13/10/2025
জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমান এর ওয়াইফ হিসেবে থাকতে চাই,,, লোকটার পাশে বসে এক ইন্টারভিউ তে বলেছিলো আর লোকটা কাঁদতেছিলেন।
আবার উনি বলেছিলেন, তোমার কি আসলেই মনে হয় তুমি না থাকলে আমি আবার বিয়ে করবো?
লোকটা উত্তরে বলেছিলেন,, আমি তোমাকে বিশ্বাস করি,, আমি জানি তুমি সেটা করবে না এবং সন্তান দের সঠিকভাবে মানুষ করবে।
সাদাত রহমান মারা যাওয়ার পরে ওনার অসংখ্য ইন্টারভিউ তে উনি বলেছেন ওনার নিজের মনের উপর কন্ট্রোল আছে,, উনি আর বিয়ে করবেন না সাদাত রহমানের স্ত্রী এইটাই ওনার পরিচয় আর মৃত্যু পর্যন্ত এই পরিচয় নিয়ে থাকবেন।
খুব বেশিদিন হয়নি,,
মানুষ পরিবর্তনশীল কিন্তু বেশি তাড়াতাড়ি হয়ে গেলো ব্যাপারটা এই আরকি🙂
©️