উসামা হোমিও হল

  • Home
  • উসামা হোমিও হল

উসামা হোমিও হল এখানে বিনা অপারেশনে পলিপাস চিকিৎসা করা হয়। যৌন ও চৌর্ম এবং নতুন ও পুরাতন সকল রোগের সুচিকিৎসা করা হয়।
ডাঃ মুফতী হুমায়ুন কবির। ধন্যবাদ।
(2)

20/07/2025

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

17/07/2025

🌿 পটেন্সি নির্বাচন ও পুনরাবৃত্তির সূক্ষ্ম বিজ্ঞান — হোমিওপ্যাথির স্তরভিত্তিক চিকিৎসা পদ্ধতি

হোমিওপ্যাথির সাফল্য কেবল সঠিক রেমেডি নির্ধারণেই সীমাবদ্ধ নয়।

👉 ওষুধ সঠিক হলেও যদি পটেন্সি ভুল হয়, তাহলে চিকিৎসা ব্যর্থ হতে পারে, এমনকি ক্ষতিকর প্রতিক্রিয়াও হতে পারে।

👉 আর সঠিক পটেন্সিতে একটি মাত্র ডোজ—রোগীর ভিতর তৈরি করতে পারে নিরাময়ের এক অভাবনীয় শক্তি।

---

🔍 পটেন্সি নির্ধারণে ৪টি গুরুত্বপূর্ণ বিষয়:

💠১🟥. রোগীর সংবেদনশীলতা:

👉 যারা অতিসংবেদনশীল বা বহু ওষুধে প্রতিক্রিয়া দেখায়, তাদের ক্ষেত্রে Q5, 12C, বা 30C-এর বেশি না দেওয়া ভালো।

👉 এমন রোগীর ক্ষেত্রে রিপিট না করাই শ্রেয়।

💠২.🟥 রোগী যদি জীবন ঝুঁকিতে থাকে:

👉 যেমন: হার্ট প্রবলেম, অ্যাকিউট কন্ডিশন—তখন 30C বা 12C-এর বেশি নয়।

👉 কেবল এক ডোজ, রিপিট নয়।

💠৩🟥. রেমেডির সাদৃশ্য এবং রোগের গভীরতা:

👉 সঠিক রেমেডি এবং হালকা প্যাথোলজি থাকলে (Level 1–3), উচ্চ পটেন্সি (10M, 50M, CM) ব্যবহার করা যায়।

⚠️ তবে গভীর প্যাথোলজিতে অতিরিক্ত প্রতিক্রিয়া হতে পারে।

💠৪🟥. রোগীর Health Level অনুযায়ী নির্ধারণ:

👉 নিচে দেওয়া হলো বিভিন্ন লেভেলের জন্য প্রাথমিকভাবে কোন পটেন্সি ব্যবহার করা উচিত—

---

📌 Level অনুযায়ী পটেন্সি নির্দেশনা (সরাসরি পয়েন্ট আকারে):

🔹 Level 1–3 (Group A):

– উচ্চ স্বাস্থ্যস্তর

– 10M, 50M, বা CM পর্যন্ত দেওয়া যায়

– এক ডোজই যথেষ্ট

🔹 Level 4 (Group B):

– মাঝারি স্তর

– সর্বোচ্চ 10M পর্যন্ত দেওয়া যেতে পারে

– পুনরাবৃত্তি দিনে ১ বার, কিছুদিন চলতে পারে

🔹 Level 5–6 (Group B):

– স্বাস্থ্য কিছুটা দুর্বল

– ১M পর্যন্ত পটেন্সি ব্যবহারযোগ্য

🔹 Level 7–9 (Group C):

– দীর্ঘস্থায়ী প্যাথোলজি

– সর্বোচ্চ ২০০সি পর্যন্ত

– নিশ্চিত হলে ৩০সি বা ২০০সি

– অনিশ্চয়তা থাকলে ১২সি দিনে ৩ বার

🔹 Level 10–12 (Group D):

– অত্যন্ত ভঙ্গুর অবস্থা

– ৬সি–১২সি দিয়ে শুরু

– দিনে ৩ বার, প্রতিক্রিয়া আসা পর্যন্ত

---

➡️🔁 রিপিটেশন: কখন করবেন, কখন থামাবেন?

✅ সাধারণভাবে ২০০সি’র বেশি পটেন্সি রিপিট না করাই ভালো।

✅ যদি কোনো aggravation (তীব্র প্রতিক্রিয়া) দেখা দেয়, সঙ্গে সঙ্গে বন্ধ করতে হবে।

✅ উন্নতি দেখা দিলে—এর মানে সঠিক রেমেডি প্রয়োগ হয়েছে।

👉 যদি কোনো প্রতিক্রিয়া না হয়, তবে ধাপে ধাপে potency বাড়ানো যেতে পারে:

যেমন ৬সি → ৮সি → ১০সি ইত্যাদি।

---

💊 যদি রোগী অ্যালোপ্যাথিক ওষুধ নিচ্ছে...

👉 এ অবস্থায় হোমিওপ্যাথিক ওষুধ প্রতিদিন রিপিট করতে হতে পারে।

👉 তবে রোগীকে অবশ্যই তার মূল চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

✅ যদি উন্নতি দেখা যায়, ধীরে ধীরে অ্যালোপ্যাথিক ওষুধ কমানো যাবে চিকিৎসকের মত অনুযায়ী।

---

🔃 Therapeutic Plateau: যখন প্রতিক্রিয়া থেমে যায়...

👉 অনেক সময় দেখা যায়, ধাপে ধাপে পটেন্সি বাড়ানোর পরেও কোনও অগ্রগতি হচ্ছে না (যেমন ১২সি → ১৪সি → ১৬সি → ১৮সি)।

এই অবস্থায় দুইটি সম্ভাবনা:

❗ ভুল পটেন্টাইজেশন

❗ রোগীর দেহ ঐ পটেন্সির সাথে tuned নয়

✅ সমাধান:

– আগের কার্যকর পটেন্সিতে ফিরে যাওয়া

– অথবা আরও ২ ধাপ বাড়ানো (যেমন ২০সি, ২২সি)

🎯 লক্ষ্য: রোগীর ভিতরে আবার নিরাময়ের স্পন্দন সৃষ্টি করা।

---

🧠 পটেন্সি মানে কেবল মাত্রা নয়—এ এক অনুভবের গভীরতা।

একটি ক্ষুদ্র ডোজ যদি সঠিকভাবে প্রয়োগ হয়,

👉 তা রোগীকে শারীরিক ও মানসিক স্তরে নতুন করে জাগিয়ে তোলে।

আর যদি ভুলভাবে প্রয়োগ হয়,

👉 তাহলে সৃষ্টি করতে পারে এক অশান্তি, যা রোগীকে আরও দুর্বল করে দিতে পারে।

সঠিক পটেন্সি বেছে নেওয়া মানেই— 👉 রোগীকে বোঝা, তার দেহ-মন-প্রতিরোধকে শ্রদ্ধা করা,

👉 এবং উপযুক্ত কম্পনে তাকে নিরাময়ের পথ দেখানো।

---

👩‍⚕️

Presented by:Dr. Esrat Jahan
BHMS (DU)
Govt Homeopathic Medical College and Hospital, Mirpur-14

16/07/2025

মাদার টিংচার অবশ্যই হোমিওপ্যাথিক ঔষধ। কারণ এই ঔষধ হলো সব ধরনের শক্তিকৃত হোমিওপ্যাথিক ঔষধের মূল বা মাদার। তাহলে মাদার যদি হয়, অর্থাৎ, মা যদি হয়, তাহলে সন্তানের অস্তিত্ব মাকে ছাড়া হয় কি করে? মা থেকেই তো সন্তানের উৎপত্তি হয়েছে অর্থাৎ মাদার টিংচার থেকেই তো ঔষধগুলি শক্তিকৃত হয়ে পরপর এসেছে। সুতরাং হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া রুলস মেনে, ফার্মাকোপিয়ার পদ্ধতি অনুসরণ করে, বিভিন্ন হার্বস থেকে যে টিংচার বা নির্যাস বের করা হয়েছে, তাই ত মাদার টিংচার নামে অভিহিত করা হয়েছে। তাই নিঃসন্দেহে মাদার টিংচার হোমিওপ্যাথি ঔষধ। যেমন আমরা এলোপ্যাথিক সিরাপ তুলশী ব্যবহার করি তুলশী মাদার টিংচার এই মাদার নিয়ে শক্তিকৃত ঔষধ তৈরি করা হয়।

সন্মানিত ডাঃ হ্যানিম্যান স্যার প্রথম জীবনে মাদার টিংচার ব্যবহার করেছিলেন। কতদিন করেছিলেন তা সঠিক বলা যায় না। সঠিকভাবে সাল, তারিখ দিয়ে তথ্য ভিত্তিক লেখা আমার চোখে পড়েনি। পরবর্তী একটা সময় থেকে তিনি অর্গাননের লেখার মধ্যে ঔষধগুলিকে শক্তিকৃত করতে হবে বলে গেছেন। কিন্তু ডিরেক্টলি মাদার টিংচার ব্যবহার করা যাবে না, বা করো না, এমন কথা আমি কোথাও পাইনি, মানে আমার চোখে পড়েনি। তবে অর্গাননে, বা, ক্রনিক ডিজিজের থিওরিটিক্যাল পার্টে কোথাও সেইভাবে মাদার টিংচার ব্যবহার করতে বারন করেছেন কি না, আমি বলতে পারছি না। কারও জানা থাকলে শেয়ার করবেন with reference of his writings_ Name of book and page no.

কিন্তু পরবর্তীকালে হেরিং এবং অন্যান্যরা বহু
ঔষধ মাদার/ লো পোটেন্সি দিয়ে প্রুভিং করেছেন। সেই সব ঔষধগুলি লো পোটেন্সি/ মাদার টিংচার ছাড়া ভাল কাজ করে না। তবে, সেই সব ওষুধ যে দিতেই হবে এমন কোন কথা নেই, আবার দিলেও যে সমস্য তাও কোন কথা নেই। ঐ সব ঔষধ ব্যবহার না করেও ডাঃ হ্যানিম্যান স্যারের আবিষ্কার করা ক্লাসিক্যাল পদ্ধতির ওষুধগুলি দিয়েও রোগ সারানো যায়।

আর একটি বিষয় এখানে ক্লিয়ার করতে চাই!
মাদার টিংচার প্রয়োগে কি রোগ সারে? আমি বলবো
না, মাদার টিংচার প্রয়োগে রোগ সারে না। এ্যালোপ্যাথিক ঔষধগুলির মতন রোগলক্ষনকে সাময়িক প্রশমিত করতে পারে। যেমন আমি উপরে তুলশী মাদার সিরাপের উদাহরণ দিয়েছি। মাদার যদি রোগ সারাতে পারতো তাহলে এলোপ্যাথিক তুলশী সিরাপ রোগ পরিপূর্ণ কিওর করতো। আমরা সবাই জানি এলোপ্যাথিক মেডিসিন রোগ পরিপূর্ণ কিওর করে না, সাময়িক উপশম দেয় মাত্র।

তাই, প্যাথলজিক্যাল ডেস্ট্রাক্টিভ কেইসে অর্থাৎ যে সব কেইসে অর্গানিক ডেসট্রাকসন হয়েছে, সেখানে শক্তিকৃত ঔষধ দিলে সিভিয়ার এ্যাগ্ৰাভেশন হওয়ার ভয় থাকে, তাই সেই সব রোগীকে রিলিভ দেওয়ার জন্য মাদার টিংচার প্রেসক্রাইব করা যেতেই পারে। আমার মনে হয়, তা খুব অপরাধের মধ্যে পড়ে না, পড়বে না।

আবার যেখানে প্রথমেই কেইস টেকিং করে কনস্টিটিউশনাল ঔষধ দেওয়া সম্ভব এবং রোগী আরোগ্য করা সম্ভব, সেখানে অহেতুক পরপর দিনের পর দিন মাদার দিয়ে সময় নষ্ট করার কোন প্রয়োজন হয় না। তাতে রোগ একটা লেভেলের বেশী কমবে না, এবং কোনরকম পার্মানেন্ট বা স্থায়ী আরোগ্য হবে না। একসময় বিরক্ত হয়ে রোগী চলে যাবে।

তাই যেখানে যেমন নিজের অভিজ্ঞতা অনুযায়ী সেভাবে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট প্রদান করতে হবে।

লাইক কমেন্ট শেয়ার করে Unique Homeopathy পেইজের সাথে থাকুন ট্রিটমেন্ট ও পরামর্শের জন্য যোগাযোগঃ- 01323255397

12/07/2025

পুরুষদের ভিতরের সমস্যা সম্পর্কেঃ

পুরুষদের যৌন ইচ্ছা কমে যাওয়ার কারণ এবং এর হোমিওপ্যাথিক চিকিৎসা:
ইরেক্টাইল ডিসফাংশন (ED), বা পুরুষত্বহীনতা, যা সাধারণত যৌন মিলনের জন্য যথেষ্ট পরিমাণে উত্থান-পতন বা টিকিয়ে রাখতে অসুবিধা বা অক্ষমতাকে বোঝায়। এটি পুরুষদের মধ্যে একটি খুব সাধারণ সমস্যা। এটি এমন একটি ব্যাধি যা একজন পুরুষের আত্মসম্মান নষ্ট করতে পারে এবং তার সম্পর্ক নষ্ট করতে পারে। অনেক পুরুষ মাঝে মাঝে উত্থানের সমস্যা অনুভব করেন, মাঝে মাঝে এটি হওয়া উদ্বেগের বিষয় নয়। যখন এই সমস্যাটি ঘন ঘন দেখা দেয়, তখন এটি এমন কিছু অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত দিতে পারে যার সমাধান করা প্রয়োজন।

হোমিওপ্যাথি প্রাকৃতিকভাবে উৎপন্ন পদার্থ দিয়ে তৈরি ওষুধ দিয়ে উত্থান-পতনের জন্য প্রাকৃতিক এবং কার্যকর চিকিৎসা প্রদান করে যার কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এই ওষুধগুলি দুর্বল উত্থানের ক্ষেত্রে বা এমনকি কোনও উত্থান-পতন না হওয়া ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে। এগুলি ধীরে ধীরে উত্থান উন্নত করতে সাহায্য করে। হোমিওপ্যাথি রক্ত প্রবাহকে ব্যাহত করে এমন যেকোনো বাধা দূর করে লিঙ্গে রক্ত প্রবাহ উন্নত করতে কাজ করে। উপরন্তু, এগুলি উত্থানের সাথে জড়িত পেশী এবং স্নায়ুর কার্যকারিতাও শক্তিশালী করে এবং উন্নত করে। ED সৃষ্টির সাথে সম্পর্কিত যেকোনো হরমোনজনিত সমস্যাও এই ওষুধগুলির সাথে ভালভাবে নিরাময় করা হয়। রক্ত প্রবাহ, স্নায়ু, পেশী এবং হরমোন সহ এই চারটি বিষয়ের উন্নতির জন্য সম্মিলিতভাবে কাজ করে, যার মধ্যে রয়েছে উত্থান অর্জন এবং বজায় রাখার সাথে সম্পর্কিত, হোমিওপ্যাথি ED ক্ষেত্রে দুর্দান্ত উন্নতি আনে।

হোমিওপ্যাথিক ওষুধগুলি উত্থান উন্নত করার পাশাপাশি, যৌন ইচ্ছা উন্নত করতেও সাহায্য করে এবং অকাল বীর্যপাত, বা অনিচ্ছাকৃত বীর্যপাতের মতো অন্যান্য সম্পর্কিত অভিযোগগুলির চিকিৎসা করে, যদি কোনও ক্ষেত্রে থাকে।

ED-এর জন্য হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা হল যে এগুলি খুবই নিরাপদ কারণ এগুলি প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া পদার্থ থেকে উদ্ভূত। প্রচলিত পদ্ধতিতে চিকিৎসার বিকল্পগুলির ফলে কিছু নির্দিষ্ট ওষুধ ব্যবহার করা হয় যার অনেক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে বলে জানা যায়। তাই, এটি প্রতিরোধ করার জন্য কেউ হোমিওপ্যাথিক চিকিৎসা বেছে নিতে পারেন যা কোনও প্রতিকূল প্রভাব ছাড়াই ED-এর কার্যকরভাবে চিকিৎসা করতে পারে।

হোমিওপ্যাথি একটি লক্ষণ-ভিত্তিক বিজ্ঞান। তাই ED-এর যেকোনো ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত ওষুধটি ব্যক্তির বিস্তারিত লক্ষণ মূল্যায়নের পরে নির্বাচন করা হয়। নির্বাচিত ওষুধের ক্ষমতা, ডোজ এবং পুনরাবৃত্তিও হোমিওপ্যাথিক নীতি অনুসারে প্রতিটি ক্ষেত্রে আলাদাভাবে চূড়ান্ত করা হয়। তাই, একজন হোমিওপ্যাথের সাথে পরামর্শ করার পরে ED-এর জন্য যেকোনো হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করার কথা বিবেচনা করা উচিত। নিজে নিজে ওষুধ খাওয়া হয়তো সাহায্য করবে না কারণ ভুল ওষুধ, জ্ঞানের অভাবে শক্তি এবং ডোজ নির্বাচন প্রত্যাশিত ফলাফল নাও দিতে পারে।

#ক্যালাডিয়াম - শীর্ষ-গ্রেডের চিকিৎসা
ক্যালাডিয়াম হল 'বোকা বেত' উদ্ভিদ থেকে উৎপন্ন একটি প্রাকৃতিক প্রতিকার। এটি একটি সুপরিচিত ওষুধ যা ED-এর ক্ষেত্রে প্রায়শই ব্যবহৃত হয়। এই ওষুধটি সেই পুরুষদের জন্য সুপারিশ করা হয় যারা যৌন ইচ্ছা বা তাড়না থাকা সত্ত্বেও উত্থান করতে অক্ষম হন। যৌন উত্তেজনার সময়, অংশগুলি শিথিল থাকে এবং যৌনমিলন করতে অক্ষম হন। যৌন অঙ্গগুলি ঠান্ডা অনুভব করতে পারে। উত্থানের সমস্যা বিষণ্ণতার সাথে হতে পারে। কখনও কখনও, একজন ব্যক্তির যৌন ইচ্ছা ছাড়াই উত্থানের ব্যথা হতে পারে। বীর্যের অকাল বীর্যপাতের সাথে উত্থানের সমস্যা থাকলে ক্যালাডিয়ামও ব্যবহার করা হয়। তামাক সেবনের ইতিহাস সহ ED-তে আক্রান্ত পুরুষরাও এই ওষুধটি সহায়ক বলে মনে করতে পারেন।

এই ওষুধটি পুরুষদের ক্ষেত্রে প্রথম সারির চিকিৎসা হিসেবে ব্যবহার করা যেতে পারে যারা যৌন ইচ্ছা থাকা সত্ত্বেও উত্থান পান না।

ক্যালাডিয়াম কম থেকে উচ্চ পর্যন্ত বিভিন্ন ক্ষমতায় ব্যবহার করা যেতে পারে, তবে শুরুতে, 30C ক্ষমতায় এটি ব্যবহার করা ভাল। দিনে দুই থেকে তিনবার ক্যালাডিয়াম ৩০সি খাওয়া যেতে পারে।

#অ্যাগনাস কাস্টাস - যখন উত্থান সম্পূর্ণরূপে অনুপস্থিত থাকে
এটি একটি প্রাকৃতিক ঔষধ যা সাধারণত 'দ্য চ্যাস্ট ট্রি' নামে পরিচিত একটি উদ্ভিদের পাকা বেরি থেকে তৈরি। এর ব্যবহার বিশেষভাবে বিবেচনা করা হয় যখন কোনও উত্থান একেবারেই ঘটে না এবং যৌনাঙ্গ শিথিল এবং ঠান্ডা থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল যৌন ইচ্ছা সম্পূর্ণরূপে হ্রাস। কিছু ক্ষেত্রে যেখানে এটির প্রয়োজন হয়, প্রস্রাব বা মলের সময় শুক্রাণু (অনিচ্ছাকৃত বীর্য স্রাব)ও উপস্থিত থাকতে পারে। অতিরিক্ত হস্তমৈথুন এবং যৌন অতিরিক্তের ইতিহাস থাকলেও এই ঔষধটি সাহায্য করে।

এই ঔষধটি ED এর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে যেখানে কোনও উত্থান এবং যৌন ইচ্ছা একেবারেই নেই।

বেশিরভাগ ক্ষেত্রে এটি ৩০সি শক্তিতে ব্যবহৃত হয় যা কমপক্ষে তিন ঘন্টার ব্যবধানে দিনে দুই থেকে তিনবার ব্যবহার করা যেতে পারে।

#লাইকোপোডিয়াম - কর্মক্ষমতা উদ্বেগের সাথে ইরেক্টাইল ডিসফাংশনের জন্য
এই ঔষধটি উদ্ভিদ ক্লাব 'মস' থেকে তৈরি। এই ঔষধটি উত্থানজনিত কর্মক্ষমতা উদ্বেগের সাথে ইরেক্টাইল ডিসফাংশনের ক্ষেত্রে ভালো কাজ করে (অর্থাৎ কর্মক্ষমতা সম্পর্কে নেতিবাচক চিন্তাভাবনার কারণে ক্রিয়া করার আগে চাপ এবং উদ্বেগ)। যাদের এটির প্রয়োজন তাদের হয় দুর্বল, অসম্পূর্ণ, স্বল্প উত্থান বা সম্পূর্ণ উত্থানের অনুপস্থিতি থাকতে পারে। যৌনাঙ্গ শিথিল এবং ঠান্ডা থাকে। যৌন ইচ্ছা বেশি হতে পারে, একজন ব্যক্তির অকাল বীর্যপাত হতে পারে। যৌন অতিরিক্তের ইতিহাস আছে এমন ব্যক্তিদের ক্ষেত্রে ইডির চিকিৎসার জন্য এটি একটি সুনির্দিষ্ট ঔষধ।

কর্মক্ষমতা উদ্বেগের সাথে দুর্বল, স্বল্প বা শূন্য উত্থানের জন্য লাইকোপোডিয়াম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। উপরন্তু, অতীতে যৌন অতিরিক্তের ইতিহাস আছে এমন পুরুষদের ইডির চিকিৎসার জন্য এর ব্যবহার পরামর্শ দেওয়া হয়।

লাইকোপোডিয়ামের নিম্ন এবং উচ্চ উভয় ক্ষমতাই সহায়ক বলে মনে করা হয়। চিকিৎসা সাধারণত 30C ক্ষমতা দিয়ে শুরু হয়। লাইকোপোডিয়াম 30C সকালে একবার এবং সন্ধ্যায় একবার নেওয়া যেতে পারে। উন্নতির লক্ষণ দেখা দিলে দিনে একবার ডোজ কমিয়ে দেওয়া যেতে পারে।

#সেলেনিয়াম - যৌন চিন্তাভাবনা এবং আকাঙ্ক্ষা বৃদ্ধির সাথে সাথে ইরেক্টাইল ডিসফাংশনের জন্য
যৌন চিন্তাভাবনা বৃদ্ধি এবং তীব্র যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি পেলেও যৌন কার্যকলাপ করতে শারীরিক অক্ষমতা থাকলে ইডি হলে এটি একটি অত্যন্ত কার্যকর ওষুধ। যৌন ক্রিয়াকলাপের সময়, লিঙ্গ শিথিল হয়। এটি দ্রুত বীর্যপাত (অকাল বীর্যপাত) নিয়ন্ত্রণের জন্যও একটি প্রধান ওষুধ। অনিচ্ছাকৃত বীর্যপাতের জন্য সেলেনিয়াম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ। এটি ঘুমের সময়, হাঁটার সময় বা মলত্যাগের সময় ঘটতে পারে। যখন ঘুমের সময় এটি ঘটে, তখন একজন ব্যক্তি যৌন স্বপ্নে থাকে। এটি পুরুষকে ঘুম থেকে জাগিয়ে তোলে এবং পিঠের নীচের অংশে দুর্বলতা সৃষ্টি করে।

অতিরিক্ত যৌন চিন্তাভাবনা এবং বর্ধিত যৌন আকাঙ্ক্ষা সহ ইডির সমস্ত ক্ষেত্রে এই ওষুধটি উপযুক্ত। অকাল বীর্যপাত এবং অনিচ্ছাকৃত বীর্যপাতের ক্ষেত্রেও এটি খুব কার্যকর।

সাধারণত 30C শক্তিতে এর ব্যবহার সুপারিশ করা হয় এবং এটি দিনে দুবারও ব্যবহার করা যেতে পারে। কিছু সময় পর এর শক্তি বৃদ্ধি করা যেতে পারে, যা কতটা ভালোভাবে কাজ করছে তার উপর নির্ভর করে, তবে হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে পরামর্শ করার পরেই এটি করা উচিত।

– পুরুষত্বহীনতা এবং শুক্রাণুর জন্য
এটি ‘Damiana Aphrodisiaca’ গাছের শুকনো পাতা থেকে তৈরি একটি প্রাকৃতিক প্রতিকার। এটি পুরুষদের যৌনাঙ্গে উল্লেখযোগ্য প্রভাব ফেলে। এটি পুরুষদের যৌন শক্তি বৃদ্ধির জন্য একটি প্রাকৃতিক টনিক। এটি যৌন দুর্বলতা, ED এবং শুক্রাণুর (অনিচ্ছাকৃত শুক্রাণু নির্গমন) ক্ষেত্রে খুবই সহায়ক প্রমাণিত হয়।

এটি একটি হোমিওপ্যাথিক টনিক যা পুরুষদের যৌন শক্তি উন্নত করতে এবং অনিচ্ছাকৃত শুক্রাণু নির্গমনের চিকিৎসার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

এটি মাদার টিংচার (Q) আকারে সর্বোত্তম ফলাফল দেয়। সমস্যার তীব্রতার উপর নির্ভর করে দিনে দুই বা তিনবার আধা কাপ জলে ৮-১০ ফোঁটা করে Damiana Q খাওয়া যেতে পারে।

(সংগৃহীত পোষ্ট)

12/07/2025

মেয়েদের যোনি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যঃ

টাটা ক্যান্সার হাসপাতালের মেডিকেল অনুশীলন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জরায়ু ক্যান্সার বেড়ে যাওয়ার কারন সমর্পক এ তারা গবেষনা করে দেখেছে যে,যেসব নারীরা সঠিক পন্থা অবলম্বন করে না তাদের যোনি তে ক্যান্সার সৃষ্টি হচ্ছে। যাহাতে একাধিক জীবন নষ্ট হয়ে যাচ্ছে নিমেষের ভিতরে।
❌দয়া করে আপনার যোনি সাবান দিয়ে ধোবেন না।শুধুমাত্র পানি দিয়ে ধুয়ে ফেলুন, সাবানের মধ্যে একটি নির্দিষ্ট রাসায়নিক আছে, সাধারণত এটা খুবই বিপজ্জনক এবং এটা থেকেই ক্যান্সারের সৃষ্টি হয়ে থাকে।
📢একটি সমিক্ষাতে হুয়িস্পার, স্টেফ্রি,
সোফি,সেনোরার মতো প্যাডগুলিকে ব্যবহার করার কারণে ৫৫৬ জন জরায়ু ক্যান্সার এ মেয়ে মারা গিয়েছে।
❌একটি প্যাডকে আপনি সারাদিন ব্যবহার করবেন না,আপনি সেটিকে ৫ঘন্টা ব্যবহার করুন।হুয়িস্পারের মত প্যাড গুলিতে আল্ট্রা ন্যাপকিন ব্যবহার করা হয়, যা তরল ন্যাপকিনে রূপান্তরিত করে,এটি ব্লাডার ও জরায়ুতে ক্যান্সার সৃষ্টি করে । সুতরাং অনুগ্রহ করে কটন তৈরি প্যাড ব্যবহার করার চেষ্টা করুন এবং যদি আপনি আল্ট্রা প্যাড ব্যবহার করেন, তবে অনুগ্রহ করে ৫ ঘন্টার মধ্যে এটি পরিবর্তন করুন। । সময় যদি দীর্ঘায়িত হয় রক্ত সবুজ হয়ে যায় এবং ছত্রাক গঠন জরায়ু ও শরীরের ভিতরে প্রবেশ করে।
#লক্ষণ সমূহ:
১.যোনি থেকে সাদাস্রাবের মতো তরল বের হওয়া।
২.যোনিরস বের হওয়া বন্ধ হওয়া।
#সতর্কতাঃ
1⃣ কালো প্যান্টি পরবেন না।
2⃣ ভেজা প্যান্টি পরবেন না।
3⃣ যোনিতে কোন ক্যামিকেল ব্যবহার করবেন না।
4⃣ ফরেন অবজেক্ট ঢুকাবেন না।
#স্তন ক্যান্সার কিভাবে বন্ধ করবেন?
1⃣প্রতিদিন আপনার ব্রা ধুয়ে নিন ।
2⃣গ্রীষ্মে কালো ব্রা এড়িয়ে চলুন।
3⃣ঘুমানোর সময় ব্রা পরবেন না ।
4⃣খুব ঘন ঘন ব্রা পরবেন না ।
5⃣আপনি যখন সূর্যের নিচে থাকবেন তখন সবসময় আপনার ওড়না দিয়ে আপনার বুক পুরোপুরি ঢেকে রাখুন ।
6⃣একটি ডিওডোরেন্ট ব্যবহার করুন, যেটি এন্টি antiperspirant নয় ।
সব মহিলাদের কাছে এটা পৌছান যাতে করে তারা এটি নিজে নিজেই যত্ন নিতে পারে।
এটি শেয়ার করতে লজ্জা করবেন না, সে ছেলে হোক কিংবা মেয়ে।
আমি প্রচারণা শুরু করলাম আপনিও শুরু করুন আপনার মা,বোন,স্ত্রীর কিংবা নিজের জন্য।

ধন্যবাদ সবাইকে।

#তথ্যঃ টাটা ক্যান্সার হাসপাতাল এর গবেষনা টিম।

#সংগৃহীত

11/07/2025

🌂 মাথা ঘোরার সিঙ্গেল সিম্পটমে হোমিওপ্যাথিক ঔষধে।

১/ক্রোধের পর,,,,,একোন, ক্যাল্ক
২/শয়ন করতে বাধ্য হয়,,,,,নাই এসি, পালস
৩/রাত্রি জাগরণে মুদ্রাহীনতার জন্য,,,,,নাক্স ভ,ককুল
৪/হাই তুললে,,,,, এগারি,পেট্র,এপোসাই
৫/দৌড়ে গেলে,,, ফেরাম, সালফ,ব্রোমি,
৬/সরু সেতুর উপর দিয়া ভ্রমণে,,পালস,সালফ,ষ্ট্র্যাফি
৭/মলত্যাগের পূর্বে,,,এলু, ল্যাকে,ওন্যান
৮/ভ্রমণের পরে,,,, কলচি, ল্যাকেসিস
৯/দোল খাওয়ার মত,, বেল , ক্যালাডি
১০/দোল খাওয়া হতে,,,,,,,বোরা,কফি
১১/দীর্ঘকাল,,,ক্যামো,ফস এসি,আরো
১২/আমুদ প্রমোদের পর,,,ক্যাল্ক,ল্যাকে
১৩/গর্ভকালে,,,,, আর্সে, জেলস, নেট্রা মি,ফস
১৪/ফুলের গন্ধে,,,, হায়োস, নাক্স ভ,ফস
১৫/বস্তু সমহ টলমল করছে,,,বেল,এনাকা, ব্রায়ো,গ্লো
১৬/যে আসনে বসে আছে সেইটি নড়ছে,,,,, জিঙ্ক
১৭/চলার সময়,, ষ্ট্রামো,সাল এসি,ফস
১৮/যেন তার পা দুটি উপরে দিকে উঠছে,,, ফস- এসি,ষ্টিক্টা
১৯/ কোন বাতির দিকে এক দৃষ্টে তাকালে,,,, কুপ্রা, থুজা, জিঙ্ক, প্লাম্বা
২০/বোঝা তুললে,,, এন্টি টা, পালস
২১/সাহিত্য অবস্থায়,,,, মার্স স,অক্স্যা এসি
২২/ক্ষুধার্ত থাকা কালে,,, ডালকা, কেলি কা
২৩/ভয় পাওয়ার পর,,,,একোন, ওপি,ক্রোটেল
২৪/সকালে জেগে উঠলে,,, গ্রাফাই,ফস
২৫/উচ্চ স্থান হতে পতনেয় ন্যায় অনুভূতি,, কষ্টি,জেলস, মস্কাস
২৬/উদ্গার কালে,, নাক্স ভ, নেট্রা মি, পালস
২৭/বমির পরে,, হিপার, নাক্স ভ
২৮/শুক্রপাতের পর,,, ক্যাল্ক, কষ্টি, নেট্রা কা,বোভি
২৯/সঙ্গমের পর,,ফস-এসি,সিপি
৩০/সেতু পার হবার সময়,,ব্যারা কা,ব্রোমি
৩১/মস্তিষ্কের সঙ্ঘাত হতে,,একোন, আর্নিকা
৩২/মস্তকে আঘাত লাগার পর,,, নেট্রা সা,সাইকু
৩৩/বমি বমি ভাব সহ ল্যাকে,থেরেডি
৩৪/পুরাতন,,, নেট্রা মি, নাক্স ভ,ফস, সিকেলি
৩৫/শীত শীত ভাব কালে,, জেলস,রাস, মার্ক করে
৩৬শিশু খুলে বেড়াবার সময় ধাত্রীকে জড়িয়ে ধরে,,,বোরা, জেলস
৩৭/নাক ঝাললে,, সিপি, কিউলেক্স
৩৮/বিয়ার পানের পর,,,সালফ, মার্স স, কেলি নাই.cd..

📢📢📢📢📢📢📢📢চুল পড়া ও চুল পাকা রোধঃযাদের চুল পড়া রোগ আছে এবং চুল পাকা নিয়ে ভুগছেন তাদের জন্য সুখবর, আর্নিকা হেয়ার অয়েল ...
10/07/2025

📢📢📢📢📢📢📢📢

চুল পড়া ও চুল পাকা রোধঃ

যাদের চুল পড়া রোগ আছে এবং চুল পাকা নিয়ে ভুগছেন তাদের জন্য সুখবর, আর্নিকা হেয়ার অয়েল কেশ বৃদ্ধি করে, মস্তিষ্ক শিতল রাখে, মানসিক অবসাদ দূর করে এবং সুনিদ্রা আনয়ন করে। চুল উঠা ও পাকা নিরসনে ইহা একটি অব্যর্থ আদর্শ হেয়ার অয়েল।

যোগাযোগ করুনঃ 📞01778-627487 ইমো/হোয়াটসঅ্যাপ/অথবা সরাসরি কল করুন।

বিঃদ্রঃ দেশের যেকোনো প্রান্ত থেকে কুরিয়ার মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয়।

আমাদের চেম্বারঃ ডহর মাগুরা পুকুর পাড় জামে মসজিদ সংলগ্ন, ঝিকরগাছা যশোর।

#চিকিৎসা সেবায় প্রতিদিন #ধন্যবাদ

09/07/2025

৩০টি হোমিও মেডিসিনঃ

👉 ১. Nux Vomica

উৎস: বিষকটিলা গাছের বীজ (Strychnos nux-vomica)

প্রধান লক্ষণ: গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য, অতিরিক্ত চাপ

রোগের ধরন: একিউট ও ক্রনিক

বিশেষ মন্তব্য: অত্যাধিক মদ্যপান বা ওষুধ সেবনের পর দারুণ কার্যকর।

---

👉 ২. Sulphur

উৎস: খনিজ গন্ধক (Sulfur)

প্রধান লক্ষণ: চুলকানি, একজিমা, হজমে সমস্যা

রোগের ধরন: ক্রনিক

বিশেষ মন্তব্য: উপসর্গ বারবার ফিরে এলে গভীরে Sulphur ভাবুন।

---

👉 ৩. Pulsatilla

উৎস: উদ্ভিদ (Wind Flower)

প্রধান লক্ষণ: হরমোন সমস্যা, ঠান্ডা, কান ইনফেকশন

রোগের ধরন: একিউট ও ক্রনিক

বিশেষ মন্তব্য: লক্ষণ বারবার পরিবর্তন হয় — that's the key.

---

👉 ৪. Lycopodium

উৎস: ক্লাব-মস উদ্ভিদ স্পোর

প্রধান লক্ষণ: গ্যাস, বদহজম, আত্মবিশ্বাসের সংকট

রোগের ধরন: ক্রনিক

বিশেষ মন্তব্য: ডানদিকে উপসর্গ বেশি হলে বিবেচনা করুন।

---

👉 ৫. Bryonia Alba

উৎস: Bryonia উদ্ভিদের মূল

প্রধান লক্ষণ: শুকনো কাশি, ব্যথা নড়াচড়ায় বাড়ে

রোগের ধরন: একিউট

বিশেষ মন্তব্য: জ্বর ও আর্থ্রাইটিসে খুব কার্যকর।

---

👉 ৬. Belladonna

উৎস: Atropa belladonna (বিষাক্ত গাছ)

প্রধান লক্ষণ: তীব্র জ্বর, মাথাব্যথা, গরম শরীর

রোগের ধরন: একিউট

বিশেষ মন্তব্য: হঠাৎ উপসর্গের জন্য বেলাডোনা আদর্শ।

---

👉 ৭. Arsenicum Album

উৎস: সাদা আর্সেনিক

প্রধান লক্ষণ: খাদ্য বিষক্রিয়া, ডায়রিয়া, দুর্বলতা

রোগের ধরন: একিউট ও ক্রনিক

বিশেষ মন্তব্য: ভীতু, অস্থির রোগী হলে দ্রুত কাজ করে।

---

👉 ৮. Rhus Toxicodendron

উৎস: Poison Ivy গাছ

প্রধান লক্ষণ: বাত, স্কিন র‍্যাশ, ব্যথা নড়াচড়ায় কমে

রোগের ধরন: একিউট

বিশেষ মন্তব্য: "Rest worsens, motion relieves" – মনে রাখুন।

---

👉 ৯. Gelsemium

উৎস: Yellow Jasmine

প্রধান লক্ষণ: জ্বর, মাথা ভার, চোখ ভারী

রোগের ধরন: একিউট

বিশেষ মন্তব্য: পরীক্ষার ভয় বা ভাইরাল জ্বরে আদর্শ।

---

👉 ১০. Ignatia Amara

উৎস: St. Ignatius bean

প্রধান লক্ষণ: মানসিক আঘাত, দুঃখ, হঠাৎ আবেগ

রোগের ধরন: একিউট ও ক্রনিক

বিশেষ মন্তব্য: শোকের পরে মনোবেদনাজনিত অসুস্থতায় সেরা।

---

👉 ১১. Calcarea Carbonica

উৎস: ঝিনুকের খোলস

প্রধান লক্ষণ: হজমে সমস্যা, মাথা ঘামে, ভয়ভীতি

রোগের ধরন: ক্রনিক

বিশেষ মন্তব্য: শিশুদের বিকাশে বিলম্ব হলে উপযোগী।

---

👉 ১২. Phosphorus

উৎস: ফসফরাস (খনিজ)

প্রধান লক্ষণ: কাশি, রক্তপাত, দুর্বলতা

রোগের ধরন: একিউট ও ক্রনিক

বিশেষ মন্তব্য: ঠান্ডা পানীয় ভালো লাগে, আলোতে সংবেদনশীল।

---

👉 ১৩. Hepar Sulphuris

উৎস: সালফার + চুন মিশ্রণ

প্রধান লক্ষণ: পুঁজযুক্ত সংক্রমণ, সংবেদনশীলতা

রোগের ধরন: একিউট

বিশেষ মন্তব্য: কাটা-ছেঁড়া বা ফোঁড়ায় দ্রুত কাজ করে।

---

👉 ১৪. Silicea

উৎস: বালুকণা (Silicon dioxide)

প্রধান লক্ষণ: ফোঁড়া, পুঁজ না বের হওয়া, ঘাম

রোগের ধরন: ক্রনিক

বিশেষ মন্তব্য: গভীর বসে থাকা ইনফেকশনে চমৎকার।

---

👉 ১৫. Sepia

উৎস: কালি মাছের কালি

প্রধান লক্ষণ: মেয়েদের হরমোন সমস্যা, বিষণ্ণতা

রোগের ধরন: ক্রনিক

বিশেষ মন্তব্য: পরিবারে আগ্রহহীনতা ও মাসিক অনিয়মে বিশেষ উপকারী।

---

👉 ১৬–৩০ (সংক্ষিপ্ত তালিকা):

# ওষুধ উৎস প্রধান লক্ষণ

১৬ Chamomilla Chamomile ফুল দাঁত উঠা, রাগী শিশু
১৭ Ferrum Phos Iron phosphate প্রাথমিক জ্বর, দুর্বলতা
১৮ Carbo Veg উদ্ভিজ চারকোল গ্যাস, শ্বাসকষ্ট
১৯ Natrum Mur সাধারণ লবণ দীর্ঘশোক, ঠোঁট ফাটা
২০ Staphysagria Delphinium বীজ অপমানজনিত মানসিক কষ্ট
২১ Antimonium Tart Antimony যৌগ কাশি, কফ আটকে থাকা
২২ Kali Bichromicum Potassium bichromate ঘন শ্লেষ্মা, সাইনুস
২৩ Mercurius Sol পারদ মুখে ঘা, অতিরিক্ত ঘাম
২৪ Aconite Monkshood হঠাৎ ভয়, ঠান্ডা লাগা
২৫ Spongia পোড়া সামুদ্রিক স্পঞ্জ শুকনো কাশি
২৬ Veratrum Album সাদা হেলিবোর বমি-ডায়রিয়া, শীতলতা
২৭ China Cinchona ছাল দুর্বলতা, রক্তাল্পতা
২৮ Apis Mellifica মৌমাছি ফোলা, চুলকানি, অ্যালার্জি
২৯ Ruta Rue উদ্ভিদ লিগামেন্ট ব্যথা
৩০ Hypericum St. John's Wort স্নায়ু ব্যথা, ইনজুরি

---

✅ উপসংহার:

এই ৩০টি ওষুধই হোমিওপ্যাথির মূল স্তম্ভ।
যদি আপনি লক্ষণ চিনতে পারেন এবং উৎস জানেন-
👉 তাহলে আপনি রোগ নয়, রোগীকে সারাতে পারবেন।

09/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

কিডনী রোগের প্রধান উপসর্গঃ১. মুখ পা হাত অথবা সর্বশরীর ফুলে যাওয়া।২. প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া।৩. প্রস্রাবের সঙ্গে রক...
09/07/2025

কিডনী রোগের প্রধান উপসর্গঃ

১. মুখ পা হাত অথবা সর্বশরীর ফুলে যাওয়া।
২. প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া।
৩. প্রস্রাবের সঙ্গে রক্ত বা প্রোটিন যাওয়া।
৪. প্রস্রাবে জ্বালাপোড়া
৫. বারে বারে প্রস্রাব হওয়া।
৬. তলপেটে বা কোমরে ব্যথা হওয়া।
৭. কেঁপে জ্বর আসা।
৮. উচ্চ রক্তচাপ ও রক্ত শুন্যতা হওয়া।
৯. প্রস্রাবের সঙ্গে পাথর বের হওয়া।
১০. রাতে অতিরিক্ত প্রস্রাব হওয়া।
১১.খাওয়ার রুচি কমে যাওয়া।
১২. বমি বমি ভাব হওয়া।
১৩. শরিরে চুলকানো।

#ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ।

Shout out to my newest followers! Excited to have you onboard! Milon Sk Sk, Shaheen Sha, Shymol Chandro Bormon, মসিরুল ই...
09/07/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Milon Sk Sk, Shaheen Sha, Shymol Chandro Bormon, মসিরুল ইসলাম, মোহাম্মদ মিকাইল হাসান যশোরী, MD Polash Hossien, Md Asraful Islam, Shemul Khan, Md Najmul Islam, Romesh Ray, Aakash Ganawa, Mb Nurujjaman

আল্লাহ তায়ালা কি সুন্দর নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ।
08/07/2025

আল্লাহ তায়ালা কি সুন্দর নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ।

Address

শাহাজাদপুর, মুক্তারপুর, চৌগাছা

7410

Alerts

Be the first to know and let us send you an email when উসামা হোমিও হল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to উসামা হোমিও হল:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram