Ideal Homoeo Hall

Ideal Homoeo Hall Dr. Brindabon Kha.Here you will get treatment for all types of diseases.Do not hesitate to call us.
(4)

09/11/2024

" মানুষের মনের সব চেয় বড় আকাঙ্খা হল সন্মান পাওয়া।"--- মার্জোরি উইলসন।

09/11/2024

Dr Brindabon Kha.Ideal Homoeohall,
Barobazar,Kaligang,Jhenidah.

আজ আমি Aconite Nap নিয়ে কিছুটা লক্ষণ আপনাদের সন্মুখে উপস্থাপন করব। সত্যিকারে
এই ঔষধটা মানুষের কল্যাণে কতটা উপকার করতে পারে দেখব। অনেকে বলেন Aconite এর লক্ষণ ক্ষণস্থায়ী। কিন্তু আমি বলব না।
কারণ - এর লক্ষণগুলি হঠাৎ আপনার সামনে উপস্থিত হয় এ কথা সত্য। কিন্তু একেবারে বিলুপ্ত হয় না।

❤️Aconite Nap এর লক্ষণ সমষ্টি আসে হঠাৎ,
ঝড়ের গতিতে,ক্ষিপ্র গতিতে আপনাকে অস্থির করে তুলবে,একেবারে উল্টে পাল্টে শেষ করে দেবে। ভয় পাওয়ার কিছু নেই।

❤️Aconite Nap মানব জীবনের ইতিহাস সৃষ্টি করতে পারে একথা আগে আপনাকে বিশ্বাস করতে হবে। aconite কে বুঝুন ভাল করে। ভাল করে জানুন। ভাল করে মূল্যায়ন করতে শিখুন।
দেখবেন আপনি aconite কে আর ভুলবেন না।
আপনার সাহস যোগাবে।
.❤️Aconite এর mental state জানতে হবে তবেই আপনি ব্যবহার করতে পারবেন।
প্রত্যেক রোগীর ক্ষেত্রে আপনাকে ৪টি প্রশ্ন করে অবশ্যই জানতে হবে। তার কি কি সমস্যা আছে।

❤️কি কি সমস্যা হচ্ছে জানতে হবে শিশুর জন্য অবিভাবকের নিকট থেকে। বড় রোগীদের ক্ষেত্র রোগীর নিকট থেকে। না পারলে রোগীর
নিকটতম ৩য় ব্যক্তির নিকট থেকে।

১) কেন হয়েছে? ২) কি জন্য হয়েছে? ৩) কত দিন হয়েছে?৪) কোথায় হয়েছে? সঠিক উত্তর জানতে পারলে আপনি ব্যবস্থা গ্রহন করতে পারবেন। চিকিৎসায় সফলতা আসবে।

❤️Mantal State-অস্থিরতা,গাত্রদাহ,পিপাসা,
ছটফটানি,মৃত্যুভয়,ব্যাকুলতা উদ্বেগ,ভয়ে জড়সড় ইত্যাদি থাকবেই।

১) শিশু জন্মের পরে প্রস্রাব,পায়খানা করে না,
কাঁদে না। Aco

২) শিশুর পেটে ব্যথা করে,অনর্গল কাঁদে ও ছটফট করে,আম পড়ে বা আমাশয়। Aco

৩) শিশুর কানের চুলকানি সমস্যা। Aco

৪)শিশুর পেট ব্যথা করছে,কাঁদছে,আমাশার ভাব
মুখে আঁঙ্গুল দিয়ে বমি করে,বমি হলে শিশু চুপ থাকে,ঘুমায়।Aco

৫) উত্তর পশ্চিম দিক হতে ঠান্ডা বাতাসে হঠাৎ শরীর অসুস্থ হওয়া।Aco

৬) রোগী আপনার সামনে অস্থিরতা প্রকাশ করবে। বলবে সমস্ত শরীর চুলকাচ্ছে,আর ছটফট করছে। বলবে ডাঃ আমি আর বাঁচলাম না,যা করার আপনি করেন। (আত্মসমর্পণ)। Aco

৭) আগামী কাল আমার ইন্টারভিউ,আমাকে আপনি ভাল ঔষধ দেন,তাড়াতাড়ি সুস্থ হওয়া দরকার,আমার চাকরীটা একান্ত চায়ই,না হলে আমি মরে যাব। Aco

৮) গলায় টনসিল,অনেক টাকা ফিস্ দিয়ে বড় ডাঃ দেখিয়েছি ভাল হলো না। ডাঃ বলেছেন অপারেশন করতে হবে। আমি অপারেশন করাব না। কারণ আমাকে অজ্ঞান করবে যদি আমার জ্ঞান না ফেরে,তবে আমার বৌ ছেলে কে দেখবে?
মৃত্যুভয়।Aco

৯) পেটে অজীর্ণ হয়েছে প্রচুর গ্যাস হচ্ছে,পেটে অসম্ভব ব্যথা করছে,ছটফট করছে,বলছে এবার মরেই যাব কত ঔষধ খালাম আমার রোগ ভাল হলনা।Aco

১০) শিশু হাউ হাউ করে কাঁদছে,পেট ব্যথা করছে,পেটে হাত দিতে দিচ্ছে না এত ব্যথা স্পর্শকাতর,ছটফটানি,বলছে আমি মরে গেলাম। Aco

১১) ব্রেণ ষ্ট্রোক করেছে। রোগী অনবরত ছটফট
করছে,উলট পালট করছে,আর বলছে আমি আর বাঁচলাম না মরেই গেলাম। দ্বিতীয় কোন কথা নেই। Aco

১২) আপনার বুক ধড়ফড় করছে,মনে খুব ভয় জাগছে,শরীরে প্রচুর ঘাম হচ্ছে,আমি মরে যাবানে। মৃত্যুভয়।Aco

১৩) রোগীর মুখ দিয়ে রক্ত উঠছে,জামা কাপড়,
উড়না সবকিছু রক্তে ভরা। ছটফট করছে,হাত- পা
ছোড়ছে,চোখ বড় বড় করে গোল্লা করছে,
কাতরাচ্ছে,বলছে মা! আমি আর বাঁচলাম না।আমাকে আর বাঁচাতে পারলে না,আমি মরেই গেলাম।Aco

❤️এখন আপনাকে মহাত্মা স্যামুয়েল হ্যানেমানের অর্গাননের সূত্র মেনে ঔষধের শক্তি নির্ব্বাচন অবশ্যই করতে হবে। যতদুর সম্ভব নিম্ন শক্তি ব্যবহার করতে হবে। ❤️তবে কোন কোন ক্ষেত্রে স্থূল মাত্রা,❤️আবার কোন কোন ক্ষত্রে সূক্ষ্মমাত্রা। কোন কোন ক্ষেত্রে 1x,3x, Aconite এর ক্ষেত্রে উচ্চ শক্তির প্রয়োজন নেই।

❤️(মনে রাখবেন আপনার ঔষধ সঠিক, আপনার নির্ব্বাচন সঠিক,আপনি উত্তম চিকিৎসক)।

❤️আবার কথা হবে।আমি যেন ভাল কিছু লিখতে পারি। নতুন নতুন তথ্য পাবেন,উপকারে আসবে।
❤️ভাল থাকবেন।❤️
❤️ভাল মনে করলে লাইক,কমেন্ট,শেয়ার করবেন।
❤️আমার পেইজটি ফলো করবেন! নমষ্কার!!!

07/06/2024

দাম্পত্য জীবনে তাদের কাম্য" সন্তান"প্রজন্ম।
আপনি খুব চিন্তায় আছেন? আর চিন্তা নয় আইডিয়াল হোমিওহল বারবাজার উপরোক্ত ঠিকানায় আজই যোগাযোগ করুণ!
ডাঃ বৃন্দাবন খা।

26/04/2024

একটা কঠিন ও ম্যাজিক কেইচ।

একদিন সন্ধ্যার সময় একটা ছেলে ২০/২২ বয়স। আমার চম্বারে আসে ও আমাকে বলে আপনার
কাছে আসলাম আপনি আমাকে বাঁচান। আমি জিজ্ঞাসা করলাম তোমার কি হয়েছে আমাকে সব কিছু বল পরে দেখা যাবে।

💥তার কেইচ টেকিং করলাম।💥 নামঃ------ 💥💥বয়সঃ-----------------💥--ঠিকানাঃ----
💥কি কাজ করেঃ-------💥💥 বিবাহিত কি- নাঃ-------
💥💥বাচ্চা আাছ কি/ না? --------

তোমার কি সমস্যা বল?
💥রোগীঃ- আমার লিঙ্গের নীচের দিকে একটা ছিদ্র হয়েছে। পূঁয পড়ে,গন্ধ আছে।

ডাঃ- তুমি কি দেখাতে পার?

💥রোগীঃ---আমাকে দখালো!

আমি বললাম ডাঃ দেখাও নি?
💥হ্যাঁ আমি বড় ডাক্তার দেখিয়ে ঔষধ খাচ্ছি।ভাল হচ্ছে না।
ডাঃ কি বলেছে? 💥রোগীঃ ডাঃ বলেছে অপারেশন করতে হবে।
ডাঃ আমি বললাম অপারশন করে ফেল? ওসব
ঝামেলার দরকার নেই।

💥রোগীঃ আমার বৌ-বাচ্চা আছে,তাদের কি হবে?

কি কাজ করিস? কোথায় থাকিস? কোথায় ব্যবসা করিস? কেন হয়েছে সত্যি করে বলো।

💥রোগীঃ-আমি মাঝে খারপ কাজে লিপ্ত হতাম।

কত দিন এই সমস্যা? 💥রোগীঃএক বছর হবে।

আমি বললাম তোমার যে সমস্যা তোমার বৌ-বাচ্চার ও ঔষধ খেতে হবে। নয়লে তুমি
এই রোগ থেকে রেহায় পাইবা না।
আমার নির্বাচিত প্রদান করলাম। ৭ দিনের জন্য।

এক সপ্তাহ পরে রোগীর কথা আমার সেই ছিদ্র বন্ধ হয়ে গিয়েছে।
আমি বললাৃম তোমাকে ৩ মাস ঔষধ খেতে হবে।
দুঃখের বিষয় আমার চিকীৎসা দিবার পূর্বেই বাচ্চাটি নিউমোনিয়ায় আক্রান্ত হয়।
সেই পরিবার এখন সবাই সুস্থ আছে।

26/04/2024

টিউমার নিয়ে অনেকেই চিন্তিত। পিঠে,বুকে,হাতে,মাথায়,জরায়ুতে,যে কোন জায়গার টিউমার চিকীৎসা করা হয়।
আইডিয়াল হোমীও হলে যোগাযোগ করন।

বিবাহিত দম্পতির কোন বাচ্চা হচ্ছে না,আইডিয়াল হোমিওহল বারবাজার, যোগাযোগ করুণ। মো- নং ০১৭২৫-৫৬৪৮৩২
22/03/2024

বিবাহিত দম্পতির কোন বাচ্চা হচ্ছে না,
আইডিয়াল হোমিওহল বারবাজার, যোগাযোগ করুণ। মো- নং ০১৭২৫-৫৬৪৮৩২

21/03/2024

পুরাতন বাত জ্বর (Chronic Rheumatism)
সুস্থাবস্থা ইউরিক এ্যাসিড রক্তের মধ্যে অধিক
পরিমানে থাকতে পারে না,প্রস্রাবের সাথে বেরিয়ে যায়। কিন্ত তা না হয়ে যদি অধিক পরিমান রক্তে
মিশ্রিত থাকে তখ। ইউরেট-অফ-সোডা নামক
( Chalk stone) হাতে,পায়ের ক্ষুদ্র পর্দা সন্ধির
(Smoll joints) মধ্যে জমিয়া তলায় বেদনা হয়,ফোলে,তাকে আমরা গেঁটে বাত বলি,সাথে
জ্বর থাকলে বাত-জ্বর বলি (Rheumatism)।

বিউটি রাণী ৬ষ্ঠ শ্রণীতে লেখাপড়া করে। বয়স- ১২ বৎসর। পিতা ব্যবসা করে। আমি আমার চেম্বারে যাবার সময় দেখি মেয়েটি শীতের দিন সকালে বাড়ীর উঠান বসে অনবরত কাঁদছে। আমি মেয়েটিকে জিজ্ঞাসা করলাম তোমার কি হয়েছে কাঁদছো?
মেয়েটি বললো দাদু-আমার জ্বর,আর বাম পায়ের
হাঁটুতে প্রচণ্ড ব্যথা,হাঁটু ফুলছে,কামড়ায়,টাটিয়ে
যায়। আমি হাটতে চলতে পারিনে।

আমি মেয়েটির নিকট যেয়ে বললাম -তোমার ব্যথাস্থান আমাকে দেখাতে পার?
তখন মেয়েটির মা আসলো এবং আমাকে বললো
কাকা বাবু,আমার মেয়ের জ্বর ও হাঁটুর ব্যথা কমছে না। কি যে করি!

আমি বললাম ডাক্তার দেখাচ্ছো না?
মা বললো যশোরের বড় ডাক্তার আমার ময়ের চিকিৎসা দিচ্ছে কিন্তু কমছে না।

আমি বললাম- কতদিন হয়েছে?
প্রায় দু মাস হবে। কিছু খেতে পারে না। ব্যথা,জ্বর
কিছুই কমছে না।

আমি রোগীর সমস্ত লক্ষণ সংগ্রহ করে বললাম
তোমরা কি হোমিওপ্যাথি ঔষধ খাওয়াবে?

মা বললো - আমার মেয়ে যে ভাবে ভাল হয় আপনি তায়ই করেন।
(এখানে একটু বলে রাখা ভাল,হোমিও ডাক্তার কত অবহেলিত)।

আমার কথায় গুরুত্ব না দিয়ে,যশোরের আরও
বড় বড় ডাক্তার দেখালো কিন্তু রোগী ভাল হল না।

কিছু দিন পর মেয়েটির মা আমাকে বললো,কাকা
বাবু! ওর বাবা হোমিও ঔষধ বিশ্বাস করে না।
সেজন্য আমি আসি নি। আমি ওর কষ্ট আর সহ্য
করতে পারছি নে। আপনি দেখুন!

তোমাদের কোন রিপোর্ট থাকলে - দেখাও?

রিপোর্ট দেখলাম- S,O,Titer অনেক বেশী।
মেয়েটিকে বললাম- তোমার কি কি অসুবিধা বা সমস্যা বল?
মেয়েটি বললো-দাদু!আমার হাঁটুর মধ্যে জ্বালা করে,টাটাই,কামড়ায়,জ্বর সব সময় থাকে,পা
সোজা করতে পারি নে। বুক ধড়ফড় কর,প্রস্রাবও
কম হয়,ভীষণ যন্ত্রণা,ঘুমাইতে পারি নে।

আমি দেখলাম হাঁটু ফোলা,প্রস্রাব কম হচ্ছে,রক্ত
শূণ্য দেখা দিয়েছ। নড়াচড়ায় একটু উপশম। অস্থিরতা,ছটফটানি, আমার নির্বাচিত ঔষধ
Urtica Urence- q ১০ ফোটা মাত্রায় উষ্ণ গরম
জল সহ দিনে ৪ বার,ও R-T-3 x ৪টা ডোজ ২দিন সকাল বিকাল সেবন করতে দিয়ে ৭ দিন পর সাক্ষাৎ করতে বললাম। আরও বললাম ঠাণ্ডা লাগান বা ঠাণ্ডা খাবার খাওয়া নিযেধ।

মেয়েটি ৬ দিন পরে আমার চেম্বারে হেঁটে এসে
বললো দাদু! আমি এখন ভাল আছি। তবে এই
দেখুন আমার সমস্ত শরীরে কি যেন বেরিয়েছে,খুব চুলকায়।

আমি বললাম তোমার কোন ভয় নেই,তুমি খুব
শীঘ্র সুস্থ হবে নিঃসন্দেহ। আমি ৭ দিনের placebo দিয়ে ২ বার করে সেবন করতে।

৩য় বার দেখলাম, যে মেয়েটির শরীরে চুলকানি ছিল সেগুলি নেই। এ্যালার্জি সমস্যা ছিল।

ভিটামিনের ঘাটতি ছিল বিধায় আমি Alfalfa Tonic (Germany) এক ফাইল সেবন করতে দিয়েছিলাম। মেয়েটি সম্পূর্ণ সুস্থ।

20/03/2024

🙏"H.A.Robert বলেন--- Homoepathy treats the sick individual" হোমিওপ্যাথি অসুস্থ্য ব্যক্তিকে চিকিৎসা করে।"

হোমিওপ্যাথি রোগের গৌণকারণ অপেক্ষা মূখ্যকারণের প্রতিকার কল্পে বলেছেন----"Treat the patient,not the disease" অর্থাৎ রোগর নহে,রোগীর চিকিৎসা কর।"

👥জার্মানীর দার্শনিক স্যামুয়েল হ্যানেম্যান একজন বড় ও বিজ্ঞ এ্যালোপ্যাথীক ডাক্তার ছিলেন। তিনি নিজে বিজ্ঞ ডাক্তার হয়েও চিন্তা করলেন এবং গবেষনায় দেখলেন এলোপ্যাথীক ঔষধ মানব দেহের রোগের অনুসন্ধান করে মাত্র,রোগারোগ্য ত হয় না,বরং আর একটি নতুন রোগের সৃষ্টি করে।তখন তিনি গবেষণা চালিয়ে প্রমানিত করেন যে,শুক্ষ্ম থেকে অতি শুক্ষ্ম মাত্রায় যদি সঠিক ঔষধ রোগীকে সেবন করান যায় তবে তার জীবনী শক্তি ফিরিয়ে দেওয়া সম্ভব। জীবনী শক্তি ফিরাতে পারলেই রোগী সুস্থ হয়।

💥💥বাত কেন হয়?

গেঁটেবাত (Gout) ও বাত (Rheumatism) এই
দুইটি স্বতন্ত্র পীড়া। গেঁটে বাত বালক বালিকাদের
হয় না,তদ্ভিন্ন---৩০ বৎসরের নিম্নেও কাহার ও প্রায় হইতে দেখা যায় না। স্ত্রীলোকপেক্ষা পুরুষদিগেরই অধিক হয়।

সুস্থাবস্থায় ইউরিক এসিড রক্তের মধ্যে অধিক
পরিমানে থাকিত পারে না,প্রস্রাবের সহিত বাহির হইয়া যায়,কিন্তু তাহা না হইয়া যদি অধিক পরিমানে রক্তের সহিত মিশ্রিত হয় এবং তজ্জন্য
ইউরেট- অফ-সোডা নামক (Chalk Stone) হাতের পায়ের ক্ষুূদ্র পর্দা সন্ধির ( Small joints)
মধ্যে জমিয়া তলায় বেদনা হয়,ফোলে,তাহা হইলে
আমরা--- গেঁটেবাত বলি,ইংরেজিতে ইহাকে ----
গাউট পোড্যাগরা (Podagra) ও আথ্রাইটিস বলে।

💥💥পীড়ার কারণ।
১) অধিক পরিমানে মাংসাহার।
২) শীত প্রধান বা ভিজা সেঁৎসেতে দেশে বসবাস।
৩) যাহারা সীসা লইয়া সর্ব্বদা কাজ করে তাহাদের লেডপয়জনিং।
৪) ঘর্ম্মাবস্থায় শরীরে শীতল বাতাস লাগা,অতি ভোজন,ডিস্পেপসিয়া।
৫) পিতা- মাতার গাউট পীড়া হইতে সন্তানের অর্থাৎ---- পূর্বব- পুরুষাগত দোষ ইত্যাদি।

💥💥গেঁটে বাতের লক্ষণ।

১। পীড়া আরম্ভের কয়েকদিন পূর্ব হইতেও রোগী যাহা আহার করে তাহা ভাল হজম হয় না।

২। পেট ফাঁপে,অম্বল হয়,ভাল ক্ষুধা হয় না।

৩। কোষ্ঠ পররিষ্কার হয় না,প্রস্রাব ঘোর লাল বর্ণ ও অতি অল্প পরিমানে হয়,সুনিদ্রা হয় না,বুক ধড়ফড় করে।

৪। এই প্রকারের কতকগুলি লক্ষণ প্রকাশ পায়,পরে একদিন রাত্রিতে পীড়া আরম্ভ হয়।

৫। আক্রন্ত স্থান এত অধিক যন্ত্রণা হয় যে,সামান্য মাত্র স্পর্শে এমন কি বিছানার চাদর, কাপড় পর্য্যন্ত ঠেকিলেও চমকাইয়া উঠে।

৬। রোাগীকোন দিকেই পা রাখিয়া শান্তি পায় না। আক্রান্ত স্থানের শিরাসকল ফুলিয়া উঠে,সিন্দুরের মত লাল হয়,চক চক করে।

৭। কাঁপ দিয়া জ্বর আসে জ্বর ১০২/১০৩ ডিগ্রী হয়। ৮/১০ ঘন্টা কাল অসহ্য যন্ত্রা ভোগের পর কিছুটা কম পড়ে,জ্বর।

৮। প্রাতে কম হয়,কিন্তু পুনরায় সন্ধ্যা হইতে বৃদ্ধি হইয়া রাত্রিতে অত্যন্ত বাড়ে।

৯। ৫/৬ দিন পরে ক্রমশঃ প্রদাহ ও ফোলার হ্রাস হইয়া রোগী আরোগ্য হয়।

১০। কখনও কখনও ২/৪ সপ্তাহ সময়ও অতিবাহিত হইতে পারে।

১১। এইপীড়া বর্ষা ও বসন্তকালে অধিক হয়,একবার আরোগ্য হইয়া পুনরায় ২/১ বৎসর পরেও হইতে পারে।

১২। কখনও বৎসরে ২/৩ বার হইতে পারে। অধিক দিন অতিবাহিত হইলে বা স্থায়ী হইলে রোগী ক্রমশঃ শীর্ণ,রক্তহীন ও দুর্ব্বল হইয়া পড়ে।

১৩। পুনরায় আক্রান্ত হইলে সন্ধিসকল অকর্মণ্য হইয়া পড়ে। উত্থান শক্তি রহিত হইয়া পড়ে।

১৪। রোগ অধিক দিনের পুরাতন হইলে হৎপীণ্ড ও কিডনী আক্রান্ত হয়।

১৫। মাথাঘোরা,নিউরালজিয়া প্রভৃতি কতকগুলি উপসর্গে কষ্ট পায়।

বি:দ্র:---
একব্যক্তি রাত্রে ঘুমাইতেছে হঠাৎ তাহার পায়ের
বৃদ্ধাঙ্গুলিতে ভীষণ বেদনা আরম্ভ হইল,আক্রান্ত স্থান গরম হইয়া উঠিল ও জ্বালা করিত লাগিল,
দেখিতে দেখিতে যন্ত্রণার উত্তরত্তোর বৃদ্ধি হ্ইয়া
রোগীকে একেবার অস্থির করিয়া তুলিল,গেঁটে বাত এই প্রকারে রোগীকে রাত্রি হঠাৎ আক্রমন
করে। ইহাতে প্রায় বৃদ্ধাঙ্গুলির অগ্রভাগ গাঁট আক্রান্ত হয়,পায়ের গাঁট (ankle joint),হাঁটু (Knee joint) ও গোড়ালী ও ( heel) আক্রান্ত হয়।

💥💥প্রতিকার----
গেঁটে বাত অপারেশনের প্রয়োজন হয় না,যদিও অপারেশন করা হয় তাহলে পঙ্গু অথবা মৃত্যুই অনিবার্য। মৃত্যু হইলে শরীরস্থ যান্ত্রিক কোন পীড়া বশতঃই মৃত্যু হয়। শুধুমাত্র প্রস্রাবের সহিত ইউরিক এসিড হোমিও ঔষধের দ্বারা অপসারণ করান সম্ভব। ইউরেট- অফ- সোডা নামক (Chalk Stone) হাতে পায়ের ক্ষুদ্র পর্দা সন্ধির মধ্যে জমা হয় ও বেদনা হয়,ফোলে,গাউট গরম হয়। (ইউরিক এসিডকে) ধ্বংশ করতে লক্ষণানুসারে ঔষধ অনেক ঔষধ আছে। তাহা সঠিক তথ্য নিরূপন পূর্ব্বক নির্দ্দষ্ট ঔষধ প্রয়োগ।

মেরুদণ্ডের হাড় ক্ষয়,হাটুর  হাড় ক্ষয়, কোমরের হাড় ক্ষয় ও ব্যথানিয়ে কষ্ট পাচ্ছেন?আজই যোগাযোগ করুণ আইডিয়াল হোমিও হল। বার বাজ...
27/12/2023

মেরুদণ্ডের হাড় ক্ষয়,
হাটুর হাড় ক্ষয়, কোমরের হাড় ক্ষয় ও ব্যথা
নিয়ে কষ্ট পাচ্ছেন?
আজই যোগাযোগ করুণ আইডিয়াল হোমিও হল। বার বাজার। ডাঃ বৃন্দাবন খাঁ।

আপনি কি রাত্রিঅন্ধতা(Hemeralopia)রোগে ভুগছেন?আজই যোগাযোগ করুণ। আর বিলম্ব না করে আসুন!! আইডিয়াল হোমিও হল। ডাঃ বৃন্দাবন খা...
27/11/2023

আপনি কি রাত্রিঅন্ধতা
(Hemeralopia)
রোগে ভুগছেন?
আজই যোগাযোগ করুণ। আর বিলম্ব না করে আসুন!! আইডিয়াল হোমিও হল।
ডাঃ বৃন্দাবন খাঁ, বারবাজার।
নিম্নে ঠিকানা দেওয়া হল।

দৃষ্টিহীনতা ও দৃষ্টির অভাব।(Amblyopia and Amaurosis)আপনি কি দৃষ্টহীনতায় (গ্লুকোমা) রোগে ভুগছেন? বিনা অপারেশনে গ্লুকোমা র...
27/11/2023

দৃষ্টিহীনতা ও দৃষ্টির অভাব।(Amblyopia and Amaurosis)
আপনি কি দৃষ্টহীনতায় (গ্লুকোমা) রোগে ভুগছেন? বিনা অপারেশনে গ্লুকোমা রোগ
সম্পূর্ণ ভাল হয়।

আর বিলম্ব না করে আয়ইডিয়াল হোমিও হল ডাঃ বৃন্দাবন খাঁ এর কনটাক নাম্বারে যোগাযোগ করুন। নিম্নে আমার পূর্ণ
ঠিকানা দেওয়া হল।

অল্প বা অধিক দৃষ্টিশক্তির অভাব হওয়াকেই বা দৃষ্টির অভাব পীড়া বলা হয়।
এই পীড়ায় চক্ষুর অভ্যন্তরস্থ কোন আবারণের বিশেষ পরিবর্ত্তণ হয় না।
তবে স্নায়ুর কোন প্রকার গলযোগের জন্যই
এই প্রকার হইয়া থাকে। চক্ষু চিকিৎসকগণ
-----অপথ্যালমেস্কোপ নামক যন্ত্রের দ্বারা
স্থির করিয়াছেন যে,রেটিনার এবং অপটিক
-- নার্ভের বিকৃতি হেতু এই পীড়া হইয়া থাকে এবং একমাত্র ঔষধ সেবনেই পীড়া
আরোগ্য হয়। ইহার অন্য কোন চিকিৎসা
নাই,কারণ ইহা কোন যান্ত্রিক পীড়া নহে।

Address

BaroBazar, Khulna Division
Jhenida
7351

Telephone

+8801725564832

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ideal Homoeo Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ideal Homoeo Hall:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram