
05/09/2025
রাত ১২টায় খবর আসে, খুবই জরুরিভাবে রক্তের প্রয়োজন। খবর পাওয়া মাত্র, আমাদের ডেডিকেটেড সদস্যরা হন্যে হয়ে ডোনার খোঁজা শুরু করলেন। এমন মুহুর্তে আমাদের ডাকে সাড়া দিয়েছেন এই ভাই।
রাত ১টা, বাইকযোগে দীর্ঘ ১৩-১৪কিমি পথ পাড়ি দিয়ে ক্যাম্পাস থেকে শহর কুইন্স হসপিটাল গিয়ে রক্তদান করা। সাথে সহযোগী হিসেবে ছিলেন আমাদের নিয়মিত সদস্য Maten এবং Emon ।
রক্তদানের পর আমাদের ডোনার এবং সদস্যগণ হসপিটালে অপেক্ষা করছিলেন,তাদের এই ত্যাগটুকু কতটুকু সফল হয়েছে। অবশেষে রাত ৪টায় তৃপ্তির আনন্দ নিয়ে তাঁদের ক্যাম্পাসে ফেরা।
মধ্যরাতে এমন বিপদ মুহুর্তে যারা মানবতারটানে এগিয়ে আসেন, তাদের প্রতি আর কি কৃতজ্ঞতার ভাষা থাকে? আল্লাহ, তাঁদের এই ত্যাগকে কবুল করুন।
আর এমনই কিছু সুন্দর মনের মানুষগুলো JUST Blood Bank-এ নিরবে, নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
ডোনার ইনফরমেশন-
নাম: জিসান
বিভাগ: পিএমই
সেশন:২০২১-২২
গ্রুপ: এ+