Homoeopathic Doctor,, Dr.Khorshed Alam Homoeo Pharmacy.

Homoeopathic Doctor,, Dr.Khorshed Alam Homoeo Pharmacy. সেবা সমূহ: * ইজি প্রেগনেন্সি ( প্রসূতির সহজ ও নরমাল ডেলিভারি)/ মানসিক রোগ/ব্যাথা/ক্যান্সার/পেটের রোগ।

হোমিওপ্যাথ ডা. এস.এম. আব্দুল্লাহ্ ।
৭৩ আর.এন.রোড (দোতলা),যশোর। (ইসলামি ব্যাংকের সম্মুখে)
মোবাইল : ০১৭১১২৪৬৬৫৭

সেবা সমুহ:
• ইজি প্রেগনেন্সি ( প্রসূতির সহজ ও নরমাল ডেলিভারী সেবা )
• ইজি মেডিসিন ( স্বল্প মূল্যে সর্বোত্তম চিকিৎসা ও ঔষধ সেবা )

মা‘কে মনে পড়ে...অধম সন্তান আব্দুল্লাহবৃষ্টিমুখর গভীর রাত। শহরের বাতাসে জলগন্ধ মেশা এক ধরনের নির্জনতা, যেন প্রতিটি ফোঁটা ...
19/05/2025

মা‘কে মনে পড়ে...
অধম সন্তান আব্দুল্লাহ

বৃষ্টিমুখর গভীর রাত। শহরের বাতাসে জলগন্ধ মেশা এক ধরনের নির্জনতা, যেন প্রতিটি ফোঁটা বৃষ্টির সাথে কেঁদে চলেছে কেউ একা, নিঃশব্দে। জানালার পাশে বসে থাকা এই আমার চোখে ঘুম নেই। চশমার কাঁচে বৃষ্টির ধোঁয়াটে প্রতিচ্ছবি, আর হৃদয়ের ভিতরে কেবল একটিই নাম—মা।
বিদ্যুৎ চমকে জানালার পর্দা নড়ে ওঠে। মুহূর্তেই মনটা ফিরে যায় সেই দূর অতীতে—যেদিন সোফে সাদিকের পবিত্রতম সময় বারডেম হসপিটালের সাদা চাদরের নিচে নিঃশব্দে চলে গেলেন মা। বিজ্ঞ চিকিৎসকদের নির্বাক চেয়ে থাকার মধ্যদিয়ে ইসিজি গ্রাফিক্সের পিকিউআর একটু একটু করে নামছিল আর মা আমার শেষবারের মতো বিদায় নিচ্ছিলেন। দুহাত কানে ঠেকিয়ে কান্না বিজড়িত কন্ঠে চিৎকার করে প্রিয় মাকে বিদায় জানাতে বলেছিলাম,"আল্লাহু আকবার, আল্লাহু আকবার লাইলাহা ইল্লাল্লাহ…"। তারপর এক সময় সারা CCU জুড়ে অবশিষ্ট শুধু নিঃশেষ নীরবতা।

বাবা মা বেঁচে থাকতে কখনো কখনো তাঁদের প্রতি হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা টান অনুভূত হয় না কিন্তু হারানোর পর প্রকৃত ভালোবাসা জাগ্রত হলে তা সহ্য করা সত্যিই দুরূহ হয়ে উঠে।
সাত ভাই বোনের মধ্যে দুরন্ত হবার কারণে বাবা-মার সাথে সখ্যতা তেমন ছিল না বললেই চলে, কিন্তু ইদানিং প্রায়ই গভীর রাত্রে মায়ের মুখটা চোখের সামনে ভেসে ওঠে ।বার্ধক্যে নিঃসংঙ্গতার গলি পথে মাঝে মাঝে যাত্রা বিরতিতে বৃষ্টিমুখর গভীর রাতে মনে পড়ে প্রিয় বাবা-মা‘কে।কখনো কখনো গভীর রাতে ঘুম ভেঙ্গে মা মা বলে চিৎকার করতে ইচ্ছা করে। বাবাকে, বোন জামিলাকেও খুব মনে পড়ে।
দুরন্ত, একরোখা, স্বাধীনচেতা হবার কারণে মায়ের কোমল আদরের বদলে চোখ রাঙানিটাই পেয়েছি বেশী কিন্তু এখন, এই বৃদ্ধ বয়সে, নিঃসঙ্গতার কোরিডোরে সেই চিরচেনা চোখ রাঙানি খুঁজে ফিরি বারেবার। বৃষ্টি ভেজা গভীর রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা এই আমি চোখ বুজে মহান স্রষ্টার সমীপে সেজদাবনত চিত্তে বলতে থাকি, "হে দয়াময় আল্লাহ তায়ালা আমাদের বাবা মা‘কে, আপনজনদেরকে তোমার কাছে ভালো রেখো মালিক। নিশ্চয়ই তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু।"

 # চাকুরীর সুযোগ  #যোগ্যতা:চ্যালেঞ্জিং প্রজেক্ট বাস্তবায়নের কাজের জন্য আগ্রহী নবীন/সদ্য পাশকৃত (কোর্স/ডিপ্লোমা) ব্যক্তি...
08/01/2025

# চাকুরীর সুযোগ #

যোগ্যতা:
চ্যালেঞ্জিং প্রজেক্ট বাস্তবায়নের কাজের জন্য আগ্রহী নবীন/সদ্য পাশকৃত (কোর্স/ডিপ্লোমা) ব্যক্তি।

বেতন+আবাসন:
আলোচনা সাপেক্ষে।

কর্মস্থল : যশোর।

আসসালামু আলাইকুম।
খুব ছোট জমিতে স্বল্প খরচে ক্রিয়েটিভ ফ্লোর প্ল্যান করবার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, বিশেষ করে অটোক্যাড এর পারদর্শী কোন বন্ধু আছো কি?
——————————————————
২৬ ফুটের মেইন রোড সংলগ্ন জমির উত্তরে সম্মুখ ভাগে ৫৯ ফুট। দক্ষিনে জমির পেছনভাগে ৫৬ ফুট। পূর্ব দিকে অন্য মানুষের বাড়ি সংলগ্ন ৪৭.৬ ফুট। পশ্চিমে ১১ ফুট বাইলেন সংলগ্ন ৫৮ ফুট। ফোরপ্লেন করে প্রদত্ত ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন।
——————————————————
দরখাস্ত হিসাবে যাদের প্লান আমাদের কর্তৃক নির্বাচিত হবে তাদেরকে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। প্লানের নিচে নাম, মোবাইল নাম্বার, ইমেইল অ্যাড্রেস দেওয়া বাধ্যতামূলক।

(নিয়োগের যেকোনো শর্ত কোন প্রকার অজুর আপত্তি ছাড়াই কর্তৃপক্ষ কর্তৃক সম্পূর্ণ বাতিল ও গ্রহণ করবার ক্ষমতা সংরক্ষিত।)

যোগাযোগ:
লুৎফা আলম প্রজেক্ট, যশোর।
email: yalotif@gmail.com

 # চাকুরীর সুযোগ  #যোগ্যতা:চ্যালেঞ্জিং প্রজেক্ট বাস্তবায়নের কাজের জন্য আগ্রহী নবীন/সদ্য পাশকৃত (কোর্স/ডিপ্লোমা) ব্যক্তি...
08/01/2025

# চাকুরীর সুযোগ #

যোগ্যতা:
চ্যালেঞ্জিং প্রজেক্ট বাস্তবায়নের কাজের জন্য আগ্রহী নবীন/সদ্য পাশকৃত (কোর্স/ডিপ্লোমা) ব্যক্তি।

বেতন+আবাসন:
আলোচনা সাপেক্ষে।

কর্মস্থল : যশোর।

আসসালামু আলাইকুম।
খুব ছোট জমিতে স্বল্প খরচে ক্রিয়েটিভ ফ্লোর প্ল্যান করবার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, বিশেষ করে অটোক্যাড এর পারদর্শী কোন বন্ধু আছো কি?
——————————————————

২৬ ফুটের মেইন রোড সংলগ্ন জমির উত্তরে সম্মুখ ভাগে ৫৯ ফুট। দক্ষিনে জমির পেছনভাগে ৫৬ ফুট। পূর্ব দিকে অন্য মানুষের বাড়ি সংলগ্ন ৪৭.৬ ফুট। পশ্চিমে ১১ ফুট বাইলেন সংলগ্ন ৫৮ ফুট। ফোরপ্লেন করে প্রদত্ত ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন।
——————————————————
দরখাস্ত হিসাবে যাদের প্লান আমাদের কর্তৃক নির্বাচিত হবে তাদেরকে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। প্লানের নিচে নাম, মোবাইল নাম্বার, ইমেইল অ্যাড্রেস দেওয়া বাধ্যতামূলক।

(নিয়োগের যেকোনো শর্ত কোন প্রকার অজুর আপত্তি ছাড়াই কর্তৃপক্ষ কর্তৃক সম্পূর্ণ বাতিল ও গ্রহণ করবার ক্ষমতা সংরক্ষিত।)

যোগাযোগ:
লুৎফা আলম প্রজেক্ট, যশোর।
email: yalotif@gmail.com

08/08/2024

"মহান আল্লাহর দয়া ও আশির্বাদ বর্ষিত হোক"

এগিয়ে যাবে বাংলাদেশ এগিয়ে যাবো আমরা প্রত্যয়ে সুন্দর বাংলাদেশ গড়ার নিরিখে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের তালিকায় সন্মানিত সকলের প্রতি হোমিওপ্যাথিক চিকিৎসকদের পক্ষথেকে জানাই অভিনন্দন ও দোয়া। জানা এবং অজানা যে সকল তাজা প্রাণের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার; সেই সকল মহান প্রাণের প্রতি জানাই সালাম। মহান আল্লাহ তায়ালা তাঁদেরকে সন্মানিত বেহেশত নসিব করুন। আমিন।

09/07/2024

পুরাপুরি ........ ধ্বংস ॥

" ঘরের বৌ অসততায় নিমর্জিত হলে
সংসারের সুখ শান্তি উন্নতি মুখ থুবড়ে পড়ে।
আর বিসিএস এর মত পরীক্ষায় অসততা হলে
দেশ ও জাতির সুখ শান্তি উন্নতি মুখ থুবড়ে পড়বে "

আজ সারাদিন মেঘলা আকাশ, রিমঝিম বৃষ্টি ব্যালকনির সারসি দিয়ে বৃষ্টির আঁচ। গ্লাসের গায়ে মুক্তদানা হয়ে জমে আছে দৃষ্টিফোটা। ব...
02/07/2024

আজ সারাদিন মেঘলা আকাশ, রিমঝিম বৃষ্টি ব্যালকনির সারসি দিয়ে বৃষ্টির আঁচ। গ্লাসের গায়ে মুক্তদানা হয়ে জমে আছে দৃষ্টিফোটা।
বৈরী আবহাওয়ায় রোগীরা তেমন আসতে পারেনি আজ। অলস বিকাল, নিঃসঙ্গের অতিপ্রিয় সঙ্গী "ফেসবুক" এর পাতা থেকে পাতায় ঘুরতে ঘুরতে নজর আটকালো সেদিনর সেই সোনাঝরা সন্ধ্যায় মানুষের কল্যাণে "বাংলাদেশ দোকান মালিক ও ব্যবসায়ী" সমিতির ব্যানারে সমাজ উন্নয়নের নিমগ্ন আলোচনায় সর্বচ্চ সুশীল সমাজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক ও বর্তমান ২৫০শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক, চিকিৎসক, ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানের সান্নিধ্যে ভালোলাগার কিছু সময়।

30/06/2024

কথায় আছে ভালো ঔষধ একটু তেঁতো হয়। সেরকম আজ আমার এই লেখাটা অনেকের কাছে তেঁতোই লাগতে পারে। কিন্তু ফোকাসটা মানব কল্যাণের কাজেই লাগতে পারে।

বন্ধুরা ইদানিং প্রায়ই ফেসবুকে এবং বিভিন্ন মিডিয়ায় চটকদার অ্যাডে দেখতে পাই, হঠাৎ করে কোন একজন ব্যক্তি স্বল্প শিক্ষিত অথবা লেখাপড়া জানে না এমন কোন ব্যক্তি রাতারাতি কিছু একটা বিশেষ ঔষধ বানিয়ে বিশাল সফলতা পেয়েছেন। এদের মধ্যে কাউকে কাউকে দেখেছি রিটায়ার্ড সেনা সদস্য, কেহ আবার বিদেশে কর্মচারীর কার্যপাট চুকিয়ে দেশে ফিরে এসে স্বঘোষিত বিখ্যাত কবিরাজ। এদের চিকিৎসায় হার্ড কিডনি লিভার ব্যাধি এমন কি হার্ট ব্লকেজ রাতারাতি ভালো হয়ে যাচ্ছে।

এখন বিবেকের কাছে প্রশ্ন রেখে যায়, এইভাবে মানুষকে আর কতদিন পথ চলতে হবে। আর কতদিন মানুষকে প্রতারিত হতে হবে এবং চিকিৎসা বিজ্ঞানের নামে মানুষকে আর কতকাল ধোঁকাবাজির সম্মুখীন হতে হবে?

এদের অনেকে তাদের এ্যাডে "বিসিএসআইআর" এর সনদও প্রদর্শন করে থাকেন যেটা কিনা শুধু প্রডাক্টটির ভিতরে খাদ্য উপাদান কি কি আছে সেটাকে নির্দেশ করে। প্রকৃত পক্ষে সেটা গবেষণার কোন কিছু নয় ।এটা বিশ না খাদ্য এবং এটার মধ্যে কোন কোন খাদ্য উপাদান কতটুকু আছে সেটাই নির্দেশ করে। কিন্তু একটা রিসার্চ করবার জন্য কোন নির্দিষ্ট প্রতিষ্ঠানের আন্ডারে একটা নির্দিষ্ট সংখ্যক রোগীদের উপরে গবেষণা চালাতে হয় এবং সেই গবেষণার পজিটিভ এবং নেগেটিভ ইফেক্টগুলো অর্থাৎ সাইড ইফেক্ট এবং কার্যকার ইনফেক্ট নির্দেশনা তৈরি করতে হয়। ডাটা তৈরি করতে হয়।মানব শরীরে আসলে কাজ করছে কিনা, করলে কিভাবে করছে? মেডিকেল কলেজ এবং গবেষণা ল্যাবের প্রয়োজন হয়। কোন নতুন আবিষ্কার হলে তার জন্য ওয়ার্কশপ, সিম্ফোজিয়াম, সেমিনার করতে হয়। শুধু হাইপোথিসিস হলে বিজ্ঞানীদেরকে নিয়ে আলোচনা করতে হয়। আর যদি উদ্ভাবন হয় সে ক্ষেত্রেও যথাযথ কর্তৃপক্ষ এর স্বীকৃতি পত্র দাখিল করতে হয়? প্রডাক্ট বিক্রেতা প্রতিষ্ঠান বা ব্যক্তি কোনো মেডিকেল কলেজে বা কোনো গবেষণা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন কিনা সেটা নিশ্চিত করতে হয়? আন্দাজে মানুষকে হুট করে কিছু একটা দেওয়াটা ঠিক হবে না। "ডারবা কিওর" নামে ডায়াবেটিস প্রোডাক্ট এর মত এরকম অনেক প্রোডাক্ট নায়ক নায়িকা এমন কিছু অর্থ লোভী বড় বড় ডাক্তারদেরকে সাজিয়ে এ্যাড তৈরি করে কোটি কোটি ডলার হাতিয়ে নেবার ইতিহাস আমাদের অনেকেরই স্মৃতি কোষে রয়ে গেছে । মানুষ এসব ফেক ও মন গড়া ভূয়া প্রডাক্ট এর প্রকৃত গুনাগুন বুঝতে বুঝতে অনেক মাস হয় পার হয়ে যায়। ততদিনে প্রতারক গোষ্ঠী কোটি কোটি ডলার হাতিয়ে নিয়ে গাঁ ঢাকা দেয়। তাই সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষকে এসবের প্রতি বিশেষ নজরদারি রাখার বিনীত অনুরোধ রাখছি।

30/06/2024

প্রসঙ্গ : অনলাইনে কেনাকাটা ও প্রতারণা ফাঁদ।

ইদানিং অনলাইনের মাধ্যমে কেনাকাটা করে বেশিরভাগ ক্রেতাই প্রতারিত হচ্ছেন যার ফলশ্রুতিতে অনলাইন বিজনেস প্লাটফর্ম এর মত একটা সম্ভাবনাময় প্ল্যাটফর্ম দিনে দিনে মুখ থুবড়ে পড়ছে। অনলাইনে কেনাকাটার প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলছে।এতেকরে ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পথ সংকুচিত হয়ে পড়ছে হচ্ছে বলে আমি মনে করি।
অনলাইনে অনেক খাবার খেয়েছি যেটা হোটেল থেকে অনেক বেশি সুস্বাদু এবং কম দাম। অনলাইনে সব প্রোডাক্ট যে ভালো নয় সেটা ১০০% বলা যায় না। তবে বিশেষ করে দেশে যে সকল অসৎ ব্যবসায়ীরা প্রতারণামূলক ব্যবসা করছেন; যাদের কারণে অনলাইনের মত সুবিধা জনক ও সম্ভাবনাময় ব্যবসায়ী প্লাটফর্মটা বিনষ্ট হচ্ছে তাদের দিকে যথাযথ কর্তৃপক্ষের কঠোর নজরদারি প্রয়োজন এবং যথাযথ শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি অন্যথায় দেশ ও জনগন পিছিয়ে পড়বে॥

শুধু বদলাইনি মন বদল যায়নি স্মৃতি .....বাবা মা চলে যাবার পর বাড়ীতে আর তেমন যাওয়া হয়ে ওঠে না। বয়স ভারী হচ্ছে তাই মাঝে মধ্য...
24/06/2024

শুধু বদলাইনি মন বদল যায়নি স্মৃতি .....

বাবা মা চলে যাবার পর বাড়ীতে আর তেমন যাওয়া হয়ে ওঠে না। বয়স ভারী হচ্ছে তাই মাঝে মধ্যে একটু হাঁটতে ইচ্ছে হয়। ভোরবেলা পায়ের চলার পথ ধরে হাটছিলাম; বাড়ির গেটে এসে মনে হল এত ভোরে ছোট ভাইটাকে আর বিরক্ত না করি। তাই বাড়ীর গেট পেরিয়ে বাড়ীর সীমানা প্রাচীরের গাঁ ছুঁয়ে ছুঁয়ে হাঁটছি আর আনমনা কি যেন ভাবছি। তা.. বেশ বহু দিন হলো এদিকে তেমন আসা হয়নি আমার। সব যেন কেমন অচেনা অজানা লাগছে; নতুন নতুন বিল্ডিং এর ভিড়ে সব যেনো এলোমেলো প্রায়। সম্বিত ফিরে পেতেই মনে হল আমি আমাদের সেই ফেলেআসা জীবনের জুড়াকুঠির সীমানায় দাঁড়িয়ে আছি। মুহূর্তে স্মৃতির ক্যানভাসে ভেসে উঠলো কতনা হারিয়ে যাওয়া সুখ। সে দিনগুলোতে কোন কোন সন্ধ্যায় জোড়াকুঠি থেকে ধূলাখেলা শেষে বাড়ি ফিরতে পথে দুপাশে হেগড়াফল ছিড়ে সামনে বন্ধুদের একে অপরের মাথায় ছুড়ে দিতাম আর হাসিতে কুটি কুটি হয়ে ঢলে পড়তাম।পায়ে জড়িয়ে থাকা ভাটোই গুলো যেটাকে আমরা অনেকে চোরাকাটা বলি, প্যান্টের ঝুলে আটকে যেতে আর ধূলাই করতে সময় মা খুব বকা দিতেন।মনে পড়ছিল খেলতে সময় বন্ধুরা একে অপরের চোখ পিছন থেকে আটকে ধরতাম, বন্ধুদের সাথে বিশেষ করে জাহাঙ্গীরের সাথে ঝগড়া করতাম, ডানগুলি মারবেল, লাটিম আরো কতশত স্মৃতি ........

বন্ধুরা আমাদের ছোটবেলায় "জোড়াকুঠি" ছিল যশোর শহরের আধুনিক পুরাতন স্থাপনার একটি।বিচারনের শেষের দিনগুলোতে এক ভোরে গিয়েছিলাম জোড়াকুঠির আঙ্গিনায়, দেখেছিলাম বিল্ডিংয়ের ছাদে সিঁড়িতে দেয়ালে পুরাতন ঐতিহ্যের স্বাক্ষী হয়ে জমে থাকা শেওলায়, দরজা-জালানায় জীবনের অনেক টুকরো স্মৃতি নীল হয়ে জমে আছে।স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ীর মানুষ গুলোর সাথে। হাতে থাকা ক্যামেরায় সেদিন ছবিও তুলেছিলাম কিছু, যেগুলো আজ শেয়ার করতে পারলাম। আজ এই দিন গুলোতে তাঁদের অনেকে এপৃথিবী আর বেঁচে নেই। অনেকে আবার ব্যস্ততা ও জীবন জীবিকার কারণে যোজন দূরে অবস্থান করেন। এইতো সেদিন প্রিয় বন্ধু ফারুখও চলে গেল নাফেরার দেশে।যাইহোক যা বলছিলাম, সেদিন দেখেছিলাম দেয়ালে চুন সুরকির ফাঁকে ফাঁকে পুরাতন শেওলার অস্তিত্ব।আগের সেই পায়ে চলার পথগুলো সব বন্ধ করে দিয়েছিল।কোথাও কোথাও প্লাস্টার খসে পড়ছিল। যৌবনা জোড়াকুঠির গায়ে সেদিন দেখেছিলাম বার্ধ্যক্যের ছাপ। আজ এই ভোরে ডিজিটাল বাংলাদেশের আবর্তে আমূল পরিবর্তন হয়েছে সবকিছুর। আধুনিকতার ছোঁয়ায় যেন বদলে গেছে সব । শুধু বদলায়নি মন বদলায়নি স্মৃতি। নিঃশব্দ পায়ে হাঁটছিলাম আর কদমে কদমে স্মৃতিরা উঁকি দিচ্ছিলো।বিশেষ করে রোজী আপার সাথে ঘুড়ি উড়ানো, মাছ ধরা,খেলার সাথী আবুল , আনসার, দুলাল, লুকমান , সাফিনা, সখিনা, ফিরজা আরো কত নাম।কৈশর,যৌবনের সকল কথা মনে হতেই বুকটা বেদনায় নীল হয়ে গেল।সত্যিই মনটা বড্ড খারাপ হয়ে গেল আজ। ফিরবার সময় জান-মোহাম্মদ সাহেবের বাড়ীটা দেখলাম সেখানেও আধুনিকতার ছোঁয়া লেগেছে; শুধু আমাদের সীমানা প্রাচীর সেরকমই ঠাঁই দাঁড়িয়ে। প্রাচীরের গাঁ ঘেঁষে জামিলা আপার বকুল গাছ তলে আসতেই দু'চোখ জলে ঝাপসা হয়ে এলো। আজ বহুদিন পর আমাকে দেখে বকুল যেন আকুল কন্ঠে শুধালো আমায়,"আব্দুল্লাহ কবরে তোমার বোন, বাবা আর মা কেমন আছেন?" জানিনা আমি কিচ্ছু জানি না। শুধু জানি এটাই জীবন, এভাবেই দিন আসে দিন চলে যায় অজানা কোন এক দিগন্তের ওপারে .....

Address

Jessore
7400

Telephone

01711 24 66 57

Website

Alerts

Be the first to know and let us send you an email when Homoeopathic Doctor,, Dr.Khorshed Alam Homoeo Pharmacy. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Homoeopathic Doctor,, Dr.Khorshed Alam Homoeo Pharmacy.:

Share

Category