
19/05/2025
✅️স্কেলিং এবং পলিশিং:
আমরা শুধু আমাদের দাঁতে দাগ পড়লে স্কেলিং এর কথা ভাবি কিন্তু scaling & polishing হলো একটি মাড়ির চিকিৎসা।
আপনার দাঁত এবং মাড়ির প্রতি যত্নবান হোন। ৬ মাস পর পর না পারলে বছরে অন্তত একবার স্কেলিং পলিশিং করুন। আপনার মাড়ির রোগ আপনাকে হার্ট এবং স্ট্রোক এর প্রবনতা ৩-২০% পর্যন্ত বাড়াতে পারে। অল্প বয়সে দাঁতকে নাড়ায়ে ফেলতে পারে।
NB: নিচের দাঁতের বাইরের অংশ scaling করার পর photo তোলা।scaling আপনার ৩২ দাঁতের চিকিৎসা।
🚫আপনার মুখের কাজ বিডিএস ডাক্তার🥼 দিয়ে করুন। কাজের আগে বিডিএস ডাক্তার নিজে কাজ করছেন কিনা নিশ্চিত হোন।
🏥এস এম ডেন্টাল জোন
৯১/এ, মুজিব সড়ক (পঙ্গু হাসপাতালের বিপরীতে), যশোর।
☎️০১৫৩৩৯৩১২৮৬