JUST Blood Bank

JUST Blood Bank Human For Humanity

রাত ১২টায় খবর আসে, খুবই জরুরিভাবে রক্তের প্রয়োজন। খবর পাওয়া মাত্র,  আমাদের ডেডিকেটেড সদস্যরা হন্যে হয়ে ডোনার খোঁজা শুরু ...
05/09/2025

রাত ১২টায় খবর আসে, খুবই জরুরিভাবে রক্তের প্রয়োজন। খবর পাওয়া মাত্র, আমাদের ডেডিকেটেড সদস্যরা হন্যে হয়ে ডোনার খোঁজা শুরু করলেন। এমন মুহুর্তে আমাদের ডাকে সাড়া দিয়েছেন এই ভাই।

রাত ১টা, বাইকযোগে দীর্ঘ ১৩-১৪কিমি পথ পাড়ি দিয়ে ক্যাম্পাস থেকে শহর কুইন্স হসপিটাল গিয়ে রক্তদান করা। সাথে সহযোগী হিসেবে ছিলেন আমাদের নিয়মিত সদস্য Maten এবং Emon ।

রক্তদানের পর আমাদের ডোনার এবং সদস্যগণ হসপিটালে অপেক্ষা করছিলেন,তাদের এই ত্যাগটুকু কতটুকু সফল হয়েছে। অবশেষে রাত ৪টায় তৃপ্তির আনন্দ নিয়ে তাঁদের ক্যাম্পাসে ফেরা।

মধ্যরাতে এমন বিপদ মুহুর্তে যারা মানবতারটানে এগিয়ে আসেন, তাদের প্রতি আর কি কৃতজ্ঞতার ভাষা থাকে? আল্লাহ, তাঁদের এই ত্যাগকে কবুল করুন।

আর এমনই কিছু সুন্দর মনের মানুষগুলো JUST Blood Bank-এ নিরবে, নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

ডোনার ইনফরমেশন-
নাম: জিসান
বিভাগ: পিএমই
সেশন:২০২১-২২
গ্রুপ: এ+

৪র্থ বারের মতো লাল ভালোবাসা দান করলেন কেমিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী আকবর হোসাইন।  JUST Blood...
04/09/2025

৪র্থ বারের মতো লাল ভালোবাসা দান করলেন কেমিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী আকবর হোসাইন।

JUST Blood Bank এর পক্ষ হতে তাঁর জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো।

৩য় বারের মতো লাল ভালোবাসা দান করলেন ইইই বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মোঃ রিয়াদ । JUST Blood Bank  এর পক্ষ হতে তাঁর ...
04/09/2025

৩য় বারের মতো লাল ভালোবাসা দান করলেন ইইই বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মোঃ রিয়াদ ।

JUST Blood Bank এর পক্ষ হতে তাঁর জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো।

02/09/2025

সর্তকতা:-
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ব্লাড ব্যাংক একটি সম্পূর্ণ অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
আমাদের কোনো সদস্য কখনোই রক্ত দেওয়ার বিনিময়ে টাকা দাবি করেন না।

সম্প্রতি কিছু প্রতারক চক্র JUST Blood Bank-এর নাম ব্যবহার করে প্রতারণা চালাচ্ছে এবং রক্তের বিনিময়ে টাকা দাবি করছে বলে খবর পাওয়া গেছে।

সবার প্রতি অনুরোধ, এ ধরনের প্রতারক চক্র থেকে সাবধান থাকুন এবং কোনো প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন।

কেউ এমন পরিস্থিতির সম্মুখীন হলে সরাসরি আমাদের জানাবেন।

Alhamdulillah.In August 2025, we are able to manage 45 bags of blood through JUST Blood Bank.Huge thanks to all of our d...
01/09/2025

Alhamdulillah.
In August 2025, we are able to manage 45 bags of blood through JUST Blood Bank.

Huge thanks to all of our donors, those are came forward selflessly to donate blood.

We’re also very thankful to all our dedicated volunteers, who work hard to keep this good work going.

Let’s keep moving forward for the sake of humanity. 🤝🩸

১ম বারের মতো লাল ভালোবাসা দান করলেন মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মোঃ আরাফ হোসেন। JUST Blood Bank এর পক্ষ ...
31/08/2025

১ম বারের মতো লাল ভালোবাসা দান করলেন মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মোঃ আরাফ হোসেন।

JUST Blood Bank এর পক্ষ হতে তাঁর জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো।

৮ম বারের মতো লাল ভালোবাসা দান করলেন  #সিএসই বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী Rakib Hasan Shihab JUST Blood Bank   এর পক...
31/08/2025

৮ম বারের মতো লাল ভালোবাসা দান করলেন #সিএসই বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী Rakib Hasan Shihab
JUST Blood Bank এর পক্ষ হতে তাঁর জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো।

৮ম বারের মতো লাল ভালোবাসা দান করলেন ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান। JUST Blood B...
30/08/2025

৮ম বারের মতো লাল ভালোবাসা দান করলেন ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান।

JUST Blood Bank এর পক্ষ হতে তাঁর জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো।

৫ম বারের মতো লাল ভালোবাসা দান করলেন ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী খালিদ হাসান বায়েজিদJUST Blood Ban...
28/08/2025

৫ম বারের মতো লাল ভালোবাসা দান করলেন ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী খালিদ হাসান বায়েজিদ

JUST Blood Bank এর পক্ষ হতে তাঁর জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো।

১ম বারের মতো লাল ভালোবাসা দান করলেন রসায়ন বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী সজীব দাস। JUST Blood Bank এর পক্ষ হতে তাঁর জ...
27/08/2025

১ম বারের মতো লাল ভালোবাসা দান করলেন রসায়ন বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী সজীব দাস।

JUST Blood Bank এর পক্ষ হতে তাঁর জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো।

১ম বারের মতো লাল ভালোবাসা দান করলেন কেমিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী মোঃ শরীফুল ইসলাম। JUST Blo...
26/08/2025

১ম বারের মতো লাল ভালোবাসা দান করলেন কেমিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী মোঃ শরীফুল ইসলাম।

JUST Blood Bank এর পক্ষ হতে তাঁর জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো।

৫ম বারের মতো লাল ভালোবাসা দান করলেন FMB বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী এবং যবিপ্রবি ব্লাড ব্যাংকের তথ্য ও শিক্ষা বিষয়...
26/08/2025

৫ম বারের মতো লাল ভালোবাসা দান করলেন FMB বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী এবং যবিপ্রবি ব্লাড ব্যাংকের তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আখতারুজ্জামান।

JUST Blood Bank এর পক্ষ হতে তাঁর জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো।

Address

Jessore
7408

Telephone

+8801936012295

Website

Alerts

Be the first to know and let us send you an email when JUST Blood Bank posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to JUST Blood Bank:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category