Dr. Partho Protim Chakrobortty - ডাঃ পার্থ প্রতিম চক্রবর্ত্তী

  • Home
  • Bangladesh
  • Jessore
  • Dr. Partho Protim Chakrobortty - ডাঃ পার্থ প্রতিম চক্রবর্ত্তী

Dr. Partho Protim Chakrobortty - ডাঃ পার্থ প্রতিম চক্রবর্ত্তী MBBS, BCS (Health), MS (Ortho)
Fellow (Arthroscopy & Arthroplasty)
LM- Indian Arthroscopy Society

হাত-পায়ের অস্বাভাবিক অনুভূতি আপনার দৈনন্দিন জীবনে বাধা হয়ে দাঁড়াচ্ছে?সমস্যাকে সময় থাকতে গুরুত্ব দিন। এই উপসর্গ হতে পারে ...
04/07/2025

হাত-পায়ের অস্বাভাবিক অনুভূতি আপনার দৈনন্দিন জীবনে বাধা হয়ে দাঁড়াচ্ছে?

সমস্যাকে সময় থাকতে গুরুত্ব দিন। এই উপসর্গ হতে পারে স্নায়ুর সমস্যার আগাম সংকেত। অসাড়তা, ঝিনঝিনে অনুভূতি বা টানটান ব্যথা দীর্ঘদিন থাকলে দেরি না করে যোগাযোগ করুন অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন ডা. পার্থ প্রতিম চক্রবর্তীর সঙ্গে।

20/06/2025

হাঁটু সংক্রান্ত জটিল থেকে জটিলতর সমস্যাগুলির চিকিৎসা এখন দক্ষিণবঙ্গে তথা যশোরেই করা সম্ভব।

মালয়েশিয়া প্রবাসী মুকুল সাহেব হাঁটুর গুরুতর সমস্যার সন্মুখীন হয়ে দ্রুত দেশে ফিরে আসেন এবং আমাদের শরণাপন্ন হন।

মাত্র তিন সপ্তাহের মধ্যে তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেন এবং পুনরায় মালয়েশিয়াতে ফিরে যান।

আমরা মুকুল সাহেবের লিগামেন্ট ইনজুরিটি আর্থোস্কপিক সার্জারীর মাধ্যমে ভালো করে দিই।

অত্যাধুনিক এই আর্থোস্কপিক সার্জারীর অনেকগুলি সুবিধার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ২ টি সুবিধা হলো - কাঁটা- ছেঁড়া ছাড়াই এই সার্জারীটি সম্পন্ন করা হয় এবং খুব দ্রুত সময়েই সুস্থ হয়ে ওঠা যায়।

13/06/2025

পড়ে যেয়ে, যশোরের গদখালী উপজেলার নিমপাড়া নগরের, ওসমান গনি সাহেবের ডান হাতের হাড় খুবই খারাপভাবে ভেঙে যায়, মেডিকেলের ভাষাতে যেটিকে আমরা ক্লোজ ফ্রাকচার শ্যফট অফ হিউমেরাস বলি। ওপেন রিডাকশন সার্জারীর মাধ্যমে আমরা তার হাড় খুবই নিঁখুতভাবে জোড়া লাগাতে সক্ষম হয়। বর্তমানে যশোরেই আমরা সাধ্যের মধ্যে এমন আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা প্রদানের চেষ্টা করছি।

পবিত্র ঈদ-উল-আযহা আমাদের ত্যাগ, ভালোবাসা ও মানবতার শিক্ষায় উদ্বুদ্ধ করে।আপনাদের সকলকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ভালো...
06/06/2025

পবিত্র ঈদ-উল-আযহা আমাদের ত্যাগ, ভালোবাসা ও মানবতার শিক্ষায় উদ্বুদ্ধ করে।
আপনাদের সকলকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

16/05/2025

অপারেশন করুন সর্বাধুনিক প্রযুক্তিতে। বেশি না কেটে, সামান্য ছিদ্রের মাধ্যমে সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে অপারেশন করলে রোগী দ্রুত সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসে।

মোটরবাইক দূর্ঘটনায় অর্নব কুন্ডুর ডান থাইয়ের হাড় ভেঙে যায়। ক্লোজ রিডাকশন সার্জারীর মাধ্যমে তার হাঁড়টি নিঁখুতভাবে জোড়া লাগানো হয়। যার ফলে মারাত্মক একটি দূর্ঘটনার সন্মুখীন হয়েও অর্নব পুনরায় সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে।

09/05/2025

দূর্ঘটনায় হারুন সাহেবের বাম হাতের হাড় খুব খারাপভাবে ভেঙে যায়। মেডিকেলের ভাষায় যেটিকে আমরা ক্লোজ ফ্রাকচার প্রক্সিমাল শ্যফট অব হিউমেরাস বলি।

ভাঙা স্থানে আমরা ওপেন রিডাকশন সার্জারী পারফর্ম করি। বর্তমানে তার হাঁড় জোড়া লেগে তিনি সম্পূর্ণ সুস্থ জীবন-যাপন করছেন।

20/04/2025

সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে রাব্বি 🙂

ফুটবল খেলার সময় পড়ে যেয়ে রাব্বি আল আমিনের হাতের হাড় ভেঙে যায়। মেডিকেলের ভাষায় যেটাকে আমরা 'ইন্ট্রাআর্টিকুলার ফ্রাকচার অব ডিস্টাল রেডিয়াস’ বলে থাকি।

এটি খুবই খারাপ ধরনের একটি ভাঙা এবং ২১ দিন পুরাতন হওয়া স্বত্তেও আমরা যশোরেই এই সার্জারীটি সফলতার সাথে সম্পন্ন করি।

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ-উল ফিতর উদযাপন করুন সম্পূর্ণ সতর্কতার সাথে।পরিবার-পরিজনের সাথে আনন্দঘন মুহূর্তগুলো...
30/03/2025

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ-উল ফিতর উদযাপন করুন সম্পূর্ণ সতর্কতার সাথে।পরিবার-পরিজনের সাথে আনন্দঘন মুহূর্তগুলো হোক আরও আনন্দময়। এই কামনায় সকলকে জানায় ঈদের আন্তরিক শুভেচ্ছা।

হাঁড় ভেঙে গেলে প্রাথমিক পর্যায়ে কিছু সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি, যাতে ক্ষতি কম হয়।  আর ভাঙার ক্ষেত্রে যে জিনিসগুলা একেবারে...
24/03/2025

হাঁড় ভেঙে গেলে প্রাথমিক পর্যায়ে কিছু সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি, যাতে ক্ষতি কম হয়। আর ভাঙার ক্ষেত্রে যে জিনিসগুলা একেবারেই করবেন না সেগুলি হলো:

১. আক্রান্ত স্থানে কখনোই সরাসরি চাপ প্রয়োগ করবেন না।

২. নিজে নিজে হাড় ঠিক করার চেষ্টা করবেন না।

৩.ভাঙা জায়গা বেশি নাড়াচাড়া করবেন না।

এই নির্দেশনাগুলি এবং ইনফোগ্রাফিক্সে বর্ণিত পদক্ষেপগুলি অনুসরণ করলে গুরুতর জটিলতা এড়ানো সম্ভব। যেহেতু, হাঁড় ভাঙা খুব গুরুতর একটি সমস্যা, সেজন্য আমরা পরামর্শ দিই যে, কালবিলম্ব না করে আপনারা দ্রুতই একজন অর্থোপেডিক চিকিৎসকের শরণাপন্ন হন।

17/03/2025

শিশুদের হাঁড় ভাঙার চিকিৎসায় সচেতনতার সময় এখনই।

চুড়ামনকাঠি'র মুকুল হোসেনের মেয়ে 'মিম' এর মটর সাইকেল দূর্ঘটনায় একটি ফিমার ভেঙে যায়, যেটাকে আমরা মেডিকেলের ভাষাতে বলি 'ক্লোজ ফ্রাকচার শ্যফট অব ফিমার'।

পূর্বে এ ধরনের ভাঙার জন্য দীর্ঘদিন পেট থেকে পা পর্যন্ত প্লাস্টার করে রাখা হতো, যেটা ছিল খুবই কষ্টদায়ক।

বর্তমানে মেশিনের সাহায্যে শুধুমাত্র ছিদ্র করে আমরা যশোরেই সফলভাবে এই সার্জারিটি করি।

সার্জারীর কিছু দিনের মধ্যে মিম সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে।


হাড় সুস্থ রাখুন, জীবন উপভোগ করুন!শক্তিশালী হাড় মানেই সুস্থ ও শক্তিশালী জীবন। নিয়মিত ব্যায়াম, সঠিক পুষ্টি, পর্যাপ্ত পানীয়...
01/03/2025

হাড় সুস্থ রাখুন, জীবন উপভোগ করুন!

শক্তিশালী হাড় মানেই সুস্থ ও শক্তিশালী জীবন। নিয়মিত ব্যায়াম, সঠিক পুষ্টি, পর্যাপ্ত পানীয় গ্রহণ এবং ধূমপান এড়িয়ে চলা—এই সহজ কিছু অভ্যাস আপনার হাড়কে রাখবে মজবুত ও সুস্থ।

বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের জন্য এখনই যোগাযোগ করুন Partho Protim Chakrobortty এর সাথে!

14/02/2025

শিশুদের হাঁড় ভাঙার চিকিৎসা অতি দ্রুত না করলে, নষ্ট হতে পারে শিশুর ভবিষ্যৎ।

শিশুদের হাঁড় ভাঙলে অতি দ্রুত বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জনের পরামর্শ নিন।

Address

Jessore

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Partho Protim Chakrobortty - ডাঃ পার্থ প্রতিম চক্রবর্ত্তী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Partho Protim Chakrobortty - ডাঃ পার্থ প্রতিম চক্রবর্ত্তী:

Share

Category