মিনারের আলো

মিনারের আলো আমার ভিডিও গুলোর উদ্দেশ্য তলবে ইলেমদের গুনাবলি প্রচার, অথএব আপনাদের পরামর্শের অপেক্ষায় এই অধম।
সঠিক নিয়তে যেনো দিন প্রচার করতে পারি আমিন।

প্রকৃত সুখী মানুষের পরিচয় প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘সম্পদের প্রাচুর্য সচ্ছলতা (সুখ) নয়, বরং সচ্ছলতা (সুখ) তো হলো...
28/01/2025

প্রকৃত সুখী মানুষের পরিচয় প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘সম্পদের প্রাচুর্য সচ্ছলতা (সুখ) নয়, বরং সচ্ছলতা (সুখ) তো হলো হৃদয়ের সচ্ছলতা।’ সহিহ্ বোখারি : ৬৪৪৬

অর্থাৎ আল্লাহর প্রতি ইমান (দৃঢ় বিশ্বাস) ও তাওয়াক্কুলই (ভরসা, নির্ভরতা) মানুষকে

প্রকৃতপক্ষে ধনী অন্তঃকরণ দান করে, যার ফলে সে গরিব হয়েও দান করতে ভয় করে না। অপরপক্ষে আল্লাহর প্রতি যার বিশ্বাস ও নির্ভরতা দৃঢ় নয়, সে অগাধ সম্পদের অধিকারী হয়েও, গরিব হয়ে যাওয়ার ভয়ে দান করা থেকে বিরত থাকে। আল্লাহ তাকে সর্বদা মুখাপেক্ষী করে রাখেন। এ প্রসঙ্গে অন্য এক হাদিসে বর্ণিত হজরত রাসুলুল্লাহ (সা.)-এর বক্তব্যের সারকথা হলো, ‘যে ব্যক্তি একমাত্র দুনিয়াকে লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করে, আল্লাহ তাকে তিনটি বিষয় দেবেন।
১/ তার চোখের সামনে দারিদ্র্য ঝুলিয়ে দেবেন। ফলে যতই টাকা-পয়সার মালিক হোক না কেন, কখনো তার অভাব দূর হবে না।
২/ তার যাবতীয় কার্যক্রমকে বিক্ষিপ্ত করে দেবেন। ফলে কোনো কাজ সে গোছাতে পারবে না। একদিকে টান দিলে অন্যদিকে ছুটে যাবে। সারাক্ষণ মানসিক অস্থিরতার ভেতর অতিবাহিত করবে।
/৩. এতসব করার পরেও তাকদিরে নির্ধারিত রিজিকের বাইরে সে কিছুই পাবে না।

আর যে ব্যক্তি একমাত্র আখেরাতকে লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করবে। আল্লাহ তা,আলা তাকেও ৩টি বিষয় দেবেন।
১/ তার অন্তর প্রাচুর্য দিয়ে ভরে দেবেন, তাকে অমুখাপেক্ষী করে দেবেন। ফলে মানসিক অস্থিরতা থেকে সে পরিত্রাণ পাবে। মনের ভেতরে সব সময় এক ধরনের প্রশান্তি অনুভব করবে।
২/তার যাবতীয় কার্যক্রম গুছিয়ে দেবেন। ফলে কোনো কাজেই তার অতিরিক্ত পেরেশানি পোহাতে হবে না।
৩/ আর দুনিয়া তার সামনে নত হয়ে হাজির হবে।’ ইবনে মাজাহ : ৪১০৫

Address

Jessore

Opening Hours

09:00 - 17:00

Telephone

+8801307667679

Website

Alerts

Be the first to know and let us send you an email when মিনারের আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to মিনারের আলো:

Share