জীবনযাত্রা

জীবনযাত্রা ছোট ছোট দিনলিপি, রাস্তায় দেখা কিছু গল্প, কিংবা নিজের ভেতরকার অনুভব...
জীবনযাত্রা প্রতিটি পৃষ্ঠা সাজায় ভাবনায় ও বাস্তবতায়...📕📖📘
Bits of life, love & learning🌸

জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমান এর ওয়াইফ হিসেবে থাকতে চাই,,, লোকটার পাশে বসে এক ইন্টারভিউ তে বলেছিলো আর লোকটা কাঁদতেছ...
13/10/2025

জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমান এর ওয়াইফ হিসেবে থাকতে চাই,,, লোকটার পাশে বসে এক ইন্টারভিউ তে বলেছিলো আর লোকটা কাঁদতেছিলেন।
আবার উনি বলেছিলেন, তোমার কি আসলেই মনে হয় তুমি না থাকলে আমি আবার বিয়ে করবো?
লোকটা উত্তরে বলেছিলেন,, আমি তোমাকে বিশ্বাস করি,, আমি জানি তুমি সেটা করবে না এবং সন্তান দের সঠিকভাবে মানুষ করবে।
সাদাত রহমান মারা যাওয়ার পরে ওনার অসংখ্য ইন্টারভিউ তে উনি বলেছেন ওনার নিজের মনের উপর কন্ট্রোল আছে,, উনি আর বিয়ে করবেন না সাদাত রহমানের স্ত্রী এইটাই ওনার পরিচয় আর মৃত্যু পর্যন্ত এই পরিচয় নিয়ে থাকবেন।
খুব বেশিদিন হয়নি,,

মানুষ পরিবর্তনশীল কিন্তু বেশি তাড়াতাড়ি হয়ে গেলো ব্যাপারটা এই আরকি🙂
©️

পুষ্টিকর খাবারই সুস্বাস্থ্যের মূল হাতিয়ার:জীবনে সুস্থ থাকতে হলে পরিমিত পুষ্টিকর খাবারের গুরুত্ব অপরিসীম। তাই আপনার প্রতি...
09/09/2025

পুষ্টিকর খাবারই সুস্বাস্থ্যের মূল হাতিয়ার:
জীবনে সুস্থ থাকতে হলে পরিমিত পুষ্টিকর খাবারের গুরুত্ব অপরিসীম। তাই আপনার প্রতিদিনের খাবারের প্লেটে🍛 শর্করা, আমিষের পাশাপাশি অবশ্যই ভিটামিন(ভিটামিন-এ, বি, সি, ডি) এবং খনিজ লবণ(আয়রণ, ক্যালসিয়াম, জিংক, পটাসিয়াম) সমৃদ্ধ খাবার (রঙিন শাক-সবজি ও ফলমূল) রাখুন।
মনে রাখবেন, জীবন একটাই তাই পজিটিভ চিন্তা করুন, স্বাস্থ্যবিধি মেনে পুষ্টিকর খাবার খেয়ে নিজেকে সুস্থ রাখুন, পরিবারের মানুষদেরও সুস্থ রেখে সকলে একসাথে আনন্দে বাঁচুন.......🥰🥰
゚viralシfypシ゚viralシ

আজ গরীব বলে.....অবৈধ টাকা ইনকাম করি না বলে.... কেউ ভাবে না আমরা সাধারণ জনগণ বছরে কয়দিন ইলিশ মাছ কিনে খেতে পারি...🙃🤔🤔
24/08/2025

আজ গরীব বলে.....
অবৈধ টাকা ইনকাম করি না বলে....
কেউ ভাবে না আমরা সাধারণ জনগণ বছরে কয়দিন ইলিশ মাছ কিনে খেতে পারি...🙃🤔🤔

23/08/2025

চেয়ে দেখো— অতীতে যা কিছু হারানোর ব্যথা তুমি পেয়েছো, আজ তা তোমার জীবনে কতটাই না গুরুত্বহীন। যে কষ্ট একসময় অসহনীয় মনে হয়েছিল; আজ তা কেবল একটি স্মৃতি, শিক্ষা, আর সবরের চিহ্ন হয়ে রয়ে গেছে।
তেমনি জেনে রাখো— বর্তমানের দুঃখও একদিন মুছে যাবে; সময় আর তাওয়াক্কুলের সাথে তা পরিণত হবে প্রশান্তিতে।

লেখা : মাহমুদুল হাছান

যা হয়েছে তা ভালই হয়েছে,যা হচ্ছে তা ভালই হচ্ছে,যা হবে তাও ভালই হবে।তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ?তুমি কি নিয়ে এসে...
22/08/2025

যা হয়েছে তা ভালই হয়েছে,
যা হচ্ছে তা ভালই হচ্ছে,
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ?
তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ।
যা দিয়েছ এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে,
কাল তা অন্যকারো ছিল,
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।
পরিবর্তনই সংসার এর নিয়ম।।
゚viralシfypシ゚viralシ

প্রতিটা সকাল শুভ হোক সকলের জীবনে 🏜️🏝️🏞️
22/08/2025

প্রতিটা সকাল শুভ হোক সকলের জীবনে 🏜️🏝️🏞️

20/08/2025

কাছের মানুষদের বলছি- আমার মৃ 'ত্যুতে কেউ কেঁদো না; আমি অমর হয়ে আসিনি, প্রতিটি প্রাণকেই একদিন প্রাণহীন হতে হবে। এই স্বাভাবিক সাধারণ সহজ বাস্তবতায় তোমরা কাঁদবে কেনো?

বরং তোমরা খুশী হয়ে যেয়ো এই ভেবে,
অবশেষে মানুষ টা চিরতরে বেঁচে গেলো।
©️

20/08/2025

কতকিছুর স্বপ্ন দেখি। এটা করবো, ওটা করবো। কাছের মানুষদের গর্ব হবো। পরিবারের মুখে হাসির কারণ হবো। নিন্দুকদের সামনে উচ্চস্বরে বলবো হ্যা আমি করে দেখিয়েছি।

এদিকে ক্যালেন্ডারের দিকে তাকাতেই দেখি বেলা ফুরিয়ে যাচ্ছে। দেখতে দেখতে কেটে গেলো বিশ বাইশ চব্বিশ সাল। সুত্র সাপেক্ষে জানা হয়ে গেলো পৃথিবীর নিয়ম অনিয়ম।

শুধু বদলাতে পারিনি রোজ দেখে আসা সেই পৃষ্ঠা; যে পৃষ্ঠা একবার বদলাতে পারলেই, পরের পৃষ্ঠায় লেখা আছে- "দূরবীন থেকে চোখ সরাও সুদিন তোমার পাশেই।"

Book: শেষ অধ্যায়

Address

Thakurgaon
Jessore

Telephone

+8801770150046

Website

Alerts

Be the first to know and let us send you an email when জীবনযাত্রা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to জীবনযাত্রা:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram