01/06/2025
রাতে পায়ে টান ধরে কেন?
যাঁদের বয়সের গণ্ডী ৫০ পেরিয়েছে, তাঁদের মাসে অন্তত এক থেকে দু'বার এবং যাঁরা ৬০ ঊর্ধ্ব তাঁদের মাসে অন্তত দু থেকে তিনবার ভোগায় পায়ের পেশিতে টান বা মাস্ল ক্র্যাম্প। অধিকাংশক্ষেত্রেই এটা হয় রাতের দিকে। রাতে যখন শুতে গেলেন, তখন বেশ ভালো, পায়ে কোনও সমস্যা নেই। কিন্তু কিছুক্ষণ পর অনুভব করলেন কাফ মালে মারাত্মক টান ধরেছে। পায়ের পেশিতে এই টান ধরা, শুধুমাত্র কাফ মাল্লে হয়, তা কিন্তু নয়। পায়ের অন্যান্য মাস্ল বা পেশিতেও টান ধরতে পারে।
এই টান ধরা খুবই বেদনাদায়ক।
বেশিরভাগ ক্ষেত্রে, প্রায় ৫০ শতাংশ ক্ষেত্রে এই টান ধরা ইডিওপ্যাথিক, অর্থাৎ, কেন টান ধরছে, তার কারণ অজানা। বাকি ক্ষেত্রে, পেশির নার্ভ ঠিকমতো কাজ না করলে বা পেশিতে রক্তসঞ্চালন কম হলে বা পেশিতে অত্যধিক স্ট্রেস বা চাপ পড়লে, পায়ের পেশিতে টান ধরতে পারে। এর সঙ্গে যদি ডায়াবেটিস, ক্রনিক কিডনি ডিজিজ থাকে, তাহলে পায়ের পেশিতে টান ধরার সম্ভাবনা
অনেকটাই বেড়ে যায়।
মাস্ল ক্র্যাম্প বা পেশিতে টান ধরলে কী করবেন?
সেই মুহূর্তে পায়ের পেশিকে স্ট্রেচ করুন। অর্থাৎ, প্রসারিত বা টানটান। ধরুন, কাফ মাস্ল টান ধরেছে। চেষ্টা করুন পায়ের বুড়ো আঙুলকে ওপরের দিকে তোলার। অর্থাৎ, পায়ের পাতাকে ওপরের দিকে তুলুন। এতে কাফ মাস্ল কিছুটা স্ট্রেচড হবে। এরপর আস্তে আস্তে বরফ সেঁক
দিতে পারেন বা হাঁটতে পারেন। দেখবেন, পেশির টান কমতে শুরু করেছে।
কখন চিকিৎসকের কাছে যাবেন?
যদি প্রতিদিন পেশিতে টান ধরতে থাকে এবং সেটা এতটাই বেদনাদায়ক হয় যে, ব্যথার জন্য ইমার্জেন্সিতে ছুটতে হয়, তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
কোন ক্ষেত্রে বিশেষ সাবধানতা প্রয়োজন?
পেশির টানের সঙ্গে যদি ত্বকের রঙে কোনও পরিবর্তন আসতে থাকে, তখন বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে।
পেশির টান প্রতিরোধের উপায় কী?
◆ বেশিরভাগ ক্ষেত্রে এটা ইডিওপ্যাথিক। সুতরাং, রাতে
ঘুমোনোর আগে কতগুলো এক্সারসাইজ করুন। যেমন- সামান্য হাঁটা, সাইক্লিং ইত্যাদি। এছাড়া শোবার সময় কাত হয়ে শোবেন। সোজা হয়ে শুলে পেশিতে টানের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়।
◆ যাঁদের পানি পানে সমস্যা নেই, তাঁরা পরিমিত পরিমাণ জল পান করুন। শরীরকে হাইড্রেট রাখুন।
◆ খেয়াল রাখুন শরীরে যেন ম্যাগনেসিয়ামের ঘাটতি না হয়। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট খেতে পারেন। ◆ পেশিতে টান ধরলে অবশ্যই দেখুন, সেই টান ধরার কারণ কোনও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কিনা। এছাড়া সারট্রালিন বা ফ্লুক্সেটিন জাতীয় ওষুধেও পেশিতে টান ধরতে পারে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসেও পায়ের পেশিতে টান ধরে।
Dr Md Mehedi Hasan Joheb
BHMS
01727-475040
#পায়ের রগ ধরে টান