Jhenaidah District Hospital

Jhenaidah District Hospital Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jhenaidah District Hospital, Hospital, Jhenaidah, Jhenida.

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উদযাপন।আজ ১...
15/08/2021

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উদযাপন।

আজ ১৫‘ই আগষ্ট জাতীয় শোক দিবস, যথাযথ মর্যাদায় পালিত হল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম মৃত্যুবার্ষিকী।

সামাজিক দূরত্ব মেনে ঝিনাইদহের মুজিব চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন ঝিনাইদহ সদর হাসপাতালের সম্মানিত তত্ত্বাবধায়ক ডা. মোঃ হারুন-অর-রশীদ।এসময় আরোও উপস্থিত ছিলেন ঝিনাইদহ বি এমএর সম্মানিত সভাপতি ডা. মুন্সী মোঃ রেজা সেকেন্দার,ঝিনাইদহ বি এমএর সাধারণ সম্পাদক ডা. রাশেদ আল মামুন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সহ অন্যান্য চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
এরপর সদর হাসপাতাল চত্বরে হাস্পাতালে আগত রোগীর স্বজনদের মধ্যে করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়। পরবর্তিতে হাস্পাতালের সম্মেলন কক্ষে শোকদিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। এছাড়া, রোগীদেরকে উন্নত মানের খাবার পরিবেশন করার মাধ্যমে দিন ব্যাপী আয়োজন শেষ হয়

02/07/2021

~~ আমরা আমাদের সক্ষমতার পুরোটা দিয়ে করোনা মহামারি মোকাবিলা করার চেষ্টা করে যাচ্ছি।হাসপাতালের পুরো টিম তাদের সর্বোচ্চ দিয়ে যুদ্ধ করছে।আপনারা আমাদের পাশে থাকবেন।ইনশাআল্লাহ আমরা এই বিপর্যয় কাটিয়ে উঠবো ~~

26/06/2021

~~~ ঝিনাইদহ সদর হাসপাতাল এখন করোনার হটস্পট এ পরিণত হয়েছে।করোনা ওয়ার্ড এর একজন মেডিকেল অফিসার, সিস্টার ইন চার্জ,২ জন ওয়ার্ডবয় সহ আরো অনেক স্টাফ অল্প সময়ের মধ্যে করোনা আক্রান্ত।করোনা রোগীর সংখ্যা অত্যধিক বেশি হওয়ায় হাসপাতাল ইতোমধ্যে কর্মী সংকটের মুখোমুখি। যারা অবশিষ্ট আছেন, তারাও প্রতিনিয়ত মনোবল হারাচ্ছেন।আমরা সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ করছি করোনা রোগীর সাথে যারা এটেন্ডেন্ট হিসাবে আসছেন, অনুগ্রহ করে যত্রতত্র ঘোরাফেরা করবেন না।করোনা ওয়ার্ডে আপনার রোগীর সাথে থাকুন।রোগী নিজে বা রোগীর পরিচর্যাকারী বাইরে ঘোরাঘুরি করলে এই সংক্রমণ রোধ করা অসম্ভব।যেসব করোনা রোগীর শ্বাসকষ্ট বা তীব্র অসুস্থতা নেই,তারা বাড়িতে থাকুন।ইতোমধ্যে হাসপাতালের ধারণক্ষমতার অধিকসংখ্যক রোগী ভর্তি আছে।এই সংক্রমণ এর চেইন ভাংগতে না পারলে আমরা মহা বিপর্যয়ের সম্মুখীন হতে যাচ্ছি।।সবাই যার যার জায়গা থেকে স্বাস্থ্যবিধি মেনে চলি।আপনাদের সর্বাত্মক সহায়তা কামনা করছি এবং দোয়া চাচ্ছি।মহান আল্লাহপাক আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন ~~

~~ সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে,যারা করোনা ভাইরাস পরীক্ষা করানোর জন্যে সদর হাসপাতালে স্যাম্পল দিতে আসছেন,তারা সরা...
20/06/2021

~~ সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে,যারা করোনা ভাইরাস পরীক্ষা করানোর জন্যে সদর হাসপাতালে স্যাম্পল দিতে আসছেন,তারা সরাসরি স্যাম্পল কালেকশান এর জন্যে নির্ধারিত স্থানে (পূর্বের ডায়রিয়া ওয়ার্ড) চলে যাবেন এবং সেখান থেকেই টিকেট করে সরকারী ফি প্রদানপূর্বক রেজিস্ট্রেশান করবেন।ইমার্জেন্সি অথবা বহির্বিভাগে যাওয়ার কোন প্রয়োজন হবেনা।রেজিস্ট্রেশান করে অপেক্ষা করবেন।সকাল ৮টা থেকে ১১ টা পর্যন্ত রেজিস্ট্রেশান চলে।রোগীর চাপ অত্যন্ত বেশি হওয়াই এই সময়সীমা আপাতত বর্ধিত করা সম্ভব হচ্ছেনা। সকাল ১১ঃ০০ ঘটিকা থেকে স্যাম্পল কালেকশান শুরু হবে।স্যাম্পল কালেকশান শুরু হওয়ার পর আর কোন রেজিস্ট্রেশান করা হয় না।স্যাম্পল দেওয়ার জন্যে অপেক্ষারত যারা থাকবেন তারা অনুগ্রহ করে দূরত্ব বজায় রেখে এবং যথাযথভাবে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে দাঁড়াবেন।যারা এই কালেকশান বুথে আপনাকে সেবা দিচ্ছেন অনুগ্রহ করে তাদের সুরক্ষার দিকেও আপনারা খেয়াল রাখবেন আশা করছি।আপনার সুস্বাস্থ্য আমাদের একান্ত কাম্য~~

ঈদের দিনে  হাসপাতালে নিয়মিত রাউন্ডে ছিলেন ঝিনাইদহ সদর হাসপাতালের  ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মিথিলা ইসলাম মহোদ...
14/05/2021

ঈদের দিনে হাসপাতালে নিয়মিত রাউন্ডে ছিলেন ঝিনাইদহ সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মিথিলা ইসলাম মহোদয়।।

13/05/2021

~~~ ঈদ মোবারক।সবাই যার যার জায়গা থেকে সাবধানে ঈদ উদযাপন করি।
ভারত ফেরত বাংলাদেশী নাগরিক যারা এই মুহূর্তে ঝিনাইদহে কোয়ারেন্টাইনে আছে, তাদের মধ্যে তিন জন আজ কোভিড পজিটিভ হয়েছে।অনুগ্রহ করে, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি। মাস্ক পরি।মহান আল্লাহপাক আমাদেরকে ক্ষমা করুন।পৃথিবী আবার সুস্থ হয়ে উঠুক ~~~

গত ২৪ এপ্রিল  ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটের জন্য পোর্টেবল এক্স রে মেশিন ও ডি ডাইমার পরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্...
26/04/2021

গত ২৪ এপ্রিল ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটের জন্য পোর্টেবল এক্স রে মেশিন ও ডি ডাইমার পরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি উপহার দেন ঝিনাইদহ সদর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব তাহজীব আলম সিদ্দিকী সমী মহোদয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল হাই এমপি। সভাপতি হিসেবে ছিলেন ঝিনাইদহ সদর হাসপাতালের সুযোগ্য তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ হারুনুর রশীদ মহোদয়।।

New building of JDH 250 bed
10/04/2021

New building of JDH 250 bed

10/04/2021

This is a 100 bedded district level government hospital providing outdoor services on Saturday- Thursday (except government holidays) from 08:00AM- 02:30PM & emergency services on 24/7 basis.
Recently a new building of additional 150 beds is ready to provide service. This hospital have 50 bedded Covid-19 ward, having central oxygen line, have provision of high flow oxygen.

Address

Jhenaidah
Jhenida

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jhenaidah District Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category