লক্ষীপুর ব্লাড ডোনার ক্লাব

লক্ষীপুর ব্লাড ডোনার ক্লাব Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from লক্ষীপুর ব্লাড ডোনার ক্লাব, Blood bank, Jhenida.

ত্রিশ লক্ষ শহীদের আত্মদান ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি এই লাল সবুজ-এর পতাকা। এই পতাকা আমাদের স্বাধী...
16/12/2023

ত্রিশ লক্ষ শহীদের আত্মদান ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি এই লাল সবুজ-এর পতাকা। এই পতাকা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। বিজয় অর্জনে আমরা গর্বিত এক জাতি। বিশ্ব মানচিত্রে লাল সবুজের পতাকার অভ্যুদয় ঘটা বাংলাদেশ।

আমাদের টিম এর পক্ষ থেকে সবাইকে জানাই মহান বিজয় দিবস এর শুভেচ্ছা 🇧🇩
সকল শহীদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা..!!

৪ মাসের আগে রক্তদানকে "না" বলুন...  ৪ মাস পর পর নিয়মিত রক্তদান করুন... নিরাপদ থাকুন...কারণঃ১) রক্তদানের পর রক্তের লোহিত ...
30/11/2023

৪ মাসের আগে রক্তদানকে "না" বলুন... ৪ মাস পর পর নিয়মিত রক্তদান করুন... নিরাপদ থাকুন...

কারণঃ

১) রক্তদানের পর রক্তের লোহিত রক্ত কণিকা পুনরায় পূর্ণ হতে ১০০ থেকে ১২০ দিন সময় লাগে… তাই ৪ মাস পর পর রক্তদান করা নিরাপদ…

২) ৪ মাসের আগে রক্তদান করলে রক্তদাতার শরীরে আয়রন ঘাটতি হয়ে রক্তশূন্যতা দেখা দিতে পারে… রক্তদাতার নিজের শরীরের সুস্থতার জন্য ৪ মাস পর পর রক্তদান করা উচিত, এর আগে নয়…

৩) রক্তদানের পর রক্ত কনিকাগুলো ৪ মাসের আগে পুরোপুরি পূর্ণতা পাচ্ছে না… তাই ৪ মাসের আগে রক্তদান করলে, রোগী এক ব্যাগ রক্ত পেল ঠিকই, কিন্তু পর্যাপ্ত উপকার হল না… তাই রোগীর উপকারের জন্য ৪ মাস পর পর রক্তদান করা উচিত…

৪ মাস পর পর রক্তদান করুন… এতে রোগী এবং রক্তদাতা - উভয়েরই মঙ্গল…

------------------------------
সচেতনতায়ঃ
#লক্ষীপুর_ব্লাড_ডোনার_ক্লাব

 #ইহা সম্পূর্ন সেচ্ছাসেবী ও মানব কল্যাণমূলক সংগঠন।আমাদের মৌলিক উদ্দেশ্য হচ্ছে রক্ত প্রয়োজনীয় রোগীদের জন্য রক্ত সংগ্রহে এ...
15/11/2023

#ইহা সম্পূর্ন সেচ্ছাসেবী ও মানব কল্যাণমূলক সংগঠন।
আমাদের মৌলিক উদ্দেশ্য হচ্ছে রক্ত প্রয়োজনীয় রোগীদের জন্য রক্ত সংগ্রহে এবং ডোনার তৈরিতে সহযোগিতা করা। রোগী এবং ডোনার উভয়ের জন্য কার্যকরি একটা প্লাটফর্ম তৈরি করা।

১৮ তে বেড়ে উঠা, ১৮ তে নাগরিক, ১৮ তে রক্ত দিয়ে একটি দেহে প্রান দিক!

রক্তের প্রয়োজনে গ্রুপে পোষ্ট করার নিয়মাবলীঃ

১। রক্তের গ্রুপ।
২। কয় ব্যাগ লাগে।
৩। মেডিকেল এবং স্থানের নাম, ওয়ার্ড বেড সহ।
৪। রোগীর সাথে যে মেডিকেল আছেন তাদের নাম্বার।
৫। কোন সময় লাগবে।
৬। রোগীর সমস্যা।

সতর্কবাণীঃ
১। কোন প্রকার আর্থিক লেনদেন করবেন না।
২। রক্তদানের আগে রোগীর সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

মানবতাই পরম ধর্ম।
জয় হোক মানবতার, জয় হোক রক্তদাতার। রক্ত দিন জীবন বাঁচান। নিজে রক্ত দিন অপরকে রক্ত দানে উৎসাহিত করুন।

#লক্ষীপুর_ব্লাড_ডোনার_ক্লাব

 #আপনার রক্তের গ্রুপ কি...............?আমি আছি 27% এর মধ্যে একজন  A+ পজিটিভ ( A+) রক্তদাতা।এশিয়াতে রক্তের গ্রুপের অনুপা...
14/11/2023

#আপনার রক্তের গ্রুপ কি...............?
আমি আছি 27% এর মধ্যে একজন A+ পজিটিভ ( A+) রক্তদাতা।
এশিয়াতে রক্তের গ্রুপের অনুপাতঃ--------
*O+ - ৩৯%***
*O- - ১%***
*A+ - ২৭%***
*A- - 0.৫%***
*B+ - ২৫%***
*B- - 0.৪%***
*AB+ - ৭%***
*AB- - 0.১%***

আপনার একব্যাগ রক্ত দিয়ে যদি অন্যের জীবন বাঁচে তাহলে মহৎ কাজটি করতে এগিয়ে আসি।
নিজে রক্ত দিন,অন্য কে দিতে উৎসাহিত করুন,অন্যের জীবন বাঁচান।

#লক্ষীপুর_ব্লাড_ডোনার_ক্লাব

 #রক্তের অভাবে ঝরবেনাআর কোন প্রানআমরা হাজারো তরুন তরুণীকরবো স্বেচ্ছায় রক্ত দান #লক্ষীপুর_ব্লাড_ডোনার_ক্লাব
13/11/2023

#রক্তের অভাবে ঝরবেনা
আর কোন প্রান
আমরা হাজারো তরুন তরুণী
করবো স্বেচ্ছায় রক্ত দান

#লক্ষীপুর_ব্লাড_ডোনার_ক্লাব

 #রক্তটা চায়ের দোকানের রং চা নয়...যে চাইলেই পাওয়া যায় এক কাপ চা খেতে টাকা লাগে!!সেখানে একজন সেচ্ছাসেবী আপনাদের প্রয়োজনীয়...
12/11/2023

#রক্তটা চায়ের দোকানের রং চা নয়...যে চাইলেই পাওয়া যায়
এক কাপ চা খেতে টাকা লাগে!!
সেখানে একজন সেচ্ছাসেবী আপনাদের প্রয়োজনীয় রক্ত ফ্রী"তে দেয় এবং মেনেজ করে
যখন যার প্রয়োজন রক্তের জন্য রিকুয়েষ্ট করেন আর রক্ত না পেলে সংগঠনকে দোশ দেন
আমাদের ভুলে গেলে চলবে না,,সংগঠন রক্ত মেনেজ করে তৈরি করেনা
সুতরাং, সেচ্ছাসেবীদের সমালোচনা না করে উৎসাহ দিন এবং সন্মান করেন
একজন সেচ্ছাসেবী শুধু মানবতার কাজ করেনা
তার নিজের পরিবার আছে,চাকরি আছে, পড়াশোনা আছে....(মা,বাবা,ভাই,বোন,স্ত্রী, স্বামী,সন্তান)সেখানে সময় দিয়ে অবসর সময়ে মানবতার কাজ করে
অবসর সময়ে মানুষের সাথে কাজ করে বলেই সারাদিন অনলাইনে থাকবে তা নয়..তাদেরও ব্যাক্তিগত স্বাধীনতা আছে
তারা আপনাদের কাছে জিম্মি না

এখনো সময় আছে দৃষ্টি ভঙ্গি বদলান
আর সবাইকে উৎসাহিত করুন রক্তদানে
🥰শুভ হোক রক্তদান..জয়হোক মানবতার🥰

#লক্ষীপুর_ব্লাড_ডোনার_ক্লাব

 #এক ব্যাগ ব্লাড ম্যানেজ করা যে কতটা কষ্টের সেটা আমরা ভলান্টিয়াররাই বুঝি। আরে ভাই আপনাদের যদি এক ব্যাগ সম্পূর্ণ ব্লাড ন...
11/11/2023

#এক ব্যাগ ব্লাড ম্যানেজ করা যে কতটা কষ্টের সেটা আমরা ভলান্টিয়াররাই বুঝি।

আরে ভাই আপনাদের যদি এক ব্যাগ সম্পূর্ণ ব্লাড নাই লাগে তাহলে আপনি এ ব্লাডটি নিলেন কেন?

আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকুই নিতেন। যখন কেউ আমাদের ব্লাডের জন্য কল দেয় এমন ভাবে আবদার করে রোগীর লোক আমরা যেন ব্লাডের বস্তা নিয়ে বসে আছি।

ব্লাড ম্যানেজ করাটাকে মানুষেরা খুব সহজ মনে করে। এরা মনে করে এক ব্যাগ রক্ত ম্যানেজ করার জন্য তো শত শত কামলা আছেই। এরা হয়তো বোঝেনা আমরা ভলেন্টিয়াররা যদি ব্লাড ম্যানেজ করতে সহযোগিতা না করি এদের রক্ত কান্না করতে হয়।

এ ব্লাডটি নষ্ট করার সময় কি তাদের একটুও খারাপ লাগেনি বিবেকে বাধেনি?

এটাতে শুধু রোগীর লোককে দোষ দিলে হবে না হসপিটাল কর্তৃপক্ষের দোষ আছে আমি মনে করি।

ঘটনাটি ঘটেছে ❝ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে❞।

#সচেতন #ভলান্টিয়ার #প্রতিবাদ #ভার্চুয়াল প্রতিবাদ
#লক্ষীপুর_ব্লাড_ডোনার_ক্লাব

 #৩ মাস - ৪ মাস না যেতেই স্বেচ্ছাসেবীদের  ফোন পেয়ে সাথে সাথে দৌড়ে যাই  নিজে রক্ত দান করতে অথবা অন্য কোনো স্বেচ্ছাসেবীর র...
11/11/2023

#৩ মাস - ৪ মাস না যেতেই স্বেচ্ছাসেবীদের ফোন পেয়ে সাথে সাথে দৌড়ে যাই নিজে রক্ত দান করতে অথবা অন্য কোনো স্বেচ্ছাসেবীর রক্ত নিয়ে রোগিদের বাচাতে।
আর সেই রক্ত যখন পড়ে থাকে হাসপাতালের ড্রেনের পার্শে দেখে যেনে আমার ভিতর টা কাপে উঠল না জানি কোন স্বেচ্ছাসেবী ভাই বোনের রক্ত এটা।
এটি পীরগঞ্জ সরকারি উপজেলা স্ব্যাস্থ্য সেবা হাসপাতালের পেছনে।

আমি এমন ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এরকম যেন এর পরে না হয় সেজন্য সকলকে সজাগ হওয়ার আহবান করছি।

#লক্ষীপুর_ব্লাড_ডোনার_ক্লাব

 #সপ্তাহের বাকি দিনগুলোতে আমরা ব্যাস্ত থাকি শুক্রবার ফ্রী থাকি তাই যাদের রক্তদানের সময় হইছে তারা রক্তদান করি,কারো সময় হল...
10/11/2023

#সপ্তাহের বাকি দিনগুলোতে আমরা ব্যাস্ত থাকি
শুক্রবার ফ্রী থাকি তাই যাদের রক্তদানের সময় হইছে তারা রক্তদান করি,
কারো সময় হলে জানাবেন রোগী খুঁজে পেতে সাহায্য করবো ইনশাআল্লাহ।

#যদি_হই_রক্ত_দাতা_জয়_করবো_মানবতা
#লক্ষীপুর_ব্লাড_ডোনার_ক্লাব

 #প্রস্তুত যদি থাকে দুজন রক্তদাতা থাকবে গর্ভবতী মায়ের প্রাণের নিশ্চয়তা আল্লাহর রহমতে । #যদি_হই_রক্ত_দাতা_জয়_করবো_মানবত...
10/11/2023

#প্রস্তুত যদি থাকে দুজন রক্তদাতা থাকবে গর্ভবতী মায়ের প্রাণের নিশ্চয়তা আল্লাহর রহমতে ।

#যদি_হই_রক্ত_দাতা_জয়_করবো_মানবতা
#লক্ষীপুর_ব্লাড_ডোনার_ক্লাব

আপনি রক্ত দিতে ভয় পান??কথা দিলাম আপনাকে কল দিবো না!বলব না একজন মা মারা যাচ্ছে রক্ত দিন!শুধু বলবো ব্লাড গ্রুপটা চেক করে র...
09/11/2023

আপনি রক্ত দিতে ভয় পান??

কথা দিলাম আপনাকে কল দিবো না!

বলব না একজন মা মারা যাচ্ছে রক্ত দিন!
শুধু বলবো ব্লাড গ্রুপটা চেক করে রাখুন।

যে মা মৃত্যু যন্ত্রনাকে ভয় না পেয়ে আপনাকে জন্ম দিয়েছিলো।
সেই মায়ের জন্য যদি কখনও রক্ত লাগে তখন কি করবেন?

আমার রক্তের গ্রুপ..(🅰️➕) পসেটিভ.
আপনার রক্তের গ্রুপ জানা থাকলে বলতে পারেন।

ব্লাড দিতে ইচ্ছুক হলে সাথে লোকেশন আর নাম্বারটা ইনবক্সে দিয়ে দিয়েন।

 #মানব সেবায় এগিয়ে যায়,                          রক্তদানে হাত বাড়াই ।" #লক্ষীপুর_ব্লাড_ডোনার_ক্লাব।
07/11/2023

#মানব সেবায় এগিয়ে যায়,
রক্তদানে হাত বাড়াই ।"

#লক্ষীপুর_ব্লাড_ডোনার_ক্লাব।

Address

Jhenida

Website

Alerts

Be the first to know and let us send you an email when লক্ষীপুর ব্লাড ডোনার ক্লাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category