13/10/2023
ফ্যাটি লিভার বা লিভারে চর্বির লক্ষণ, কারণ ও চিকিৎসা | Fatty Liver Treatment Bangla | Dr. Azim Uddin
ফ্যাটি লিভার বা লিভারে চর্বি এটি একটি মেটাবলিক রোগ অর্থাৎ খাবার দাবারের সাথে সম্পর্কিত। বিশেষ করে যাদের ওজন অনেক বেশি, যাদের রক্তে চর্বির পরিমাণ বেশি, যারা আগে থেকে ডায়াবেটিস বা প্রেসার রোগে আক্রান্ত, বা যাদের হরমোন জনিত পলিসেস্টিক ওভারি সিনড্রোম বা এই ধরনের রোগ থাকে তাদের ম্যাক্সিমামই এই ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কোন ব্যক্তির যদি তার উচ্চতা অনুযায়ী ওজন বেশি থাকে অর্থাৎ bmi বেশি থাকে সে ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্স হবে এবং পরবর্তীতে ইনসুলিন রেজিস্ট্যান্স এর কারণে ফ্রি ফ্যাটি অ্যাসিড লিভারে ডিপোজিট হবে যেটা পরবর্তীতে ফ্যাটি লিভারের রূপান্তরিত হবে, যেটাকে আমরা নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার বলে থাকি।
#ফ্যাটি_লিভারের_লক্ষণ
#ফ্যাটি_লিভারের_চিকিৎসা
#লিভারে_চর্বি
#ফ্যাটি_লিভার