ARINA AGRO CARE Limited

ARINA AGRO CARE Limited A DLS & DOF LICENSE COMPANY( Mfg. DLS License No-196 & DOF Catagory-2 License No-05 Jhenaidah).

ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক আমার, আপনার ব্যক্তিগত,পারিবারিক,  সামাজিক ও রাষ্ট্রীয় জীবন।সবাইকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ...
16/06/2024

ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক আমার, আপনার ব্যক্তিগত,পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন।সবাইকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা।
ঈদ মোবারক।

24/05/2024
02/05/2024
01/05/2024

🎁 Arina Agro Care Ltd এর উৎপাদিত Tox Free অত্যন্ত কার্যকরী একটি লিকুইড টক্সিন বাইন্ডার।
গবাদি প্রাণির সুস্বাস্থ্য নিশ্চিতে এর কার্যকারিতাসমূহ হলো :
✒️ গবাদি প্রাণির মাইকোটক্সিন দূর করে
✒️ মোল্ড ইনহেভিটর হিসাবে কাজ করে
✒️ প্রাণির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
✒️ হাস-মুরগীর ডিম উৎপাদন বৃদ্ধি করে
✒️ প্রাণি শরীরে ভ্যাক্সিনের কার্যকারীতা বৃদ্ধি করে
✒️ প্রাণির লিভার ও কিডনীর কার্যক্ষমতা বৃদ্ধি করে
✒️ প্রাণির প্রজননতন্ত্রের কার্যকারীতা বৃদ্ধি করে
✒️ এ্যামাইনো এসিডের শোষণ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে প্রাণির স্বাস্থ্য বৃদ্ধি নিশ্চিত করে

🔰 ব্যবহার বিধি : ১-২ মিলি ১লিটার খাবার পানিতে মিশিয়ে ৫-৭ দিন।
🔰 প্যাক সাইজ : ১০০ মিলি, ৫০০ মিলি, ১লিটার।
বাংলাদেশের যে কোনো জেলা/উপজেলায় ডিলারশীপ কিংবা হোলসেলের জন্য সরাসরি যোগাযোগ করুন :
💠 এরিনা এগ্রো কেয়ার লিমিটেড 💠
☎️ 01711-988483

বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে জানাই এরিনা এগ্রো কেয়ার লিমিটেড এর পক্ষ থেকে মে দিবসের শুভেচ্ছা।
01/05/2024

বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে জানাই এরিনা এগ্রো কেয়ার লিমিটেড এর পক্ষ থেকে মে দিবসের শুভেচ্ছা।

28/04/2024

🎁 গবাদি প্রাণির সুস্থতা নিশ্চিতে এরিনা এগ্রো কেয়ার লিমিটেড নিয়ে এলো BD-Stop যা একটি কার্যকরী ডায়রিয়া প্রতিরোধক!
BD-Stop এর কার্যকারীতাসমূহ :
★ গবাদি প্রাণির ডায়রিয়া-পাতলা পায়খানা বন্ধ করে
★ এ্যাবডোমিনাল ক্লাম্ব পেইন রোধ করে
★ কলেরা প্রতিরোধ করে
★ রক্ত আমাশয় বন্ধ করে
★ গবাদি প্রাণির পানিশূন্যতা দূর করে
মাত্রা ও প্রয়োগবিধি :
✒️ গরু, মহিষ, ঘোড়া : ১৫০ গ্রাম করে দিনে ১ বার ৩-৫ দিন
✒️ বাছুর, ছাগল, ভেড়া : ৭৫ গ্রাম করে দিনে ১/২ বার ৩-৫ দিন
🔰 প্যাক সাইজ : ১৫০ গ্রাম
বাংলাদেশের যে কোনো জেলা/উপজেলায় ডিলারশীপ কিংবা হোলসেলের জন্য সরাসরি যোগাযোগ করুন :
💠 এরিনা এগ্রো কেয়ার লিমিটেড 💠
☎️ 01711-988483

27/04/2024

Wishing all the Veterinarians🥰

"WORLD VETERINARY DAY-2024"

22/04/2024

💠 এরিনা এগ্রো কেয়ার লিমিটেডের Clean-S Vet একটি অত্যন্ত কার্যকরী পাকস্থলী পরিষ্কারক। গবাদি প্রাণীর ক্ষেত্রে Clean-S Vet এর উল্লেখযোগ্য কার্যকারিতা সমূহ হল :
🎁 খাদ্যের বিষক্রিয়া প্রতিরোধে অত্যন্ত কার্যকরী
🎁 মাত্রাতিরিক্ত এ্যাসিডিটিতে কার্যকরী
🎁 খাদ্যাভ্যাস পরিবর্তন জনিত কারণে হজম সমস্যায় কার্যকরী
🎁 অযোগ্য খাবার গ্রহণের ফলে পাকস্থলীর সমস্যা হলে কার্যকরী
🎁 গবাদী প্রাণীর ব্লট ও টিম্পনির চিকিৎসায় উপকারী
🎁 গবাদি প্রাণীর শরীরে গ্লুকোজের মাত্রা কমে গেলে (Hypoglycimic Condition) সাপোর্টিভ থেরাপি হিসাবে কাজ করে
♻️ মাত্রা ও প্রয়োগবিধি :
🐂 গবাদি প্রাণী : ১ প্যাকেট দিনে ২ বার
🐄 বাছুর : ১/২ প্যাকেট দিনে ২ বার
🐐 ভেড়া/ছাগল : ১/৪ প্যাকেট দিনে ২ বার
✒️ সরবারহ : ৩০ গ্রাম ও ১২৫ গ্রাম
💠 বাংলাদেশের যে কোনো জেলা/উপজেলায় ডিলারশীপ কিংবা হোলসেলের জন্য সরাসরি যোগাযোগ করুন :
♻️ এরিনা এগ্রো কেয়ার লিমিটেড ♻️
🏛️ প্লট : S3, বিসিক শিল্প এলাকা, ঝিনাইদহ
☎️ 01711-988483

তীব্র তাপ প্রবাহে প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় প্রাণিসম্পদ অধিদপ্তরের নির্দেশনাসমূহঃ ১। গবাদি পশু/পোল্ট্রির ঘর/শেড শীতল রাখা...
22/04/2024

তীব্র তাপ প্রবাহে প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় প্রাণিসম্পদ অধিদপ্তরের নির্দেশনাসমূহঃ

১। গবাদি পশু/পোল্ট্রির ঘর/শেড শীতল রাখার ব্যবস্থা করতে হবে। এজন্য শেডের চালায় ভেজা চট, বস্তা, কাপড় বিছিয়ে দেয়া যেতে পারে এবং কিছু সময় পর পর তাতে পানি ছিটিয়ে ভিজিয়ে দিতে হবে। শেডের ভেতরে ভেজা চট, বস্তা, কাপড় ঝুলিয়ে রাখলে ঘরের ভেতরের তাপমাত্রা কমাতে সাহায্য করবে।

২। শেডের ভিতরে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা করতে হবে।

৩। গবাদি পশুকে একাধিকবার গোসল করানো/পাইপের সাহায্যে পানি দিয়ে শরীর ভিজিয়ে দিতে হবে।

৪। গবাদি পশু/পোল্ট্রির জন্য পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করতে হবে। পানির সাথে পুরিমানমতো লবন/ গ্লুকোজ/ ভিটামিন সি/ ইলেকট্রোলাইট মিশিয়ে দিতে হবে।

৫। সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত গবাদি পশুকে ঘরে বা খোলা মাঠে না রেখে ছায়াযুক্ত বাগান বা গাছের নিচে রাখতে হবে।

৬। তাপপ্রবাহের সময় গবাদি পশুকে পরিপক্ক খড় বা অতি পরিপক্ক শক্ত আঁশ জাতীয় খাবার না দিয়ে কাঁচা ঘাস সরবরাহ করতে হবে।

৭। দিনের অতিরিক্ত গরমের সময় খাবার সরবরাহ পরিহার করে কিছুটা শীতল সময়ে খাবার সরবরাহ করতে হবে।

৮। সম্ভব হলে গবাদিপশুকে মিনারেল যুক্ত ব্লক সরবরাহ করতে হবে।

৯। এ সময় গবাদি পশু/হাঁস-মুরগীকে কৃমি নাশক বা টিকা প্রদান করা যাবে না। পরিবহনের প্রয়োজনে দিনের শীতল সময়ে/রাতে পরিবহন করতে হবে।

১০। গবাদিপশু/ হাঁস-মুরগীর চিকিৎসা ও পরামর্শের জন্য নিকটস্থ ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগ করতে হবে।

ঈদ মোবারক🌙*ঈদের দিনে এক হয়ে যাই সব ব্যবধান ভুলে এই জনপদ হেসে উঠুক তাকওয়ার‌ই ফুলে*  السلام عليكم ورحمة الله وبركاته-     ...
10/04/2024

ঈদ মোবারক🌙
*ঈদের দিনে এক হয়ে যাই সব ব্যবধান ভুলে এই জনপদ হেসে উঠুক তাকওয়ার‌ই ফুলে*

السلام عليكم ورحمة الله وبركاته-
*تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ*
*আল্লাহ তাআলা আমার ও আপনাদের নেক আমল তথা ভাল কাজগুলো কবুল করুন*।

**ঈদ হলো পাপমুক্তির আনন্দ*। *সফলতা ও বিজয়ের আনন্দ*।
এ বিজয় নাফসের ওপর আকলের, এ বিজয় শয়তানের ওপর ইনসানের।
*ঈদ বয়ে আনুক আমাদের জীবন,পরিবার ও সমাজে ভালবাসা,সুখ-শান্তি-সমৃদ্ধি*
*আপনি ও আপনার পরিবারকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।ঈদ মোবারক।

মোঃ জিয়াউল ইসলাম খান
ব্যবস্থাপনা পরিচালক
এরিনা এগ্রো কেয়ার লিমিটেড।

07/04/2024

🤔 আপনি কি কুরবানী ঈদ উপলক্ষ্যে আপনার গবাদি প্রাণি মোটাতাজাকরণ নিয়ে চিন্তিত❓
🎁 আপনার জন্য মাত্র ২৯৯৯ টাকায় সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ প্যাকেজ নিয়ে এলো এরিনা এগ্রো কেয়ার লিমিটেড!!
🔰 এই প্রক্রিয়া শুরু হবে কৃমিনাশক দেয়ার পর গরুর লিভার সুরক্ষায় এলিট ভিট খাওয়ানোর মাধ্যমে। Alit-Vit অত্যন্ত কার্যকরী একটি লিভার টনিক যা লিভারের সকল ধকল প্রতিরোধ করে প্রাণির লিভারের কার্যকারিতা বৃদ্ধি করবে।
🔰 তারপর জিংক বা ট্রেস মিনারেল হিসাবে খাওয়াতে হবে Zinc-ket TS যা ৩ গুণ শক্তিসম্পন্ন একটি জিংক সিরাপ। এটি প্রাণির রোগ প্রতিরোধ ক্ষমতা ও শারীরিক বৃদ্ধি নিশ্চিত করবে এবং রূচি, হজমশক্তি ও ক্ষুধা বৃদ্ধি করবে।
🔰 এরপর ক্যালসিয়ামের ঘাটতি পূরণে দিতে হবে Arecal Plus. এটি ক্যালসিয়াম ও ফসফরাসের শোষণ বৃদ্ধি করে ফলে প্রাণির হাড়ের শক্তি ও পেশীর টোন উন্নত হবে।
🔰 এরপর মূল মোটাতাজাকরণ প্রক্রিয়ার শুরুতে সেচুরেটেড ফ্যাট হিসেবে প্রতিদিন ৫০ গ্রাম করে দুইবার দিতে হবে Care Fat. এটি সরাসরি মালয়েশিয়া থেকে আমদানিকৃত একটি রুমেন বাইপাস ফ্যাট যা প্রাণির পরিপাক ক্রিয়া উন্নত করে দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি করবে।
🔰 দশ দিন Care Fat খাওয়ানোর পর হাইপোটেন্সি মাল্টিভিটামিন হিসাবে প্রতিদিন ২৫ মিলি করে দুইবার দিতে হবে ASP Plus Vet. এটি এ্যামাইনো এসিড সমৃদ্ধ একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন গ্রোথ প্রোমোটা যাতে আছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। যা ভিটামিন ও ইলেক্ট্রোলাইটের ঘাটতি পূরণ করে প্রাণির শারীরিক বৃদ্ধি ঘটাবে।
🔰 দশ দিন ASP Plus Vet খাওয়ানোর পর গরুকে মাল্টিভিটামিন ও মিনারেলস সমৃদ্ধ Grow Up প্রতিদিন ৫০ গ্রাম করে দুইবার খাওয়াতে হবে। ২৪টিরও অধিক কার্যক্ষমতা সম্পন্ন Grow Up. এই পুরো প্রক্রিয়ার মাধ্যমে আপনার প্রাণির হাড়-মাংস ও চর্বির সুষম বৃদ্ধিতে সহায়তা করবে।
💠 এই প্রক্রিয়া শেষে পুনরায় আবার কেয়ার ফ্যাট থেকে মোটাতাজাকরণ প্রক্রিয়া শুরু হবে। আর সম্পূর্ণ পদ্ধতিতে অন্যান্য পুষ্টি প্রিমিক্সের পাশাপাশি প্রতিদিন ২০ গ্রাম করে খাওয়াতে হবে Arezyme Plus, যা গবাদি প্রাণীর রুচি বৃদ্ধি করবে এবং হজম শক্তিকে উন্নত করবে।
✒️ প্যাকেজটি অর্ডার করতে কিংবা বৈজ্ঞানিক পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন :
💠 এরিনা এগ্রো কেয়ার লিমিটেড 💠
☎️ কল/হোয়াটসএ্যাপ : 01711-988483

গবাদিপশুরকিছু প্রয়োজনীয় প্রশ্ন ও উত্তরঃ১। প্রশ্নঃ- দানাদার খাবার শুকনো খাওয়াবো না পানিতে গুলিয়ে খাওয়াবো?উত্তর - খাবার ...
05/04/2024

গবাদিপশুর
কিছু প্রয়োজনীয় প্রশ্ন ও উত্তরঃ
১। প্রশ্নঃ- দানাদার খাবার শুকনো খাওয়াবো না পানিতে গুলিয়ে খাওয়াবো?

উত্তর - খাবার গ্রহন ও হজমে মুখের লালা (Saliva) কতটা গুরুত্বপূর্ণ। যখন আপনি দানাদার খাবার শুকনো খাওয়াবেন তখন মুখে প্রচুর Saliva নিঃসরিত হবে যাহা কার্যকর হজম প্রক্রিয়ায় সহায়তা করে।
Saliva রুমেনের pH কে স্বাভাবিক রাখে পাশাপাশি রুমেনে ফেনাযুক্ত (Bloat) গ্যাস উৎপন্ন হতে বাধা প্রদান করে।
তাই দানাদার খাবার শুকনো খাওয়ানো জরুরী।

২। প্রশ্নঃ- গরুকে পানি কতটুকু খাওয়াবো?

- গরুকে তার প্রয়োজন মত পানি খাওয়ানোর অভ্যেস করুন। দানাদার খাবার বা আশঁ জাতীয় খাবার খাওয়ানোর ৩০ মিনিট থেকে ১ ঘন্টা পর পর্যাপ্ত পরিষ্কার পানি নিশ্চিত করুন। গরুর খামারে এই গরমে সবসময় পরিষ্কার পানি নিশ্চিত করুন।
মনে রাখবেন, পানি খাওয়ানোর সাথে গরুর পেট মোটা বা বড় হওয়ার কোন সম্পর্ক নেই।
বেশি পানি খেলে গরুর পেট বড় হবে; এটি ভ্রান্ত ধারনা।

৩। প্রশ্নঃ- গরু কে ঘাস, খড়, সাইলেজ খাবারগুলো কিভাবে খাওয়াবো? কি পরিমানে খাওয়াবো?

- ১০০ কেজি ওজনের একটি গরুকে (২৪ ঘন্টায়):
> ঘাস= ৪.৫-৫ কেজি
> খড়= ১.৫-২ কেজি
> সাইলেজ= ৩-৪ কেজি (ঘাসের বিকল্প হিসেবে সাইলেজ খাওয়ালে খড় না খাওয়ালেও চলবে)।

৪। প্রশ্নঃ- গরুকে দিনে কতসময় ধরে খাবার খাওয়াবো?

- গরু জাবরকাটা প্রাণী। জাবরকাটা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলে খাবারের হজম প্রক্রিয়া ভাল হয়। তাই গরুকে ভাল হজমপ্রক্রিয়ার জন্য জাবরকাটা ও বিশ্রামের জন্য সময় দিতে হবে। একটি গরু দিনে ৮ ঘন্টা জাবরকাটার কাজটি করে থাকে।
গরুকে দিনে ৩ বেলা খাবার খাওয়ানো ভাল।
> সকালে- ৪০%
> দুপুরে (১২টা)- ২০%
> বিকেলে> ৪০%
রাতে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ দিতে হবে। মনে রাখবেন বেশি খাবার দিলেই গরুর মাংস বা দুধ বৃদ্ধি পাবে না বরং ভাল হজম প্রক্রিয়া গরুর দুধ ও মাংস বৃদ্ধিতে সহায়তা করে।

৫। প্রশ্নঃ- গরু জাবর কাটার সময় মুখ দিয়ে খাবার পড়ে যায়?

- এটি অনেক কারনেই হয় (একজন ডিভিএম ডাক্তারের পরামর্শ নিন)।
আগাছা যুক্ত ঘাস গরুকে সরবরাহ করলে এমন হতে পারে। বিভিন্ন আগাছাতে Alkaloids থাকে যা গরুতে বমি (Vomiting) পর্যন্ত ঘটাতে পারে।

৬। প্রশ্নঃ- গরুকে কতটুকু সময় বিশ্রাম দিবো?

- গরুর খাবারের পরিমান হিসাব করে সেটি ২/৩ বেলায় গরুকে সরবরাহ করুন। বাকি সময় গরুকে জাবরকাটা ও বিশ্রামের জন্য দিয়ে দিন। রাতে কমপক্ষে ৮ ঘন্টা গরুকে বিশ্রামের ব্যবস্থা করুন।

৭। প্রশ্নঃ- চাল ভাঙ্গা অর্ধসিদ্ধ করে খাওয়ানো যাবে কি না?

- মানুষের খাবার গরুকে খাওয়ানোর ভুল পন্থাগুলো বন্ধ করুন। মানুষের হজম প্রক্রিয়া ও গরুর হজম প্রক্রিয়া সম্পুর্ন ভিন্ন।
আমরা জেনেছি যে গরু জাবরকাটা প্রানী। এরা আশঁজাতীয় খাবারের সেলুলোজ থেকে প্রয়োজনীয় শক্তি তৈরি করে যাহা Volatile Fatty Acid (VFA) হয়ে রুমিনাল ওয়ালে শোষিত হয়। চালভাঙ্গা স্টার্চ জাতীয় খাবার; যা অর্ধসিদ্ধ করে গরুকে খাওয়ালে তা গাজঁন প্রক্রিয়ায় রুমেনে ল্যাকটিক এসিড তৈরি করবে ফলে রুমিনাল PH এর তারতম্য ঘটে হজম প্রক্রিয়া ব্যাহত হয়ে ব্লট (Frothy Gas) হবে। এতে গরু মারাও যেতে পারে।

৮। প্রশ্নঃ- গরুর হজমশক্তি কেন ভাল হয় না?
গরুর হজম শক্তি ভাল না হওয়ার কিছু কারণ:-
> গরুকে পরিমানের থেকে বেশি খাবার সরবরাহ করা হলে।
> খাবার খাওয়ানোর পন্থা সঠিক না হলে।
> গরুকে নিয়মিত সঠিক ডোজে কৃমিনাশক প্রয়োগ করে কৃমিমুক্তকরণ না করলে।
> গরুর রেশনে প্রোবায়োটিক না রাখলে।

৯।প্রশ্নঃ- গরু প্রচুর খায় কিন্তু স্বাস্থ্য/মাংস ভাল হয় না; কি করনীয়?

উত্তর - পুষ্টিমান ব্যালেন্স রেশন খাবার গরুকে সরবরাহ করতে হবে।
- আশঁজাতীয় খাবার; যেমন ঘাস ও খড় একসাথে ও ফিড মিক্স করে একসাথে গরুকে সরবরাহ করুন। খাবার খাওয়ানো ১৫-২০ মিনিট পর পরিষ্কার পানি গরুকে দিন।
এতে গাভীর দুধ বৃদ্ধি পাবে তেমনি মাংসের গরুর দ্রুত মাংস বৃদ্ধি পাবে। এই পদ্ধতিকে Total Mixed Ration (TMR) বলে। ডেইরী শিল্পে উন্নত বিশ্বে এই TMR মেথডে গাভীকে/ষাঁড় কে খাবার খাওয়ানো হয়।

১০। প্রশ্নঃ- গবাদি পশুকে গরুকে UMS খাওয়ানো যাবে কিনা.?
উত্তর:- মোটাতাজাকরণ গুরুর জন্য ইউরিয়া মোলাসেস স্ট্র(ums) অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে,বকনা অথবা গাভী গরুকে ও খাওয়ানো যেতে পারে।
ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে পড়ার জন্য।

Address

Jhenida

Telephone

01813797252

Website

Alerts

Be the first to know and let us send you an email when ARINA AGRO CARE Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ARINA AGRO CARE Limited:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram