RIPON Homoeo HOLL 1985

RIPON Homoeo HOLL 1985 HI

23/08/2024

একনজরে কোরআনের সংক্ষিপ্ত পরিচিতি

► ৬১০ খ্রিস্টাব্দ ও রমজান মাসের কদরের রজনীতে হেরা পর্বতের গুহায় সর্বপ্রথম কোরআন অবতীর্ণ হয়।
► অবতীর্ণের মোট সময়কাল ২২ বছর পাঁচ মাস ১৪ দিন।
► প্রথম নাজিলকৃত পূর্ণ সুরা হলো সুরা ফাতিহা।
► সর্বপ্রথম নাজিলকৃত কোরআনের আয়াত হলো সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত।
► কোরআনের প্রথম শব্দ হলো ‘ইকরা’—তুমি পড়ো।
► কোরআনের সর্বশেষ নাজিলকৃত সুরা হলো সুরা আন-নসর এবং সর্বশেষ নাজিলকৃত আয়াত হলো সুরা বাকারার ২৮১ নম্বর আয়াত।
► কোরআন নাজিল শেষ হয় হিজরি ১১ সালের সফর মাসে।
► কোরআনের সর্ববৃহৎ সুরা হলো সুরা বাকারা।
এর আয়াত সংখ্যা ২৮৬।
► কোরআনের সবচেয়ে ছোট সুরা হলো সুরা কাওসার। এর আয়াত সংখ্যা ৩।
► পবিত্র কোরআনের মোট সুরা ১১৪টি।
এর মধ্যে মাক্কি সুরা (হিজরতের আগে বর্ণিত) ৯২টি, মাদানি সুরা (হিজরতের পরে বর্ণিত) ২২টি।
► কোরআনে মোট ৫৪০টি রুকু আছে।
► প্রসিদ্ধ অভিমত অনুযায়ী কোরআনের মোট আয়াত ছয় হাজার ৬৬৬টি। কিন্তু গবেষকদের দৃষ্টিতে মোট ছয় হাজার ২৩৬টি।
► কোরআনের আয়াতের ধরন—আদেশসূচক আয়াত এক হাজার, নিষেধসূচক এক হাজার, সুসংবাদসূচক এক হাজার, ভীতি প্রদর্শনসূচক এক হাজার, কাহিনীমূলক এক হাজার, দৃষ্টান্তমূলক এক হাজার, হালালসংক্রান্ত ২৫০, হারামসংক্রান্ত ২৫০, দোয়া, জিকির ও তাসবিহসংক্রান্ত ১০০টি।
► কোরআনের মোট শব্দ ৮৬ হাজার ৪৩০টি।
► কোরআনের মোট অক্ষর তিন লাখ ৪৭ হাজার ৮৩৩টি, মতান্তরে তিন লাখ ৪৯ হাজার ৩৭০টি, মতান্তরে তিন লাখ ৫১ হাজার ২৫২টি।
► কোরআনের মোট মনজিল সাতটি এবং পারা ৩০টি।
► কোরআনের মোট হরকত—জের ৩৯ হাজার ৫৮২, জবর ৫২ হাজার ২৩৪, পেশ হলো আট হাজার ৮০৪, জজম এক হাজার ৭৭১, নুকতা এক লাখ পাঁচ হাজার ৬৮১, তাশদিদ এক হাজার ৪৫৩, ওয়াকফ্ ১০ হাজার ৫৬৪, মাদ এক হাজার ১৭১ ও আলিফ মামদুদাহ ২৪০টি।
► কোরআনে হরফের সংখ্যা—আলিফ ৪৮ হাজার ৪৭৬ বা ১১ হাজার ৪৪২, তা ১০ হাজার ১৯৯, ছা এক হাজার ২৭৬, জিম তিন হাজার ২৭৩, হা তিন হাজার ৯৭৩, খা দুই হাজার ৪৪৬, দাল পাঁচ হাজার ৬৪২, জাল চার হাজার ৬৭৭, রা ১১ হাজার ৭৯৩, জা এক হাজার ৫৯৩, সিন এক হাজার ৮৯১, শিন দুই হাজার ২৫৩, ছোয়াদ দুই হাজার ১৩, দোয়াদ এক হাজার ৬০৭, তোয়া এক হাজার ২৭৭, জোয়া ৮৪২, আইন ৯ হাজার ২২০, গাইন দুই হাজার ১০৮, ফা আট হাজার ৪৯৯, ক্বাফ ছয় হাজার ৮১৩, কাফ ৯ হাজার ৫০২, লাম ৩৩ হাজার ৪৩২, মিম ২৬ হাজার ৫৬০, নুন ৪৫ হাজার ১৯০, ওয়াও ২৫ হাজার ৫৩৬, হা ১৯ হাজার ৭০, লাম আলিফ চার হাজার ৭২০, ইয়া ৪৫ হাজার ৯১৯টি।
► সর্বপ্রথম কোরআনে নুকতা ও হরকত প্রবর্তন করেন আবুল আসওয়াদ দুয়াইলি, মতান্তরে হাজ্জাজ বিন ইউসুফ।
► হানাফি মাজহাব মতে, কোরআনে তিলাওয়াতে সিজদা ১৪টি এবং সাকতার সংখ্যা চারটি।
► কোরআনে নবী ও রাসুলের নাম এসেছে ২৫ জনের। ফেরেশতার নাম এসেছে চারজনের। শয়তান শব্দটি এসেছে ৮৫ বার, ইবলিস এসেছে ১১ বার। জিনজাতির প্রসঙ্গ এসেছে ৩২ বার।
► নবীদের মধ্যে পবিত্র কোরআনে সবচেয়ে বেশি এসেছে মুসা (আ.)-এর নাম। তাঁর নাম এসেছে ১৩৫ বার।
► কোরআনে ছয়জন কাফিরের নাম আছে।
► কোরআনে বিসমিল্লাহ নেই সুরা তওবায়।
► কোরআনে বিসমিল্লাহ দুইবার এসেছে সুরা নামলে।
► কোরআনে বর্ণিত একজন সাহাবি হজরত জায়েদ (রা.)।
► কোরআনে বর্ণিত একজন নারী মারইয়াম বিনতে ইমরান।
► কোরআনের প্রথম ওহি লেখক জায়েদ বিন সাবেত (রা.)।
► কোরআনের মুখপাত্র হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস।
► কোরআনকে পূর্ণাঙ্গ রূপ দেন হজরত আবু বকর সিদ্দিক (রা.) ৬৩৩ খ্রিস্টাব্দে।
► কোরআনের প্রথম সংকলক হজরত ওসমান (রা.)।
► কোরআনের প্রথম ও প্রধান তাফসিরবিদ আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.)।

11/04/2024

পরিচ্ছেদঃ ১০/৮৭. সালাচ্ছে ডান হাে বাম হাচ্ছেি উপি িাখা।

৫৩.১. Aesculus Hip (ইস্কুলাস হিপ): # নিজস্বকথাঃ(১) মলদ্বারে অস্বস্তিবোধ।(২) কটিবাত,কোমরে ব্যাথা।(৩) পূর্নতাবোধ বা অঙ্গ-প...
19/10/2022

৫৩.১. Aesculus Hip (ইস্কুলাস হিপ):
# নিজস্বকথাঃ
(১) মলদ্বারে অস্বস্তিবোধ।
(২) কটিবাত,কোমরে ব্যাথা।
(৩) পূর্নতাবোধ বা অঙ্গ-প্রতঙ্গে ভারবোধ।
(৪) বেদনা ভ্রমনশীল।
# উপযোগিতাঃ
১। মলদ্বারে অস্বস্তি বোধ। গুহ্যদ্বারে শুষ্কতা ও তাপ অনুভব এবং মনে হয় যেন কতকগুলি ছোট ছোট কাঠি গুহ্যদ্বারে আছে। জ্বালাবোধ, সুচিবিদ্ধবৎ বেদনা, মলদ্বার চুলকাইতে থাকা, মলদ্বারে পূর্ণতাবোধ।
২। কটিবাত বা কোমর ব্যথা। এতে ত্রিকাস্থির ভেতর দিয়ে নিতম্ব পর্যন্ত বেদনা থাকে।
৩। অঙ্গ প্রতঙ্গে ভারবোধ বা পূর্ণতাবোধ।
৪। ভ্রমনশীল বেদনা। সর্বাঙ্গে সঞ্চরণশীল বেদনা -ছুটে চলার মত তীব্র, তীরবিদ্ধবৎ, ছিন্নকর, একস্থান হতে অন্য স্থানে পরিবর্তনশীল বেদনা আছে; এ বেদনা কদাচিৎ গাত্রচর্ম অপেক্ষা গভীরতর স্থানে থাকে, কখন কখন স্নায়ুর উপর দিয়ে চলে বেড়াচ্ছে বোধ হয়।
৫। অত্যন্ত খিটখিটে, হতাশ, বিষণ্ন, রাগী, আশা শূন্য, অলস, নিস্কিয় ও মদ্যপানাসক্ত ব্যক্তি, বিমর্ষতা, কোপনতা, স্মৃতিশক্তিহীনতা, কাজকর্মে অনীহা।
৬। গরমকাতর ও কোষ্ঠবদ্ধতা।
৭। মুখের স্বাদ তেতো, মিষ্ট বা তামাটে, সঙ্গে মুখে লালা।
৮। ঠান্ডায় ও শীতকালে, সকালে ঘুম ভাঙ্গার পর, পায়খানার পর, শয়নে, সামনে বাঁকলে, খাওয়ার পর, বিকেলে, দাঁড়ালে, ঋতুস্রাবের পর প্রদরস্রাব, নড়াচড়ায় অর্শের বেদনাতে -বৃদ্ধি।
৯। গ্রীষ্মে, খোলা হাওয়ায়, গোছলে, হাটু গেড়ে বসলে, ক্রমাগত পরিশ্রমে বা সঞ্চালনে, অর্শের স্রাব হইলে- উপশম।
১০। নিদ্রার সময়েই খারাপ হয়, এজন্য লক্ষণগুলি জেগে উঠলেই দেখতে পাওয়া যায়। সে মানসিকভাবে
হতবুদ্ধিতার সাথে জেগে উঠে, সে হতবুদ্ধির মত ঘরের চারদিকে তাকাতে থাকে, দিশাহারা হইয়া পড়ে, লোক চিনতে পারে না, ভেবে আশ্চর্য হয়, কোথায় সে রয়েছে ও সে যে সকল জিনিস দেখছে তার অর্থ কি।
১১। রোগী ঠান্ডা ও ঠান্ডা বাতাস চায়, যদি ও তাহার রোগ লক্ষণ ঠান্ডায় বাড়ে এবং তাপে উপশম।
১২। শরীরের নানা স্থানে যেন অধিক পরিমানে রক্ত জমিয়া আছে, এরূপ পূর্ণতাবোধ, উক্ত স্থান ঈষৎ কালো অথবা বেগুনী দেখায়। শৈরিক পূর্ণতা ও দেহের নিম্নশাখা ও সমগ্র দেহকে আক্রমণ করে।
১৩। শিরাগুলি পূর্ণ, রক্তস্ফীত, কখন কখন ফেটে যাওয়ার মত।এর ক্রিয়া ধীর ও মন্থর।
১৪। সমস্ত সন্ধিগুলিতে গেঁটেবাত, গেঁটেবাত সংযুক্ত বাতরোগ, স্নায়ুশূল রোগ। এ বাত প্রবণতা বিশেষভাবে কনুই থেকে হাত পর্যন্ত, হাতের সামনের অংশে ও হস্ত তলেই প্রকাশ পায়। এ বেদনা বিদীর্ণকবৎ, ছিন্নকর, সঞ্চরণশীল ও উত্তাপে উপশমিত হয়।
১৫। গলা জ্বালা, গলায় খোঁচামারা বেদনা ও শুষ্কবোধ, শৌচের পর অর্শের যন্ত্রণা বৃদ্ধি পায়।
১৬। সামান্য রক্তস্রাব (পুরাতন অবস্থায়) হয় অথবা আদৌ রক্তস্রাব হয় না।
১৭। লিভারে ও হিময়ডাল শিরায় রক্ত জমা, বেদনা।
১৮। মৃদু কামড়ানবৎ শির:পীড়া আছে-বোধ হয় যেন মস্তিষ্কটিকে চাপ দিয়ে বের করা হচ্ছে। কিন্তু এ বেদনা বিশেষভাবে মস্তকের পশ্চাৎদিকে অনুভ‚ত হয়, মনে হয় যেন মাথাটিকে পিসিয়ে ফেলা হচ্ছে- গুরুতর কামড়ানবৎ বেদনা, তীব্র কামড়ান বেদনা, মস্তিষ্কে পূর্ণতাবোধ। মৃদু চাপনবৎ যন্ত্রণার সাথে মস্তকে পূর্ণতাবোধ, ডান চোখের উপরে ব্যথা।
১৯। বারবার অল্প পরিমাণে, ঘোরাল, উষ্ণ প্রস্রাব। মুত্রগ্রন্থিতে ব্যথা, বিশেষত মূত্রাশয়ের বা দিকে মূত্রনালীতে।
২০। উদগার টক, চর্বির মত, তিক্ত। বমি করবার প্রবৃত্তি। বুকজ্বালা ও আহারের পর খাদ্যদ্রব্য গলায় উঠা।
২১। ইচ্ছাবৃত্তি মানুষের সর্বাপেক্ষা আভ্যন্তরীন জিনিস। সে যা ইচ্ছা করে তাই তার ইচ্ছাবৃত্তির অন্তর্গত ও ঔষধ পরীক্ষাকালে মানুষের ইচ্ছাবৃত্তির সাথে সম্বন্ধযুক্ত বস্তুগুলিই সর্বাপেক্ষা মূল্যবান। মানসিক বিশৃঙ্খলা বুদ্ধিবৃত্তিরই বিশৃঙ্খলা, অনুভ‚তি রাজ্যের বিশৃঙ্খলা নয়।
২২। যে সকল ঔষধে শিরার যথেষ্ট উপদ্রব থাকে, তাদের রোগীর সচরাচর গরম পানির গোছলে রোগ বৃদ্ধি হয়, গরম পানি দিয়ে গোছলের পর দূর্বলতা দেখা দেয়, গরম আবহাওয়ায় রোগ বাড়ে, উত্তাপে বিরাগ ও ঠান্ডায় প্রীতিবোধ দেখা যায়।
২৩। ঋতুর পূর্বে ও ঋতুকালে উদরের নিম্নাঙ্গ ভারী বোধ হয়। এ সময়ে নিতম্ব দেশে ব্যথার সাথে প্রবল
যন্ত্রণা দেখা দেয় । জরায়ুতে ক্ষতের মত অনুভ‚তি ও কুক্ষিদেশে দপদপানী ব্যথা।
২৪। সামান্য হুল ফোটান বেদনা উত্তাপে আবির্ভূত হয় এ সব বাহ্যিক যন্ত্রণার বিশেষ লক্ষণ প্রায়
সর্বদাই উত্তাপে উপশম কিন্তু গভীর রোগগুলি প্রায় ঠান্ডাতেই উপশম। হুল ফোটান যাতনা উত্তাপে ভাল
থাকে এবং যদিও সময়ে সময়ে রোগীর বাত ও শৈরিক অবস্থাগুলি ভেজা আবহাওয়ায় বর্ধিত হয় তথাপি সে সচরাচর ঠান্ডাতেই ভাল থাকে।
২৫। ঋতুস্রাবের পরে প্রদর স্রাব বাড়ে। প্রদর স্রাব ঘন পীত বর্ণ আঠা আঠা ও ক্ষতকর। পুরনো প্রদর রোগীর গাঢ় হলদে রংয়ের চটচটে স্রাব পিঠ ও ত্রিকাস্থি থেকে শ্রেণী পর্যন্ত স্থানের খঞ্জতাবোধ সহ প্রদর।
২৬। অবিরত মৃদু পৃষ্ঠ বেদনা থাকে, তাতে হাঁটা প্রায় অসম্ভব হয় । বসে থাকার পর অতিকষ্টে উঠতে বা হাঁটতে পারে।
২৭। অর্শ-রক্তস্রাবশূণ্য বা রক্তস্রাবী, গর্ভাবস্থায় কোমর ব্যথা, শ্বেতপ্রদর, প্রোলাপসস, ফ্যারিঞ্জাইটিস,
কোষ্ঠবদ্ধ, বাধক, বাত, গেঁটে বাত, সর্দি, লোকোমোটর য়্যাটাক্সিয়া, পক্ষাঘাত।
২৮। বর্জনীয় খাবার: চা
২৯। ক্রিয়াকাল: ৩০দিন
৩০। ক্রিয়ানাশক= নাক্স

হোমিওপ্যাথিক ঔষধের তালিকা:প্রখম ৫০টি ঔষধ:(১) Acid Nitric (এসিড নাইট্রিক)(২) Acid phos (এসিড ফস)(৩) Aconit Nap (একোনাইট ন...
19/10/2022

হোমিওপ্যাথিক ঔষধের তালিকা:
প্রখম ৫০টি ঔষধ:
(১) Acid Nitric (এসিড নাইট্রিক)
(২) Acid phos (এসিড ফস)
(৩) Aconit Nap (একোনাইট নেপ)
(৪) Agnus cast (এগনাস ক্যাষ্ট)
(৫) Allium Cepa (এলিয়াম সেপা)
(৬) Antim Crud (এন্টিম ক্রড)
(৭) Apis Mel (এপিস মেল)
(৮) Aralia Racimosa (এরালিয়া রেসিমোসা)
(৯) Arnica Mont (আর্নিকা মন্ট)
(১০) Arsenic Album (আর্সেনিক এলবাম)
(11) Bacillinum (ব্যাসিলিনাম)
(১২) Belladona (বেলাডোনা)
(১৩) Bryonia Alb (ব্রাইওনিয়া এলব)
(১৪) Calcarea Carb (ক্যাল্কেরিয়া কার্ব)
(১৫) Calcaria Fluor (ক্যালকেরিয়া ফ্লোর)
(১৬) Calcarea phos (ক্যালকেরিয়া ফস)
(১৭) Carbo Veg (কার্বোভেজ)
(18) Carcinosin (কারসিনোসিন)
(১৯) Causticum (কষ্টিকাম)
(২০) China off (চায়না অফ)
(২১) Cimicifuga (সিমিসিফিউগা)
(22) Dulcamara (ডালকামারা)
(২৩) Graphites (গ্রাফাইটিস)
(২৪) Hepar Sulph (হিপার সালফ)
(২৫) Kali Bichrom (ক্যালি বাইক্রোম)
(২৬) Lachesis (ল্যাকেসিস)
(২৭) Ledum pal (লিডাম প্যাল)
(২৮) Lycopodium (লাইকোপোডিয়াম)
(২৯) Medorrhinum (মেডোরিনাম)
(৩০) Merc Sol (মার্কসল)
(৩১) Mezereum (মেজেরিয়াম)
(৩২) Nux vom (নাক্স ভমিকা)
(৩৩) Phosphorus (ফসফরাস)
(34) Phytolacca (ফাইটোলাক্কা)
(৩৫) Psorinum (সোরিনাম)
(৩৬) Pulsatilla (পালসেটিলা)
(৩৭) Rhus Tox (রাস টক্স)
(38) Ruta Gra(রুটা গ্র্যাভি)
(39) Sabina (স্যাবাইনা)
(৪০) Secale cor (সিকেলি কর)
(৪১) Selenium (সেলেনিয়াম)
(42) Senecio(সিনিসিও)
(৪৩) Sepia Off (সিপিয়া অফ)
(৪৪) Silicea (সাইলিসিয়া)
(৪৫) Spigelia (স্পাইজেলিয়া)
(৪৬) Staphysagria (স্ট্যাফিসেগ্রিয়া)
(৪৭) Sulphur (সালফার)
(৪৮) Syphilinum (সিফিলিনাম)
(৪৯) Thuja Occi (থুজা অক্সি)
(৫০) Tuberculinum (টিউবারকুলিনাম)
দ্বিতীয় ৫০টি ঔষধ:
(51) Abis Nigra (এবিস নাইগ্রা)
(৫২) Acid Fluor (এসিড ফ্লোরিক)
(53) Aesculus Hip (এস্কিউলাস হিপ)
(54) Agaricus (এগারিকাস)
(৫৫) Allumina (এলুমিনা)
(৫৬) Aloe Soc (এলো সক)
(৫৭) Anacardium Ori (এনাকার্ডিয়াম অরি)
(5৮) Anacardium Oxi (এনাকার্ডিয়াম অক্সি)
(৫৯) Antim tart (এন্টিম টারট)
(৬০) Argent Nit (আর্জেন্ট নাইট্রিক)
(৬১) Aurum Met (অরাম মেট)
(৬২) Baryta Carb (ব্যারাইটা কার্ব)
(৬৩) Borax (বোরাক্স)
(৬৪) Calc.sulp (ক্যাল্কে.সালফ)
(৬৫) Cantharis (ক্যান্থারিস)
(66) Carbo Anim (কার্বো এনিম)
(৬৭) Chelidonium (চেলিডোনিয়াম)
(৬৮) Cina Maritima (সিনা ম্যারিটিমা)
(৬৯) Colocynthis (কলোসিন্থিস)
(৭০) Conium Mac (কোনিয়াম মেক)
(৭১) Dioscorea (ডায়োস্কোরিয়া)
(৭২) Drosera Rot (ড্রসেরা বোটা)
(73) Elaps Cor (ইলাপস কর)
(74) Formica Rufa (ফরমিকা রুফা)
(75) Fraxinus Am (ফ্যাক্সিনাস এম)
(76) Guaiacum (গুয়েকাম)
(77) H.B.S. Agtibe (এইচবিএস এজটিভ)
(৭৮) Hamamelis (হেমামেলিস)
(৭৯) Hypericum (হাইপেরিকাম)
(৮০) Ignatia (ইগ্নেশিয়া)
(81) Insulinum (ইনসুলিনাম)
(৮২) Ipecac (ইপিকাক)
(83) Irish Ver (আইরিশ ভার)
(84) Jaborandi (জাবরান্ডি)
(85) Kali Brom (ক্যালি ব্রোম)
(86) Kalmia Lat (ক্যালমিয়া ল্যাট)
(৮৭) Kreosotum (ক্রিয়োজটাম)
(88) Lachnanthes (ল্যাকনান্থিস)
(89) Lobelia Erinus (লোবেলিয়া ইরিনাস)
(90) Lobelia Inflata (লোবেলিয়া ইনফ্লাটা)
(৯১) Mag Phos (ম্যাগ ফস)
(92) Malandrinum (ম্যালেন্ড্রিনাম)
(৯৩) O***m (ওপিয়াম)
(৯৪) Petroleum (পেট্রোলিয়াম)
(95) Petroselinum (পেট্রোসেলিনিয়াম)
(৯৬) Podophylum (পডোফাইলাম)
(97) Sanguinaria Nitric(স্যাঙ্গুনেরিয়া নাইট্রিক)
(98) Thyroidinum (থাইরোডিনাম)
(99) Uranium Nit (ইউরেনিয়াম নাইট্রিক)
(১০০) Zincum Met (জিংকাম মেট)

31/03/2022

Address

Jessore

Alerts

Be the first to know and let us send you an email when RIPON Homoeo HOLL 1985 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category