02/07/2025
অনেকেই অল্প পরিশ্রমে বুকে চাপ বা ব্যথা, অল্পতেই হাঁপিয়ে যাওয়া, হাঁটলে ক্লান্তি বা দুর্বলতা অনুভব করেন। এসব উপসর্গ হতে পারে হৃদপিণ্ডের রক্তনালি ব্লক (Coronary Artery Disease)হওয়ার ইঙ্গিত। এসব ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করে সঠিক রোগ ডায়াগনোসিস খুবই জরুরি।
সাম্প্রতিক সময়ে হৃদরোগ নির্ণয়ে একটি আধুনিক, কার্যকর ও নিরাপদ পদ্ধতি হচ্ছে সিটি করোনারি এনজিওগ্রাম (CT Coronary Angiogram)।
সোশ্যাল মিডিয়ার কারণে অনেকেই আবার সিটি এনজিওগ্রাম নিয়ে অতিরিক্ত আগ্রহী।আসুন জেনে নি সিটি এনজিওগ্রামের খুঁটিনাটি।
🩺 সিটি এনজিওগ্রাম কী?
সিটি এনজিওগ্রাম একটি নন-ইনভেসিভ (কাটাছেঁড়াবিহীন) পরীক্ষা, যেখানে সিটি স্ক্যান মেশিন ও কনট্রাস্ট ডাই ব্যবহার করে হৃদপিণ্ডের ধমনিগুলো (coronary arteries) পরিষ্কারভাবে দেখা যায়। এতে বোঝা যায় ধমনিতে ব্লক বা সরু হওয়া আছে কিনা।
⚙️ কিভাবে করা হয় এই পরীক্ষা?
🔹 রোগীর হাতের শিরাতে একটি IV লাইনের মাধ্যমে বিশেষ ডাই (contrast dye) প্রবেশ করানো হয়
🔹 সেই ডাই রক্তনালিতে মিশে গেলে সিটি স্ক্যান মেশিন দিয়ে হৃদপিণ্ডের ছবি তোলা হয়
🔹 প্রয়োজনে পরীক্ষার আগে হার্টরেট কমাতে বিটা-ব্লকার ও নাইট্রোগ্লিসারিন দেওয়া হয়
🔹সিটি এনজিওগ্রামের সময় হার্টবিট প্রতি মিনিটে ৬০-৭০ থাকতে হয়।
✅ কার জন্য এই পরীক্ষা উপযুক্ত?
❤️ যাদের বুকে ব্যথা আছে কিন্তু নিশ্চিত না এটি হৃদরোগ কি না এবং যাদেন হৃদরোগের
🧬 রিস্ক ফ্যাক্টর আছে (ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, পারিবারিক ইতিহাস)
📉 যাদের প্রাথমিক ইসিজি, ইকো বা ট্রেডমিল টেস্টে সন্দেহজনক ফল মানে ডেফিনিটলি বলতে পারে নাই আসলেই হৃদরোগ আছে কিনা।
❌ কারা এই পরীক্ষা করতে পারবেন না?
🤰 গর্ভবতী নারী (রেডিয়েশনের ঝুঁকি থাকায়)
🚱 যাদের কিডনির সমস্যা আছে (কনট্রাষ্ট/ ডাই কিডনিতে প্রভাব ফেলতে পারে)
⚠️ যাদের কনট্রাস্ট ডাইয়ে অ্যালার্জি আছে
💓 যাদের হার্টরেট খুব অনিয়মিত এবং অনিয়ন্ত্রিত।
✒️ যাদের বুকের আকৃতি ঠিক নাই।
🔥 যারা শ্বাস ধরে রাখতে পারেন না।
🎯 এই পরীক্ষার উপকারিতা কী?
🔍 খুব দ্রুত ও মোটামুটি নিখুঁতভাবে ধমনিতে ব্লক আছে কিনা তা জানা যায়।
🔪 কোনো কাটা বা সার্জারির প্রয়োজন হয় না
🔄 অনেক ক্ষেত্রেই স্ট্যান্ডার্ড এনজিওগ্রামের বিকল্প হতে পারে
⏱️ রোগ নির্ণয় ত্বরান্বিত হয়, চিকিৎসা দ্রুত শুরু করা যায়
📝 পরীক্ষার পরে করণীয়
💧 প্রচুর পানি পান করতে হবে ডাই শরীর থেকে বের করতে
🏃♂️ স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাওয়া যায় একই দিনে
📃 রিপোর্টের ভিত্তিতে চিকিৎসক পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবেন