Dr.Khorshed Alam Homeo Pharmacy

Dr.Khorshed Alam Homeo Pharmacy It is a Homeopathic Doctors Chamber. we are giving Treatment about non cure-able disease . Like Cancer, Tuberculosis, Diabetics, ETC. Cell:+8801711246657

------------------  #ম্যাসেজ # -------------- # যে ফেরেস্তার মাধ্যমে পবিত্র কুরআন নাযিল হয়েছে সে ফেরেস্তাকে মহান আল্লাহ...
11/10/2024

------------------ #ম্যাসেজ # --------------

# যে ফেরেস্তার মাধ্যমে পবিত্র কুরআন নাযিল হয়েছে সে ফেরেস্তাকে মহান আল্লাহ সর্বচ্চ মর্যাদা দান করেছেন।

# যে মাসে পবিত্র কুরআন নাযিল হয়েছে সে মাসটিকে মহান আল্লাহ সর্বচ্চ মর্যাদা দান করেছেন।

# যে নবীর উপর পবিত্র কোরআন নাযিল হয়েছে সে নবীকে(সা:)মহান আল্লাহ সর্বচ্চ মর্যাদা দান করেছেন।

আমরা গোনাহ্গারেরা যারা এই পবিত্র কোরআনকে বুকে লালন করি, তেলাওয়াত করি এবং সম্মান করি, সর্বপরি পবিত্র কোরআনকে বুকে জড়িয়ে যারা শান্তি অনুভব করি তাদেরকে মহান আল্লাহ তায়ালা সন্মানিত করবেন বলে বিশ্বাস করি।

মহান আল্লাহতালা আমাদের এই কুরআন প্রচারের ক্ষুদ্র প্রয়াসকে তার রহমতের ছায়াতলে কবুল ও মঞ্জুর করুন এবং আমাদের সবাইকে এই ক্ষুদ্র প্রচারের অংশীদার হিসেবে পোস্টগুলো শেয়ার করবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমীন।

সুরা বাকারা ১৬ তম পর্ব 💥| সুরা বাকারা তাফসীর | মধুর কন্ঠে তেলাওয়াত |কুরআনের বাংলা তরজমা ও তাফসীর.Nurul Quran .সুরা বাক....

08/08/2024

"মহান আল্লাহর দয়া ও আশির্বাদ বর্ষিত হোক"

এগিয়ে যাবে বাংলাদেশ এগিয়ে যাবো আমরা প্রত্যয়ে সুন্দর বাংলাদেশ গড়ার নিরিখে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের তালিকায় সন্মানিত সকলের প্রতি হোমিওপ্যাথিক চিকিৎসকদের পক্ষথেকে জানাই অভিনন্দন ও দোয়া। জানা এবং অজানা যে সকল তাজা প্রাণের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার; সেই সকল মহান প্রাণের প্রতি জানাই সালাম। মহান আল্লাহ তায়ালা তাঁদেরকে সন্মানিত বেহেশত নসিব করুন। আমিন।

09/07/2024

পুরাপুরি ........ ধ্বংস ॥

" ঘরের বৌ অসততায় নিমর্জিত হলে
সংসারের সুখ শান্তি উন্নতি মুখ থুবড়ে পড়ে।
আর বিসিএস এর মত পরীক্ষায় অসততা হলে
দেশ ও জাতির সুখ শান্তি উন্নতি মুখ থুবড়ে পড়বে "

"বৃষ্টিকণা গুলো যেনো ভালবাসার স্বাক্ষী হয়ে মুক্তা দানায় জমে আছে ঐ গ্রীলের পাশান শক্ত সিকের বুকে"বন্ধুরা, সন্ধ্যা পেরিয়ে...
03/07/2024

"বৃষ্টিকণা গুলো যেনো ভালবাসার স্বাক্ষী হয়ে মুক্তা দানায় জমে আছে ঐ গ্রীলের পাশান শক্ত সিকের বুকে"

বন্ধুরা, সন্ধ্যা পেরিয়ে সবেমাত্র সন্ধ্যারাত। টিপ টিপ বৃষ্টিধারায় শুনশান চারিধার। ব্যস্ততম আর এন রোড যেন অচেনা কোনো এক নিঝুম পল্লী।মাঝে মাঝে দুএকটা অটোরিকশার দ্রুত চলে যাওয়ার শব্দ ভেসে আসছে কানে। বাহিরে ব্যালকনির গ্রীলে বৃষ্টিকণা গুলো যেনো ভালবাসার স্বাক্ষী হয়ে মুক্তা দানায় জমে আছে পাশান শক্ত গ্রীলের ফাঁকে ফাঁকে। আঁধার আকাশে রেটিনা দৃষ্টিপটে সে দৃশ্য অসাধারণ স্বপ্নময় মনে হয়। নীরবতায় ডুবে থাকা চেম্বারে আমি একা একা ল্যাপটপের নিবিড় আলিঙ্গনে কাজ করছিলাম আপন মনে। হঠাৎ কলিং বেলের মিষ্টি শব্দে সম্বিত ফিরে পেলাম। উঁকি দিতেই দেখলাম সিঁড়ির অপর প্রান্তে প্রিয় বড় ভাই, যশোর পৌরসভার সুযোগ্য মেয়র জনাব হায়দার গনি খান পলাশ হাসিমুখে একটু একটু করে উঠে আসছেন। কোন রাজনৈতিক ব্যক্তিত্ব আমি নই কিংবা নই কোন গুরুত্বপূর্ণ চেয়ারের অধিকারী। পলাশ ভাইয়ের সহদর ছোট ভাই আমার সহপাঠী বন্ধু । সেই সূত্রে আশির দশক থেকে পলাশ ভাই আমাকে ছোট ভাইয়ের স্নেহ বন্ধনে আবদ্ধ করে রেখেছেন। কোন রাজনৈতিক স্বার্থসিদ্ধি নয় কিম্বা নয় কোন ব্যক্তি স্বার্থ চরিতার্থের অভিসন্ধি; শুধু নিরেট নির্যাস ভালবাসা ছাড়া আর কিছুই নয়। যেখানেই দেখা হোক না কেন পলাশ ভাইয়ের সান্নিধ্যে ধন্য হয়েছি আমি। পলাশ ভাই কদাচিৎ সময় পেলে আমার খোঁজ খবরটা প্রায় নিয়ে থাকেন। নীরবে নিভৃতে কখনো কখনো মোবাইল ফোনের গুঙ্গানি থামিয়ে মোবাইলে কান রাখতেই অপরপ্রান্ত থেকে বিজড়িত এক কন্ঠ আমাকে শুধায়, কেমন আছো আব্দুল্লাহ?
দয়াময় আল্লাহ পলাশ ভাইয়কে সুস্থতার দীর্ঘ জীবন দান করুন। তার সৎ আশাগুলো পূর্ণ করুন। আমিন।

আব্দুল্লাহ্।
৩ জুলাই ২০২৪

আজ সারাদিন মেঘলা আকাশ, রিমঝিম বৃষ্টি ব্যালকনির সারসি দিয়ে বৃষ্টির আঁচ। গ্লাসের গায়ে মুক্তদানা হয়ে জমে আছে দৃষ্টিফোটা। ব...
02/07/2024

আজ সারাদিন মেঘলা আকাশ, রিমঝিম বৃষ্টি ব্যালকনির সারসি দিয়ে বৃষ্টির আঁচ। গ্লাসের গায়ে মুক্তদানা হয়ে জমে আছে দৃষ্টিফোটা।
বৈরী আবহাওয়ায় রোগীরা তেমন আসতে পারেনি আজ। অলস বিকাল, নিঃসঙ্গের অতিপ্রিয় সঙ্গী "ফেসবুক" এর পাতা থেকে পাতায় ঘুরতে ঘুরতে নজর আটকালো সেদিনর সেই সোনাঝরা সন্ধ্যায় মানুষের কল্যাণে "বাংলাদেশ দোকান মালিক ও ব্যবসায়ী" সমিতির ব্যানারে সমাজ উন্নয়নের নিমগ্ন আলোচনায় সর্বচ্চ সুশীল সমাজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক ও বর্তমান ২৫০শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক, চিকিৎসক, ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানের সান্নিধ্যে ভালোলাগার কিছু সময়।

30/06/2024

কথায় আছে ভালো ঔষধ একটু তেঁতো হয়। সেরকম আজ আমার এই লেখাটা অনেকের কাছে তেঁতোই লাগতে পারে। কিন্তু ফোকাসটা মানব কল্যাণের কাজেই লাগতে পারে।

বন্ধুরা ইদানিং প্রায়ই ফেসবুকে এবং বিভিন্ন মিডিয়ায় চটকদার অ্যাডে দেখতে পাই, হঠাৎ করে কোন একজন ব্যক্তি স্বল্প শিক্ষিত অথবা লেখাপড়া জানে না এমন কোন ব্যক্তি রাতারাতি কিছু একটা বিশেষ ঔষধ বানিয়ে বিশাল সফলতা পেয়েছেন। এদের মধ্যে কাউকে কাউকে দেখেছি রিটায়ার্ড সেনা সদস্য, কেহ আবার বিদেশে কর্মচারীর কার্যপাট চুকিয়ে দেশে ফিরে এসে স্বঘোষিত বিখ্যাত কবিরাজ। এদের চিকিৎসায় হার্ড কিডনি লিভার ব্যাধি এমন কি হার্ট ব্লকেজ রাতারাতি ভালো হয়ে যাচ্ছে।

এখন বিবেকের কাছে প্রশ্ন রেখে যায়, এইভাবে মানুষকে আর কতদিন পথ চলতে হবে। আর কতদিন মানুষকে প্রতারিত হতে হবে এবং চিকিৎসা বিজ্ঞানের নামে মানুষকে আর কতকাল ধোঁকাবাজির সম্মুখীন হতে হবে?

এদের অনেকে তাদের এ্যাডে "বিসিএসআইআর" এর সনদও প্রদর্শন করে থাকেন যেটা কিনা শুধু প্রডাক্টটির ভিতরে খাদ্য উপাদান কি কি আছে সেটাকে নির্দেশ করে। প্রকৃত পক্ষে সেটা গবেষণার কোন কিছু নয় ।এটা বিশ না খাদ্য এবং এটার মধ্যে কোন কোন খাদ্য উপাদান কতটুকু আছে সেটাই নির্দেশ করে। কিন্তু একটা রিসার্চ করবার জন্য কোন নির্দিষ্ট প্রতিষ্ঠানের আন্ডারে একটা নির্দিষ্ট সংখ্যক রোগীদের উপরে গবেষণা চালাতে হয় এবং সেই গবেষণার পজিটিভ এবং নেগেটিভ ইফেক্টগুলো অর্থাৎ সাইড ইফেক্ট এবং কার্যকার ইনফেক্ট নির্দেশনা তৈরি করতে হয়। ডাটা তৈরি করতে হয়।মানব শরীরে আসলে কাজ করছে কিনা, করলে কিভাবে করছে? মেডিকেল কলেজ এবং গবেষণা ল্যাবের প্রয়োজন হয়। কোন নতুন আবিষ্কার হলে তার জন্য ওয়ার্কশপ, সিম্ফোজিয়াম, সেমিনার করতে হয়। শুধু হাইপোথিসিস হলে বিজ্ঞানীদেরকে নিয়ে আলোচনা করতে হয়। আর যদি উদ্ভাবন হয় সে ক্ষেত্রেও যথাযথ কর্তৃপক্ষ এর স্বীকৃতি পত্র দাখিল করতে হয়? প্রডাক্ট বিক্রেতা প্রতিষ্ঠান বা ব্যক্তি কোনো মেডিকেল কলেজে বা কোনো গবেষণা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন কিনা সেটা নিশ্চিত করতে হয়? আন্দাজে মানুষকে হুট করে কিছু একটা দেওয়াটা ঠিক হবে না। "ডারবা কিওর" নামে ডায়াবেটিস প্রোডাক্ট এর মত এরকম অনেক প্রোডাক্ট নায়ক নায়িকা এমন কিছু অর্থ লোভী বড় বড় ডাক্তারদেরকে সাজিয়ে এ্যাড তৈরি করে কোটি কোটি ডলার হাতিয়ে নেবার ইতিহাস আমাদের অনেকেরই স্মৃতি কোষে রয়ে গেছে । মানুষ এসব ফেক ও মন গড়া ভূয়া প্রডাক্ট এর প্রকৃত গুনাগুন বুঝতে বুঝতে অনেক মাস হয় পার হয়ে যায়। ততদিনে প্রতারক গোষ্ঠী কোটি কোটি ডলার হাতিয়ে নিয়ে গাঁ ঢাকা দেয়। তাই সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষকে এসবের প্রতি বিশেষ নজরদারি রাখার বিনীত অনুরোধ রাখছি।

30/06/2024

প্রসঙ্গ : অনলাইনে কেনাকাটা ও প্রতারণা ফাঁদ।

ইদানিং অনলাইনের মাধ্যমে কেনাকাটা করে বেশিরভাগ ক্রেতাই প্রতারিত হচ্ছেন যার ফলশ্রুতিতে অনলাইন বিজনেস প্লাটফর্ম এর মত একটা সম্ভাবনাময় প্ল্যাটফর্ম দিনে দিনে মুখ থুবড়ে পড়ছে। অনলাইনে কেনাকাটার প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলছে।এতেকরে ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পথ সংকুচিত হয়ে পড়ছে হচ্ছে বলে আমি মনে করি।
অনলাইনে অনেক খাবার খেয়েছি যেটা হোটেল থেকে অনেক বেশি সুস্বাদু এবং কম দাম। অনলাইনে সব প্রোডাক্ট যে ভালো নয় সেটা ১০০% বলা যায় না। তবে বিশেষ করে দেশে যে সকল অসৎ ব্যবসায়ীরা প্রতারণামূলক ব্যবসা করছেন; যাদের কারণে অনলাইনের মত সুবিধা জনক ও সম্ভাবনাময় ব্যবসায়ী প্লাটফর্মটা বিনষ্ট হচ্ছে তাদের দিকে যথাযথ কর্তৃপক্ষের কঠোর নজরদারি প্রয়োজন এবং যথাযথ শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি অন্যথায় দেশ ও জনগন পিছিয়ে পড়বে॥

শুধু বদলাইনি মন বদল যায়নি স্মৃতি .....বাবা মা চলে যাবার পর বাড়ীতে আর তেমন যাওয়া হয়ে ওঠে না। বয়স ভারী হচ্ছে তাই মাঝে মধ্য...
24/06/2024

শুধু বদলাইনি মন বদল যায়নি স্মৃতি .....

বাবা মা চলে যাবার পর বাড়ীতে আর তেমন যাওয়া হয়ে ওঠে না। বয়স ভারী হচ্ছে তাই মাঝে মধ্যে একটু হাঁটতে ইচ্ছে হয়। ভোরবেলা পায়ের চলার পথ ধরে হাটছিলাম; বাড়ির গেটে এসে মনে হল এত ভোরে ছোট ভাইটাকে আর বিরক্ত না করি। তাই বাড়ীর গেট পেরিয়ে বাড়ীর সীমানা প্রাচীরের গাঁ ছুঁয়ে ছুঁয়ে হাঁটছি আর আনমনা কি যেন ভাবছি। তা.. বেশ বহু দিন হলো এদিকে তেমন আসা হয়নি আমার। সব যেন কেমন অচেনা অজানা লাগছে; নতুন নতুন বিল্ডিং এর ভিড়ে সব যেনো এলোমেলো প্রায়। সম্বিত ফিরে পেতেই মনে হল আমি আমাদের সেই ফেলেআসা জীবনের জুড়াকুঠির সীমানায় দাঁড়িয়ে আছি। মুহূর্তে স্মৃতির ক্যানভাসে ভেসে উঠলো কতনা হারিয়ে যাওয়া সুখ। সে দিনগুলোতে কোন কোন সন্ধ্যায় জোড়াকুঠি থেকে ধূলাখেলা শেষে বাড়ি ফিরতে পথে দুপাশে হেগড়াফল ছিড়ে সামনে বন্ধুদের একে অপরের মাথায় ছুড়ে দিতাম আর হাসিতে কুটি কুটি হয়ে ঢলে পড়তাম।পায়ে জড়িয়ে থাকা ভাটোই গুলো যেটাকে আমরা অনেকে চোরাকাটা বলি, প্যান্টের ঝুলে আটকে যেতে আর ধূলাই করতে সময় মা খুব বকা দিতেন।মনে পড়ছিল খেলতে সময় বন্ধুরা একে অপরের চোখ পিছন থেকে আটকে ধরতাম, বন্ধুদের সাথে বিশেষ করে জাহাঙ্গীরের সাথে ঝগড়া করতাম, ডানগুলি মারবেল, লাটিম আরো কতশত স্মৃতি ........

বন্ধুরা আমাদের ছোটবেলায় "জোড়াকুঠি" ছিল যশোর শহরের আধুনিক পুরাতন স্থাপনার একটি।বিচারনের শেষের দিনগুলোতে এক ভোরে গিয়েছিলাম জোড়াকুঠির আঙ্গিনায়, দেখেছিলাম বিল্ডিংয়ের ছাদে সিঁড়িতে দেয়ালে পুরাতন ঐতিহ্যের স্বাক্ষী হয়ে জমে থাকা শেওলায়, দরজা-জালানায় জীবনের অনেক টুকরো স্মৃতি নীল হয়ে জমে আছে।স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ীর মানুষ গুলোর সাথে। হাতে থাকা ক্যামেরায় সেদিন ছবিও তুলেছিলাম কিছু, যেগুলো আজ শেয়ার করতে পারলাম। আজ এই দিন গুলোতে তাঁদের অনেকে এপৃথিবী আর বেঁচে নেই। অনেকে আবার ব্যস্ততা ও জীবন জীবিকার কারণে যোজন দূরে অবস্থান করেন। এইতো সেদিন প্রিয় বন্ধু ফারুখও চলে গেল নাফেরার দেশে।যাইহোক যা বলছিলাম, সেদিন দেখেছিলাম দেয়ালে চুন সুরকির ফাঁকে ফাঁকে পুরাতন শেওলার অস্তিত্ব।আগের সেই পায়ে চলার পথগুলো সব বন্ধ করে দিয়েছিল।কোথাও কোথাও প্লাস্টার খসে পড়ছিল। যৌবনা জোড়াকুঠির গায়ে সেদিন দেখেছিলাম বার্ধ্যক্যের ছাপ। আজ এই ভোরে ডিজিটাল বাংলাদেশের আবর্তে আমূল পরিবর্তন হয়েছে সবকিছুর। আধুনিকতার ছোঁয়ায় যেন বদলে গেছে সব । শুধু বদলায়নি মন বদলায়নি স্মৃতি। নিঃশব্দ পায়ে হাঁটছিলাম আর কদমে কদমে স্মৃতিরা উঁকি দিচ্ছিলো।বিশেষ করে রোজী আপার সাথে ঘুড়ি উড়ানো, মাছ ধরা,খেলার সাথী আবুল , আনসার, দুলাল, লুকমান , সাফিনা, সখিনা, ফিরজা আরো কত নাম।কৈশর,যৌবনের সকল কথা মনে হতেই বুকটা বেদনায় নীল হয়ে গেল।সত্যিই মনটা বড্ড খারাপ হয়ে গেল আজ। ফিরবার সময় জান-মোহাম্মদ সাহেবের বাড়ীটা দেখলাম সেখানেও আধুনিকতার ছোঁয়া লেগেছে; শুধু আমাদের সীমানা প্রাচীর সেরকমই ঠাঁই দাঁড়িয়ে। প্রাচীরের গাঁ ঘেঁষে জামিলা আপার বকুল গাছ তলে আসতেই দু'চোখ জলে ঝাপসা হয়ে এলো। আজ বহুদিন পর আমাকে দেখে বকুল যেন আকুল কন্ঠে শুধালো আমায়,"আব্দুল্লাহ কবরে তোমার বোন, বাবা আর মা কেমন আছেন?" জানিনা আমি কিচ্ছু জানি না। শুধু জানি এটাই জীবন, এভাবেই দিন আসে দিন চলে যায় অজানা কোন এক দিগন্তের ওপারে .....

21/06/2024

অভিশাপ -

আমার মনে হয় অভিশাপ কোন যাদুমন্ত্র নয় কিম্বা অভিশাপ কেউ কাউকে দিবার প্রয়োজনও হয় না। নিজ কর্মযজ্ঞের কারণে অভিশপ্ত ব্যক্তি নিজেই তা অর্জন করেন এবং পুরস্কার স্বরূপ নিজ গলায় পরিধান করেন।

ডাঃ এস.এম.আব্দুল্লাহ।
২১ জুন ২০২১

"ঈদ মোবারক" ।বন্ধুরা, আজ ১৭ জুন ২০২৪ ভোরবেলা ঘুম ভাঙতেই বুঝতে পারলাম ফজর ওয়াক্ত যায় যায় আরকি। তড়িঘড়িতে পুত:পবিত্র হয...
17/06/2024

"ঈদ মোবারক" ।

বন্ধুরা, আজ ১৭ জুন ২০২৪ ভোরবেলা ঘুম ভাঙতেই বুঝতে পারলাম ফজর ওয়াক্ত যায় যায় আরকি। তড়িঘড়িতে পুত:পবিত্র হয়ে ফজরের নামাজ আদায় করলাম। হন্তদন্ত হয়ে ছেলে আব্দুর রহমান আর আমি কোনরকম রেডি হয়ে সোয়া সাতটার ঈদুল আযহার জামাত ধরতে ছুটলাম যশোর কারবালা সরকারি মসজিদ প্রাঙ্গণের দিকে। বাসার সিঁড়ির দিকে পা বাড়াতে হঠাৎ মা‘কে স্মরণ করিয়ে দিল আমার একমাত্র মেয়ে জান্নাতুল আরবা। সিঁড়ির পথ রোধ করে মেয়েটা আমাদের বাপ-বেটার কানে সুগন্ধি আতর গুজে দিল এবং ঠিক আমার মায়ের মত ভঙ্গিতে আমাদেরকে বিদায় জানালো। কারবালা মসজিদ প্রাঙ্গনে পৌঁছে দেখলাম তখনও সম্মানিত মুসাল্লিগণ এবং ইমাম সাহেব কেহই মসজিদে এসে পৌঁছাননি। অগত্যা বাবা-মা ও বোনের কবরটা জিয়ারত শেষ করে আবার ফিরে এলাম মসজিদে। ততক্ষণে আমার প্রিয় বন্ধু বিশিষ্ট আলেমেদিন জনাব আনোয়ারুল করিম সম্মানিত মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান শুরু করে দিয়েছেন। যথা সময়ে ঈদুল আযহার নামাজ আদায় শেষে মা বাবার বাড়িতে এসে ভাই বোনদের সাথে কোরবানির যাবতীয় অনুষ্ঠানিকতা শেষ করলাম। ছোট ভাইয়ের আয়োজনে খুবই দ্রুততার সাথে আমাদের কুরবানীর কঠিন যে পর্ব "কাটাকাটির" যাবতীয় কাজ খুব সহজে সমাধা করা সম্ভব হলো। শোকর আলহামদুলিল্লাহ। যাইহোক সবকিছু মিলিয়ে আজ ঈদুল আযহার দিনটা ভোর বেলা থেকে এপর্যন্ত খুব দারুণ কেটেছে আমার। শোকর আলহামদুলিল্লাহ। বিশেষ করে ছোট ভাইয়ের বৌ এর আপ্যায়নে ক্ষনে ক্ষনে পেটভরে খেয়েছি, কখনো কখনো দুঃসহ এই গরমের মধ্যেও শীতল বাতাসে সামান্য সময়ের জন্য ঘুমিয়েছি। তবে বন্ধুরা সত্য বলতে কি, ছোট ভাইটার এমবিবিএস পড়ুয়া সন্তানের সাথে তার আন্ডাষ্টান্ডিং দেখে বিস্মিত হয়েছি। বিশেষ করে তাদের বাপবেটার চেতনা ও মতের মধ্যে এত মিল যেটা বর্তমান মোবাইল ফোনের যুগে পাওয়াটা সত্যিই খুব বিরল।এদিকে বাদ মাগরিব ছোট বোনের বাসায় একটু দাওয়াত খেলাম। ওরা স্বামী স্ত্রী খুবই যত্ন করলো আমায়। সৌভাগ্য বশতঃ গিন্নির মেজাজটাও আজ ঠান্ডাই ছিল।সব মিলিয়ে আজ ঈদুল আযহার দিনটা সত্যিই চমৎকার কেটেছে আমার। পরিশেষে মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা, হে দয়াময় আল্লাহ আমার সন্তান-সন্ততি, আমার ভাই বোনের সন্তান-সন্ততি এবং বন্ধুদের সবাইকে, এবং তাদের সন্তান-সন্ততি সবাইকে সুস্থ ও দীর্ঘ জীবন দান করুন। আমিন॥

https://www.youtube.com/live/hk_aucJKbuo?si=VmyQxgDBK6Vol_abহে দয়াময় আল্লাহ তাআলা আমাদের সমস্ত আপনজন বন্ধু-বান্ধব এবং সম...
15/06/2024

https://www.youtube.com/live/hk_aucJKbuo?si=VmyQxgDBK6Vol_ab

হে দয়াময় আল্লাহ তাআলা আমাদের সমস্ত আপনজন বন্ধু-বান্ধব এবং সমস্ত হাজীগণ যারা আপনার রহমতের দরজার সামনে গিয়ে আপনাকে রাজি ও খুশি পাবার আশায় আপনার পবিত্র কাবার চারিদিকে এন্টি ক্লক ওয়াইজ ঘুরছে আর মুহুর্মুহু বলছে,

"লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক,
লাব্বাইকা লা-শারীকা লাকা লাব্বাইক
ইন্নাল হামদা ওয়ান্নি’মাতা
লাকা ওয়াল মুলুক
লা-শরীকা লাক্‌”

ইয়া রহমানির রাহিম দয়াকরে সকল হাজ্বীদের হজ্ব আপনি কবুর ও মঞ্জুর করে নিন এবং সকল হাজ্বীদের ওসিলায় আমাদের সকলকেও ক্ষমা করে দিন। আমীন।

​​​​ ​​​​ ​​​​🔴Live Arafat to Muzdalifa | Hajj Live 2024 | Arafah Day | Makkah Today Hajj 1445 | Labbaik Takbeer🔴L...

Address

94 Hazrat Garibshah Road, (Infornt Of Fatima Hospital)
Jessore
7400

Telephone

+8801711246657

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Khorshed Alam Homeo Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Khorshed Alam Homeo Pharmacy:

Share

Category

We care homeopathy/Call +8801711246657

The honorable President of Jessore Homeopathic Physician and Professional Association (HOCHIPES), The distinguished social worker and young scientist Dr.S.M. Abdullah is a renowned homeopathic physician and researcher in Bangladesh. He has been awarded by the President of Bangladesh government for his special contribution to research and innovation in Rheumatism and Hyperhydrosis. He has been awarded at the national level in science and technology. He is also the vice president of the Bangladesh Awami Culture Forum(ASAFO) in Jessore District Committee and a honorable member of the core committee of the Civil Rights Movement, Jessore.