Dr. Partho Protim Chakrobortty - ডাঃ পার্থ প্রতিম চক্রবর্ত্তী

  • Home
  • Bangladesh
  • Jessore
  • Dr. Partho Protim Chakrobortty - ডাঃ পার্থ প্রতিম চক্রবর্ত্তী

Dr. Partho Protim Chakrobortty - ডাঃ পার্থ প্রতিম চক্রবর্ত্তী MBBS, BCS (Health), MS (Ortho)
Fellow (Arthroscopy & Arthroplasty)
LM- Indian Arthroscopy Society

মানুষের সুস্থতার চেয়ে বড় সুখ আর কিছু নেই।আমার পাঁচজন রোগী গুরুতর লিগামেন্ট ইনজুরির পর আর্থোস্কপিক সার্জারির মাধ্যমে আজ স...
07/09/2025

মানুষের সুস্থতার চেয়ে বড় সুখ আর কিছু নেই।

আমার পাঁচজন রোগী গুরুতর লিগামেন্ট ইনজুরির পর আর্থোস্কপিক সার্জারির মাধ্যমে আজ সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। তাদের এই সাহসী লড়াই ও সফল রিকভারি আমাদের সকলের জন্য অনুপ্রেরণা।

আপনাদের জন্যই আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন চিকিৎসার অভিজ্ঞতা ও রোগীদের সেরে ওঠার বাস্তব গল্পগুলো শেয়ার করতে। এই গল্পগুলো আরও বিস্তারিতভাবে দেখার জন্য আমার নতুন ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন।

আমার ইউটিউব চ্যানেলে গিয়ে Subscribe করুন, যাতে ভবিষ্যতেও এমন অনুপ্রেরণামূলক রিকভারি স্টোরি ও চিকিৎসা বিষয়ক ভিডিওগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে দিতে পারি।

ইউটিউব ভিডিও লিংক - https://youtu.be/zgbyNwm5kG4

Discover the real recovery journeys of five of my patients who suffered from severe ligament injuries and are now living pain-free, active lives after succes...

31/08/2025

মেশিনের সাহায্যে করা আমাদের অত্যাধুনিক ক্লোজ রিডাকশন সার্জারী সেবা, দ্রুত সেরে ওঠার সম্ভাবনা অনেকাংশেই নিশ্চিত করে।

বাইক এক্সিডেন্টে নূর আমিন সাহেবের পায়ের হাঁড় ভেঙে যায়। মেডিকেলের ভাষাতে যেটিকে আমরা বলি 'ক্লোজ কমিনুটেড ফ্রাকচার শ্যফট অব ফিমার'। উনি বেশ খারাপ ধরনের ভাঙার শিকার হন। এই ভাঙাতে আমরা ক্লোজ রিডাকশন সার্জারী পারফর্ম করি।

অপারেশনের পর খুব অল্প সময়ের মধ্যেই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।

24/08/2025

কনুইয়ের ভাঙা হাড়ের অপচিকিৎসা ও সুচিকিৎসা।
সময়মত সঠিক চিকিৎসা পেলে ঠিক কত দ্রুত সময়ের মধ্যে একটি বাচ্চা সুস্থ জীবনে পা রাখতে পারে, আর অপচিকিৎসার ফলে একটি বাচ্চার পরিণতি কতটা করুণ হতে পারে, সে পার্থক্যটি আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, এই ভিডিও থেকে শিক্ষা গ্রহণ করে, সকলেই সন্তানদের সুরক্ষার দিকে নজর রাখবেন এবং সন্তানকে সুচিকিৎসা প্রদানের ব্যবস্থা করবেন।

16/08/2025

খেলা করতে যেয়ে আবীর মোল্লার হাতের হাড় ভেঙে যায়। মেডিকেলের ভাষায় যেটিকে আমরা 'ক্লোজ ফ্রাকচার - ডিস্টাল শ্যাফট অব হিউমেরাস' বলি। আবিরের ভাঙাতে আমরা ওপেন রিডাকশন সার্জারী পারফর্ম করি। এবং মাত্র ১৪ দিনের মধ্যে আবির সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে।

09/08/2025

হাডুডু খেলতে যেয়ে জীম হোসেন রাকিবের হাঁটুর এসিএল লিগামেন্ট ছিঁড়ে যায়। তিন মাস আগে আমরা তার লিগামেন্ট রিকনস্ট্রাকশন করি আর্থোস্কপিক সার্জারীর মাধ্যমে। দীর্ঘ সময় এসিএল এ টিয়ার থাকা স্বত্তেও জীম খুবই স্বল্প সময়ের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।

26/07/2025

পড়ে যেয়ে কলারোয়ার জয় দেব সেনের হিপ জয়েন্টের হাঁড় ভেঙে যায়। মেডিকেলের ভাষাতে যেটাকে আমরা "আনস্টেবল ট্রোকেনটারিক ফ্রাকচার" বলি।

বর্তমানে এই ধরনের ভাঙার জন্য সর্বাধুনিক চিকিৎসা সেবা যশোরেই পাওয়া সম্ভব।

আমরা অত্যাধুনিক C-Arm Machine এর সাহায্যে, খুব ছোট ছোট ছিদ্র করেই সর্বাধুনিক পদ্ধতিতে আধুনিক PFN দিয়ে সার্জারী সম্পন্ন করি, যেজন্য স্বল্প সময়ের ব্যবধানেই রোগী পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

19/07/2025

বাইক এক্সিডেন্টে চুয়াডাঙার মোহাম্মদ সজীবের পায়ের হাড় ভেঙে যায়। মেডিকেলের ভাষাতে যেটিকে আমরা, ক্লোজ ফ্রাকচার শ্যফট অফ ফিমার বলি। ভাঙার একদিন পরই অত্যাধুনিক ক্লোজ রিডাকশন সার্জারী করার ফলে এমন খারাপ ধরনের ভাঙা হওয়া স্বত্বেও খুবই দ্রুত সময়ের মধ্যে হাঁড় জোড়া লেগে যায়।

পূর্বে এধরনের সার্জারীর মধ্যে দিয়ে যাওয়া একজন রোগীর জন্য খুবই কষ্টকর এক অভিজ্ঞতা ছিল। বর্তমানে খুবই ছোট ছোট ছিদ্র করে সার্জারী সম্পন্ন করার ফলে রোগীদেরকে আর ভয়াবহ এক অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরতে হয় না।

Address

250 Bedded General Hospital
Jessore
7400

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Partho Protim Chakrobortty - ডাঃ পার্থ প্রতিম চক্রবর্ত্তী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Partho Protim Chakrobortty - ডাঃ পার্থ প্রতিম চক্রবর্ত্তী:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category