02/12/2025
এক ধরনের কমন পেশেন্ট পাওয়া যায় ছোট থেকে বড় যাদের অভিযোগ মুখে ঘা হয় , ঠোঁট ফেটে যায় ।তাদের জন্য এই শীতকালীন মৌসুমে সাজেশন হচ্ছে ,যে সকল খাবার রেগুলার কম পরিমাণে হলেও রাখা 👉
ভিটামিন C সমৃদ্ধ খাবার - কমলা,বরই,লেবু,আমলকি ,পেয়ারা , টমেটো ,মাল্টা।
এদের বিশেষ কাজ হচ্ছে -
🌼শরীরের শ্বেত রক্তকণিকা (WBC) সক্রিয় করে।অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে।ফলে মুখে ঘা সর্দি–কাশি প্রতিরোধে অত্যন্ত কাজকরে।
এখন আসি কিভাবে ভিন্ন উপায়ে খেতে পারেন
* কাঁচা বরই এর জুস তৈরি করে।
* লেবু,মাল্টা , পুদিনা পাতা দিয়ে ডিটক্স ওয়াটার বানিয়ে।
*টমেটো, টকদই, কাঁচামরিচ দিয়ে ডিটক্স সালাদ বানিয়ে।( ভিটামিন সি ও প্রোবায়োটিক এর একটা অসাধারন কম্বিনেশন)