21/09/2025
Mothers distressing symptoms durning breastfeeding.
স্তন দানকালে মায়ের কষ্ট কর লক্ষ্মণ সমূহ।
শিশুর স্তন পানের বিশেষ কিছু নিয়ম আছে, সেই নিয়ম আছে, যেটা মেনে দুধ পান করালে মা এবং শিশু উভয়ের জন্যই স্বস্তিদায়ক। এর ব্যতিক্রম হলে মায়েরা স্তনের বেশ কিছু সমস্যা,স্তনের ব্যথা বেদনা কষ্ট পান।
স্তনের যে সমস্যা দেখা যায়
১। ব্রেস্ট ফিডিং পেইন।
২। ক্রাকড নিপিল। স্তনের বোটা ফেটে যাওয়া।
৩। মিল্ক ডিপোজিট, দুধ জামাট বাধা।
৪। স্তনের বোটা টেনে ধরা।
৫। ব্রেস্ট ফিডিং ডিউরিং sexual desire.
আমার একটা ব্যর্থতার কাহিনি আপনাদের শোনাবো
ক্রাকড নিপিল এর রোগীর হিষ্ট্রি।
বয়স ২৫ বছর। লিন থিন টল স্লিম ফিগার। রোগীনির মেইন প্রবলেম ক্রাকড নিপিল। স্তন্যদান কালে স্তন বোটা ফেটে যাওয়া। বেদনা। ৷ সেই সাথে গ্যাস এসিড, পাইলস সমস্যা।
রোগী গরম গরম খাবার খেতে পছন্দ করে। হিসাব করে চলে। এসিড বিকাল বাড়ে ঔষধ লাইকা।
ঔষধে কিছু দিন ভালো থেকে আবার বাড়ে।
হাতে পায়ে ঘাম বেশি, পিপাসা বেশি, গোছল পছন্দ, তিতে প্রিয়, বজ্রপাত ভয়
ঔষধ নেট্রাম মিউর। কিছুদিন ভালো থাকে আবার ব্রেস্ট ফেেট যায়
কিছু ভালো লাগেনা, মনমরা উদাসীন, অতিরিক্ত নিউকেরিয়া, ঔষধ সিপিয়া 200, ১০০০. এভাবে কিছুদিন ভালো যায় আবার ব্রেস্ট ফেটে যাই।
হঠাৎ করে রোগী একদিন বলল খুব জ্বর আমার। শরীরে ব্যথা। মুখের স্বাদ তিতে। ব্রেস্ট ভারি বেদনা। মেডিসিন ব্রায়ানিয়া ২০০।
একদিন বলছে পাইলসে যে খুব সমস্যা কোষ্ঠকাঠিন্য মলদ্বার কেটে গেছে, ব্লাড যাচ্ছে। মেডিসিন থুজা ১০০০.
ওষুধ দেয়ার পরে বেশ কিছু দিন ভালো, জ্বালা যন্ত্রনায় নেই, সব দিকে ভালো।
এইভাবে ৩ বছর চলে গেছে৷ কখনো থিজা,কখনো নেট্রাম, কখনো লাইকো, কখনো সিপিয়া। এই রোগী নিয়ে আমি চিন্তা করি। চিকিৎসা হিসেবে এটা আমার একটা বড় দায়িত্ব কর্তব্য।
কয়েকটি হোমিও মেডিসিন,
ফাইটোলাক্কা৷ শিশুর যখন স্তন পান করে তখন বেদনা এক স্তন থেকে সর্ব শরীরে ছাড়িয়ে পরে। প্রচুর দুধ নিঃসরণ হয়। স্তন বৃন্ত ফাটাফাটা।
বোরাক্স শিশু যখন স্তন পান করে তখন বেদনা অন্য স্তনে দেখা যায়। মাতৃ স্তন নোনতা লাগে তাই শিশুস্তন পান করতে চায় না। যোনিতে চুলকানি সেই সাথে সাদা প্রদরস্রাব।
ক্রোটন টিগ শিশু যখন স্তন পান করে তখন মায়ের বেদনা স্কেপুলা পর্যন্ত ছাড়িয়ে পরে। সেই সাথেই স্তন বৃন্তে যন্ত্রণা ফাটা।
ক্যালকেরিয়া ফস। শিশুর যখন মায়ের দুধ পান করে তখন মাতার মাসিক দেখা দেয়। স্তন দান কালে মায়ের যৌনউত্তজনা দেখা যায়।
আরও লক্ষ্মণ হিসেবে অনেক ঔষধ আসতে পারে।