Bismillah Hijama Treatment Center.

Bismillah Hijama Treatment Center. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bismillah Hijama Treatment Center., Medical and health, Jhalokati, Barishal, Jhalokati District.

19/10/2024

শায়খ মোঃ আহমাদুল্লাহ।হিজামা ( Cupping Therapy ).01717504982

19/10/2024

হিজামা ( Cupping Therapy ).
শায়খ মোঃ আহমাদুল্লাহ।

06/10/2024

মধুর সুরে আজান।
একবার শুনুন, অন্তর শীতল হয়ে যাবে, ইনশাআল্লাহ।

প্রতি দিনে 10 টি করে মুখস্ত করলে দু-এক মাসের মধ্যে পুরো কুরআনের সকল শব্দ মুখস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ । সংগ্রহীত...শেয়ার ক...
04/10/2024

প্রতি দিনে 10 টি করে মুখস্ত করলে দু-এক মাসের মধ্যে পুরো কুরআনের সকল শব্দ মুখস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ ।

সংগ্রহীত...
শেয়ার করুন

19/08/2024

কলকাতার লক্ষ মানুষের সভায়
নবী মুহাম্মদ (স:)-এর নাম নিয়ে গাইলেন
শিল্পী সৌমিত্র।

🔴🔵👉 হিজামা / حجامة / Cupping Therapy 👈 🔴🔵    25-1-24আলহামদুলিল্লাহ্‌।মোঃ সুজন মোল্লা , বাতের ব্যথার জন্য এবং দেহের রোগ প...
12/02/2024

🔴🔵👉 হিজামা / حجامة / Cupping Therapy 👈 🔴🔵
25-1-24
আলহামদুলিল্লাহ্‌।
মোঃ সুজন মোল্লা , বাতের ব্যথার জন্য এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য হিজামা / Cupping Therapy দিয়েছিলাম।

🔴🔵👉 বাত ব্যথা - বেদনা 👈 🔴🔵

👉 বাত কিন্তু একটি মাত্র রোগ নয় বাত শব্দটার সঙ্গে আমরা এত বেশি পরিচিত যে কারও দেহে কোথাও কোন ব্যথা হয়েছে শুনলেই বলে উঠি, অমুককে বাত ধরেছে। একটু বয়স্ক ব্যক্তি হলে তো আর কথাই নেই। আসলে বাত ছাড়া হাড়ের আর কোনও সমস্যার কথা আমরা যেন ভাবতেই পারি না।
বাত কিন্তু একটি মাত্র রোগ নয়, বরং বলা ভাল একই পরিবারভুক্ত অনেকগুলো রোগ। চলতি কথায় হাড় সংক্রান্ত যে কোনও রোগই আমাদের কাছে বাত। হাড়ের প্রদাহ বা ইনফ্ল্যামেশনকে বলা হয় আরথ্রাইটিস। আরথ্রাইটিস যেমন বাত তেমনই বিভিন্ন মাংসপেশী, লিগামেন্ট ও টেনডনের ব্যথা, ক্ষয়, আড়ষ্টতা এগুলো ও কিন্তু বাত।

👉 যেকোন পদ্ধতির চিকিৎসকের কাছেই যে রোগগুলি নিয়ে সবচেয়ে বেশীসংখ্যক রোগী আসেন তাদের মধ্যে অন্যতম হল বাত ব্যথা। বাতের ব্যথায় ভোগেন এদেশের ছয় শতাংশ মানুষ।বাতের ব্যথা ব্যাথানিয়ে সাধারণ মানুষ তো বটেই, আধুনিক চিকিৎসা বিজ্ঞানও নাজেহাল, কারণ বেশীর ভাগ বাতের ব্যথা পুরোপুরি সারে না। ওষুধ খেলে বাতের ব্যথা কম থাকে। ওষুধ বন্ধ করলেই বাতের ব্যথা শুরু। পাশাপাশি আছে অতিরিক্ত ব্যথানাশক ওষুধ ও স্টেরয়েড খাওয়ার সাইড এফেক্ট।

👉 এই কারণেই সম্পূর্ণ সুস্থতার আশায় বহু বাতের ব্যথায় ভোগা মানুষ পছন্দ করেন পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত চিকিৎসা।

👉 তাই আসুন বাত ব্যথায় পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত হিজামা চিকিৎসা নিন, সুস্থ থাকুন।

🔴🔵👉 হিজামা একটি সুন্নতি চিকিৎসা পদ্ধতি। হিজামা নিন, সুস্থ থাকুন, হিজামার মাধ্যমে নাইট্রিক অক্সাইড প্রচুর পরিমাণে বুস্ট হয়, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। হুজুর সা. নিজে হিজামা করেছেন এবং উম্মতকে হিজামার নির্দেশ প্রদান করেছেন।

🔴🔵👉 হিজামা লাগানো সংক্রান্ত বিভিন্ন হাদীস 👈 🔴🔵

👉 “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।”
[ মুসলিম: ২২০৫]

🔴👉 আনাস বিন মালিক (রাঃ) বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (সাঃ) ব্যথার কারণে ইহরাম অবস্থায় তাঁর পায়ের উপরিভাগে হিজামা করিয়েছেন।
[আবুদাউদ হা ১৮৩৭, সনদ সহিহ

🔴👉 জাবির (রাঃ) হতে বর্ণিত যে, নবী করীম (সাঃ)-এর (পায়ে) যে ব্যথা ছিল, তার জন্য তিনি ইহরাম অবস্থায় হিজামা লাগিয়েছিলেন।
[নাসাঈ হা ২৮৫২]

👉 পিঠে পিঠের ব্যথার জন্য দুই কাঁধের মধ্যে [আবু দাউদ হা ৩৮৫৯],

👉 ঘাড়ের দু'টি রগে [আবু দাউদ হা ৩৮৬০]

👉 হাড় মচকে গেলে : জাবির (রাঃ) বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (সাঃ) হাড় মচকে গেলে তিনি এর জন্য হিজামা করান।
আবুদাউদ হা৩৮৬৩; ইবনে মাজাহ হা৩৪৮৫, সনদ সহিহ

👉 আব্দুল্লাহ বিন আব্বাস (রাঃ) বর্ণনা করেছেন যে, এক ইহুদী মহিলা রাসূলুল্লাহ (সাঃ)-কে বিষযুক্ত গোশত খেতে দিয়েছিল। তিনি তাকে সংবাদ পাঠিয়ে বললেন, কেন তুমি এ কাজ করলে? মহিলাটি উত্তরে বলল, যদি তুমি সত্যিই আল্লাহর রাসূল হও, তবে আল্লাহ তোমাকে জানিয়ে দিবেন। আর তুমি যদি তাঁর রাসূল না হও, তবে আমি মানুষকে তোমার থেকে নিরাপদ রাখব!
" যখন আল্লাহর রাসূল (সাঃ) এর যন্ত্রণা অনুভব করতে লাগলেন, তিনি হিজামা ব্যবহার করলেন " ।একদা ইহরাম অবস্থায় তিনি ভ্রমণে বের হ'লেন এবং ঐ বিষের যন্ত্রণা বোধ করলেন, তখন তিনি হিজামা ব্যবহার করলেন'। [মুসনাদে আহমাদ ১৩০৫, সনদ হাসান]

🔴👉 "হযরত জিব্রাঈল আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, তম্মধ্যে হিজামাই হল সর্বোত্তম।”
[ আল-হাকিম, ৭৪৭০]

🔴👉 "রোগমুক্তি তিনটি জিনিসের মধ্যে নিহিত; হিজামা লাগানো, মধু পান করা এবং আগুন দিয়ে গরম দাগ দেয়ার মধ্যে। তবে আমি আমার উম্মাতকে আগুন দিয়ে গরম দাগ দিতে নিষেধ করি"।
[বুখারী; ৫৬৮১]

🔴👉 "হিজামা গ্রহণকারী কতোই উত্তম লোক! সে দূষিত রক্ত বের করে মেরুদন্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে!"
[সুনানে তিরমিযী; ২০৫৩]

🔴🔵👉 হিজামার মাধ্যমে শরীরের নাইট্রিক অক্সাইডের পাথওয়ে বুস্ট হয় যার ফলে শরীরে রক্ত চলাচল বৃদ্ধির পাশাপাশি শরীরের পেশিগুলো রিল্যাক্স করতে সাহায্য করে। এতে করে প্রথম সেশনেই আপনি ব্যথা থেকে পাবেন অনেকটা আরাম ইনশা'আল্লাহ।

🔴🔵👉 হিজামার মাধ্যমে দূষিত রক্ত (Toxin) বের করা হয়। এতে শরীরের মাংসপেশী সমূহের রক্ত প্রবাহ দ্রুততর হয়। পেশী, চামড়া, ত্বক ও শরীরের ভিতরের অরগান সমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও
শক্তিশালী হয়।

🔴🔵👉 হিজামা / حجامة / Cupping Therapy করাতে যোগাযোগ করুন

01717-504982

Bismillah Hijama Treatment Center. (বিসমিল্লাহ্ হিজামা ট্রিটমেন্ট সেন্টার)।

🔴👉 একটি সুন্নাহ চিকিৎসা সেবা প্রতিষ্ঠান।

🔴🟢👉 এস্থান 👈 🔴🔵

তালুকদার বাড়ি, বাড়ৈয়ারা, নথুল্লাবাদ।
ঝালকাঠি,বরিশাল।

ডাঃ মোঃ শাহজালাল তালুকদার।
ডি. এইচ. এম. এস.
ডি. ডি. এ. এস, এম.এ,
হিজামা থেরাপিস্ট।

আধুনিক পদ্ধতিতে, রাসুল সাঃ এর সুন্নতি চিকিৎসা পদ্ধতি হিজামা /কাপিং ।

🔴🔵👉  হিজামা / حجامة / Cupping Therapy  👈🔴🔵🔴🔵👉 হিজামার উপকারিতা নিয়ে নিম্নে এমন কিছু হাদিস দিয়েছিঃ👉 হযরত জাবির রদিয়াল্লহ...
10/02/2024

🔴🔵👉 হিজামা / حجامة / Cupping Therapy 👈🔴🔵

🔴🔵👉 হিজামার উপকারিতা নিয়ে নিম্নে এমন কিছু হাদিস দিয়েছিঃ

👉 হযরত জাবির রদিয়াল্লহু আনহু থেকে বর্ণিত : রসূলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে। ” ছহীহ মুসলিম, হাদীছ নম্বর : ২২০৫

👉 হযরত আবদুল্লাহ বিন উমর রদিয়াল্লহু আনহু থেকে বর্ণিত : রসূলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “খালি পেটে হিজামাই সর্বোত্তম। এতে শেফা ও বরকত রয়েছে এবং এর মাধ্যমে বোধ ও স্মরণশক্তি বৃদ্ধি পায়। ” সুনানে ইবনে মাজা, হাদীছ নম্বর : ৩৪৮৭

👉 হযরত আবদুল্লাহ্ বিন আব্বাস রদিয়াল্লহু আনহু থেকে বর্ণিত : রসূলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “হিজামাকারী কতই উত্তম লোক। সে দুষিত ( টক্সিন যুক্ত ) রক্ত বের করে মেরুদন্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে।” সুনানে তিরমিযী, হাদীছ নম্বর : ২০৫৩

🔴🔵👉 হিজামা এর উপকারিতা 👈🔴🔵

1) দেহের সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

2) চাইনিজ ট্রেডিশনাল চিকিৎসা মতে দেহের ভিতরে শক্তি চলাচলের পথ পরিষ্কার করে জীবনী শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে।

3) বাত ব্যথা

4) কোমর ব্যথা

5) পায়ে ব্যথা

6) হাটু ব্যথা

7) ঘাড়ে ব্যথা

8) মাংস পেশির ব্যথা

9) মেরুদন্ড ব্যথা

10) গোড়ালি ব্যথা

11) গেটে বাত

12) রিউমাটয়েড আর্থ্রাটিস

13) সায়েটিকা

14) মাইগ্রেন

15) মাথা ব্যথা

16) থাইরয়েড গ্রন্থির সমস্যা

17) হরমোন নিয়ন্ত্রণের সহায়তা করে।

18) এটি রক্ত পরিষ্কার করে ও মেরুমজ্জাকে কার্যকারী ও শক্তিশালী করে।

19) কোলস্টরল সমস্যা

20 ) এর মাধ্যমে শিরার উপর উত্তম প্রভাব পড়ে।

21 ) ফুসফুসের বিভিন্ন রোগ, যেমন- হাঁপানী, বুক ব্যথা, জ্বর ইত্যাদি রোগ
নিরাময়েও বেশ উপকারী।

22 ) গেঁটেবাত এবং সায়াটিকা দূর করার ক্ষেত্রেও এটি বড় ভূমিকা রাখে।.

23) বিভিন্ন কারণে সৃষ্ট মাথাব্যথা, মাইগ্রেন ও দাঁতের ব্যথা দূর করে।

24 ) কাঁধ, বুক এবং পেটের ব্যথা এবং কাঁধের আড়ষ্ঠতা দূর করতে এটি বেশ উপকারী।

25 ) চোখের বিভিন্ন অসুবিধা, যেমন- চোখ ওঠা (conjunctivitis) ইত্যাদি নিরাময় করে।

26) জরায়ুর বিভিন্ন রোগ, যেমন- মাসিকের অনিয়ে কটরজ এবং রজঃবদ্ধতা দূরীকরণের জন্য এটি বেশ উপকারী।

27). উচ্চরক্তচাপ কমাতে যথেষ্ট উপকারী।

28) অলসতা, দুর্বলতা ও মাত্রাতিরিক্ত ঘুম ইত্যাদি অসুবিধাও এন মাধ্যমে সমাধান করা যায়।

29) আলসার, ফোঁড়া, ব্রণ এবং চুলকানিও এর মাধ্যমে ভালো হয়।

30 ) হৃদঝিল্লি প্রদাহ প্রদাহ (pericarditis) এবং মূত্রগ্রন্থি আছে (nephritis) যথেষ্ট উপকারী।

31) খাদ্যের বিষক্রিয়া রোধে বেশ উপকারী।

32) পুঁজযুক্ত ক্ষতের চিকিৎসাও এই সকাম করা যায়।

33) আমবাত (Alergy) নিরাময়ের ক্ষেত্রেও উপকারী ।

34 ) পিঠের খিচুনীর অবসানে এটি খুব উপকারী

35) হাড় ক্ষয়

36) লিভারের সমস্যা

37) হাত পা অবশ

38) ইউরিক এসিড

39 ) শরীরের কোন অঙ্গে ব্যথা হলে সেখানে এই “হিজামা প্রযোগ খুবই উপকারী।

40 ) সুস্থ ব্যক্তিগণও 'হিজামা' করাতে পারেন। কেননা এটি সুন্নত এবং রোগ-প্রতিরোধক। তাছাড়া এটি মনে প্রফুল্লতা ও দেহে উদ্যমতা বয়ে আনে।

41) প্রথাগত চিকিৎসার পরে মানবদেহের ত্বক ও পেশীতে অবশিষ্ট ওষুধ, বিষ ও পার্শ্বপ্রতিক্রিয়া জনিত পদার্থ শুষে নিতে কাপিং থেরাপি উপকারী। এর ফলে রক্ত থেকে ইউরিক এসিড ও জয়েন্ট থেকে বা বের করা সহজ হয়।

42) দেহের কোন স্থানে রক্ত সরবরাহ বৃদ্ধি করতে বা কোন অঙ্গে রক্ত সঞ্চালন কম হলে তা দূর করতে কাপিং করার দরকার হয়।

43) বিষণ্ণতা, অবসাদ, প্রতিক্রিয়া, নিষ্ঠুরতা ও বেপরোয়া ভাব নিয়ন্ত্রণ করে, রোগীর মানসিক অবস্থার উন্নতি ঘটায়। ঔষধের প্রতি দেহের দ্রুত সাড়া নিশ্চিত করে এবং আল্লাহর ইচ্ছায় রোগী দ্রুত সুস্থ্য হয়ে ওঠে।

🔴🔵👉 হিজামার মাধ্যমে দূষিত রক্ত (Toxic Blood) বের করা হয়। এতে শরীরের রক্ত প্রবাহ দ্রুততর হয়। পেশী, চামড়া, ত্বক ও শরীরের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয়।

👉 হিজামার পরে শরীর ফ্রেস মনে হয় , ভালো ঘুম হয় , শরীরে একটা প্রশান্তি অনুভূত হয়।

👉 টিস্যু থেকে বিষ মুক্ত করতে সহায়তা করে।

👉 লিম্ফ্যাটিক সিস্টেম সক্রিয় করে।

👉 রক্ত সঞ্চালন সক্রিয় করে।

👉 দেহের অভ্যন্তরেএর প্রতিক্রিয়ার অবস্থা ও উদ্দীপ্ত (রিফ্লেক্স জোন) হয় সক্রিয়, ফলে আক্রান্ত অঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মস্তিষ্কের মনোযোগ বৃদ্ধি পায়।

👉 চাইনিজ ট্রেডিশনাল চিকিৎসা মতে দেহের ভিতরে শক্তি চলাচলের পথ পরিষ্কার করে জীবনী শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে।

👉 প্রথাগত চিকিৎসার পরে মানবদেহের ত্বক ও পেশীতে অবশিষ্ট ওষুধ, বিষ ও পার্শ্বপ্রতিক্রিয়া জনিত পদার্থ শুষে নিতে কাপিং থেরাপি উপকারী। এর ফলে রক্ত থেকে ইউরিক এসিড ও জয়েন্ট থেকে বর্জ্য বের করা সহজ হয়।

👉 দেহের কোন স্থানে রক্ত সরবরাহ বৃদ্ধি করতে বা কোন অঙ্গে রক্ত সঞ্চালন কম হলে তা দূর করতে কাপিং করার দরকার হয়।

👉 দেহের সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

👉 হরমোন নিয়ন্ত্রণের সহায়তা করে।

👉 বিষণ্ণতা, অবসাদ, প্রতিক্রিয়া, নিষ্ঠুরতা ও বেপরোয়া ভাব নিয়ন্ত্রণ করে, রোগীর মানসিক অবস্থার উন্নতি ঘটায়। ঔষধের প্রতি দেহের দ্রুত সাড়া নিশ্চিত করে এবং আল্লাহর ইচ্ছায় রোগী দ্রুত সুস্থ্য হয়ে ওঠে।

🔴🔵👉 অনেকেই বলতে পারেন হিজামা কিভাবে এত রোগ ভাল করে?

👉 হিজামা শরীরের একটি বেসিক মেকানিজম এক্টিভেট করে। তা হচ্ছে এন্ডোজেনাস নাইট্রিক অক্সাইড পাথওয়েকে বুস্ট করে দেয়। এই নাইট্রিক অক্সাইডকেই বিজ্ঞানীরা মিরাকল মলিকিউল বা হিলিং মলিকিউল নাম দিয়েছেন। যেকোন ডিজিজের নাম এর সাথে effect of nitric oxide লিখে গুগোল সার্চ করলেই আমদের কথা সত্যতা পাবেন।

🔴🔵👉 হিজামা কিভাবে কাজ করে 👈🔴🔵

👉 শরিরের বিভিন্ন স্থান থেকে নেগেটিভ সাকশনের মাদ্ধমে চামড়ার নিচে ছড়িয়ে থাকা অপ্রয়োজনীয় রক্ত বের করে আনা হয়।এতে শরীরের মাংসপেশী সমূহের রক্ত প্রবাহ দ্রুততর হয়। পেশী, চামড়া, ত্বক ও শরীরের ভিতরের অরগান সমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয়।

🔴🔵👉 ল্যাব টেস্টঃ হিজামার বিজ্ঞানভিত্তিক উপকারিতা 👈🔴🔵

👉 দামেস্ক বিশ্ববিদ্যালয়ের (Damascus University) সাবেক ডীন প্রফেসর ড. মোহাম্মদ নাবীল আল শরীফ এর অধীনে ২০০১ সালে হিজামার উপকারিতা যাচাইয়ের জন্য পরীক্ষাগারে বিজ্ঞানভিত্তিক কার্যক্রম পরিচালিত হয়। পরীক্ষাটি ৩০০ জন ব্যক্তির উপর পরিচালিত হয়। পরিচালিত পরীক্ষায় নিম্নোক্ত তথ্যসমূহ বেরিয়ে আসে; যা হিজামার উপকারিতার বৈজ্ঞানিক প্রমাণ বহন করে-

১. উচ্চ রক্তচাপের ক্ষেত্রে রক্তচাপ কমে স্বাভাবিক পর্যায়ে এসেছে।

২. নিম্ম রক্তচাপের ক্ষেত্রে রক্তচাপ বেড়ে স্বাভাবিক পর্যায়ে এসেছে।

৩. ECG এর পূর্বের গ্রাফের তূলনায় পরের গ্রাফে তাৎপর্যপূর্ণ উন্নতি পরিলক্ষিত হয়েছে।

৪. ESR কমে স্বাভাবিক পর্যায়ে এসেছে।

৫. RBC এর সংখ্যা স্বাভাবিক হয়েছে।

৬. Polycythemia এর ক্ষেত্রে Hemoglobin কমে স্বাভাবিক হয়েছে।

৭. Hemoglobin স্বল্পতার ক্ষত্রে এর পরিমাণ বৃদ্ধি পেয়ে স্বাভাবিক হয়েছে। এটি নতুন নতুন স্বাভাবিক RBC উৎপন্ন হওয়ায় ইংগিত প্রদান করে; যা শরীরের কোষ সমূহে অক্সিজেনের প্রবাহ বৃদ্ধি করে থাকে।

৮. হিজামা গ্রহনকারীদের ৬০% ক্ষেত্রে রক্তে Leukocyte বৃদ্ধি পেয়ে স্বাভাবিক মাত্রায় পৌঁছেছে।

৯. সকল Rheumatic রোগাক্রান্ত রোগীদের ক্ষেত্রে Neutrophil বৃদ্ধি পেয়ে স্বাভাবিক পর্যায়ে এসেছে।

১০. রক্তের শ্বেতকণিকা (WBC) ৭১.৪% ক্ষেত্রে বেড়েছে। এটি প্রমান করে যে Rheumatic ও অন্যান্য প্রদাহজনিত রোগ হিজামা করার পর সেড়ে গেছে।

🔴🔵👉 সঠিক সময়ে হিজামা ( حجامة ) / কাপিং করলে স্বাস্থ্য সংরক্ষিত হয় এবং শরীরকে ক্ষতি থেকে রক্ষা করে। তবে, রোগ যখন প্রবল হয়, তখন পরিস্থিতি যাহাই হোক না কেন, হিজামা ( حجامة ) / কাপিং করা জরুরী হয়ে পড়ে,

কারণ রাসুল সঃ বলেছেন,

”যাহাতে দুষিত রক্ত তোমাদের কারও মৃত্যুর কারণ না হয়।”

👉 আনাস (রাঃ) থেকে বর্ণিত : রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, রক্তচাপের কারণে যেন তোমাদের কারো মৃত্যু না হয়, সেদিকে লক্ষ্য রাখবে।" [সুনান ইব্নে মাজাহ : ৩৪৮৬]

🔴🔵👉 হিজামা/ حجامة ; সুস্থতার সুন্নাহ পথ । 👈🔴🔵

🔴🔵👉 হিজামা ( حجامة ) একটি সুন্নাহ চিকিৎসা পদ্ধতি।

🔴🔵👉 হিজামা/ حجامة হাদীসে বর্ণিত এবং নির্দেশিত একটি চিকিৎসা ব্যবস্থা।

🔴🔵👉 এককথায় , হিজামা হলো রাসুল সাঃ এর বর্ণিত এমন একটা চিকিৎসা পদ্ধতি যেখানে শরীরের সিলেক্টেড কিছু পয়েন্ট/এলাকা থেকে কিছু ম্যাকানিক্যাল ডিভাইসের মাধ্যমে সামান্য কিছু টক্সিন যুক্ত রক্ত / রক্ত রস/সিরাম বের করে নিয়ে রোগ মুক্তির চেষ্টা করা হয় ।

🔴🟡🔵 👉 হিজামা / حجامة / Cupping Therapy করাতে যোগাযোগ করুন

☎️ 01717-504982

Bismillah Hijama Treatment Center. (বিসমিল্লাহ্ হিজামা ট্রিটমেন্ট সেন্টার)।

🔴🟢👉 এস্থান

তালুকদার বাড়ি, বাড়ৈয়ারা, নথুল্লাবাদ।
ঝালকাঠি,বরিশাল।
ডাঃ মোঃ শাহজালাল তালুকদার।
ডি. এইচ. এম. এস.
ডি. ডি. এ. এস, এম.এ,
হিজামা থেরাপিস্ট।

আধুনিক পদ্ধতিতে, রাসুল সাঃ এর সুন্নতি চিকিৎসা পদ্ধতি হিজামা /কাপিং ।

Address

Jhalokati, Barishal
Jhalokati District

Telephone

+8801717504982

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bismillah Hijama Treatment Center. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share