09/11/2024
Dr Brindabon Kha.Ideal Homoeohall,
Barobazar,Kaligang,Jhenidah.
আজ আমি Aconite Nap নিয়ে কিছুটা লক্ষণ আপনাদের সন্মুখে উপস্থাপন করব। সত্যিকারে
এই ঔষধটা মানুষের কল্যাণে কতটা উপকার করতে পারে দেখব। অনেকে বলেন Aconite এর লক্ষণ ক্ষণস্থায়ী। কিন্তু আমি বলব না।
কারণ - এর লক্ষণগুলি হঠাৎ আপনার সামনে উপস্থিত হয় এ কথা সত্য। কিন্তু একেবারে বিলুপ্ত হয় না।
❤️Aconite Nap এর লক্ষণ সমষ্টি আসে হঠাৎ,
ঝড়ের গতিতে,ক্ষিপ্র গতিতে আপনাকে অস্থির করে তুলবে,একেবারে উল্টে পাল্টে শেষ করে দেবে। ভয় পাওয়ার কিছু নেই।
❤️Aconite Nap মানব জীবনের ইতিহাস সৃষ্টি করতে পারে একথা আগে আপনাকে বিশ্বাস করতে হবে। aconite কে বুঝুন ভাল করে। ভাল করে জানুন। ভাল করে মূল্যায়ন করতে শিখুন।
দেখবেন আপনি aconite কে আর ভুলবেন না।
আপনার সাহস যোগাবে।
.❤️Aconite এর mental state জানতে হবে তবেই আপনি ব্যবহার করতে পারবেন।
প্রত্যেক রোগীর ক্ষেত্রে আপনাকে ৪টি প্রশ্ন করে অবশ্যই জানতে হবে। তার কি কি সমস্যা আছে।
❤️কি কি সমস্যা হচ্ছে জানতে হবে শিশুর জন্য অবিভাবকের নিকট থেকে। বড় রোগীদের ক্ষেত্র রোগীর নিকট থেকে। না পারলে রোগীর
নিকটতম ৩য় ব্যক্তির নিকট থেকে।
১) কেন হয়েছে? ২) কি জন্য হয়েছে? ৩) কত দিন হয়েছে?৪) কোথায় হয়েছে? সঠিক উত্তর জানতে পারলে আপনি ব্যবস্থা গ্রহন করতে পারবেন। চিকিৎসায় সফলতা আসবে।
❤️Mantal State-অস্থিরতা,গাত্রদাহ,পিপাসা,
ছটফটানি,মৃত্যুভয়,ব্যাকুলতা উদ্বেগ,ভয়ে জড়সড় ইত্যাদি থাকবেই।
১) শিশু জন্মের পরে প্রস্রাব,পায়খানা করে না,
কাঁদে না। Aco
২) শিশুর পেটে ব্যথা করে,অনর্গল কাঁদে ও ছটফট করে,আম পড়ে বা আমাশয়। Aco
৩) শিশুর কানের চুলকানি সমস্যা। Aco
৪)শিশুর পেট ব্যথা করছে,কাঁদছে,আমাশার ভাব
মুখে আঁঙ্গুল দিয়ে বমি করে,বমি হলে শিশু চুপ থাকে,ঘুমায়।Aco
৫) উত্তর পশ্চিম দিক হতে ঠান্ডা বাতাসে হঠাৎ শরীর অসুস্থ হওয়া।Aco
৬) রোগী আপনার সামনে অস্থিরতা প্রকাশ করবে। বলবে সমস্ত শরীর চুলকাচ্ছে,আর ছটফট করছে। বলবে ডাঃ আমি আর বাঁচলাম না,যা করার আপনি করেন। (আত্মসমর্পণ)। Aco
৭) আগামী কাল আমার ইন্টারভিউ,আমাকে আপনি ভাল ঔষধ দেন,তাড়াতাড়ি সুস্থ হওয়া দরকার,আমার চাকরীটা একান্ত চায়ই,না হলে আমি মরে যাব। Aco
৮) গলায় টনসিল,অনেক টাকা ফিস্ দিয়ে বড় ডাঃ দেখিয়েছি ভাল হলো না। ডাঃ বলেছেন অপারেশন করতে হবে। আমি অপারেশন করাব না। কারণ আমাকে অজ্ঞান করবে যদি আমার জ্ঞান না ফেরে,তবে আমার বৌ ছেলে কে দেখবে?
মৃত্যুভয়।Aco
৯) পেটে অজীর্ণ হয়েছে প্রচুর গ্যাস হচ্ছে,পেটে অসম্ভব ব্যথা করছে,ছটফট করছে,বলছে এবার মরেই যাব কত ঔষধ খালাম আমার রোগ ভাল হলনা।Aco
১০) শিশু হাউ হাউ করে কাঁদছে,পেট ব্যথা করছে,পেটে হাত দিতে দিচ্ছে না এত ব্যথা স্পর্শকাতর,ছটফটানি,বলছে আমি মরে গেলাম। Aco
১১) ব্রেণ ষ্ট্রোক করেছে। রোগী অনবরত ছটফট
করছে,উলট পালট করছে,আর বলছে আমি আর বাঁচলাম না মরেই গেলাম। দ্বিতীয় কোন কথা নেই। Aco
১২) আপনার বুক ধড়ফড় করছে,মনে খুব ভয় জাগছে,শরীরে প্রচুর ঘাম হচ্ছে,আমি মরে যাবানে। মৃত্যুভয়।Aco
১৩) রোগীর মুখ দিয়ে রক্ত উঠছে,জামা কাপড়,
উড়না সবকিছু রক্তে ভরা। ছটফট করছে,হাত- পা
ছোড়ছে,চোখ বড় বড় করে গোল্লা করছে,
কাতরাচ্ছে,বলছে মা! আমি আর বাঁচলাম না।আমাকে আর বাঁচাতে পারলে না,আমি মরেই গেলাম।Aco
❤️এখন আপনাকে মহাত্মা স্যামুয়েল হ্যানেমানের অর্গাননের সূত্র মেনে ঔষধের শক্তি নির্ব্বাচন অবশ্যই করতে হবে। যতদুর সম্ভব নিম্ন শক্তি ব্যবহার করতে হবে। ❤️তবে কোন কোন ক্ষেত্রে স্থূল মাত্রা,❤️আবার কোন কোন ক্ষত্রে সূক্ষ্মমাত্রা। কোন কোন ক্ষেত্রে 1x,3x, Aconite এর ক্ষেত্রে উচ্চ শক্তির প্রয়োজন নেই।
❤️(মনে রাখবেন আপনার ঔষধ সঠিক, আপনার নির্ব্বাচন সঠিক,আপনি উত্তম চিকিৎসক)।
❤️আবার কথা হবে।আমি যেন ভাল কিছু লিখতে পারি। নতুন নতুন তথ্য পাবেন,উপকারে আসবে।
❤️ভাল থাকবেন।❤️
❤️ভাল মনে করলে লাইক,কমেন্ট,শেয়ার করবেন।
❤️আমার পেইজটি ফলো করবেন! নমষ্কার!!!