Islamic Zone

Islamic Zone সমসাময়িক নিউজ পেতে ও আসিফ আদনান ভাই এর সকল লেকচার সমগ্র পেতে -পেইজ ফলো দিয়ে রাখুন।

10/08/2025

বিমানবন্দর রেলস্টেশন থেকে কোরিয়ান এই ভদ্রলোকের ফোন ছিন'তাই করে নিয়ে গেছে। মাটিত হাটু গেড়ে বসে তার অসহায় আকুতি দেখে খুবই খারাপ লাগছে। হয়তো ফোনে মূল্যবান কিছু ছিল।

নোট: এমন দেশটি কোথাও খুঁজে পাবে না:কো তুমি 🙂
সকল দেশের চোর বাটপার সে, যে স্বৈরাচারের ঘাঁটি 💔

১.পিপড়ার লাইন দেখেছেন নিশ্চয়? খাবারের পাশে কিংবা দেয়াল জুড়ে? পিঁপড়া যখন খাবার খুঁজে পায় তখন শরীর থেকে এক ধরনের গন্ধ ছাড়...
31/07/2025

১.
পিপড়ার লাইন দেখেছেন নিশ্চয়? খাবারের পাশে কিংবা দেয়াল জুড়ে?
পিঁপড়া যখন খাবার খুঁজে পায় তখন শরীর থেকে এক ধরনের গন্ধ ছাড়ে, যাকে বলে ফেরোমোন। এই গন্ধের পথ ধরে অন্য পিঁপড়ারা খাবারের কাছে যায়।
পিঁপড়াদের খাবার খুঁজতে ও সংগ্রহ করতে এই সিস্টেমটা খুব কাজে দেয়।
কিন্তু মাঝে মাঝে একটা অদ্ভুত ঘটনা ঘটে। বিশেষ করে সৈনিক পিঁপড়াদের ক্ষেত্রে।
কোনো কারণে একটা পিঁপড়া যদি তার পেছনের পিঁপড়ার গন্ধ পায়, তখন পুরো সারিটা গোল হয়ে যায়। পিঁপড়ারা গোল হয়ে ঘুরতে থাকে।
একটি পিঁপড়া আরেকটাকে অনুসরণ করে, সেই পিঁপড়া অনুসরণ করে তার পরেরটাকে। এভাবে তারা একই বৃত্তে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে অনেক সময় মরে যায়।
পিঁপড়ার এই গোল চক্করকে বলে ‘অ্যান্ট মিল’, ডেথ স্পাইরাল বা 'সার্কেল অফ ডেথ'। মৃত্যু চক্র।
যে প্রক্রিয়ার মাধ্যমে সৈনিক পিপড়াগুলো খাবারের সন্ধান পায়, সেই প্রক্রিয়াই অনেক সময় মৃত্যু ডেকে আনে। ব্যাপারটা বিচিত্র।
২.
এই কওম আর এই যমীনের সাম্প্রতিক ইতিহাসের সাথে পিঁপড়ার ওই সার্কেল অফ ডেথের একটা অদ্ভুত মিল আছে।
এই যমীনের মানুষ বারবার যুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছে। প্রতিবাদ করেছে, প্রতিরোধ গড়ে তুলেছে। আমরা বারবার রক্ত দিয়েছি, কোরবানি করেছি।
আমরা ব্রিটিশ আমলে ফিরিঙ্গিদের বিরুদ্ধে লড়েছি। যার দৃষ্টান্ত আমরা দেখি ফকির মজনু শাহ থেকে হাজী শরীয়াতুল্লাহ, তিতুমীর থেকে শুরু করে দুদু মিয়াঁ, উলামা ও পীরমাশায়েগণের প্রতিরোধে; রাহিমাহুমুল্লাহ।
তারপর ৪৭, ৬৯, ৭১, ৯০—এ আমরা আন্দোলন করেছি বারবার।
কিন্তু মানুষের চাওয়া পূরণ হয়নি না। প্রতিবারই অল্প অল্প পরিবর্তন এসেছে, কিন্তু কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারেনি এই কওম। আমরা একই চক্রের মধ্যে ঘুরপাক খাচ্ছি।
আমরা আবার রক্ত দিয়েছি ২০২৪-এ। কিন্তু বাস্তবতা হলো, ২৪-এর পরেও আমরা সেই বৃত্তের বাইরে আসতে পারিনি। সমাজ ও রাজনীতির যে ময়লা-আবর্জনাগুলো জুলাইয়ের প্রকম্পনে সরে গিয়েছিল, তার অনেক কিছুই আবার পুরনো রূপে ফিরে আসছে, আসবে।
৪৭, ৬৯, ৭১, আর ৯০ এর সংগ্রামের পর যে ব্যর্থতা এই যমীনকে গ্রাস করেছিল, আবারও তার পুনরাবৃত্তি হচ্ছে।
৩।
যখন অন্যায়-অত্যাচার যমীনে ছড়িয়ে পড়ে, যখন মঞ্জিলে মাকসুদ দেখা যায় না, যখন মানুষ হতাশ হয়ে পড়ে, যখন ইসলামের ‘শাআইর’ভূলণ্ঠিত হয় এবং সবখানে কুফর মাথাচাড়া দিয়ে উঠে— তখন করণীয় কী?
তখন আল্লাহর হুকুম কী?
আজ থেকে তিনশো বছর আগে এ প্রশ্নের উত্তর দিয়েছিলেন এই উপমহাদেশের অনন্য মহীরুহ ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহেলভী রাহিমাহুল্লাহ।
তিনি বলেছিলেন, এমন অবস্থায় সমাধান হলো—
ফুক্কা কুল্লা নিযাম
ভেঙে দাও বিদ্যমান সকল ব্যবস্থা।
ফুক্কা কুল্লা নিযাম অর্থ—যে সমাজনীতি, শাসননীতি ও অর্থনীতি আমরা আঁকড়ে আছি, একে সংশোধন করা সম্ভব না। সংস্কারের কোন সুযোগ নেই।
মুক্তি চাইলে একে ভেঙে দাঁড় করাতে হবে নতুন কাঠামো। আর সেই নকশাতেই হবে নয়াযুগের জীবনধারার নির্মাণ।
এই পরিবর্তন কিভাবে আসবে তাও তিনি বলেছেন।

- প্রয়োজন প্রথমে দাওয়াতের মাধ্যমে ব্যক্তির পরিবর্তন ও সমাজের পরিবর্তন।

- আর তারপর আসবে ব্যবস্থার পরিবর্তন।
যে পরিবর্তন আমাদের এই দুষ্টচক্র থেকে মুক্ত করবে।
৪।
কিন্তু আমরা দুটো ভুল করছি।
আমরা আন্দোলন করছি, কুরবানী করছি, রক্ত দিচ্ছি। কিন্তু সঠিক আদর্শকে সামনে রাখছি না। সঠিক ব্যবস্থা তথা নিযামের জন্য আমরা কাজ করছি না।
আমরা তাৎক্ষণিক উপশমের দিকে নজর দিচ্ছি, রোগ নিরাময়ের দিকে নজর দিচ্ছি না।
দ্বিতীয় ভুল হলো, আমরা ব্যক্তি আর সমাজের পরিবর্তনের দিকে মনোযোগ দিচ্ছি না। এই পরিবর্তনকে বাদ দিয়েই আমরা রাজনীতি এবং শাসনের পরিবর্তন চাচ্ছি। যা আসলে সম্ভব না।
৫.

পিপড়ার মৃত্যুচক্র থেকে মুক্তি পেতে চাইলে আমাদের ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসের বলা বৈপ্লবিক রূপান্তরের ফিকিরকে আকড়ে ধরতে হবে।
সাহাবী রিব’ঈ ইবনু আমর রাদ্বিয়াল্লাহু আনহু-এর মতো আমাদেরকেও বলতে হবে,
আমরা এমন সমাজ চাই যেখানে ---

-মাখলুকের গোলামী থেকে বের হয়ে মানুষ এক আল্লাহর প্রতি আত্মসমর্পণ করবে

- দুনিয়ার সংকীর্ণতা থেকে মুক্ত হয়ে মানুষ দুনিয়া ও আখিরাতের প্রশস্ততার দিকে ধাবিত হবে,

- নানা ধর্ম বাদমতবাদ, তন্ত্রমন্ত্রের গোলকধাঁধা আর অন্যায়, অবিচার থেকে বের হয়ে মানুষ ইসলামের আদলের দিকে ফিরে আসবে
যদি আমরা এই দায়িত্ব কাঁধে নিতে পারি, ইন শা আল্লাহ্‌ তাহলেই কাঙ্ক্ষিত পরিবর্তন আসতে পারে। মৃত্যুচক্র বন্ধ হতে পারে। আর যদি আমরা তা না করি, তাহলে সৈনিক পিপড়ার ডেথ স্পাইরালই হয়তো হবে আমাদের নিয়তি।

এই ফিলিংসওয়ালা ভদ্রলোক কোন বাহিনীর অফিসার ছিল ভাবছি Asif Adnan
28/07/2025

এই ফিলিংসওয়ালা ভদ্রলোক কোন বাহিনীর অফিসার ছিল ভাবছি

Asif Adnan

অতিবাস্তব,💔
27/07/2025

অতিবাস্তব,💔

25/07/2025

হাসিনা রিজিম যে পথে গেছে, ইন্টেরিম সরকারও সেই পথে হাঁটছে:

• হাসিনা ইচ্ছেমতো সিদ্ধান্ত চাপিয়ে দিতো, ইণ্টেরিম একই কাজ করছে

• হাসিনা গোপন চুক্তি করেছিল, ইন্টেরিম আমেরিকার সাথে গোপন চুক্তি করছে

• হাসিনা ট্রানসিটের নামে করিডোর দিয়েছিল, ইন্টেরিম মানবাধিকারের নামে প্রক্সি ওয়ারে ঢুকছে

• হাসিনা বন্ধুত্বের নামে ভারতের হাতে দেশ তুলে দিয়েছিল, ইন্টেরিম আমেরিকার হাতে দেশ তুলে দিচ্ছে

25/07/2025

কেনো এতো ভালো লাগে আমার প্রিয় নবীর নাম
আরও ভালো লাগে নবীর দুরুদ সালাম।😍

🥀🥰 صَلَّىٰ ٱللَّٰهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

25/07/2025

ওয়াশিংটন না ঢাকা...?

24/07/2025

মানবাধিকার বিষয়ক হাইকমিশন কি ফিলিস্তিনে গণhoত্যা থামাতে পেরেছে? বাংলাদেশে তার উদ্দেশ্য কী?

23/07/2025

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্তকে প্রত্যাহার করতেই হবে।জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি।

23/07/2025

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে
বিমান বিধ্ব*স্তের একজন প্রত্যক্ষদর্শী
এবং উদ্ধার কর্মীর বক্তব্য।

এনজিও সরকারের অবস্থা।Asif Adnan
22/07/2025

এনজিও সরকারের অবস্থা।

Asif Adnan

22/07/2025

গতকাল বাংলাদেশের জন্য ছিলো শোকাবহ দিন৷ একদিনে এতগুলো ফুল ঝরে যাওয়ার ঘটনা একটা জাতির জীবনে বারবার আসে না। ছোট্ট বাচ্চাগুলোর কষ্ট আমাদের জীবনকে থমকে দিয়েছে।

এই বাস্তবতা থেকে গাযার কথা একটু চিন্তা করি। তাদের প্রতিটা দিনই এমন। মৃত্যু এড়িয়ে একটা আটার বস্তা ঘরে আনতে পারলে তাদের চোখ মুখ দিয়ে ঠিকরে পড়ে আনন্দ। অনেক দিন পর রুটির দেখা মিলবে।

আমরা কোন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি?
আল্লাহ আমাদের সন্তানদের হেফাজত করুন।

Address

Jessore

Telephone

+8801914672783

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Islamic Zone:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram