Biswas Homeo Home

Biswas Homeo Home কঠিন, জটিল ও পুরাতন রোগের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা দেওয়া হয়।

👻👻 ছবিগুলো খুব ভালো করে খেয়াল করুন। এগুলো আপনার, আমার ও আমাদেরই প্রতিচ্ছবি। নিজের অজান্তেই প্রানাধিক প্রিয় সন্তানের ক্ষত...
19/08/2022

👻👻 ছবিগুলো খুব ভালো করে খেয়াল করুন। এগুলো আপনার, আমার ও আমাদেরই প্রতিচ্ছবি। নিজের অজান্তেই প্রানাধিক প্রিয় সন্তানের ক্ষতি করে ফেলছেন নাতো!

তবে সাবধান হয়ে যান, যতনে বেড়ে উঠুক প্রতিটি শিশু। [সংগৃহীত]

👼👼 কখনো বাচ্চাকে গায়ে হাত তুলবেন না। শিশুটির আচরণে অনেক সমস্যা হবে। মারধোর, মানুষের মনের সরলতা কে আস্তে আস্তে নষ্ট করে। ...
16/08/2022

👼👼 কখনো বাচ্চাকে গায়ে হাত তুলবেন না। শিশুটির আচরণে অনেক সমস্যা হবে। মারধোর, মানুষের মনের সরলতা কে আস্তে আস্তে নষ্ট করে। কাউকে ভবিষ্যতে পাসন্ড করে তুলে। তাই এই কাজটি থেকে বিরত থাকুন। শাসন অনেক ভাবে করা যায়। মনে রাখবেন, আপনি যদি চান আপনার বাচ্চা আপনাকে বন্ধু ভাবুক সেক্ষেত্রে মারধর করলে সেই সুযোগ হারাবেন। কেননা, বন্ধুরা মারে না এটাই সত্যি।

👉 বাচ্চাদের জন্য অনেক সময় আমরা আলাদা কিছু খাবার রান্না করি। যেমন, বাসার সাধারণ রান্না মুরগী হয়তো সবাই খাচ্ছেন কিন্তু বাচ্চার জন্য হয়তো চিকেন পাস্তা করলেন। এক্ষেত্রে যেটা হয়, খাবারের ক্ষেত্রে সে নিজেকে স্পেশাল ভাবতে শুরু করে। তখন নানা রকম মর্জি করা শেখে। সোস্যাল হয় কম। তাই অবশ্যই সবার খাবারে মতই বাচ্চাকে খাওয়া শেখান। প্রয়োজনে স্পেশাল খাবার রান্না করলে সবাই মিলে খান। এতে শিশুটি বড় হয়ে সব জায়গায় নিজেকে খাপ খাওয়াতে শিখবে। ছোট বেলায় আলাদা ভাব আর আদর শিখালে এরা বড় হয়েও সব জায়গায় স্পেশাল কিছু আশা করে, আর তাতে ব্যঘাত ঘটলে তাদের মানুসিকতায় ও আচরণে সমস্যা হয়। তাই স্পেশাল না আপনার বাচ্চাকে সাধারণ ভাবাতে শিখান।

👉 বাচ্চাদের সামনে কারো সাথে ঝগড়া করা থেকে বিরত থাকুন। তারাও শিখবে। কর্ম ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে, শশুর বাড়িতে সব জায়গায় তাদের এই ঝগড়া মুড কাজ করবে। ঝগড়া করা আচরণের উপর প্রভাব ফেলে, এমনকি এদের সাইকোলজিও অন্য রকম হয়।

বিশেষ করে নবীজীর শিক্ষায় তাঁকে শিক্ষিত করুন। তাহলে আপনার সন্তান একটি আদর্শবান মানুষ ও সুসন্তান হবে।

👉 সম্মোধন অনেক কিছু শিখায়। আপনার শিশুকে ভদ্রতা শিখান, কিন্তু বাসার লোক, ড্রাইভার, রিকশা ওয়ালা বা যেকোনো অচেনা মানুষকে আপনি সম্মোধন করা শিখান। এই সব বাচ্চারা বড় হলে অনেক বড় মর্যাদার আসনে বসতে পারে।

যাই হোক, আপনাদের শিশুকে আপনি যা শেখাবেন, সেটাই তার চরিত্র হবে। তাই আপনার শিশুকে মানুষের মত মানুষ করার লক্ষ্যে পড়ালেখার পাশাপাশি মানুষ হিসেবে গড়ে উঠার শিক্ষায় শিক্ষিত করুন! [সংগৃহীত]

কিছু অবাক করা  তথ্যঃ১. আপনার পাকস্থলী ভীত👉 যখন আপনি সকালে ব্রেকফাস্ট করছেন না।২. আপনার কিডনি আতঙ্কিত👉 যখন আপনি ২৪ ঘন্টায়...
27/07/2022

কিছু অবাক করা তথ্যঃ

১. আপনার পাকস্থলী ভীত👉 যখন আপনি সকালে ব্রেকফাস্ট করছেন না।

২. আপনার কিডনি আতঙ্কিত👉 যখন আপনি ২৪ ঘন্টায় ১০ গ্লাস পানি পান করতে ব্যর্থ হচ্ছেন।

৩. আপনার গলব্লাডার ভীত 👉 যখন আপনি রাত ১১টার মধ্যে ঘুমাতে এবং সূর্যোদয়ের সাথে সাথে বিছানা ছাড়তে ব্যর্থ হচ্ছেন।

৪. আপনার ক্ষুদ্রান্ত্র আতঙ্কিত 👉 যখন আপনি ঠান্ডা এবং বাসী খাবার খাচ্ছেন।

৫. বৃহদান্ত্র আতঙ্কিত 👉 যখন আপনি ভাজাপোড়া এবং ঝাল মশলাযুক্ত খাবার বেশি খাচ্ছেন।

৬. ফুসফুস তখন ভীত 👉 যখন আপনি ধোঁয়া, ধুলা এবং বিড়ি ও সিগারেটের বিষাক্ত আবহাওয়ায় থাকছেন।

৭. লিভার ভীত 👉 যখন আপনি অতিরিক্ত ভাজা, জাঙ্কফুড এবং ফাস্টফুড খাচ্ছেন।

৮. হৃদপিন্ড ভীত 👉 যখন আপনি বেশি লবন এবং কোলেস্টরলযুক্ত খাবার খাচ্ছেন।

৯. প্যানক্রিয়াস আতঙ্কিত 👉 যখন আপনি সহজলভ্য এবং সুস্বাদু বলে প্রচুর মিষ্টিজাত খাবার খাচ্ছেন।

১০. আপনার চোখ আতঙ্কিত 👉 যখন আপনি অন্ধকারে মোবাইলের আলো এবং কম্পিউটার স্ক্রীনের আলোয় কাজ করছেন।

১১. আপনার মস্তিষ্ক ভীত 👉 যখন আপনি নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেয়া শুরু করেছেন।

👉 আপনার শরীরের অঙ্গ প্রতঙ্গসমূহের যত্ন নিন এবং তাদের আতঙ্কিত করবেন না। কারণ এই সব অঙ্গপ্রত্যঙ্গ অত্যন্ত মূল্যবান যা বাজারে কিনতে পাওয়া যায় না। অতএব, নিজের অঙ্গ প্রত্যঙ্গসমূহকে সুস্থ রাখুন। [সংগৃহীত]

🙏👉🙏 সম্পুর্ণ পড়ে দেখুন আপনারই কাজে লাগবে। 😱 বয়স বাড়ার সাথে সাথে দুটো জিনিস নিয়মিত চেক করুনঃ১) ব্লাড প্রেসার।২) ব্লাড সুগ...
05/07/2022

🙏👉🙏 সম্পুর্ণ পড়ে দেখুন আপনারই কাজে লাগবে।

😱 বয়স বাড়ার সাথে সাথে দুটো জিনিস নিয়মিত চেক করুনঃ
১) ব্লাড প্রেসার।
২) ব্লাড সুগার।

😱 চারটি জিনিস একেবারেই ভুলে যানঃ
১) বয়স বাড়ছে এটা নিয়ে দুশ্চিন্তা করা।
২) অতীত নিয়ে সর্বদা অনুশোচনা করা।
৩) সবসময় দুঃখে কাতর হয়ে থাকা।
৪) মানসিক উৎকণ্ঠা বা উদ্বেগ।

😱 পাঁচটি জিনিস খাবার থেকে যত পারুন এড়িয়ে চলুনঃ
১) লবন।
২) চিনি।
৩) অতিরিক্ত চর্বি জাতীয় খাবার ।
৪) অতিরিক্ত ভাজা ভূজি খাবার।
৫) বাইরের কেনা খাবার বা প্রসেসেড ফুড।

😱 পাঁচটি জিনিস খাবারে যত পারুন বাড়িয়ে নিনঃ
১) সব রকমের সবুজ শাক।
২) সব রকম সবুজ সব্জি, সীম বা মটরশুটি ইত্যাদি।
৩) ফলমূল।
৪) বাদাম।
৫) প্রোটিন জাতীয় খাবার।

😱 মানসিক শান্তি বা সুখী হতে সাতটি জিনিস সবসময় সাথে রাখার চেষ্টা করুনঃ
১) একজন প্রকৃত ভালো বন্ধু।
২) নিজের সমগ্ৰ পরিবার।
৩) সবসময় সুচিন্তা।
৪) একটি নিরাপদ ঘর কিংবা আশ্রয়।
৫) অল্পেতে খুশি হওয়ার চেষ্টা।
৬) অতিরিক্ত অর্থ চিন্তা থেকে নিজেকে দূরে রাখা।
৭) কিছু সময় আধ্যাত্মিক চর্চায় বা সৎসঙ্গ দেওয়া।

😱 ছয়টি জিনিসের চর্চা রাখুনঃ
১) অহংকার না করা।
২) সবার সাথে হাসিমুখে কথা বলা।
৩) মানুষের সাথে ভালো আচরণ করা।
৪) নিয়মিত শরীর চর্চা করা ।কিছুক্ষণ হাঁটা নিয়মিত ।
৫) ওজন নিয়ন্ত্রণে রাখা।
৬) সরল ও সৎ জীবন যাপন।

😱 সাতটি জিনিস এড়িয়ে চলুনঃ
১) কর্য।
২) লোভ।
৩) আলস্য।
৪) ঘৃণা।
৫) সময়ের অপচয়।
৬) পরচর্চা,পরনিন্দা।
৭) কোনো রূপ নেশা বা আসক্তি।

😱 পাঁচটি জিনিস কখনোই করবেন নাঃ
১) অতিরিক্ত ক্ষুধা নিয়ে খেতে যাওয়া।
২) অতিরিক্ত পিপাসায় কাতর হয়ে পানি পান করা।
৩) অতিরিক্ত দূর্বল হয়ে ঘুমোতে যাওয়া।
৪) অতিরিক্ত দূর্বল হয়ে বিশ্রাম নেয়া।
৫) একেবারে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাওয়া।

🏇 সব সময় নিজেকে সুস্থ রাখতে সচেতন হোন 🏇

“সুস্থ্য থাকুন- ভাল থাকুন - ভাল রাখুন” [সংগৃহীত]

🤔🤔 সংগৃহীত---> কোন রোগের জন্য কি টেষ্ট করা হয়ঃ🔴 CBC যে যে রোগে করা হয়ঃ⏩ জ্বর হলে কি কারণে হচ্ছে তার ধারণা নেয়ার জন্য।অনে...
30/06/2022

🤔🤔 সংগৃহীত---> কোন রোগের জন্য কি টেষ্ট করা হয়ঃ

🔴 CBC যে যে রোগে করা হয়ঃ
⏩ জ্বর হলে কি কারণে হচ্ছে তার ধারণা নেয়ার জন্য।অনেক সময় blood culture করতে হয়।
⏩ শরীরে রক্তের পরিমাণ কেমন আছে জানার জন্য।
⏩ রক্তের ঘাটতি থাকলে সেটা আয়রণ বা ভিটামিনের অভাবে হচ্ছে কিনা জানার জন্য।
⏩ শরীরে এলার্জি কেমন তার ধারণা পাওয়া যায়।
⏩ রক্তে ইনফেকশন বা প্রদাহ কেমন তার ধারণা পাওয়া যায়।
⏩ রক্ত জমাট বাধার উপাদান কি পরিমাণ আছে তা জানা যায়।
⏩ ব্লাড ক্যান্সার হয়েছে কিনা তার ব্যাপারে ধারণা পাওয়া যায়।

🔴 Urine R/E প্রস্রাব টেস্ট যে যে কারনে করা হয়ঃ
⏩ ইনফেকশন আছে কিনা,থাকলে সিভিয়ারিটি কতটুকু
⏩ ডায়াবেটিস আছে কিনা।
⏩ প্রোটিন যায় কিনা।
⏩ রক্ত যায় কিনা।
⏩ কিডনীতে পাথর আছে কিনা।

🔴 RBS-Random Blood সুগারঃ
⏩ ডায়াবেটিস আছে কিনা তার ধারণা করার জন্য প্রাথমিক টেস্ট।

🔴 Serum Creatinine:
⏩ যেইসব রোগীর কিডনীর সমস্যা হতে পারে বলে ধারণা করা হয় এ টেস্ট তাদের করা হয়।
⏩ প্রেশার ও ডায়াবেটিস রোগীর জন্য বাধ্যতামূলক টেস্ট।
⏩ ব্যথার ঔষধ দেয়ার আগেও এটেস্ট করা উচিত।

🔴 Lipid profile:
⏩ রক্তে চর্বির পরিমাণ বুঝার জন্য এটা করা হয়।⏩ ⏩ হার্টের ও প্যানক্রিয়াটাইটিস রোগীর জন্য এটা খুব জরুরি।

🔴 Serum Bilirubin:
⏩ জন্ডিস আছে কিনা দেখা হয়।
⏩ একদম প্রাথমিক টেস্ট।
⏩ জন্ডিস হয়ে গেলে আরো টেস্ট করতে হয়।

🔴 SGPT/SGOT:
⏩ লিভারের কন্ডিশন বুঝার জন্য এটা করা হয়।⏩ ⏩ লিভার কতটুকু এনজাইম উৎপন্ন করছে তা দেখা হয়।

🔴 Serum Electrolyte:
⏩ রক্তে খনিজের পরিমাণ জানার জন্য এটা করা হয়।⏩ শরীর দূর্বল লাগলে,বেশীবমি, ডায়রিয়া এসব ক্ষেত্রে এ পরীক্ষা করা হয়।

🔴 HBsAG:
⏩ জন্ডিস এবং লিভার কন্ডিশন বুঝার জন্য এ পরিক্ষা করা হয়।

🔴 HBA1c:
⏩ ডায়বেটিস বা রক্তে গ্লুকোজ নির্ণয়ের জন্য করা হয়।

🔴 LFT:
⏩ লিভারের সমস্যা বুঝতে এ পরিক্ষা করা হয়।

🔴 BT CT:
⏩ রক্তরােগের ব্যাপারে ধারণা পাওয়া যায়।

🔴 Via Test:
⏩ সার্ভিক্সের ইনফেকশন বা ক্যান্সার নির্ণয়ের জন্য এ পরিক্ষা করা হয়।

🔴 TSH:
⏩ Thyroid stimulating hormone এই পরিক্ষা হরমন নির্ণয়ের জন্য করা হয়।

🔴 ECG:
⏩ হৃদরােগের অবস্থা বুঝার জন্য প্রাথমিক টেস্ট।

🔴 ChestX-ray:
⏩ বুকের ও হার্টের কন্ডিশন বুঝার জন্য করা হয়।

👉👉 গর্ভবতী মহিলাদের আমলঃ🌾প্রথম মাসে সূরা-আলে ইমরান পড়লে সন্তান দামী হবে।🌾দ্বিতীয় মাসে সূরায়ে ইউসুফ পড়লে সন্তান সুন্দ...
24/06/2022

👉👉 গর্ভবতী মহিলাদের আমলঃ

🌾প্রথম মাসে সূরা-আলে ইমরান পড়লে সন্তান দামী হবে।
🌾দ্বিতীয় মাসে সূরায়ে ইউসুফ পড়লে সন্তান সুন্দর হবে।
🌾তৃতীয় মাসে সূরায়ে মারয়াম পড়লে সন্তান সবরকারী হবে।
🌾চতুর্থ মাসে সূরায়ে লোকমান পড়লে সন্তান হেকমত ওয়ালা হবে।
🌾পঞ্চম মাসে সূরায়ে মুহাম্মাদ পড়লে সন্তান চরিত্রবান হবে।
🌾ষষ্ঠ মাসে সূরায়ে ইয়াসিন পড়লে সন্তান জ্ঞানী হবে।
🌾সপ্তম, অষ্ঠম, নবম এবং দ্বশম মাসে সূরা-ইউসুফ, মুহাম্মদ এবং ইবরাহিম এর প্রথম থেকে দশ আয়াত পড়বে।

✓✓ ব্যাথা উঠলে সূরা-ইনশিকাক পড়ে পানিতে ফুক দিয়ে পান করবে।

👌👌 আল্লাহ তাআ‘লা সকল গর্ভবতি মহিলাদেরকে উক্ত আমলগুলো করার তাওফীক দান করুন৷ আমীন! [সংগৃহীত]

🗣️👉 টাইপ টু ডায়বেটিসে আক্রান্ত হবার পর আমরা অনেকেই মনে করি,আমার বাবার ডায়বেটিস, আমার চাচার ডায়বেটিস, মায়ের ডায়বেটিস, আত্...
17/04/2022

🗣️👉 টাইপ টু ডায়বেটিসে আক্রান্ত হবার পর আমরা অনেকেই মনে করি,

আমার বাবার ডায়বেটিস, আমার চাচার ডায়বেটিস, মায়ের ডায়বেটিস, আত্মীয় স্বজন সবারই ডায়বেটিস।

তার মানে, সম্ভবত আমি বংশগতভাবে ডায়বেটিসটা পেয়েছি।

খেয়াল করলে দেখবেন, আপনার আগের জেনারেশনে ডায়বেটিস শুরু হয়েছিল বয়স ৪০-৪৫ বছর পর।

তার আগের জেনারেশন, অর্থাৎ নানা-দাদাদের জেনারেশনে ডায়বেটিস শুরু হয়েছিল দেখবেন ৫৫-৬৫ বছর বয়সের দিকে।

এর আগের জেনারেশনে একটু খোজ খবর নিলে দেখবেন ডায়বেটিস ছিল কিনা মানুষ বুঝতো না বা জানতো না। কিন্তু আমেরিকান ও ব্রিটিশ হেলথ সিস্টেমের ডেটা থেকে আমরা বুঝতে পারি, টাইপ টু ডায়বেটিস ১৯৬০ সালের আগে খুব অল্প মানুষেরই হত।

তাই আমার কাছে মনে হয়, ডায়বেটিসের জিনেটিক রুট খোঁজাটা আসলে বৃথা চিন্তা। একশো বছর না, মাত্র ৫০ বছর আগে গেলেও ডায়বেটিস ১% মানুষের মধ্যেও পাওয়া যায়নি।

👉 এবার আসুন একটু মাথা খাটাই।

আপনার দাদা কোন চাল খেতেন? বাদামী চাল, মোস্টলি, ফুল ফাইবার ইত্যাদি। গাড়ি, রিকশা, টেম্পু খুব একটা এভেইলেবল ছিল না তখন। তারা হাটতেন বা সাইকেলে চড়তেন।

আপনার বাবা-চাচাদের ছেলেবেলাও এভাবেই কেটেছে। আমরা একটু খোঁজ করলে দেখবো, বয়স ৩০ হবার আগে মিলে ভাঙ্গানো চাল তারা খেতে পাননি। দিনে ১০-১২ কিলো এমনিতেই হাটা পড়তো সবার।

১৯৯০ সালের আগে গ্রামগুলতে বিদ্যুৎ পৌছায়নি। সবাই ঘুমাতো সন্ধ্যা ৭-৮ টার মধ্যেই। শহরেও রাত ৯টার পর ঘুমিয়ে পড়তো বেশীরভাগ মানুষ।

তখন অধিকাংশ পরিবারের রান্না হত মূলত তিন বেলার জন্য, সকাল আর দুপুর আর রাত, তাও আবার বেশীরভাগ কাঠের চুলায়। দুপুরে যদি ভারী খাবার হত সাধারনত রাতের খাবার হালকা সেরে ফেলা হত।

সব মিলিয়ে, দিনে ১২ ঘন্টা চলতো ইটিং পিরিয়ড, আর ১২ ঘন্টা ফাস্টিং।

২০০০ সালের পর হিসাবটা বদলে গেল। মানুষ রাত জাগতে শুরু করলো, হাটতে ভুলে গেল।

২০১০ সালের পর আমরা চলে এলাম নতুন বাস্তবতায়, ওয়াইফাই-মোবাইল-ডিশ এর সুবাদে আমরা অনেকেই এখন ঘুমাই রাত ৩টায়, দিনের প্রথম মিল হয় সকাল ৯টায়, শেষ মিল হয় রাত ১টায়।

খেয়াল করবেন, এই যে আনন্যাচারাল লাইফস্টাইল, এটা আপনার দাদার চেয়ে আপনার বাবার বেশি ছিল, তারচেয়ে আপনার ছিল আরো বেশি, আপনার সন্তানের হচ্ছে আরো বেশি।

👆👇এবার আপনিই মিলান👇👆

দেখা যাবে, আপনার দাদার জেনারেশনে ডায়বেটিস ছিল ষাটের পর, বাবার জেনারেশনে পয়তাল্লিশের পর, আপনার জেনারেশনে ৩০ এর পর এবং এখন আমরা পাচ্ছি আমাদের পরের জেনারেশনে ১৫ থেকেই অনেকের ডায়বেটিস।

😭😭 তাই তো আমাদের চাল বদলাতে হবে, রেস্টুরেন্ট-ফুডপান্ডা-উবার ইটস ব্যবহার একেবারেই সীমিত করতে হবে, রাত জাগা বন্ধ করতে হবে, অল্প দুরত্বগুলোতে হাটার অভ্যাস করতে হবে এবং সপ্তাহে অন্তত দুদিন লম্বা দুরত্ব হাটতে হবে।

টাইপ টু ডায়বেটিস একটা লাইফস্টাইল ডিজিজ। কিন্তু আমাদের অসচেতনতা এটাকে হয়তো কোন একসময় জিনেটিক ডিজিজে রুপ দেবে। [সংগৃহীত]

Address

Narail Road, Nilgonj Suparibagan
Jessore
7400

Opening Hours

Monday 16:00 - 20:00
Tuesday 16:00 - 20:00
Wednesday 16:00 - 20:00
Thursday 16:00 - 20:00
Friday 16:00 - 20:00
Saturday 16:00 - 20:00
Sunday 16:00 - 20:00

Telephone

01911130709

Website

Alerts

Be the first to know and let us send you an email when Biswas Homeo Home posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Biswas Homeo Home:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram