04/09/2018
এন্টিবায়েটিক প্রতিরোধক্ষম ব্যাকটেরিয়া
যাবতীয় ব্যাকটেরিয়া সংক্রমণ রোধে দীর্ঘদিন ধরে যে এন্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে সে এন্টিবায়োটিক প্রতিরোধে ভয়ানকভাবে সক্ষম হয়ে উঠেছে কিছু ব্যাকটেরিয়া । এ ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণে 3 আগস্ট 2018 জাপানের দক্ষিণ- পশ্চিমাঞ্চলে কাগুশিমা বিশ্ববিদ্যালয় হাসপাতালে আট জন রোগী মারা যান । বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) করা এন্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার তালিকায় প্রথমে যে ব্যাকটেরিয়া রয়েছে সেই Acinetobacter দ্বারা সংক্রমিত হয়ে এসব রোগী মারা যান। বিশ্বব্যাপী চিকিৎসা ক্ষেত্রে আতংক তৈরি করা এ ব্যাকটেরিয়া ধ্বংস করতে প্রচলিত এন্টিবায়োটিক গুলো ব্যর্থ হচ্ছে বলে জনায় WHO । এন্টিবায়োটিক বিরোধী ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়তে থাকায় বিশ্বব্যাপী ভয়ানক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে । এন্টিবায়োটিক যেভাবে অকার্যকর হয়ে পড়ছে , তাতে চিকিৎসাবিদ্যা প্রবল হুমকিতে পড়তে পারে । তাই এন্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হওয়া দরকার । এন্টিবায়োটিক মূলত ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়, যা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে । কিন্তু এন্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়াগুলো এন্টিবায়োটিকের বিরুদ্ধে কাজ করে , অর্থাৎ এন্টিবায়োটিকের আক্রমণ প্রতিরোধ করে টিকে থাকতে পারে । এ ধরনের ব্যাকটেরিয়া মানুষ ও অন্যান্য প্রাণীর প্রাণীর দেহে ছড়িয়ে মারাত্মক রোগ তৈরি করতে পারে , যা কোনো ওষুধ ব্যবহার করে নিরাময় করা দুঃসাধ্য হয়ে পড়বে । 2017 সালে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক জরুরী বৈঠকে আট বিজ্ঞানী এক প্রতিবেদনে প্রথমবারের মতো এন্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার তালিকা প্রকাশ করেন । এন্টিবায়োটিক প্রতিরোধক্ষম ব্যাকটেরিয়াকে মানব স্বাস্থ্যের জন্য ভয়ানক ঝুঁকি উল্লেখ করে এ প্রতিবেদনে বলা হয়,সারা বিশ্বে প্রায় সাত লাখ মানুষ প্রতি বছর এ এন্টিবায়োটিক প্রতিরোধক্ষম ব্যাকটেরিয়ার সংক্রমণে মারা যাচ্ছে । মূলত এন্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার, অপব্যবহারের ও সময় পরিক্রমায় ব্যাকটেরিয়ার জীনগত পরিবর্তনের কারণে,বিশ্বব্যাপী বার ধরনের ব্যাকটেরিয়া এন্টিবায়োটিক প্রতিরোধক্ষম হয়ে উঠেছে,যাদের প্রতিরোধ করা ক্রমেই দুঃসাধ্য হয়ে উঠছে ।
তথ্য সূত্র: কারেন্ট অ্যফেয়ার্স (বর্ষ 23 ,সংখ্যা 267 , September 2018 )