Student Blood Bank Noapara

Student Blood Bank Noapara আল্লাহ বাঁচান☝️🥰
আমরা সাহায্য করি❤️‍🩹🫱🏼‍🫲🏾🫂

বিনা স্বার্থে যারা রক্তদান করে থাকেন!🧏🩸💌
তাদের কে যথার্থ মূল্যায়ন করুন!🤝🤗🫂
ধন্যবাদ!😊

21/08/2025

কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।

১- ডোনারের যাতায়াত খরচ
২- যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার খাওয়ার খরচ
৩- ডাব, স্যালাইন পানি, কিছু ফলমূল কিনে দেওয়ার খরচ দেয়াটা কমনসেন্সের ব্যাপার এবং পরবর্তী ২৪ ঘন্টা ডোনারের খোঁজ খবর রাখবেন।

পারলে কোন এক সময় বাসায় দাওয়াত দিবেন। 💕
ব্লাড দেয়ার আগে অনেকে ডোনার কে বলে ব্লাড দেয়া একটা কমন বেপার এগুলো না বলা। 🥺
অনেকে ভালবাসা নিয়ে আসে ব্লাড দিতে, কিন্তু এগুলা শুনে মন খারাপ করে ফেলে। যারা ব্লাড দেয় তারা বেশিরভাগই স্টুডেন্ট, মেসে থেকে পড়াশুনা করে। তারা প্রতিনিয়ত ব্লাড দেয়। অনেক সময় দেখা যায় পরের দিন এক্সাম, তবুও ব্লাড দেয়।

আবার, যারা ব্লাড খুঁজে দেয় তারাই জানে ১ ব্যাগ ব্লাড খুঁজে বের করা কতটা কষ্টের। সময়, শ্রম দিয়ে ডোনারকে খুজে বের করতে হয়। অনেকেই তো সেগুলা জানেনই না। এগুলা হাইড স্টোরি থাকে।

কিন্তু রোগীর রিলেটিভদের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই বিবেকহীনতার পরিচয় দেয়। কোনো খোজ খবরই নিতে চায়না যে চরম এই বিপদের সময় এই রক্ত কোথা থেকে এলো। একজনকে বলে দেয়, তারপর মনে হয় সব দায়ভার ঐ বেচারার। নিজের সম্মান রক্ষার জন্য হলেও ঐ বেচারা ডোনারকে কেয়ার করে। অনেক ডোনার জবও করেনা। হয়তো আত্মীয় স্বজন, না হয় পরিচিত, নতুবা মানবতার জন্য মানুষের বিপদে এগিয়ে যায়।

নামীদামী হাসপাতালে ভর্তি করাতে পারেন,একদিনে ৩/৪ হাজার টাকা করে কেবিন ভাড়া দিতে পারেন। কিন্তু যে মানুষটা তার সবথেকে মূল্যবান জিনিস দিয়ে আপনাকে হেল্প করছে,তার কদর করবেন না, তা হতে পারেনা।

যে দেশে ২৫০মিলি গ্রাম পানির বোতল কিনে খেতে হয়,সে দেশে বিনা টাকায় ৪৫০ মিলি গ্রাম রক্ত দাতাকে সম্মান করা আপনার কর্তব্য।

০৭.০৭.২৫ তারিখ! আজকে আরেকটা দুঃখের কথা বলি! রাত বাজে ১০:০৪! সারাদিনের ক্লান্তি শেষে রাতের খাবার শেষ করে ফ্যামিলির সাথে ক...
07/07/2025

০৭.০৭.২৫ তারিখ!
আজকে আরেকটা দুঃখের কথা বলি!

রাত বাজে ১০:০৪! সারাদিনের ক্লান্তি শেষে রাতের খাবার শেষ করে ফ্যামিলির সাথে কিছু সময় আড্ডা দিচ্ছিলাম! হঠাৎ করে বিশ্বাস (প্রা:) হসপিটাল থেকে কল আসলো! একজন গর্ভবতী মা এর জন্য! ঐ মায়ের আগে একটি ছেলে সন্তান আছে যার বয়স আনুমানিক ১২/১৩ হবে! এবং এটি হবে তার ২য় সন্তান! তবে দুঃখের বিষয় হলো তার দ্বিতীয় বাচ্চার "মা" হবার ইচ্ছা টা আর পূর্ন হলো না! কারণ তার পেটের বাচ্চা টি ভূপৃষ্ঠ হবার আগেই মারা গিয়েছে বলে জানতে পারি! এবং পেটের বাচ্চা টি মারা যাওয়ার পর অনাকাঙ্ক্ষিত কিছু একটা কারণে তার অতিরিক্ত ব্লিডিং হচ্ছে, হয়তো এভাবে হতে থাকলে তাকেও আর বাঁচানো সম্ভব হবে না!( আল্লাহ ভালো জানেন☝️)
এসব খবর শুনতে পেয়ে যেনো মাথায় একটা উত্তেজনার সৃষ্টি হয়ে গেলো! আল্লাহর উপর ভরসা করে খুঁজতে থাকলাম কে হবে এই মধ্যে রাতের ডোনার? রাত বাজে তখন প্রায় ১১:০০ টা! বাসা থেকে বের হয়ে হাঁটতে থাকলাম!আর খুঁজতে থাকলাম কে হবে এই মধ্য রাতের ডোনার? আল্লাহর অশেষ রহমতে বাড়ির কাছের ই একজন ভাতিজা কে পেয়ে গেলাম এবং তাকে নিয়ে সঙ্গে সঙ্গে ছুটে গেলাম হসপিটালে! সব প্রসেসিং শেষ করে রক্তদান সম্পন্ন করলাম রাত ১১:৩০ মিনিটে! এবং সাথে সাথেই রক্ত নিয়ে ডক্টর চলে গেলেন অপারেশন রুমে!তখন ও খবর পেলাম তার আরো কিছু পোশাক লাগবে ব্লিডিং থামছে না😓 অতঃপর আমরাও সবার সুস্থতা কামনা করে বাসায় ফিরলাম প্রায় রাত ১২:০০ টায়!

আসলে আমার এতটুকু ছোট বয়সে অনেক বড় বড় সমস্যা ও অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি বহুবার! সব কিছুই আল্লাহ তায়ালার ইশারা আর তার কিছু ভালো ও মুমিন বান্দাদের সাহায্যের জন্যই আজ এতো অভিজ্ঞতা!
আল্লাহ এমন বিপদ কাউকে না দিন!
এবং যারা এভাবে মানুষের পাশে থাকে রক্তদান করে,তাদের সব সময় অসহায় ও মুমূর্ষু রোগীর পাশে থাকায় তৌফিক দান করুন আমীন🤲

রক্তদান সংক্রান্ত একটি খুশির সংবাদ! 😍 #মোঃ_আসিফ:✍️ ০২.০৭.২৫ তারিখ! দুপুর ১.২০ এর দিকে বাসায় শুয়ে আছি!হঠাৎ কল আসলো, একজ...
02/07/2025

রক্তদান সংক্রান্ত একটি খুশির সংবাদ! 😍
#মোঃ_আসিফ:✍️

০২.০৭.২৫ তারিখ! দুপুর ১.২০ এর দিকে বাসায় শুয়ে আছি!হঠাৎ কল আসলো, একজন গর্ভবতী মা এর জন্য রক্ত চেয়ে আকুতি জানাচ্ছেন!🥺
দাবী,পেটে বাচ্চা নাড়াচাড়া করছে না, ইমারজেন্সি সিজার করাতে না পারলে হয়তো বাচ্চা টি আর বাঁচবে না!😓
উল্লেখ্য:(কিছুদিন আগে আমার এক বন্ধুর সাথে এমন একটি ঘটনা ঘটে এবং তাতে ভূপৃষ্ঠে আসার আগেই সে তার সন্তানটি কে চিরতরে হারিয়ে ফেলেন! সর্বোচ্চ সহায়তা করেছিলাম আমার পক্ষ হতে! তবে আল্লাহ উত্তম ফয়সালাকারী☝️🙂
তো আজকে আবার এরকম খবর শুনতে পেয়ে আর বসে থাকতে পারলাম না, গোসল না করা অবস্থায় ই ,খালি পেটে তৎক্ষণাৎ একজন ও পজেটিভ ডোনার (বন্ধু) কে নিয়ে ছুটে গেলাম🏃নওয়াপাড়া ফাতেমা হসপিটালে🏥 গিয়ে সর্বনিম্ন সময়ে সেই ও পজেটিভ রক্তদান টি সম্পন্ন করলাম💉 পরপর ই জানতে পারলাম সিজার টি হবে বিকাল ৫টায়! তাতে কিছুটা চিন্তা কম হলো কারণ আমার পক্ষ হতে আমি সর্বোচ্চ চেষ্টা করে দিয়েছি অলরেডি!🤝😌

তবুও যেনো অস্থির লাগছে! অধীর অপেক্ষায় রইলাম!🙁
অতঃপর বিকাল ৫টায় সিজার সম্পন্ন হয়ে একটা একটি ফুটফুটে সুন্দর ছেলে সন্তান এর জন্ম হলো!😻খবর পাওয়া মাত্রই ছুটে গেলাম বাচ্চা টা কে দেখতে!🧑‍🍼
দেখলাম আলহামদুলিল্লাহ বাচ্চা টাও খুব ই স্বাভাবিক👶 এবং বাচ্চার মা ও খুব ই স্বাভাবিক অবস্থা বিরাজ করছেন!♥️

দেখে মনে মনে অত্যন্ত আনন্দিত হচ্ছিলাম🥰!আসলে এখানে আমার কোনোই অবদান নেই!🧏 সকল প্রশংসা একমাত্র মহান মালিক এর☝️ এবং তিনিই উত্তম ফয়সালাকারী!☝️ সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ🤲🥰

এমন একটি ঘটনার সাক্ষী হতে পেরে নিজের জন্য অজান্তেই গর্ব হচ্ছে!
আলহামদুলিল্লাহ😇✅

২০.০৫.২৫ তারিখ!আমার একজন পাগল ডোনার যার রক্ত দেওয়ার কথা শুনলে মাথা ঠিক থাকে না😅রাত ১১ টাই রক্তের অভাবে ডেলিভারি আটকে থা...
27/05/2025

২০.০৫.২৫ তারিখ!
আমার একজন পাগল ডোনার যার রক্ত দেওয়ার কথা শুনলে মাথা ঠিক থাকে না😅
রাত ১১ টাই রক্তের অভাবে ডেলিভারি আটকে থাকা সদ্য গর্ভবতী মায়ের জন্য এক ব্যাগ ও পজেটিভ রক্ত দান করেন মোঃ কামরুল!❤️

০৯.০৪.২৫ তারিখ! রক্তশূন্যতা রোগীর জন্য এক ব্যাগ বি পজেটিভ রক্তদান করেন মোঃ আল-আমিন ভাই!❤️
27/05/2025

০৯.০৪.২৫ তারিখ!
রক্তশূন্যতা রোগীর জন্য এক ব্যাগ বি পজেটিভ রক্তদান করেন মোঃ আল-আমিন ভাই!❤️

১১.০৪.২৫ তারিখ!রক্তের অভাবে ডেলিভারি করতে না পারা একজন গর্ভবতী মায়ের জন্য এক ব্যাগ ও পজেটিভ রক্ত দান করেন ছোট ভাই তানভি...
27/05/2025

১১.০৪.২৫ তারিখ!
রক্তের অভাবে ডেলিভারি করতে না পারা একজন গর্ভবতী মায়ের জন্য এক ব্যাগ ও পজেটিভ রক্ত দান করেন ছোট ভাই তানভির শাওন!❤️

১২.০৪.২৫ তারিখ! রক্তশূন্যতা রোগীর জন্য এক ব্যাগ এ পজেটিভ রক্ত দান করেন বন্ধু প্রিন্স❤️
27/05/2025

১২.০৪.২৫ তারিখ!
রক্তশূন্যতা রোগীর জন্য এক ব্যাগ এ পজেটিভ রক্ত দান করেন বন্ধু প্রিন্স❤️

২৬.০৫.২৫ তারিখ! একজন বয়স্ক মা, যার হিমোগ্লোবিন ৬.৭ তার জন্য কর্মব্যস্ত ফেলে রেখে নওয়াপাড়া সরকারি হসপিটালে এক ব্যাগ এব...
27/05/2025

২৬.০৫.২৫ তারিখ!
একজন বয়স্ক মা, যার হিমোগ্লোবিন ৬.৭
তার জন্য কর্মব্যস্ত ফেলে রেখে নওয়াপাড়া সরকারি হসপিটালে এক ব্যাগ এবি পজেটিভ রক্ত দান করেন মোঃ দিপু!❤️

২৬.০৫.২৫ তারিখ! লিভার ক্যান্সার একজন মূমুর্ষ রোগীর জন্য সকাল ৮.৫০ মিনিটে নওয়াপাড়া ফাতেমা হসপিটালে এক ব্যাগ এ পজেটিভ রক...
27/05/2025

২৬.০৫.২৫ তারিখ!
লিভার ক্যান্সার একজন মূমুর্ষ রোগীর জন্য সকাল ৮.৫০ মিনিটে নওয়াপাড়া ফাতেমা হসপিটালে এক ব্যাগ এ পজেটিভ রক্ত দান করেন অত্যন্ত স্নেহের ছোট ভাই মোঃ সুবহান!

২১.০৫.২৫ তারিখ! রাত ১১.২০ মিনিটে খুবই জরুরী মূহুর্তে ১ম বারের মতো নওয়াপাড়া ডক্টরস্ ক্লিনিকে এক ব্যাগ ও পজেটিভ রক্ত দান...
27/05/2025

২১.০৫.২৫ তারিখ!
রাত ১১.২০ মিনিটে খুবই জরুরী মূহুর্তে ১ম বারের মতো নওয়াপাড়া ডক্টরস্ ক্লিনিকে এক ব্যাগ ও পজেটিভ রক্ত দান করেন ছোট ভাই শাওন!❤️

০৯.০৫.২৫ তারিখ! রক্তের অভাবে ডেলিভারি করতে না পারা এক রোগীর জন্য নওয়াপাড়া ডক্টর ক্লিনিকে এক ব্যাগ বি পজেটিভ রক্তদান কর...
27/05/2025

০৯.০৫.২৫ তারিখ!
রক্তের অভাবে ডেলিভারি করতে না পারা এক রোগীর জন্য নওয়াপাড়া ডক্টর ক্লিনিকে এক ব্যাগ বি পজেটিভ রক্তদান করেন! আবু হেনা তূষার ভাই!❤️

০৬.০৫.২৫ তারিখ! একজন গর্ভবতী মায়ের ডেলিভারির জন্য এক ব্যাগ এ পজেটিভ রক্ত দান করেন অত্যন্ত স্নেহের ছোট ভাই মোনায়েম!❤️
27/05/2025

০৬.০৫.২৫ তারিখ!
একজন গর্ভবতী মায়ের ডেলিভারির জন্য এক ব্যাগ এ পজেটিভ রক্ত দান করেন অত্যন্ত স্নেহের ছোট ভাই মোনায়েম!❤️

Address

অভয়নগর নওয়াপাড়া
Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Student Blood Bank Noapara posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category