15/08/2021
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উদযাপন।
আজ ১৫‘ই আগষ্ট জাতীয় শোক দিবস, যথাযথ মর্যাদায় পালিত হল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম মৃত্যুবার্ষিকী।
সামাজিক দূরত্ব মেনে ঝিনাইদহের মুজিব চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন ঝিনাইদহ সদর হাসপাতালের সম্মানিত তত্ত্বাবধায়ক ডা. মোঃ হারুন-অর-রশীদ।এসময় আরোও উপস্থিত ছিলেন ঝিনাইদহ বি এমএর সম্মানিত সভাপতি ডা. মুন্সী মোঃ রেজা সেকেন্দার,ঝিনাইদহ বি এমএর সাধারণ সম্পাদক ডা. রাশেদ আল মামুন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সহ অন্যান্য চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
এরপর সদর হাসপাতাল চত্বরে হাস্পাতালে আগত রোগীর স্বজনদের মধ্যে করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়। পরবর্তিতে হাস্পাতালের সম্মেলন কক্ষে শোকদিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। এছাড়া, রোগীদেরকে উন্নত মানের খাবার পরিবেশন করার মাধ্যমে দিন ব্যাপী আয়োজন শেষ হয়