Midwife Sonia.bd

Midwife Sonia.bd Midwives and Midwifery information

ইচ্ছে গুলো- "আল্লাহর"হেফাজতে দিয়ে দিলাম, কারন; তিনিই উত্তম পরিকল্পনাকারী।🥀🌿
24/08/2025

ইচ্ছে গুলো-
"আল্লাহর"হেফাজতে দিয়ে দিলাম, কারন; তিনিই উত্তম পরিকল্পনাকারী।🥀🌿

কুয়েতে নার্স নিয়োগ বিজ্ঞপ্তি বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী ছেলে-মেয়ে উভয়ই আবেদন করতে প...
17/08/2025

কুয়েতে নার্স নিয়োগ বিজ্ঞপ্তি
বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী ছেলে-মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন।
অন্যান্য তথ্যাবলী:

নির্বাচিত প্রার্থীদের বোয়েসেল-এর নির্ধারিত সার্ভিস চার্জ ৫৬,৩৫০/- টাকা প্রদান করতে হবে। এছাড়াও গামকা হতে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে, কুয়েত দূতাবাস, ঢাকা হতে ভিসা স্ট্যাম্পিং ফিসহ আনুসাঙ্গিক অন্যান্য ফি প্রদান করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের BLS (Basic Life Support) প্রশিক্ষণের বৈধ সনদ থাকা আবশ্যক। আগ্রহী প্রার্থীদের নিম্নবর্ণিত লিংকে সকল তথ্যাদি পূরণপূর্বক ইংরেজিতে এক (০১) কপি জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, রেজিস্ট্রেশন এবং পাসপোর্টের রঙিন কণি একটি পিডিএফ ফাইল তৈরি করে work experience এর খাপে "upload personal ev"-তে আবশ্যিকভাবে আপলোড করতে হবে। আগামী ২০.০৮.২০২৫ তারিখ বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ ১০০ টাকা ও চার্জ পরিশোধ করতে হবে। উল্লেখ্য, ভিসা ইস্যুর জন্য প্রার্থী কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্রাদি দাখিলের পর প্রার্থী কুয়েত গমনে অনীহা প্রকাশ করলে বোয়েসেল-এ দাখিলকৃত তাঁর পে-অর্ডারটি বাজেয়াপ্ত ঘোষণা করা হবে।

বি:দ্র:- চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের সকল কাগজপত্রাদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক সত্যায়নের পর কুয়েত দূতাবাস, ঢাকা হতে সত্যায়িত করতে হবে। কুয়েতী নিয়োগকারী কর্তৃপক্ষের আরোপীত শর্তানুসারে সরকারী চাকরিরত নার্সদের আবেদন করার প্রয়োজন নাই।

(চুড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বোয়েসেল-এ কোনো প্রকার ফি প্রদান করতে হয় না এবং সকল কি/চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয়)

* আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত হবেন এবং নির্দিষ্ট সংখ্যক আবেদন জমা হওয়ার সাথে সাথে আবেদন দাখিল প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে

"প্রয়োজনে প্রবাস বন্ধু কল সেন্টার ১৬১৩৫-এ যোগাযোগ করা যেতে পারে"

আবেদন লিংক:- https://brms.boesl.gov.bd/

ফাইনালি মিডওয়াইফ দের লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হলো। অনেকেরই জিবনের মোড় ঘুরে যাওয়ার সার্কুলার এটা।সকল পরীক্ষার্থ...
17/08/2025

ফাইনালি মিডওয়াইফ দের লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হলো।
অনেকেরই জিবনের মোড় ঘুরে যাওয়ার সার্কুলার এটা।
সকল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা রইলো🩷🩷

প্রতিদিন এগুলো দিলেও না করবো না প্রিয়🥰পচুররর চিজজ
12/08/2025

প্রতিদিন এগুলো দিলেও না করবো না প্রিয়🥰
পচুররর চিজজ

তাকে শুধু বলতে হবে বাহিরের কিছু খেতে মন চাচ্ছে,,,তাতেই হাজির।।
10/08/2025

তাকে শুধু বলতে হবে বাহিরের কিছু খেতে মন চাচ্ছে,,,তাতেই হাজির।।



সে জানে আমি ফুল পছন্দ করি🤍তাই সে বাসায় ফেরার পথে  আমার জন্য হাতে করে নিয়ে এসেছিলো,, নাম না জানা স্নিগ্ধ কোমল সাদা ফুটন...
09/08/2025

সে জানে আমি ফুল পছন্দ করি🤍
তাই সে বাসায় ফেরার পথে আমার জন্য হাতে করে নিয়ে এসেছিলো,, নাম না জানা স্নিগ্ধ কোমল সাদা ফুটন্ত ফুল🤍🌹🌿
ফুলের মাঝে মিষ্টি ঘ্রান ছিলো না কিন্তু ভালোবাসা ছিলো অফুরন্ত 🤍🤍

06/07/2025

আসসালামুয়ালাইকুম ।

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল, বড় মগবাজার হাসপাতালে কোনো নার্স বা মিডওয়াইফ আছেন?? অথবা কারো পরিচিত নার্স বা মিডওয়াইফ থাকলে আমাকে একটু ইনবক্স করবেন প্লিজ একটা জরুরী হেল্প দরকার।🙏

বদলী আদেশ (সংযুক্তি)মিডওয়াইফ 🩷 🩷 (৮২ জন)১৯.০৬.২০২৫
19/06/2025

বদলী আদেশ (সংযুক্তি)
মিডওয়াইফ 🩷 🩷
(৮২ জন)
১৯.০৬.২০২৫

পারস্পরিক বদলী আদেশ।।মিডওয়াইফ🩷🩷১৯.০৬.২০২৫
19/06/2025

পারস্পরিক বদলী আদেশ।।
মিডওয়াইফ🩷🩷
১৯.০৬.২০২৫

12/06/2025

মানসিক ভাবে সুস্থ থাকার জন্য আপনারা কে কি করেন?? কমেন্টস এ আইডিয়া শেয়ার করে যান!!!🤗

ঈদ সালামী ফ্রম ওমানী ইঞ্জিনিয়ার সাহেব...🥰লেট আপলোড..
12/06/2025

ঈদ সালামী ফ্রম ওমানী ইঞ্জিনিয়ার সাহেব...🥰
লেট আপলোড..

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Midwife Sonia.bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram