Dr. M Shariful Alam

Dr. M Shariful Alam Welcome to my page, I am Dr. M Shariful Alam a Cardiologist,
I am a Dhaka Medical College and Hospital Consultant Clinical and Interventional Cardiologist.
(16)

হৃদরোগ বিশেষজ্ঞ
কনসালটেন্ট ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা
ডাঃ এম শরীফুল আলম
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (কার্ডিওলজি)
এমএসিপি (মেডিসিন) আমেরিকা
ইকোকার্ডিওগ্রাফী(JORP ভারত)
ইন্টারভেনশনাল(Fortis ভারত) I am a specialist in all interventions including angiograms, heart rings, pacemakers, cardiac catheterizations,
I have specialized training in Echocardiography and Interventional from (JORP India) and (Fortis India).

29/09/2025

ডেঙ্গু জ্বর, এক আতংকের নাম

সারা দেশেই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, হাসপাতালে ভর্তি হচ্ছে ও মৃত্যু হারও বাড়ছে। তাই ডেঙ্গু জ্বর হলে করণীয়

★ দ্রুত ডাক্তারের পরামর্শে (NS1 Ag, antibody, CBC) ডেঙ্গু পরীক্ষা করুন
★জ্বরের সাথে Warning sign থাকলে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হবে
★ তীব্র পেটব্যথা, অতিরিক্ত বমি, পাতলা পায়খানা রক্তপাত হওয়া, পস্রাব কম হওয়া, শ্বাস কষ্ট এই উপসর্গ গুলোই Warning sign
★ বয়স্ক রোগী, হার্ট/কিডনি/লিভার ও ডায়াবেটিস রোগীকেও হাসপাতালে চিকিৎসা নিতে হবে
★ রক্তে প্লেটিলেট কমে গেলেই প্লেটিলেট বা রক্ত দেয়া লাগে না একটি নির্দিষ্ট সময় পর প্লেটিলেট বাড়তে থাকে
★ডেঙ্গু জ্বরের প্রধান চিকিৎসা হলো নরমাল স্যালাইন, এছারা ফলের রস, জুস, শরবত, ডাবের পানি ও পুষ্টিকর খাবার খেতে হবে
★ জ্বর হলে প্যারাসিটামল জাতীয় ঔষধ খাবেন। ব্যাথা নাশক ঔষধ ও স্টেরয়েড নিষেধ
★ ডাক্তারের পরামর্শ নিন, বিলম্ব না করে দ্রুত চিকিৎসা নিলে মৃত্যু হার কমানো যায়

ডাঃ এম শরীফুল আলম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

আজ ২৯ সেপ্টেম্বর " বিশ্ব হার্ট দিবস" । Cardiovascular রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে, World Heart Federation এবং World Hea...
29/09/2025

আজ ২৯ সেপ্টেম্বর " বিশ্ব হার্ট দিবস" । Cardiovascular রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে, World Heart Federation এবং World Health Organisation এর যৌথ উদ্যোগে ২০০০ সাল থেকে এই দিবসটি উদযাপন শুরু হয়। Cardiovascular disease এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী রোগ। প্রতি বছর প্রায় ১ কোটি ৮৬ লক্ষ মানুষ এই রোগে প্রাণ হারায়। কিন্তু এই মৃত্যুর ৮০% ই প্রতিরোধ যোগ্য। তাই ২৫ বছর পূর্তি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয়: Don't Miss a Beat. থিমটির তাৎপর্য হলো, অকাল মৃত্যুতে আমরা আর কারো Heart beat , miss করতে চাই না।
হৃদরোগের প্রতিরোধে, সুষম ও স্বাস্থ্যকর খাবার গ্ৰহন করুন। পর্যাপ্ত শরীরচর্চা করুন। নেশা জাতীয় দ্রব্য পরিহার করুন। ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, স্থুলতা প্রতিরোধ করুন এবং নিয়ন্ত্রণে রাখুন। সুস্থ থাকুন, দীর্ঘজীবী হন। Don't Miss a Beat.

ডাঃ মোঃ শরীফুল আলম
কনসালটেন্ট , কার্ডিওলজি বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

14/09/2025

ডা. এম শরীফুল আলমহৃদরোগ বিশেষজ্ঞবিষয়: হার্ট অ্যাটাক, বাঁচতে হলে জানতে হবেচেম্বার: আলোক হেলথকেয়ার, বাড়ি-১ ও ৩, রো....

Another informative article of mine
14/09/2025

Another informative article of mine

আজকের বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, রাজনীতি, বাণিজ্যবেলা, খেলা, বিশেষ আয়োজনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক .....

আজকের পত্রিকাতে প্রকাশিত আমার লেখা একটি প্রতিবেদন
13/09/2025

আজকের পত্রিকাতে প্রকাশিত আমার লেখা একটি প্রতিবেদন

আমার আরো একটা লেখা প্রকাশিত হয়েছে পড়ার অনুরোধ রইলো
12/09/2025

আমার আরো একটা লেখা প্রকাশিত হয়েছে
পড়ার অনুরোধ রইলো

হার্ট ফেইলিউর একটি গুরুতর এবং সম্ভাব্য জীবন-হুমকির অবস্থা যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে। এটি ঘট....

আপনি কি হার্ট এর সমস্যায় ভুগছেন আপনার কি হার্ট অ্যাটাকের আশঙ্কা আছে আপনার কি হার্ট অ্যাটাক হয়েছে দক্ষ ও বিশ্বস্ত বিশেষ...
08/09/2025

আপনি কি হার্ট এর সমস্যায় ভুগছেন
আপনার কি হার্ট অ্যাটাকের আশঙ্কা আছে
আপনার কি হার্ট অ্যাটাক হয়েছে
দক্ষ ও বিশ্বস্ত বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সুস্থ হওয়ার জন্য এনজিওগ্রাম ও হার্ট এ রিং লাগানো প্রয়োজন
আপনাকে সঠিক চিকিৎসা প্রদান করতে আমি আছি আপনার পাশে

08/09/2025

হাতের রক্তনালীর মাধ্যমে হার্ট এর ডান পাশের রক্তনালীর ৯৫% ব্লক রিং লাগানোর মাধ্যমে খুলে দিলাম
কাজের মধ্যেই শান্তি পায়

My Dhaka Chamber From 6 pm to 9 pm
02/09/2025

My Dhaka Chamber
From 6 pm to 9 pm

আজ যশোর থেকে ঢাকায় আসা একজন রোগীর ৩ টা রক্তনালির সবগুলো ব্লক হয়ে যাওয়ার কারণে ৪ টা রিং লাগিয়ে খুলে দিলাম এক সেটিং এগ...
31/08/2025

আজ যশোর থেকে ঢাকায় আসা একজন রোগীর ৩ টা রক্তনালির সবগুলো ব্লক হয়ে যাওয়ার কারণে ৪ টা রিং লাগিয়ে খুলে দিলাম এক সেটিং এ
গ্রীনলাইফ মেডিকেল কলেজ হাসপাতাল

হৃদরোগের পর সুস্থভাবে বেঁচে থাকার জন্য ব্যায়াম সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি। নিয়মিত শারীরিক কার্যকলাপ শুধু শক্তি ...
25/08/2025

হৃদরোগের পর সুস্থভাবে বেঁচে থাকার জন্য ব্যায়াম সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি। নিয়মিত শারীরিক কার্যকলাপ শুধু শক্তি ও উদ্যমই বাড়ায় না, বরং হৃদরোগে মৃত্যুর ঝুঁকি প্রায় ৫০% পর্যন্ত কমাতে পারে।

তবে অনেক রোগী হার্ট অ্যাটাক বা অন্যান্য হৃদরোগের পর ব্যায়াম শুরু করতে ভয় পান বা দ্বিধায় ভোগেন—কোথা থেকে শুরু করব? কতটা ব্যায়াম নিরাপদ?

এই নির্দেশিকাটি হৃদরোগীদের ধাপে ধাপে সাহায্য করবে ইনশাআল্লাহ্‌।

🏥 কার্ডিয়াক পুনর্বাসনের (Cardiac Rehab) ভূমিকাঃ

কার্ডিয়াক রিহ্যাব হলো একটি বিশেষায়িত প্রোগ্রাম যা আপনাকে নিরাপদে শারীরিক কার্যকলাপ শুরু করতে ও স্বাস্থ্যকর জীবনযা পন করতে সহায়তা করবে।

রিহ্যাব টিমে সাধারণত থাকেন:
✅ কার্ডিওলজিস্ট
✅ ফিজিয়াট্রিস্ট
✅ ফিজিওথেরাপিস্ট
✅ ডায়েটিশিয়ান
✅ সাইকোলজিস্ট

তারা একসাথে কাজ করে আপনাকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করবেন। যদি আপনার এলাকায় রিহ্যাব সেন্টার না থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়িতেই নিরাপদ প্রোগ্রাম অনুসরণ করতে পারেন।

🚶‍♂️ ব্যায়াম শুরু করা – হাঁটা দিয়ে শুরু করুন

অনেকের জন্য হাঁটা সবচেয়ে সহজ ও নিরাপদ ব্যায়াম। শুরুতে ছোট পরিসরেই হাঁটুন – যেমন হলওয়ে, বাসার আঙিনা, বা নিকটবর্তী রাস্তা। ধীরে ধীরে সময় ও দূরত্ব বাড়ান।

হাঁটার প্রোগ্রাম যেভাবে পরিকল্পনা করবেন -

সপ্তাহ ১: প্রতি দ্বিতীয় দিন, ১০ মিনিট সহজ হাঁটা
সপ্তাহ ২: ৫ মিনিট ওয়ার্ম আপ + ১০ মিনিট দ্রুত হাঁটা + ৫ মিনিট রেস্ট নেয়া।
সপ্তাহ ৩: সপ্তাহে ৪ দিন, ১৫ মিনিট দ্রুত হাঁটা
সপ্তাহ ৪: সপ্তাহে ৪ দিন, ২০ মিনিট দ্রুত হাঁটা
সপ্তাহ ৫–৬: সপ্তাহে ৫ দিন, ২৫–৩০ মিনিট দ্রুত হাঁটা, সামান্য উঁচু পথে চেষ্টা করুন।

প্রতিবার ব্যায়ামের আগে ৫–১০ মিনিট ওয়ার্ম আপ এবং শেষে স্ট্রেচিং করুন।

📏 F**T নীতি – সঠিক ব্যায়ামের নিয়ম

আপনার ব্যায়াম কার্যকরী ও নিরাপদ রাখতে F**T নীতি অনুসরণ করুন:

🔹 F – Frequency (বারবার): সপ্তাহের বেশিরভাগ দিন ব্যায়াম করুন
🔹 I – Intensity (তীব্রতা): হালকা থেকে মাঝারি পর্যায়ে;যতটুকু পরিশ্রম করলে শ্বাস দ্রুত হবে তবে কথোপকথন চালানো সম্ভব হবে
🔹 T – Time (সময়): প্রতি সপ্তাহে অন্তত ১৫০ মিনিট
🔹 T – Type (ধরন):

- অ্যারোবিক: হাঁটা, সাইক্লিং, সাঁতার, এটি আপনার শ্বাস-প্রশ্বাস এবং হৃদস্পন্দন বৃদ্ধি করে, যা আপনার হৃদয়, ফুসফুস এবং রক্তসংবহনতন্ত্রকে কর্মক্ষম করে।

- স্ট্রেচিং বা নমনীয়তা ব্যায়াম আপনার পেশীগুলিকে শিথিল রাখে এবং আপনার জয়েন্টগুলিকে সচল রাখে।

⚠️ আপনার শরীরের কথা শুনুন

ব্যায়ামের সময় নিচের অনুভূতি স্বাভাবিক:
✔️ হালকা ক্লান্তি
✔️ শ্বাস দ্রুত হওয়া কিন্তু শ্বাসকষ্ট নয়
✔️ সামান্য ঘাম
✔️ শরীর শিথিল লাগা

কিন্তু নিচের উপসর্গ দেখা দিলে তাৎক্ষণিকভাবে ব্যায়াম বন্ধ করুন এবং চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন:
❌ বুকে ব্যথা বা চাপ (এনজাইনা)
❌ মাথা ঘোরা বা বমি ভাব
❌ তীব্র শ্বাসকষ্ট
❌ অতিরিক্ত দ্রুত হৃদস্পন্দন
❌ ঠান্ডা ও আঠালো ঘাম

হৃদরোগের পর ব্যায়াম শুরু করা চ্যালেঞ্জিং মনে হতে পারে, তবে সঠিক দিকনির্দেশনা ও ধাপে ধাপে অগ্রগতি আপনাকে সুস্থ ও সক্রিয় জীবন ফিরিয়ে আনতে সাহায্য করবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই নতুন ব্যায়াম শুরু করবেন না।

Address

Dhaka Medical College Hospital
Jessore
1000

Telephone

+8801763559796

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. M Shariful Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. M Shariful Alam:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category