য বাসা/অফিস ভাড়া খুঁজছি ।

আগ্রহী কোন বাড়িওয়ালা অথবা ভাড়া নিয়ে দেয়ার ব্যাপারে সহযোগিতা করতে পারবেন এমন কেহ থাকলে যোগাযোগ করার অনুরোধ করছি ।

29/08/2024

রুক‌ইয়াহ সেন্টারের জন্য বাসা ভাড়া খুঁজছি—

আপনারা অনেকেই হয়তো জানেন যে, বরিশাল শাখাটি বন্ধ করার পরে বর্তমানে আমাদের রুক‌ইয়াহ সেন্টারের একমাত্র শাখা যাত্রাবাড়ী ধোলাইপাড়ে ।জেনে খুশি হবেন যে, রোগীদের যাতায়াত কষ্টের বিষয়টি বিবেচনা করে, আল্লাহ পাক সহজ করলে ঢাকার মধ্যে আমরা আরেকটি শাখা চালু করার নিয়ত করেছি।

উক্ত নতুন শাখাটির লোকেশন নির্ধারণের বিষয়ে আপনাদের আন্তরিক পরামর্শ চাচ্ছি। আশাকরি সার্বিক সুবিধা ও কল্যাণের বিবেচনা করে সুচিন্তিত পরামর্শ দিয়ে উপকৃত করবেন—ইনশাআল্লাহ্ ।

ঢাকার সকল প্রান্তের রোগীদের যাতায়াতের সহজতার বিবেচনায় শাখাটি কোন এলাকায় করলে সকলের জন্য যাতায়াত তুলনামূলক সহজ হয়?

যেমন হলে ভালো হয়—

> মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাছাকাছি কোনো লোকেশন ।

> যেহেতু ঢাকার বাহির থেকেও উল্লেখযোগ্য সংখ্যক রোগী আসেন, সেকারণে সম্ভব হলে বাস ও ট্রেন স্টপিজের অদূরে কোন এলাকা ।

> একক মালিকানাধীন বাড়ি ।

> আমাদের সাথে পূর্ব পরিচয় আছে এমন কোন বাড়িওয়ালার বাসা ।

যেমনটা আবশ্যক—

১। কমপক্ষে দুই বেড ও দুই বাথরুম বিশিষ্ট এক‌ই ফ্লোরে দুটি ফ্ল্যাট।

২। ৩য় তলার উপরে হলে লিফট থাকতে হবে।

৩ । পার্কিং সুবিধা থাকতে হবে।

৩। কমপক্ষে পাঁচ বছরের ভাড়া চুক্তি করে নিতে হবে।

৪।‌ রুক‌ইয়াহ সম্পর্কে বাড়ির মালিকের স্বচ্ছ জানাশোনা থাকতে হবে।

৫। প্রশস্ত রাস্তার পাশে হতে পারে।

✓ বাসা ভাড়া নিয়ে দেয়ার ব্যাপারে কারো হেল্প করার সুযোগ থাকলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার অনুরোধ রইল।

12/08/2024

ফ্রি রুকইয়াহ — Free Ruqyah গ্রুপের উদ্যোগে আজকে সন্ধ্যা সাড়ে সাতটায়—জ্বীনের আছর নষ্টের রুক‌ইয়াহ করা হবে—ইনশাআল্লাহ্। আগ্রহীগণ প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ্।

মনে রাখবেন, লাইভ চলাকালীন শোনা এবং রেকর্ড ভার্সন শোনার উপকারিতার মধ্যে অনেক বেশি পার্থক্য রয়েছে।

12/07/2024

রক্ত দিয়ে করা যাদু নষ্টের রুকইয়াহ

রুকইয়াহ রিজিক
10/07/2024

রুকইয়াহ রিজিক

09/07/2024

বদনজরের প্রভাবে চুল পড়া বন্ধের রুকইয়াহ

মাথার যাদু নষ্টের রুকইয়াহ
08/07/2024

মাথার যাদু নষ্টের রুকইয়াহ

বন্ধ্যাত্বের যাদু নষ্টের রুকইয়াহ
07/07/2024

বন্ধ্যাত্বের যাদু নষ্টের রুকইয়াহ

আট সূরার রুকইয়াহ
06/07/2024

আট সূরার রুকইয়াহ

05/07/2024

কবরের যাদু নষ্টের রুকইয়াহ

02/07/2024

সাপ জ্বীনের রুকইয়াহ

#সাপ_জ্বীনের_রুকইয়াহ #রুকইয়াহ

30/06/2024

ওয়াসওয়াসার রুকইয়াহ

12/06/2024

আশিক জ্বীনের হ্যারেজমেন্ট থেকে মুক্তির জন্য সংক্ষিপ্ত কিছু আমল ।

Address

Jatrabari

Alerts

Be the first to know and let us send you an email when Ruqyah point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ruqyah point:

Share