Dr. SM Asif

Dr. SM Asif Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. SM Asif, Doctor, Jessore.

23/08/2024

দুশ্চিন্তা আস্তে আস্তে মানুষকে অধিকতর দুশ্চিন্তার দিকে ঠেলে দেয়। মনকে নিয়ন্ত্রণের ক্ষমতা হারাবেন। সারাক্ষণ একটার পর একটা ভাবনা মস্তিষ্কে ভর করবে । আগে থেকে নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করুন। হাসিমুখে থাকার চেষ্টা করুন যত কষ্টে থাকুন ।তাইলে আস্তে আস্তে আপনি জয়ী হবেন।।।

23/08/2024

প্রতিদিনের খাবারের মেনুতে শাক সবজি রাখার চেষ্টা করবেন। অধিক পরিমাণে মাংস খাওয়া শরীরের জন্য ক্ষতিকর। কলোরেক্টাল ক্যান্সার, বাত সহ হার্টের রোগ হতে পারে। চেহারার মাধুর্য কমে যায়, কোষ্ঠকাঠিন্য সমস্যা হয় ।

23/08/2024

অতিরিক্ত গ্যাসের সমস্যা হলে অল্প একটু আদা মুখের ভিতরে নিয়ে অল্প অল্প চিবিয়ে অনেকক্ষণ ধরে খান। হাইপার এসিডিটি / গ্যাসের সমস্যা কমে যাবে

ডাক্তার!নামের পূর্বে এই ডাক্তার শব্দটা দেখতে এই যোগ্যতা অর্জন করতে ছয়টা বছর রাতের পর রাত না ঘুমিয়ে ,নিজের জীবনের অনেক আন...
19/08/2024

ডাক্তার!
নামের পূর্বে এই ডাক্তার শব্দটা দেখতে এই যোগ্যতা অর্জন করতে ছয়টা বছর রাতের পর রাত না ঘুমিয়ে ,নিজের জীবনের অনেক আনন্দ সুখকে বিসর্জন দিতে হয়।
শতশত ভাইবা ফেস করতে হয়,আছে পরীক্ষার পর পরীক্ষা।
আমাদের এতো বেশি পড়তে হয় কারণ আমরা যোগ্য হয়ে সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষের জীবন নিয়ে deal করি।
মানুষের লাইফ নিয়ে deal করা ছেলেখেলা বিষয় না,এজন্য প্রয়োজন হয় knowledge ,effort,dedication।বছরের পর বছর পরিশ্রম।

MATS/DMF/LMF রা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। তারা ডাক্তারের কাজকে সহজ করবে তারা ডাক্তার নয়।

১-২ বছর আর ৬ মাসে চটিবই পড়ে BMDC থেকে রেজিস্ট্রেশনসহ ডাক্তার তকমা যদি পেয়ে যায় এরা স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দিবে।এখন হাজারে হাজারে malpractice হচ্ছে ,সামনে লক্ষ লক্ষ হবে।

হোক প্রতিবাদ ,লং মার্চ টু BMDC ,২১শে আগস্ট ,সকাল ১০টা।
~Adnan Mahmud Tamim

আমর ইবনে শু'আয়ব (রহ:) তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা থেকে বর্ণিত: তিনি বলেন, রাসুল সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি লোকের চিকিৎসা করে অথচ সে চিকিৎসক হিসেবে পরিচিত নয়, সে ( রোগীর জন্য) দায়ী থাকবে।”

এজন্য উপযুক্ত জ্ঞান না থাকার পরও যারা চিকিৎসা দেয় তাদের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যদি ভুল চিকিৎসা দেয় তাহলে তো জবাবদিহি করতেই হবে এমনকি ঠিক চিকিৎসা দিলেও জবাবদিহি করতে হবে কারণ তার চিকিৎসা দেওয়ার অথোরিটি ছিল না।
~ Bangladesh Islamic Medical Society - BIMS

হাদিসের মান: হাসান
রেফারেন্স: সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন): ৪৮৩০

হাদিস লিংক: http://www.hadithbd.com/hadith/link/?id=78861

18/08/2024

চিকিৎসায় খরচের মধ্যে প্রায় ৬৮ ভাগ খরচ হয় ঔষধ কিনতে।
আর ৭ ভাগ খরচ হয় ডাক্তারের ভিজিট দিতে।

ডাক্তারের ভিজিট কেন বেশি এই অভিযোগ
সকলের।
কিন্তু ঔষধের দাম কেন বেশি এই অভিযোগ কাওকে করতে তেমন দেখি না।
যদি সত্যিই চিকিৎসা খরচ কমাতে চান তাহলে
সবসময় ডাক্তারের ভিজিট নিয়ে প্রশ্ন না তুলে
ঔষধের দাম কেন বেশি,বিভিন্ন পরীক্ষা এর
মুল্য কেন বেশি এগুলাও বলুন।।
একজন ডাক্তার হিসেবে আমিও চাই চিকিৎসা
খরচ কম হোক।
ঔষধ যে দাম এতে প্রেসক্রিপশন করতেই
অনেক বার ভাবতে হয় এতো টাকার ঔষধ
কেনার সামর্থ রোগীর আছে তো??
সাথে কোন পরীক্ষা দিতেও অনেকবার চিন্তা
করতে হয়।।

চিকিৎসা ব্যায় আস্তে আস্তে নিম্নবিত্ত মধ্যবিত্তদের
হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে কিন্তু চিকিৎসা
না করেও তো উপায় নাই।।
(Copied)

ওরা আমায় এভাবে কেনো মা'র'ল মা??.........মা আমি তো যেমন ডিউটিতে  যাই সেরকমই ডিউটিতে গেছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে ...
15/08/2024

ওরা আমায় এভাবে কেনো মা'র'ল মা??.........

মা আমি তো যেমন ডিউটিতে যাই সেরকমই ডিউটিতে গেছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শে'ষ দিন!! আমি তো আমার জুনিয়র দের সাথে একসাথে কতো গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম, জানো মা অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবারটা,ওটাই আজ খেয়েছিলাম, তখনও যদি একটু বুঝতে পারতাম এটাই শেষ খাওয়া , এটাই শেষ গল্প ..... ডিউটির বাঁধনে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম মা, আমার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল, একটু শরীরের ক্লান্তি মেটাতে গেলাম, তখনও যদি বুঝতাম মা, সারাজীবনের মতো বিশ্রামে চলে যাবো, তখন ভোররাত আমি ওয়ার্ডে একা তখন, ভোরের শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগতে আমি লাল চাদর টা ঢাকা দিয়ে একটু চোখ বন্ধ করেছিলাম শুধু,,, সেই সময়ের অপেক্ষায় থাকা ওরা আমার সাথে..... ছিঃ!!! মা আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো অনেক অনেক বার আমি বারণ করেছিলাম, চিৎকার করেছিলাম " বাঁচাও বাঁচাও কে আছো আমাকে বাঁচাও!!" কিন্তু কেউ আমার চিৎকার, আমার আ'র্তনা'দ শুনতে পায়নি জানোতো মা, আর ওরা আরও পশুর থেকেও বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো..... খেলতে লাগলো আমাকে নিয়ে ওরা!!! আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো, আমি এটাও বললাম যে " আমাকে ছেড়ে দাও,দয়া করে, ছেড়ে দাও, আমি কাউকে কিছু বলব না, আমাকে যেতে দাও..." কিন্তু ওরা আর আমায় তোমার কাছে একবার যাওয়ার সুযোগটা দিলো না, দিলো না তোমার কোলে শেষ বারের মতো মাথা রাখতে দিতে, দিলো না শেষবার তোমার হাসি ভরা মুখ টা দেখার সুযোগ , দিলো না বাবার স্বপ্নে তার রাজকন্যার বড়ো ডাক্তার হওয়ার কাহানী কে সত্য করতে !!! আমার গ'লা টি'পে ধরে নিজেদের সর্ব শক্তি দিয়ে আমার গলা চে'পে ধরে জানো মা, আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচার কিন্তু হয়তো আজ ভগবান ও চায়নি যে আমি হয়তো বেঁচে থাকি। ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই, আমার গ'লার হাড় ভে'ঙে যায়...ওরা আমায় ওভাবেই ওখানে ফেলে রেখে চলে যায় ওই বিব'স্র ভাবে..... সকালে সবাই আসে ,কিন্তু একি!! আআআ মি কারোর সাথে কথা কেনো বলতে পারছিনা? তোমাকেও দেখতে পাচ্ছি, তোমায় কত করে ডাকছি তুমি শুনতে কেনো পারছোনা মা, আমার ডাক?? ওওও মা, মা গো এইতো দেখো দেখোনা মা, ও মা এইতো আমি, তুমি কাঁদছো কেনো?? কি হয়েছে তোমার?? ও মা!!! দেখি মা সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁ'দছে, লা'শটার মুখ দেখতে পেয়ে আআআমি শিউরে উঠি.... এ কিহ!!! এটা যে আমারই নিথর দেহ!!! আমি কি তবে মা'রা গেছি?? আমিও কাঁদতে শুরু করলাম, সবাই আমার এই মৃ'ত্যু তে শো'কাহত.... সারা দুনিয়া আমার মৃ'ত্যুর ঘটনা আপাতত জেনে গেছে, সবাই বিদ্রোহ করছে!!! কিন্তু আমি আমার নি'থর দে'হের দিকে তাকিয়ে রইলাম!! আমার শেষটা তো আরো ভালো হতে পারত বলো মা?? দেখো না মা ওরা আমার মুখের, দেহের কী বিচ্ছিরি অবস্থা করেছে দেখো মা!! আমার চিৎকার করতে ইচ্ছে করছে!!! কিন্তু আমার আওয়াজ এখনো কেউ শুনতে পারছে না, আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি,কিন্তু একটা কেউ আমার এই চিৎকার শুনতে পারছে না!! কেউ না........

অসাধারণ লেখা আমি চাই এগুলো ভাইরাল হোক। সমাজকে জাগ্রত করুন। সমাজ বিকৃত করবেন না 🙏🙏
Collected from :-Puku Puku

fbpost2024
😡😡✊✊
We want justice

দরবেশ বাবার এই হাল দেখে সত্যিই খুব কষ্ট পেলাম।।।  😭 আহারে ক্ষমতা আহারে টাকা।।টাকাগুলো বাংলাদেশের গরিব দুঃখীদের দান সাদকা...
14/08/2024

দরবেশ বাবার এই হাল দেখে সত্যিই খুব কষ্ট পেলাম।।। 😭
আহারে ক্ষমতা আহারে টাকা।।
টাকাগুলো বাংলাদেশের গরিব দুঃখীদের দান সাদকা করে দেয়ার ব্যবস্থা করেন।।।

তরে থাপরাইবার বড় শখ ছিল। ☺️
06/08/2024

তরে থাপরাইবার বড় শখ ছিল। ☺️

06/08/2024

পৃথিবীর ইতিহাসে প্রথমবার রাজাকাররা দেশ স্বাধীন করল আর কথিত মুক্তিযোদ্ধা দেশপ্রেমিক স্বৈরাচার গুলা পালায়ে গেল 😁😜😡

06/08/2024

যে যে দলই ক্ষমতায় আসুক খুব দ্রুতদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করা খুবই দরকার। না হলে দেশ ও জাতি কখনো উন্নতি সাধন করতে পারবে না।

15/06/2024

সমাজের প্রতিটা মানুষই মুখোশধারী।একদিন না একদিন তার মুখোশ উন্মোচন হয়, উন্মোচন হয় তার আসল চরিত্র, তখন হয়তো অনেক বেশি দেরি হয়ে যায়।। সময় থাকতে মানুষ থেকে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন। মানুষকে অনেক আপন ভাবার কোন প্রয়োজন নেই।দিনশেষে একদিন চরম আঘাত পাবে।। তাই নিজেকে নিয়ে ভাবুন নিজেকে সময় দিন।।

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. SM Asif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category