18/11/2024
ডিপ্রেশন ও দুশ্চিন্তা এর প্রভাব হলো স্ট্রেস। ডিপ্রেশন মনের সঙ্গে শরীরকে ক্ষতিগ্রস্ত করে।স্ট্রেস হওয়ার মূল কারণ স্নায়ু বা নার্ভ উত্তেজিত হওয়া। স্নায়ু উত্তেজিত হলে নিউরোট্রান্সমিটার 'এড্রেনালিন' ক্ষরণ বেড়ে যায়। ফলে বেড়ে যায়
-রক্তচাপ বেড়ে যায়
-ঘুমে সমস্যা
-কমে যায় ক্ষুধা
-বুক ধড়ফড় করা অনুভূত হয়
-আইকিউ লেভেল কমে যায়।
যেসব খাদ্য ও পুষ্টি স্ট্রেস ম্যানেজমেন্ট এ কাজ করে তা হল-
🌸 গ্লুকোজ মস্তিষ্কের জন্য অতিব প্রয়োজন। সারাদিন নিয়মিত খাদ্য রক্তের গ্লুকোজ স্থিতিশীল রাখতে সাহায্য করে।
🌸 অসম্পৃক্ত চর্বি ,আখরোট, সামুদ্রিক মাছের তেলে পাওয়া ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কার্যকারিতার সঙ্গে যুক্ত। এই ফ্যাটি অ্যাসিডের ঘাটতি বিষণ্নতা অথবা উদ্বেগের কারণ হতে পারে।
🌸 ফল এবং শাকসবজিতে ভিটামিন এবং খনিজ থাকে যেমন তামা, জিঙ্ক, ম্যাঙ্গানিজ এবং ভিটামিন এ, ই এবং সি । এগুলোর আমাদের শরীরের চাপের মধ্যে থাকা অবস্থায় উৎপাদিত ক্ষতিকারক অণুগুলিকে নিরপেক্ষ করতে কাজ করে।
🌸 ক্যাফিন রক্তচাপ বাড়ায় এবং ফলে স্ট্রেস থেকে রক্ষা করে ।
🌸উচ্চ ফাইবারযুক্ত খাবার স্ট্রেস হ্রাস করতে সাহায্য করে ,তাই ফাইবার সমৃদ্ধ খাবার যেমন ওটমিল, বাদাম, মটরশুটি, ফলমূল এবং শাকসবজি ডায়েটে যোগ করুন।
ভাল খাদ্যাভ্যাস ও পুষ্টি হল একটি গুরুত্বপূর্ণ স্ট্রেস ম্যানেজমেন্ট টুল। যখন আমাদের দেহ সঠিক খাদ্য ও পুষ্টি না পায়,তখন মানসিক চাপ আমাদের স্বাস্থ্যের উপর আরও বেশি প্রভাব ফেলে। তাই দৈহিক চাহিদা অনুযায়ী সঠিক ডায়েট মেইনটেইন করতে হবে এবং অবশ্যই
- পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে এবং
নিয়মিত শারীরিক ব্যায়াম করতে হবে 🤎
ফারহানা আলম (স্বর্ণা)
নিউট্রিশন অ্যান্ড ডায়েট কনসালটেন্ট
বিএসসি,এমএসি (ঢাবি)
ইম্পেরিয়াল রয়েল হসপিটাল লিমিটেড
চেম্বার করা হয় : শনি,রবি,মঙ্গল (বিকেল ৫:০০-৯:০০ টা)
যোগাযোগ: হোয়াটসঅ্যাপ 01632813304