ডা:মো: মাহবুবুর রহমান-Md.Mahbubur Rahman

ডা:মো: মাহবুবুর রহমান-Md.Mahbubur Rahman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ডা:মো: মাহবুবুর রহমান-Md.Mahbubur Rahman, Doctor, Jessore, Khulna, Jessore.

Dr.Md.Mahbubur Rahman
MBBS,BCS(Health)
FCPS (Surgery-FP)
MS (Orthopaedic Surgery)Resident,National institute of traumatology and orthopaedic rehabilitation (NITOR),Dhaka.

এক শ্রেণীর অসাধু লোক রক্তের পরিমাণ বাড়ানোর জন্য এখানে পর্যন্ত ভেজাল (নরমাল স্যালাইন) মেশায়। রক্ত প্রয়োজন হলে অনেকেই র...
28/07/2025

এক শ্রেণীর অসাধু লোক রক্তের পরিমাণ বাড়ানোর জন্য এখানে পর্যন্ত ভেজাল (নরমাল স্যালাইন) মেশায়। রক্ত প্রয়োজন হলে অনেকেই রক্ত কিনেন,এই পোস্টটি তাদের জন্য। যদি দেখেন এমন টকটকা লাল রক্ত তাহলে সেটা কেনার থেকে বিরত থাকুন।
যেটা দেখছেন এটা আজকে এক রোগীর জন্য কিনেছিলো তার পরিবারের লোকজন। বাঙালি এমন একটি জাতি যাদেরকে আপনি কোনভাবেই এক্সপ্লেইন করতে পারবেন না।

জয়েন্টে ব্যথা হলেই স্টেরয়েড জাতীয় ওষুধ (যেমন-Cortan,Solupred,Deflacort,zodef,Methipred,Depomed….) খাওয়া থেকে বিরত থা...
25/07/2025

জয়েন্টে ব্যথা হলেই স্টেরয়েড জাতীয় ওষুধ (যেমন-Cortan,Solupred,Deflacort,zodef,Methipred,Depomed….) খাওয়া থেকে বিরত থাকুন। সাময়িক ব্যথা কিছুটা কমলেও এটাই আপনার হাড়ের ভঙ্গুরতার কারণ হতে পারে।
তাই জয়েন্ট বা গিরার ব্যথার জন্য এই জাতীয় ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন অর্থোপেডিক চিকিৎসকের পরামর্শ নিন ।

Sometimes life becomes overwhelmingly stressful but when a person gets used to that high level of stress it strangely fe...
16/07/2025

Sometimes life becomes overwhelmingly stressful but when a person gets used to that high level of stress it strangely feels normal..like everything is okay…And This is exactly what happened for this patient!

05/07/2025
অযথা ভীত না হয়ে সতর্ক হোন ।
24/06/2025

অযথা ভীত না হয়ে সতর্ক হোন ।

বৃষ্টিস্নাত সন্ধ্যায় আমার প্রিয় কর্মস্থল❤️
17/06/2025

বৃষ্টিস্নাত সন্ধ্যায় আমার প্রিয় কর্মস্থল❤️

সঠিক চিকিৎসা না নিয়ে পেইন কিলার খেয়ে ব্যাথা পুষে রাখা আর দুধ কলা দিয়ে কাল সাপ পোষা একই রকম। কারণ এই ব্যাথা যদি হিপ জয...
03/06/2025

সঠিক চিকিৎসা না নিয়ে পেইন কিলার খেয়ে ব্যাথা পুষে রাখা আর দুধ কলা দিয়ে কাল সাপ পোষা একই রকম।
কারণ এই ব্যাথা যদি হিপ জয়েন্টে হয় তবে সেটা হতে পারে কোমরের হাড্ডির এমন কোন রোগ যেটার সঠিক চিকিৎসা না নিলে আপনাকে পঙ্গুত্ত বরণ করে নিতে হতে পারে।

নিচের এক্সরেতে যে হাড়ের ছবিটা দেখছেন সেখানে আসলে এমনটাই হয়েছে।
রোগীর বয়স ৭০ বছর,দীর্ঘদিনের হিপ জয়েন্ট পেইন নিয়ে এসেছিলেন। এমন এক পর্যায়ে এসেছেন যে ব্যাথা নিবারণের জন্য এখন তার হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট (সার্জারী) লাগবে।


PRP থেরাপি: নিজের রক্ত দিয়েই নিজের চিকিৎসা!আপনি কি জানেন, আপনার শরীরেই লুকিয়ে আছে অসাধারণ নিরাময়ের ক্ষমতা? PRP (Platelet...
27/05/2025

PRP থেরাপি: নিজের রক্ত দিয়েই নিজের চিকিৎসা!

আপনি কি জানেন, আপনার শরীরেই লুকিয়ে আছে অসাধারণ নিরাময়ের ক্ষমতা? PRP (Platelet-Rich Plasma) থেরাপি এখন চিকিৎসা জগতে এক আলোচিত নাম — যেখানে রোগী নিজের রক্ত ব্যবহার করেই চিকিৎসা পান!

🔍 PRP কীভাবে কাজ করে?
PRP তৈরি হয় রোগীর নিজের রক্ত থেকে। রক্ত থেকে প্লেটলেট আলাদা করে ঘন করে প্রস্তুত করা হয় “প্লেটলেট রিচ প্লাজমা”, যা ইনজেকশনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত জায়গায় প্রয়োগ করা হয়। এতে থাকা প্রাকৃতিক “গ্রোথ ফ্যাক্টর” ক্ষতস্থান বা দুর্বল জায়গার দ্রুত পুনর্গঠন ঘটায়।

🌿 অর্থোপেডিকসের বেশ কিছু রোগ যেমন-
✅ জয়েন্ট ব্যথা ও আরথ্রাইটিস-এ
✅ স্পোর্টস ইনজুরি বা লিগামেন্ট সমস্যায়
✅ প্লান্টার ফ্যাসাইটিস এর চিকিৎসায় পিআরপি ব্যবহারে খুবই কার্যকরী ফলাফল পাওয়া যাচ্ছে যদি সঠিক প্রসিডিউর এবং এক্সাক্ট ইন্ডিকেশন এ পিআরপি দেওয়া হয়।

আলহামদুলিল্লাহ সম্প্রতি বাংলাদেশের সনামধন্য চিকিৎসক দিয়ে পরিচালিত BCR এর পিআরপি টিম কতৃক আয়োজিত PRP এর উপর একটি সায়েন্টিফিক সেমিনার এবং লাইভ ওয়ার্কশপ সেশন সম্পন্ন করলাম। ইনশাআল্লাহ এখন থেকে আরথ্রাইটিস চিকিৎসার জন্য একটি নিরাপদ, প্রাকৃতিক ও কম পার্শ্বপ্রতিক্রিয়াযুক্ত চিকিৎসা পদ্ধতি আপনাদেরকে উপহার দিবো।



শুরুতে এটি ছিলো একটি   যেটা শুধুমাত্র প্লাস্টারেই ভালো হয়ে যেতো কিন্তু অজ্ঞতা/মূর্খতার কারণে আজ হাতটাই বাঁকা হয়ে গেলো।...
23/05/2025

শুরুতে এটি ছিলো একটি যেটা শুধুমাত্র প্লাস্টারেই ভালো হয়ে যেতো কিন্তু অজ্ঞতা/মূর্খতার কারণে আজ হাতটাই বাঁকা হয়ে গেলো। এখন সোজা করতে গেলে অপারেটিভ প্রসিডিউর এ যেতে হবে।

রোগীটির ৪ বছর আগে হাতের হাড্ডি ভেঙ্গে গিয়েছিলো কিন্তু তার ভাষ্যমতে অর্থোপেডিক এর ডাক্তারের কাছে গেলে অনেক খরচ হতে পারে এই ভেবে সে কবিরাজের কাছে যায় (বাগেরহাটের বগা চিকিৎসালয়)। তাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম সেখানে ধাপে ধাপে ৮-১০ বারে ৫০ হাজারেরও বেশি টাকা হাতিয়ে নিয়েছে দরবেশ বাবা! আমার কাছে এসেছিল এখন হাত সোজা করার জন্য। অপারেশন লাগবে শুনে মাথায় তার আকাশ ভেঙ্গে পড়লো।

একেই বলে একটি ভুল সারা জীবনের কান্না।

হাড় ভাঙলেই অপারেশন লাগবে বিষয়টা এমন না।
বয়স এবং লোকেশন ভেদে অপারেশন বাদেও ভাঙা হাড়ের চিকিৎসা করা যায়।
সুতরাং নিজের হাড়ের যত্ন নিন আর হাড়ের চিকিৎসার দায়িত্ব অর্থোপেডিক সার্জারির ডক্টরকে দিন।

হাত বা পায়ের কোন হাঁড় ভাঙলে কবিরাজি করা যে কতটা ভয়ংকর হতে পারে সেটা নিচের ছবিটি দেখলেই অনেকটা আয়ত্ত করতে পারবেন।এজন্...
21/05/2025

হাত বা পায়ের কোন হাঁড় ভাঙলে কবিরাজি করা যে কতটা ভয়ংকর হতে পারে সেটা নিচের ছবিটি দেখলেই অনেকটা আয়ত্ত করতে পারবেন।

এজন্য হাঁড়,জয়েন্ট,টেন্ডন বা লিগামেন্টের যে কোন ধরনের ইনজুরির জন্য দ্রুত একজন অর্থোপেডিকস এর ডক্টরের সরণাপন্ন হোন।

👉নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং নিজেদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য সাথেই থাকুন।

কারন যারা নকল ঔষধ তৈরী করে যাচ্ছে তাদেরকে ধরার মুরদ আমাদের নাই অথবা তাদেরকে ধরতে গেলে থলের বিড়াল বেরিয়ে আসতে পারে।
31/03/2024

কারন যারা নকল ঔষধ তৈরী করে যাচ্ছে তাদেরকে ধরার মুরদ আমাদের নাই অথবা তাদেরকে ধরতে গেলে থলের বিড়াল বেরিয়ে আসতে পারে।

দরবেশ বাবারা যখন দেশের বড় বড় ঔষধ কোম্পানির মালিক হয় তখন এগুলো আমাকে মোটেও অবাক করেনা। পেথিডিন মনে করে কোন এনেস্থেটিস্ট...
19/03/2024

দরবেশ বাবারা যখন দেশের বড় বড় ঔষধ কোম্পানির মালিক হয় তখন এগুলো আমাকে মোটেও অবাক করেনা।

পেথিডিন মনে করে কোন এনেস্থেটিস্ট যদি এটা ইউজ করে থাকে ওটিতে তাহলে নিশ্চয় আত্তার মাগফিরাত কামনা করা লাগবে ইন্জেকশনটা দেওয়ার পরে। আর রোগীর স্বজন তখন অপারেশন ক্লিন হার্ট শুরু করবে হসপিটালে।

কিন্তু একটারে যদি দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা যেত তাহলে এমন ইচিংবিচিং ঔষধ কোম্পানী দেশে তৈরী হতোনা।

Address

Jessore, Khulna
Jessore
7432

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডা:মো: মাহবুবুর রহমান-Md.Mahbubur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডা:মো: মাহবুবুর রহমান-Md.Mahbubur Rahman:

Share

Category