17/08/2025
কুয়েতে নার্স নিয়োগ বিজ্ঞপ্তি
বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী ছেলে-মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন।
অন্যান্য তথ্যাবলী:
নির্বাচিত প্রার্থীদের বোয়েসেল-এর নির্ধারিত সার্ভিস চার্জ ৫৬,৩৫০/- টাকা প্রদান করতে হবে। এছাড়াও গামকা হতে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে, কুয়েত দূতাবাস, ঢাকা হতে ভিসা স্ট্যাম্পিং ফিসহ আনুসাঙ্গিক অন্যান্য ফি প্রদান করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের BLS (Basic Life Support) প্রশিক্ষণের বৈধ সনদ থাকা আবশ্যক। আগ্রহী প্রার্থীদের নিম্নবর্ণিত লিংকে সকল তথ্যাদি পূরণপূর্বক ইংরেজিতে এক (০১) কপি জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, রেজিস্ট্রেশন এবং পাসপোর্টের রঙিন কণি একটি পিডিএফ ফাইল তৈরি করে work experience এর খাপে "upload personal ev"-তে আবশ্যিকভাবে আপলোড করতে হবে। আগামী ২০.০৮.২০২৫ তারিখ বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ ১০০ টাকা ও চার্জ পরিশোধ করতে হবে। উল্লেখ্য, ভিসা ইস্যুর জন্য প্রার্থী কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্রাদি দাখিলের পর প্রার্থী কুয়েত গমনে অনীহা প্রকাশ করলে বোয়েসেল-এ দাখিলকৃত তাঁর পে-অর্ডারটি বাজেয়াপ্ত ঘোষণা করা হবে।
বি:দ্র:- চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের সকল কাগজপত্রাদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক সত্যায়নের পর কুয়েত দূতাবাস, ঢাকা হতে সত্যায়িত করতে হবে। কুয়েতী নিয়োগকারী কর্তৃপক্ষের আরোপীত শর্তানুসারে সরকারী চাকরিরত নার্সদের আবেদন করার প্রয়োজন নাই।
(চুড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বোয়েসেল-এ কোনো প্রকার ফি প্রদান করতে হয় না এবং সকল কি/চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয়)
* আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত হবেন এবং নির্দিষ্ট সংখ্যক আবেদন জমা হওয়ার সাথে সাথে আবেদন দাখিল প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে
"প্রয়োজনে প্রবাস বন্ধু কল সেন্টার ১৬১৩৫-এ যোগাযোগ করা যেতে পারে"
আবেদন লিংক:- https://brms.boesl.gov.bd/