03/05/2024
✅নার্সিং ভর্তি পরীক্ষায় যা যা সাথে করে নিবেন।
1️⃣ এডমিট কার্ড - কালার
2️⃣ এইচএসসির এডমিট কার্ড/রেজিষ্ট্রেশন কার্ড কালার বা ফটোকপি।
3️⃣ কালি দেখা যায় এমন কলম
4️⃣ পেন্সিল, রাবার,শার্পনার
5️⃣হাতে করেই নিবেন এগুলো, এটাই সেইফ
🟥পরীক্ষার আগের রাতে আর পরীক্ষার দিন সকালে করনীয়
1️⃣বেশি প্রেসার নিয়ে পড়ার দরকার নাই
2️⃣১০-১১ টার মধ্যে বিছানায় চলে যাবেন
3️⃣সকালে উঠে ফজরের নামাজটা পড়বেন
4️⃣মিস্টি কিছু খাবা,গ্লুকোজ পানি খাবেন
5️⃣সকাল বেলা তেমন কিছু পড়ার দরকার নেই
6️⃣যাত্রাপথে পড়া নিয়ে কোনো আলোচনা, কোনো বন্ধু কোনো প্রশ্ন জিগগেস করলে উত্তর কিচ্ছু করা যাবে না,একেবারে না।মাথা গরম করা যাবে না।
🟥পরীক্ষার হল সম্পর্কিতঃ
1️⃣১ ঘন্টা আগে পৌছাবেন, ৯ টার আগে!
2️⃣সিটপ্লান খুজে বের করে লাইনে দাড়াবেন
3️⃣ঘড়ি নিবেন না, কারণ হলে ঘড়ি থাকে
4️⃣এডমিট কার্ডের সিগনেচার সেম করবেন
🟥দাগানোর সময়
1️⃣ আগে প্রশ্নপত্র ঠিক আছে কিনা ভাজ,ছেড়া আছে কিনা দেখবেন!
2️⃣ সর্বোচ্চ সতর্কতার সাথে রোল, রেজিষ্ট্রেশন পুরন করবেন,🔴সেটকোড চোখ খোলা রেখে পুরন করবেন 🔴
3️⃣ OMR সিট যেন না ছেড়ে,নিচে না পড়ে,ভাজ যেন না পড়ে,কালি যেন না লেপ্টে যায়!
4️⃣ সিরিয়ালি পুরন করা লাগবে,কোনোভাবে যেন সিরিয়াল ব্রেক না হয়!খবরদার🔴🔴
5️⃣ অংক গুলো আগে করা লাগবে না যদি (অংকে এলার্জি থাকে) তবে আমি আমার ভর্তি পরীক্ষার সময় অংক প্রশ্নের উত্তর আগে দিয়েছিলাম।
6️⃣ প্রথমবারে সবচেয়ে শিউর ভালো পারেন ঐগুলো পুরন করার চেস্টা করবেন!
7️⃣দ্বিতীয়বার কনফিউজিং গুলো,তৃতীয়বার একদম আননোন গুলো!
আননোন গুলোর ক্ষেত্রে প্রথম যেটা মনে হয় সঠিক হবে, ওটাই পুরন করবেন!
8️⃣১০০ প্রশ্নের মধ্যে ১০০ টাই দাগিয়ে আসবেন কারণ নার্সিং ভর্তি পরীক্ষায় কোন নেগেটিভ মার্ক নাই।প্রশ্ন সহজ হলে সবার জন্য সহজ,কঠিন হলে সবার জন্য কঠিন!
9️⃣দেখাদেখি করবা না, নার্সিং ভর্তি হলে সবাইই কিন্তু মীরজাফরের খালাত ভাই হয়!
সাবধান
পরীক্ষার আগের রাতে কিছুই মনে পড়বে না,মনে হবে সব ভুলে গেছি
শুধু আল্লাহ কে বলো,আমি আমার পরীশ্রমটা করেছি,বাকিটা তোমার কাছে!
এত প্যারা নেওয়ার দরকার নেই
🔴যে যত মাথা ঠান্ডা আর রিল্যাক্স থাকবে সে তত ভালো রেজাল্ট করবে।
🔴বাকি যে কয়দিন আছে নামাজ এক রাকাআত ও যেন বাদ না যায়!
🔴🔴প্রশ্ন কখনোই ফাঁস হয়না এখন,দয়া করে এসব ফ্রড কথায় কান দিলে সব ভুলে যাবা গ্যারান্টি দিচ্ছি!
সবার জন্য দোয়া ও শুভকামনা🥰