Lopa Medicine & Surgical

Lopa Medicine & Surgical It is a pharmacy and the official page of Lopa medicine & surgical,Navaron,Sarsha,Jessore.

18/02/2025
Safety Goggles are now available !Stay safe from COVID-19
18/04/2020

Safety Goggles are now available !
Stay safe from COVID-19

Ending the HIV/AIDS Epidemic: Community by Community
01/12/2019

Ending the HIV/AIDS Epidemic: Community by Community

Today is World Aids Day

Of the 37.9 million people living with HIV at the end of 2018, 79% received testing, 62% received treatment, and 53% had achieved suppression of the HIV virus with reduced risk of infecting others.

Thousands of community health workers and members of the HIV and key population networks – many of whom are living with HIV or affected by the epidemic – contributed to this success.

On World AIDS Day 2019, WHO is highlighting the difference these communities are making to end the HIV epidemic while drawing global attention to the need for their broader engagement in strengthening primary health care.

17/06/2019

If you do get the flu, this is what you should do:
-Cough or sneeze into elbow
-Wash your hands
-Eat nutritious food & drink plenty of water
-Get plenty of rest
-Seek medical advice if you are in a high risk group

14/03/2019

Love your heart ❤️
Take care of your health

04/09/2018

এন্টিবায়েটিক প্রতিরোধক্ষম ব্যাকটেরিয়া
যাবতীয় ব্যাকটেরিয়া সংক্রমণ রোধে দীর্ঘদিন ধরে যে এন্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে সে এন্টিবায়োটিক প্রতিরোধে ভয়ানকভাবে সক্ষম হয়ে উঠেছে কিছু ব্যাকটেরিয়া । এ ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণে 3 আগস্ট 2018 জাপানের দক্ষিণ- পশ্চিমাঞ্চলে কাগুশিমা বিশ্ববিদ্যালয় হাসপাতালে আট জন রোগী মারা যান । বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) করা এন্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার তালিকায় প্রথমে যে ব্যাকটেরিয়া রয়েছে সেই Acinetobacter দ্বারা সংক্রমিত হয়ে এসব রোগী মারা যান। বিশ্বব্যাপী চিকিৎসা ক্ষেত্রে আতংক তৈরি করা এ ব্যাকটেরিয়া ধ্বংস করতে প্রচলিত এন্টিবায়োটিক গুলো ব্যর্থ হচ্ছে বলে জনায় WHO । এন্টিবায়োটিক বিরোধী ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়তে থাকায় বিশ্বব্যাপী ভয়ানক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে । এন্টিবায়োটিক যেভাবে অকার্যকর হয়ে পড়ছে , তাতে চিকিৎসাবিদ্যা প্রবল হুমকিতে পড়তে পারে । তাই এন্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হওয়া দরকার । এন্টিবায়োটিক মূলত ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়, যা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে । কিন্তু এন্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়াগুলো এন্টিবায়োটিকের বিরুদ্ধে কাজ করে , অর্থাৎ এন্টিবায়োটিকের আক্রমণ প্রতিরোধ করে টিকে থাকতে পারে । এ ধরনের ব্যাকটেরিয়া মানুষ ও অন্যান্য প্রাণীর প্রাণীর দেহে ছড়িয়ে মারাত্মক রোগ তৈরি করতে পারে , যা কোনো ওষুধ ব্যবহার করে নিরাময় করা দুঃসাধ্য হয়ে পড়বে । 2017 সালে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক জরুরী বৈঠকে আট বিজ্ঞানী এক প্রতিবেদনে প্রথমবারের মতো এন্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার তালিকা প্রকাশ করেন । এন্টিবায়োটিক প্রতিরোধক্ষম ব্যাকটেরিয়াকে মানব স্বাস্থ্যের জন্য ভয়ানক ঝুঁকি উল্লেখ করে এ প্রতিবেদনে বলা হয়,সারা বিশ্বে প্রায় সাত লাখ মানুষ প্রতি বছর এ এন্টিবায়োটিক প্রতিরোধক্ষম ব্যাকটেরিয়ার সংক্রমণে মারা যাচ্ছে । মূলত এন্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার, অপব্যবহারের ও সময় পরিক্রমায় ব্যাকটেরিয়ার জীনগত পরিবর্তনের কারণে,বিশ্বব্যাপী বার ধরনের ব্যাকটেরিয়া এন্টিবায়োটিক প্রতিরোধক্ষম হয়ে উঠেছে,যাদের প্রতিরোধ করা ক্রমেই দুঃসাধ্য হয়ে উঠছে ।
তথ্য সূত্র: কারেন্ট অ্যফেয়ার্স (বর্ষ 23 ,সংখ্যা 267 , September 2018 )

19/07/2018

Using an inhaler? 🌬️✔️⬇️

লুই পাস্তুর (ফরাসি: Louis Pasteur লুই পাস্ত্যোর্‌) (ডিসেম্বর ২৭, ১৮২২ – সেপ্টেম্বর ২৮, ১৮৯৫) একজন ফরাসি অণুজীববিজ্ঞানী ও...
15/12/2017

লুই পাস্তুর (ফরাসি: Louis Pasteur লুই পাস্ত্যোর্‌) (ডিসেম্বর ২৭, ১৮২২ – সেপ্টেম্বর ২৮, ১৮৯৫) একজন ফরাসি অণুজীববিজ্ঞানী ও রসায়নবিদ।তিনিই প্রথম আবিষ্কার করেন যে অণুজীব অ্যালকোহলজাতীয় পানীয়ের পচনের জন্য দায়ী। জীবাণুতত্ত্ব ও বিভিন্ন রোগ নির্মূলে বিভিন্ন ধরণের প্রতিষেধক আবিষ্কার করে স্মরণীয় হয়ে রয়েছেন।

জীবানু তত্ত্ব সম্পাদনা

পাস্তুর দেখান কিছু রোগ অণুজীব দ্বারা সংঘটিত হতে পারে, যারা পানি ও বাতাসের মাধ্যমে ছড়ায়। তিনি তার জীবাণু তত্ত্বে দেখান যে অণুজীব বৃহদাকার জীবকে আক্রমণ করে রোগ সংঘটিত করতে পারে।

ভ্যাক্সিন আবিস্কার
--------------

অ্যান্থ্রাক্স সম্পাদনা

পাস্তুর প্রথম অ্যান্থ্রাক্স এর ভ্যাক্সিন আবিস্কার করেন। তিনি গবেষণার মাধ্যমে বুঝতে পারেন গৃহপালিত পশুতে অ্যান্থ্রাক্স ব্যাসিলি (Bacillus anthrasis)-এর আক্রমণেই অ্যান্থ্রাক্স হয়। তিনি রোগ সৃষ্টিতে অক্ষম অ্যান্থ্রাক্স ব্যাসিলি ভেড়ায় ইনজেকসনের মাধ্যমে প্রবেশ করান এবং দেখেন পরবর্তীকালে এগুলো আর রোগ সৃষ্টিতে সক্ষম ব্যাসিলি দিয়ে আক্রান্ত হয় না।

জলাতঙ্ক প্রতিষেধক আবিষ্কার
-----------------------

অ্যান্থ্রাক্স প্রতিরোধক আবিস্কারের পর পাস্তুর অন্যান্য রোগের প্রতিরোধের জন্য গবেষণা শুরু করেন। তিনি জলাতঙ্ক নিয়ে কাজ করে দেখেন এটি নার্ভাস সিস্টেমের একটি রোগ এবং আক্রান্ত পশুর স্পাইনাল কর্ডের নির্যাস দ্বারা অন্য প্রাণিকে জলাতঙ্কে আক্রান্ত করা যায়। এই পদ্ধতিতে তিনি রোগ প্রতিরোধে অক্ষম র‌্যাবিস ভাইরাস উৎপাদন করেন, যা জলাতঙ্কের ভ্যাক্সিন হিসেবে ব্যবহার করা সম্ভব। ১৮৮৫ সালে পাস্তুর প্রথম এক শিশু বালকের উপর এই ভ্যাক্সিন প্রয়োগ করেন। ছেলেটি জলাতঙ্ক আক্রান্ত কুকুর কামড়িয়েছিল, তারপর ছেলেটির মা তাকে পাস্তুরের গবেষণাগারে নিয়ে আসেন। পাস্তুর ছেলেটিকে ভ্যাক্সিন প্রদান করেন এবং ছেলেটি ভাল হয়ে উঠে।এই ভাবে তিনি জলাতঙ্ক প্রতিষেধক আবিষ্কার করেন ।

Wikipedia থেকে সংগৃহীত
ছবি Wikipedia থেকে সংগৃহীত

31/05/2017

চিকুনগুনিয়া (ইংরেজি ভাষায়: Chikungunya) হচ্ছে চিকুনগুনিয়া ভাইরাস দ্বারা সৃষ্ট একটি সংক্রমণ। এই ভাইরাস শরীরে প্রবেশের দুই থেকে চার দিনের মধ্যে আকস্মিক জ্বর শুরু হয় এবং এর সাথে অস্থিসন্ধিতে ব্যথা থাকে যা কয়েক সপ্তাহ, মাস বা বছর পর্যন্ত স্থায়ী হতে পারে।[২][৩][৪] এই রোগে মৃত্যু ঝুঁকি প্রতি দশ হাজারে এক জন বা এর চেয়েও কম তবে বয়স্কদের ক্ষেত্রে এই রোগের জটিলতা তুলনামূলক বেশি হয়।

এই ভাইরাসটি মশার কামড়ের মাধ্যমমে মানব শরীরে প্রবেশ করে। এডিস(Aedes) গণের দুটি প্রজাতি এডিস ইজিপ্টি ও এডিস অ্যালবপ্টিকাস এই ভাইরাসের বাহক হিসেবে পরিচিত।মানুষ ছাড়াও বানর, পাখি, তীক্ষ্ণ দন্ত প্রাণী যেমন ইঁদুরে এই ভাইরাসের জীবনচক্র বিদ্যমান। এখানেই ডেঙ্গু ভাইরাসের সাথে এর পার্থক্য কারণ ডেঙ্গু ভাইরাস শুধু স্তন্যপায়ীদের আক্রান্ত করে।

এই রোগ প্রতিরোধের প্রধান উপায় হলো মশা নিয়ন্ত্রণ ও ঘুমানোর সময় মশারি টাঙানো।
---WIKIPEDIA

04/02/2017

ওমিপ্রাজল (ইংরেজি: Omeprazole)
হলো একটি প্রোটন পাম্প ইনহিবিটর যা
পাকস্থলীর এসিড নিঃসরণ কে নিবৃত করে
এবং এটি পেপটিক আলসার,
গ্যাস্ট্রইসোফ্যাজিয়াল রিফ্লাক্স
ডিজিজ, জলিনজার-এলিসন সিন্ড্রোম
এর চিকিৎসায় ব্যবহৃত হয়।[৩] এটি ঊর্ধ্ব
অন্ত্রঘটিত রক্তক্ষরণ প্রতিরোধে
ব্যবহৃত হয়।[৩]
সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াসমূহ হলো
বমিভাব, বমি, মাথাব্যথা, পেটফাঁপা
ইত্যাদি। গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার
মধ্যে অন্যতম হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম
ডিফিসিল কোলাইটিস, নিউমোনিয়া ও
অস্থিক্ষয়ের ঝুঁকি বৃদ্ধি। এটি সেবনের
ফলে পাকস্থলীর ক্যান্সারের
উপসর্গসমূহ প্রশমিত হয় ফলে রোগ
নির্ণয় বিলম্বিত হতে পারে। এটি
গর্ভাবস্থায় নিরাপদ কিনা এই ব্যাপারে
সন্দেহ রয়েছে।
ওমিপ্রাজল আবিষ্কার হয় ১৯৭৯ সালে.[৪]
এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি ওষুধের
তালিকায় স্থান পেয়েছে।[৫] এটি এখন
জেনেরিক ওষুধ হিসাবে বাজারে বিদ্যমান।
From - - -WIKIPEDIA

02/02/2017

রেনিটিডিন (ইংরেজি: Ranitidine) হচ্ছে
এমন একটি ওষুধ যা গ্যাস্ট্রিক এসিড
উৎপাদন কমাতে ব্যবহার করা হয়। [১] এটা
পেপ্টিক আলসার, গ্যাস্ট্রইসোফেজিয়াল
রিফ্লাক্স রোগ জলিনজার-এলিসন
সিন্ড্রোম রোগের চিকিৎসায় ব্যবহৃত
হয়। [১] হাইভস বা আরটিকেরিয়ার
চিকিৎসায় উপকার পাবার প্রমাণ রয়েছে।
[২] এটা মুখে এবং মাংসপেশিতে বা শিরায়
ইনজেকশন এর মাধ্যমে দেয়া হয়। [১]
প্রধান পার্শ্বপ্রতিক্রিয়াসমুহ হলো
মাথাব্যথা, ইনজেকশনের জায়গায় ব্যথা।
গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে লিভারে
সমস্যা, হার্টরেট কমে যাওয়া, পাকস্থলীর
ক্যান্সারজনিত উপসর্গগুলো বুঝতে না
পারা। [১] এটা ক্লস্ট্রিডিয়াম ডেফিসিল
কোলাইটিসের ঝুঁকি বাড়ায়। [৩] এটা
সাধারণত গর্ভাবস্থায় নিরাপদ।
রেনিটিডিন হলো H 2 হিস্টামিন রিসেপ্টর
অ্যান্টাগনিস্ট যা হিস্টামিন কে ব্লক করে
ফলে পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে
বেশি এসিড বের হতে পারেনা। [১]
গ্লাক্সো ফার্মা যা এখন
গ্লাক্সোস্মিথক্লাইন এর অংশ ১৯৭৬
সালে রেনিটিডিন আবিষ্কার করে। [৪][৫]
এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি ওষুধের
তালিকায় স্থান পেয়েছে এবং প্রাথমিক
স্বাস্থ্যসেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ
হিসেবে বিবেচিত হয়। [৬] এটা এখন
জেনেরিক মেডিসিন হিসেবে সহজলভ্য।
[৭]
১৯৮১ সালে প্রথমবার রেনিটিডিন বাজারে
ছাড়া হয় এবং ১৯৮৭ সালের মধ্যে এটি
বাজারে বিক্রীত ওষুধের মধ্যে শীর্ষস্থান
দখল করে। পরবর্তীতে ওমিপ্রাজল (যা
একটি প্রোটন পাম্প ইনহিবিটর)
শীর্ষস্থান দখল করে।
From - - WIKIPEDIA

This is a new collection .....😊😊😊
06/11/2016

This is a new collection .....😊😊😊

Address

Navaron Rail Bazar, Sharsha
Jessore
7432

Opening Hours

Monday 08:00 - 23:00
Tuesday 08:00 - 23:00
Wednesday 08:00 - 23:00
Thursday 08:00 - 23:00
Friday 08:00 - 23:00
Saturday 08:00 - 23:00

Alerts

Be the first to know and let us send you an email when Lopa Medicine & Surgical posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category