An-Naba Hijama Jhenaidah:Cupping &Rukyah center

An-Naba Hijama Jhenaidah:Cupping &Rukyah center "তোমরা যে সকল পদ্ধতিতে চিকিৎসা কর তার মধ্যে কাপিং থেরাপি (হিজামা) সর্বোত্তম।" সহি বুখারী -৫৬৯৭।
(1)

আজকে রাতে চন্দ্রগ্রহণের সময় সাধারণত এই রাত্রিতে অনেক সময় জ্বীন জাদুর পেশেন্টগন অসুস্থ হয়ে থাকে,কারণ জাদুকররা তাদের জা...
07/09/2025

আজকে রাতে চন্দ্রগ্রহণের সময় সাধারণত এই রাত্রিতে অনেক সময় জ্বীন জাদুর পেশেন্টগন অসুস্থ হয়ে থাকে,কারণ জাদুকররা তাদের জাদুগুলোকে (রিনিউ)করে থাকে, এবং শয়তান থেকে কুফরী ক্ষমতা আয়ত্ত করে।
সন্ধ্যার পর থেকে বিভিন্ন পেশেন্টের অসুস্থতার মেসেজ আসতেছে
আক্রান্তদের মধ্যে বর্তমান কি অবস্থা জানাবেন।
আর এই সমস্যা থেকে উত্তরণের জন্য মাসনুন আমল গুলো ফলো করুন এবং ওযু অবস্থায় থাকুন।

আর হ্যাঁ বাংলাদেশে সময় আজ রাত আনুমানিক ৮:২৮ মিঃ চন্দ্রগ্রহণ

নিজে জানুন অপরকে জানার জন্য শেয়ার করে দিন।

আমাদের সেন্টারে রুকিয়াহ এবং হিজামার শিডিউল নেওয়া হচ্ছে ইনশাআল্লাহ। আগামী ১৫ তারিখ থেকে। তাই দ্রুতই যোগাযোগ করুন।

ঠিকানা : ভাই বন্ধু ফার্মাসি, সদর হাসপাতাল,ঝিনাইদহ।
মোবা:01537736170/01516572235

12/06/2025

ঝিনাইদহ তে হিজামা চলছে ৩ নং পেসেন্ট এর বিভিন্ন সমস্যার জন্য। আর থাকবো ২ দিন।মোবা:01537736170/01937364681

تقبل الله منا ومنكمউচ্চারণ: তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।অর্থ: আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে (যাবতীয় ভালো কাজ)...
07/06/2025

تقبل الله منا ومنكم
উচ্চারণ: তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

অর্থ: আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে (যাবতীয় ভালো কাজ) কবুল করুন।

‘নিশ্চয়ই আমাদের নামাজ, আমাদের কুরবানী, আমাদের জীবন ও আমাদের মৃত্যু শুধুই আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব।’

🌙ঈদ মোবারক🌙
🎉 ঈদ উল-আজহার শুভেচ্ছা! 🎉
আন-নাবা হিজামা সেন্টার এর পক্ষ থেকে আপনাকে ও আপনার পরিবারকে জানাই পবিত্র ঈদ উল-আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

🌙 ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ।
ঈদের এই আনন্দ ছড়িয়ে পড়ুক সুস্থতার সাথে।ল
💉 হিজামা নিন, সুস্থ থাকুন।

🔎 আপনার শারীরিক সমস্যা সম্পর্কে বিস্তারিত বলুন, নিন সঠিক চিকিৎসা।

📞 সিরিয়াল নিতে কল করুন:
📱 0️⃣1️⃣9️⃣3️⃣7️⃣-3️⃣6️⃣4️⃣6️⃣8️⃣1️⃣
🩺 মহিলা রোগীর জন্য (WhatsApp): 01516-572235
🩺 পুরুষ রোগীর জন্য (WhatsApp): 01537-736170

📍 ঠিকানা:
ভাই বন্ধু ফার্মাসি, সদর হাসপাতাল,ঝিনাইদহ।

❤️ সুস্থ থাকুন, স্বাস্থ্য সচেতন হোন।
আন-নাবা হিজামা সেন্টার সবসময় আপনার পাশে।

05/06/2025

🌙১১ তারিখ বিকাল থেকে ঝিনাইদহ হিজামা সেন্টার এ হিজামা চলবে ইনশাআল্লাহ।

যারা এখন ও কনফার্ম করেন নি দ্রুত করে নিন

🩺আমাদের সেন্টারের সুবিধা সমূহ :
সম্পূর্ন পর্দার সাথে পুরুষ দের জন্য পুরুষ চিকিৎসক এবং মহিলাদের জন্য মহিলা চিকিৎসক দ্বারা হিজামা করার সুব্যবস্থা,
আমাদের আছে হিজামা করানো দীর্ঘ ৬ বছরের অভিজ্ঞতা। তাই ভয় না করে আজই যোগাযোগ করুন ইনশাআল্লাহ।
যোগাযোগ:
⏩আমাদের ঠিকানা:ভাই বন্ধু ফার্মাসি,সদর হাসপাতাল গেইট,ঝিনাইদহ। মোবা:01537736170/01516572235

22/05/2025

মাত্র আর কটা দিন! ঝিনাইদহে হিজামা নিয়ে থাকবো ইনশাআল্লাহ ঈদের ২য় দিন থেকে তাই দ্রুত যোগাযোগ করুন :01937364681

☀️হিট স্ট্রোক ও হিজামা থেরাপি: প্রাকৃতিক নিরাময়ের এক কার্যকর পদ্ধতি☀️ হিট স্ট্রোক কী?হিট স্ট্রোক হলো শরীরের তাপমাত্রা অত...
10/05/2025

☀️হিট স্ট্রোক ও হিজামা থেরাপি: প্রাকৃতিক নিরাময়ের এক কার্যকর পদ্ধতি

☀️ হিট স্ট্রোক কী?
হিট স্ট্রোক হলো শরীরের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়া, যা সাধারণত অতিরিক্ত গরম পরিবেশে শরীরের স্বাভাবিক কুলিং সিস্টেম ব্যর্থ হলে ঘটে। এটি মারাত্মক হতে পারে এবং দ্রুত চিকিৎসা প্রয়োজন হয়।

লক্ষণ:

অতিরিক্ত মাথা ঘোরা

শরীর ঘামহীন শুকনো হয়ে যাওয়া

উচ্চ তাপমাত্রা (১০৪°F / ৪০°C বা তার বেশি)

মাথাব্যথা, বমি বমি ভাব

অজ্ঞান হয়ে যাওয়া

হিজামা / কাপিং থেরাপি কী?
হিজামা একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি যেখানে শরীর থেকে দূষিত রক্ত বের করে শরীরকে ভারসাম্যপূর্ণ ও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়। এটি “Wet Cupping” নামেও পরিচিত।

হিট স্ট্রোক ও হিজামা: সংযোগ কীভাবে কাজ করে?

দেহের উত্তাপ হ্রাসে সহায়তা:
হিজামা শরীরের অভ্যন্তরীণ উত্তাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। নির্দিষ্ট পয়েন্টে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে শরীর ঠান্ডা হতে সাহায্য করে।

টক্সিন নির্গমণ:
শরীরে জমে থাকা বিষাক্ত পদার্থ বা টক্সিন বের করে দেয়, যা হিট স্ট্রোকের সময় শারীরিক ভারসাম্য ফিরিয়ে আনে।

মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি:
হিজামা মাথার নির্দিষ্ট পয়েন্টে প্রয়োগ করলে মস্তিষ্কে রক্ত চলাচল উন্নত হয়, ফলে হিট স্ট্রোকজনিত অজ্ঞানতা বা মাথাব্যথা উপশম হয়।

রিল্যাক্সেশন ও স্ট্রেস রিলিফ:
হিট স্ট্রোকের পর শরীর ও মস্তিষ্কের উপর মানসিক চাপ পড়ে। হিজামা সেই চাপ হ্রাস করে প্রশান্তি এনে দেয়।

সতর্কতা:

হিট স্ট্রোকের প্রাথমিক চিকিৎসা আগে করুন (জলপান, ঠান্ডা স্থানে নেওয়া)।

হিজামা অবশ্যই প্রশিক্ষিত হিজামা থেরাপিস্টের মাধ্যমে করান।

অতিরিক্ত দুর্বল বা সংজ্ঞাহীন অবস্থায় সরাসরি হিজামা করা উচিত নয়।

প্রাকৃতিক চিকিৎসায় সুস্থ জীবন ফিরে পান — হিজামা করুন সঠিক উপায়ে।

🩺আপনার রোগ সম্পর্কে বিস্তারিত বলুন।
📞সিরিয়াল নিতে ফোন করুনঃ 0️⃣1️⃣9️⃣3️⃣7️⃣3️⃣6️⃣4️⃣6️⃣8️⃣1️⃣
🩺মহিলা: 01516572235 (WhatsApp)
🩺পুরুষ: 01537736170 (WhatsApp)
🌐ভাই বন্ধু ফার্মাসি, সদর হাসপাতাল,ঝিনাইদহ

05/03/2025

আগামীকাল থেকে থাকবো ঝিনাইদহ তে ইনশাআল্লাহ। হিজামা নিতে যোগাযোগ করুন :01937364681

14/10/2024

হিজামা চিকিৎসা চলছে ঝিনাইদহে। এলার্জি জনিত সমস্যার জন্য।হিজামা নিয়ে আপনিও ফিরতে পারেন সুস্থ জীবনে ইনশাআল্লাহ। আমাদের ঠিকানা:ভাই বন্ধু ফার্মাসি,সদর হাসপাতাল,ঝিনাইদহ।
মোবা:01937364681/01537736170

13/10/2024

হিজামা চিকিৎসা চলছে ঝিনাইদহে এলার্জি জনিত সমস্যা তে।যোগাযোগ:01937364681

পূজার সময় সতর্কতা_________________________________এখন পূজা চলছে। পূজার মধ্যে যেহেতু পুরোহিতরা মন্ত্রপাঠ, শয়তান পূজা সবই...
07/10/2024

পূজার সময় সতর্কতা
_________________________________
এখন পূজা চলছে। পূজার মধ্যে যেহেতু পুরোহিতরা মন্ত্রপাঠ, শয়তান পূজা সবই করে, এমনকি পৌত্তলিকদের কিছু দেবদেবী আক্ষরিক অর্থেই জিন-শয়তান। এছাড়াও অনেকসময় মুর্তির মাঝে শয়তান প্রবেশ করে কথা বলে, বিভিন্ন কারিশমা দেখায়। একারণে মানুষ আরও বিভ্রান্ত হয়। কিছু ক্ষেত্রে শয়তানদের নামে পশুবলি দেয়া হয়। সবমিলিয়ে পূজার সময় শয়তানদের আনাগোনা বেড়ে যায়।
গত কয়েক বছরে আমরা অনেক কেস পেয়েছি, যেগুলোতে মন্দির-মণ্ডপের কাছে দিয়ে যাওয়ার সময় কিংবা পূজার খাবার খাওয়ার পরে খারাপ জিন দ্বারা আক্রান্ত হয়ে। কিংবা সমস্যা আগে থেকেই ছিল, পূজার সময়ে অনেক বেড়ে গেছে। তাই আপনার এলাকায় পূজার মণ্ডপ থাকলে এই কদিন অতিরিক্ত সতর্ক থাকতে হবে-
--
সংক্ষেপে আপনার করণীয়ঃ
১. প্রতিদিনের হিফাজতের জিকির করা। অন্তত বেসিক যিকিরগুলো অবশ্যই করা, যেমন- সকাল-সন্ধ্যার প্রাথমিক আমল, ঘুমের সময়, খাবার, বাড়িতে ঢোকার-বের হওয়ার, টয়লেটে যাওয়ার আমল ইত্যাদি। ছোট যারা করতে পারে না, নিজেরা করার পর তাদেরকে ফুঁ দিয়ে দিবেন।
-
২. বিসমিল্লাহ বলে দরজা জানালা বন্ধ করবেন।
-
৩. পারতপক্ষে ছাদের দরজা এবং মণ্ডপের দিকের দরজার জানালা খোলা রাখবেন না। বিশেষ করে পূজার সময় খেয়াল রাখবেন।
-
৪. সন্ধ্যার দিকে বাচ্চাদের বাইরে বের হতে দেবেন না।
-
৫. দোয়া ইস্তেগফার চালু রাখবেন সবসময়। (ইস্তেগফারের জন্য অন্তত নিজেরা গজব থেকে বেঁচে যাবেন)। যখন উলুধ্বনি বা ঘণ্টা বেশি বাজায়, সেই সময়ে বাড়ির মধ্যে তিলাওয়াত শুনতে পারেন।
-
৬. কেউ যদি এমন এলাকায় থাকেন, যেখানে পূজা অনুষ্ঠিত হয়- তাহলে পূজার স্থান এড়িয়ে চলবেন। একান্ত ওই রাস্তা ব্যবহার করতেই হলে মনে মনে "আউযুবিল্লাহ..." পড়ে আল্লাহর সাহায্য চাইতে চাইতে অতিক্রম করা উচিত।
-
৭. পূজার অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত থাকুন। এসব মুসলিমদের জন্য নিষিদ্ধ।
-
৮. কারও নিজ আত্মীয়-স্বজনেদের মাঝে কবিরাজ-খোনারের কাছে যাওয়ার প্রবণতা থাকলে তারা বেশি সাবধান থাকবেন। কোরআন তেলাওয়াত,মাসনুন আমল বেশী বেশী করবেন।
-
৯. এই দোয়াটা সকাল-বিকাল ১০০বার পড়ার চেষ্টা করুন। প্রতিদিনের নিরাপত্তার জন্য তো বটেই, কারও সমস্যা থাকলে (বিশেষত জাদুকর বা জিন মুশ্রিক হলে) সেজন্য রুকইয়ার নিয়ত করলে চিকিৎসা হিসেবেও এটি কার্যকরি হবে ইনশাআল্লাহ।
لَا إِلَهَ إِلَّا اللهُ ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ ، وَلَهُ الْحَمْدُ ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
'লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা-শারীকালাহ, লাহুল মুলকু ওয়ালাহুল হ্ামদ, ওয়াহুওয়া ‘আলা কুল্লি শাইয়িন ক্বদীর'
-
১০. কেউ আক্রান্ত হলে বা কারও অস্বাভাবিক কোনো সমস্যা দেখা দিলে দেরি না করে অবিলম্বে সেল্ফ রুকিয়াহ শুরু করে দিন। সমস্যা বেশি দেখা দিলে সরাসরি একজন অভিজ্ঞ রাক্কীর কাছে রুক‌ইয়াহ করুন।

- শুক্রবার রিমাইন্ডার 🌼🌿• সূরা কাহফ• ইস্তেগফার(আস্তাগফিরুল্লাহ)• বেশি বেশি দুরুদ শরীফ পাঠ ﷺ• আসরের পর থেকে মাগরিব এর আগ ...
27/09/2024

- শুক্রবার রিমাইন্ডার 🌼🌿

• সূরা কাহফ
• ইস্তেগফার(আস্তাগফিরুল্লাহ)
• বেশি বেশি দুরুদ শরীফ পাঠ ﷺ
• আসরের পর থেকে মাগরিব এর আগ পর্যন্ত দোয়া।

মাজলুমদের জন্য দোয়া এবং জালিমদের জন্য বদ দোয়া করতে ভুলবেন না ইন শা আল্লাহ।।

রাসুল (ﷺ) বলেন, দিবসগুলোর মধ্যে শ্রেষ্ঠ হলো জুমার দিন এবং তা আল্লাহর কাছে বেশি সম্মানিত।

[ইবনে মাজাহ, হাদিস : ১০৮৪, তিরমিজি, হাদিস : ১০৮৪]

শরিরে জিন থাকার লক্ষন সমূহঃ🔷হুট করে অনিদ্রায় আক্রান্ত হওয়া বা ঘুমাতে ভয় পাওয়া🔷টয়েলেটে অতিরিক্ত সময় ব্যয় করা🔷আয়নার দিকে ত...
22/09/2024

শরিরে জিন থাকার লক্ষন সমূহঃ

🔷হুট করে অনিদ্রায় আক্রান্ত হওয়া বা ঘুমাতে ভয় পাওয়া

🔷টয়েলেটে অতিরিক্ত সময় ব্যয় করা

🔷আয়নার দিকে তাকিয়ে কথা বলতে থাকা

🔷শরীরে এখানে ওখানে ব্যথা করে – এমন অভিযোগ করবে

🔷ঘুম থেকে উঠলে মাথা ব্যথা করা

🔷একা একা উপরের ঘরে/নিজের ঘরে/এই ঘর থেকে ঐ ঘরে যেতে ভয় পাওয়া

🔷এমন কুরূচিপূর্ণ ভাষায় কথা বলা যা একটি শিশুর ব্যক্তিত্বের সাথে মিলে না।

🔷স্বপ্নে সাপ, কুকুর, সিংহ অথবা অন্য কোন প্রানী বা মানুষ তাকে ধাওয়া করছে এমন দেখা।

🔷অদ্ভুত কাজকর্ম, ভুল-ভ্রান্তি করা এবং করতেই থাকা যেন কেউ তাকে উস্কে দিচ্ছে করার জন্য। সে জানে এটা করা উচিত না তবুও করবে।

🔷মসজিদের প্রতি ঘৃণা / ভয় সৃষ্টি হওয়া। কুরআনুল কারীমের সাথে বেয়াদবি করা।

🔷পা, হাটুর নিচের ফোলা গোশতে অথবা পেটে (রাতে) ব্যথা করে বলা

🔷জিন দেখতে পাওয়া

🔷ঘুমের মধ্যে দাঁতে দাঁতে পিষতে থাকা।

🔷স্বপ্নে উপর থেকে পড়তে দেখা।

🔷চোখের মণি মাঝে মাঝে বড় হয়ে যাওয়া। পুরো চোখ কালো হয়ে গিয়েছে এমন মনে হতে পারে।

🔷কুরআনের অডিও শুনতে খুবই অপছন্দ করা।

🔷প্রচন্ড রাগ এবং অস্বাভাবিক শক্তি।

🔷একদম বালক বয়স থেকেই যৌনতা সম্পর্কিত চিন্তা/কার্জকলাপে আগ্রহ থাকা। যেমন, ৭/৮ বছর বয়স থেকে।

🔷কাল্পনিক কোন বন্ধু-বান্ধব আছে এমন কথা বলা। তাদের নামও বলতে পারে।

🔷রাতের বেলা বাইরে যেতে চাওয়া এবং ঘরে ফিরতে অপছন্দ করা – যদিও বাহ্যিকভাবে এর কোনো কারণ নেই।

🔷 আযান শুনলে ভয় পাওয়া

🟦🟦জ্বীন যাদু,বদনজর, ওয়াসওয়াসা, প্যারানরমাল জাতীয় সমস্যায় আক্রান্ত হলে অভিজ্ঞ রাক্বীর মাধ্যমে তাবিজ কবজ শিরকী কুফরি মুক্ত রুকইয়াহ শরইয়াহ্ কুরআন সুন্নাহভিত্তিক চিকিৎসা নিন।

যোগাযোগ: ০১৯৩৭৩৬৪৬৮১

Address

Sadar Hospital, Hamdoh, Jhenaidah
Jhenida
7200

Alerts

Be the first to know and let us send you an email when An-Naba Hijama Jhenaidah:Cupping &Rukyah center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to An-Naba Hijama Jhenaidah:Cupping &Rukyah center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram