Dr.Tabibur Rahman

Dr.Tabibur Rahman বিশুদ্ধ হোমিওপ্যাথিক ঔষধ দ্বারা নির্ভরযোগ্য চিকিৎসা করা হয়।
যোগাযোগঃ 01718-691091 Taking all such into account, the right medicine is prescribed.

যদি মহান রব্বুল-আলামিন চান তাহলে ক্যানসার ও ভাল হয়।
location of symptoms;
causes of symptoms;
acute or chronic problems;
Sensation of symptoms;
the modality of the symptom (how it feels good or bad);
Corresponding symptoms which appear at the same time.

30/11/2025

Selected remedy fail

30/11/2025

L/S breast pain

27/11/2025

স্টেফাইলো কক্কাস ওরিয়াস.
এক ধরনের মাইক্রো আগানিজম।
Microorganisms.
What is the microorganisms?
The microorganisms around us which we normally cannot see, They called microorganisms.
মাইক্র অর্গানিজম হলো এক ধরনের ক্ষুদ্র জীব যা খালি চোখে দেখা যায় না।
উদাহরণ
ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গি, প্র টোজোয়া এলজি,
এক ধরনের মাইক্র অর্গানিজম।
কাটা ছেড়ার মাধ্যমে, রোগীর ব্যবহৃত একটা টোয়ালে সাবান, কাপড় চোপড়ের মাধ্যমে ছাড়াই।
ক্ষতস্থান, ফোড়া, ইনজুরি আক্রান্ত স্থান, হাতের মাধ্যমে, ইত্যাদির মাধ্যমে এই ভাইরাসটি ছড়িয়ে থাকে।

স্টেফাইলোকক্কাস হাতের মাধ্যমে ছড়ায়। আমরা অনেকেই ভর্তা খাই খাবারের ভাতের সাথে। যখন ভর্তা করা হয় হাত যদি অপরিষ্কার থাকে, ভর্তা তৈরির প্রক্রিয়ার মাধ্যমে স্টেফাইলোকক্কাস আমাদের পেটে ডায়রিয়া সৃষ্টি করে।

সুতরাং ভর্তা তৈরীর আগে বা সালাদ জাতীয় খাবার তৈরীর আগে হাত এবং খাদ্য সামগ্রী উত্তম রূপের ধৌত করা।
স্টেফাইলো কোক্কাস অরিয়াস সংক্রমণের এক থেকে আট ঘণ্টার মধ্যে তীব্র আকারের লুজ মোশন বা ডায়রিয়া শুরু হয়।

এ ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত।

27/11/2025
25/11/2025

Rheumatic pain

23/11/2025

Nasal abscess

22/11/2025

WhatsApp number 0157 45 79 38 Virus.
যে ভাইরাস গুলো লিভারে ডিজিজ হেপাটাইটিস করে, সেগুলোই হেপাটাইটিস ভাইরাস। যেমন
যেমন Hepatitis a virus
hepatitis B virus
Hepatitis C virus
hepatitis devirus
hepatitis e virus
hepatitis G virus.
এগুলো লিবারে ইনফ্লামেশন হেপাটাইটিস করে সেজন্য এগুলোকে হেপাটাইটিস ভাইরাস বলে।

সব ভাইরাসগুলোর মধ্যে মাত্র দুটো ভাইরাস আছে, যারা লিভারে ক্যান্সার তৈরি করে তাদেরকে বলা হয় অনকোজনিক ভাইরাস।

H B V এবং H C V এই দুটো ভাইরাস ক্যান্সার তৈরি করে। এদেরকে অনকোজিনক ভাইরাস বলে।
এরা লিভারে ক্যান্সার তৈরি করে মেডিকেল সাইন্সে দেব বলা হয় হেপাটো সেলুলার কারসিনোমা।

আর অন্য সব ভাইরাসকে কিল করার জন্য স্টোরিলাইজেশনের দরকার হয় না বয়েলিং এর দরকার হয় না, ৬০ ডিগ্রি তাপমাত্রায় অন্যসব ভাইরাস মারা যায়।
এ ভাইরাস এবং ই ভাইরাস পানিবাহিত রোগ, রোগী কিছুদিন রেস্ট নিলে অটোমেটিক ভালো হয়ে যায়।

হেপাটাইটিস এ ভাইরাসের কারণে মায়াল জিয়া আর্থাইটিস হতে পারে। রিমে ঠিক হতে পারে। এ অবস্থায় এলাপাতিক মতে কোন ট্রিটমেন্ট নাই, প্যারাসিটামল জাতীয় ওষুধদিলেপেশেন্ট মারা যাবে।

জন্ডিসের সময় মনে রাখতে হবে বাইরের কোন খাবার খাওয়া যাবে না, কারন আখের রসে পর্যাপ্ত পরিমাণ ফাঙ্গাস থাকে। জন্ডিস আক্রান্ত অবস্থায় আমাদের শরীরের ইমুইন সিস্টেম টি সেল একেবারেই কমে যায়,
এমন অবস্থায় যদি আখের রস পান করা হয় তবে অতিরিক্ত ফাঙ্গাস শরীরে প্রবেশ করে। এই অবস্থায় আখের রস পান না করা সবচেয়ে উত্তম।

যদি হেপাটাইটিস ই দ্বারা কোনো প্রেগন্যান্ট মহিলা জন্ডিসে আক্রান্ত হয়, সেটা যদি H E V ভাইরাসের কারণে জন্ডিস হয়ে থাকে, এবং ওই মহিলা যদি সিজার করে বাচ্চা বের করা হয় আমি তোর হার ১০০%।
অন্য কোন রুটে ডেলিভারি করা সবচেয়ে উত্তম।

আর একটা ভাইরাস আছে তার নাম toxo plasma Gondii টক্সো প্লাজমা গন্ডি।
ভেড়ার মাংস থেকে এই ভাইরাসটা ছাড়াই।
প্রেগন্যান্ট অবস্থায় যদি কোন মহিলা ভেড়ার মাংস দ্বারা তৈরি শিক কাবাব খাই।

তবে উক্ত মহিলার মৃত বাচ্চা প্রসব হওয়ার সম্ভাবনা থাকবে।
গর্ব স্রাব সম্ভাবনা খুব বেশি।
এনসেফালাইটিস হতে পারে।
হেপাটো-স্পিলিনোমেগালি।
ফেবার জন্ডিস। মেন্টাল মেন্টাল রিটার্ডেশান বা মানসিক প্রতিবন্ধী সন্তান জন্মগ্রহণ করতে পারে।

সবশেষে বলবো গর্ভাবস্থায় বাইরের কোন পানি খাওয়া যাবে না।
ফুচকা খাওয়া যাবেনা।
শিক কাবাব খাওয়া যাবে না।
গর্ভাবস্থা আখের রস না পান করাই উত্তম।

21/11/2025

Nocturnal enuresis

17/11/2025

Address

Jhakargacha
Jessore
7420

Telephone

+8801718691091

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Tabibur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Tabibur Rahman:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category