Medical Help Center Jashore

Medical Help Center Jashore দুর দুরান্তের রোগীদের কথা চিন্তা করে ?

বর্তমান সময়ে চিকিৎসা বিজ্ঞানের প্রভুত উন্নতি সাধিত হয়েছে। যা এক কথায় অসাধারণ। চিকিৎসা বিজ্ঞানের উন্নতি সত্ত্বেও অসুখএবং অসুস্থ্যতার প্রবনতার হার ও অনেক বেশী। একবিংশ শতাব্দীতে এসে বিভিন্ন রোগ বৃদ্ধির প্রবনতাও ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। নিত্য নতুন রোগের প্রার্দুভাব ও বিভিন্ন রোগ বাহিত ভাইরাস জনিত রোগের উদ্ভব্ হয়েছে। চারিদিকে ক্লিনিক ও হাসপাতলের যে ছড়াছড়ি তাতে সঠিক ডাক্তার নির্বাচন করা এবং কোন

রোগের কোন ডাক্তার বিষয়টি সাধারণ মানুষের পক্ষে বুঝে উঠা প্রায়ই অসম্ভব। “অসুস্থ্যতার প্রবণতার হার বেশী না হলে চারিদিকে বইয়ের দোকানের চেয়ে শুধু ওষুধে দোকান কেন? ওষুধের দোকান দেখে সৈয়দ মুজতবা আলী আফসোস করে বলেছিলেন, বাঙ্গালীরা বই পড়তে জানে না, তার এই কথায় আমাদের দেশের স্বাস্থ্যহীনতা ও অসুস্থ্যতার এক করুন দৈন্যদশা প্রকাশ পায়”। আমাদের দেশের সাধারণ মানুষেরা বিভিন্ন জনের কাছে শুনে শুনে এই ডাক্তার নির্বাচন কাজটি করে থাকে। এবং বিভিন্ন সময় সঠিক ডাক্তারের দ্বারা ডায়াগনসিস না হওয়ার দরুন অনেক সময় ডাক্তারের পরিবর্তনের ঘটনা ঘটে থাকে প্রচুর পরিমাণে। এই ধরনের বিড়ম্বনা থেকে বাাঁচতে এবং এক জায়গার কাউন্সিলিং সুবিধাসহ সমস্ত ডাক্তারের তথ্য সম্বলিত অবস্থান, সময় ফি ও যে বিষয়ে অভিজ্ঞ। সমস্ত বিষয়াদি এক জায়গায় পাচ্ছেন। www.jashoremedical.com

বিশিষ্ট চক্ষু ডাক্তার মাহামুদুর রহমান, ফ্যাকো বিশেষজ্ঞ, কনসালট্যান্ট এফসিপিএস (চক্ষু) এখন নিয়মিত চক্ষু রুগী দেখছেন ও চো...
03/10/2024

বিশিষ্ট চক্ষু ডাক্তার মাহামুদুর রহমান, ফ্যাকো বিশেষজ্ঞ, কনসালট্যান্ট এফসিপিএস (চক্ষু) এখন নিয়মিত চক্ষু রুগী দেখছেন ও চোখের ফ্যাকো অপারেশন করছেন।
দড়াটানা আই কেয়ার,
যশোর।
আপনারা যারা চোখের ফ্যাকো অপারেশন করবেন,
যোগাযোগ করুন্।
01713168803

Address

13, Institute Market, M. M Ali Road, Mikepotti, Jashore
Jessore
7400

Alerts

Be the first to know and let us send you an email when Medical Help Center Jashore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Medical Help Center Jashore:

Share