07/10/2024
পূজার সময় সতর্কতা
_________________________________
এখন পূজা চলছে। পূজার মধ্যে যেহেতু পুরোহিতরা মন্ত্রপাঠ, শয়তান পূজা সবই করে, এমনকি পৌত্তলিকদের কিছু দেবদেবী আক্ষরিক অর্থেই জিন-শয়তান। এছাড়াও অনেকসময় মুর্তির মাঝে শয়তান প্রবেশ করে কথা বলে, বিভিন্ন কারিশমা দেখায়। একারণে মানুষ আরও বিভ্রান্ত হয়। কিছু ক্ষেত্রে শয়তানদের নামে পশুবলি দেয়া হয়। সবমিলিয়ে পূজার সময় শয়তানদের আনাগোনা বেড়ে যায়।
গত কয়েক বছরে আমরা অনেক কেস পেয়েছি, যেগুলোতে মন্দির-মণ্ডপের কাছে দিয়ে যাওয়ার সময় কিংবা পূজার খাবার খাওয়ার পরে খারাপ জিন দ্বারা আক্রান্ত হয়ে। কিংবা সমস্যা আগে থেকেই ছিল, পূজার সময়ে অনেক বেড়ে গেছে। তাই আপনার এলাকায় পূজার মণ্ডপ থাকলে এই কদিন অতিরিক্ত সতর্ক থাকতে হবে-
--
সংক্ষেপে আপনার করণীয়ঃ
১. প্রতিদিনের হিফাজতের জিকির করা। অন্তত বেসিক যিকিরগুলো অবশ্যই করা, যেমন- সকাল-সন্ধ্যার প্রাথমিক আমল, ঘুমের সময়, খাবার, বাড়িতে ঢোকার-বের হওয়ার, টয়লেটে যাওয়ার আমল ইত্যাদি। ছোট যারা করতে পারে না, নিজেরা করার পর তাদেরকে ফুঁ দিয়ে দিবেন।
-
২. বিসমিল্লাহ বলে দরজা জানালা বন্ধ করবেন।
-
৩. পারতপক্ষে ছাদের দরজা এবং মণ্ডপের দিকের দরজার জানালা খোলা রাখবেন না। বিশেষ করে পূজার সময় খেয়াল রাখবেন।
-
৪. সন্ধ্যার দিকে বাচ্চাদের বাইরে বের হতে দেবেন না।
-
৫. দোয়া ইস্তেগফার চালু রাখবেন সবসময়। (ইস্তেগফারের জন্য অন্তত নিজেরা গজব থেকে বেঁচে যাবেন)। যখন উলুধ্বনি বা ঘণ্টা বেশি বাজায়, সেই সময়ে বাড়ির মধ্যে তিলাওয়াত শুনতে পারেন।
-
৬. কেউ যদি এমন এলাকায় থাকেন, যেখানে পূজা অনুষ্ঠিত হয়- তাহলে পূজার স্থান এড়িয়ে চলবেন। একান্ত ওই রাস্তা ব্যবহার করতেই হলে মনে মনে "আউযুবিল্লাহ..." পড়ে আল্লাহর সাহায্য চাইতে চাইতে অতিক্রম করা উচিত।
-
৭. পূজার অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত থাকুন। এসব মুসলিমদের জন্য নিষিদ্ধ।
-
৮. কারও নিজ আত্মীয়-স্বজনেদের মাঝে কবিরাজ-খোনারের কাছে যাওয়ার প্রবণতা থাকলে তারা বেশি সাবধান থাকবেন। কোরআন তেলাওয়াত,মাসনুন আমল বেশী বেশী করবেন।
-
৯. এই দোয়াটা সকাল-বিকাল ১০০বার পড়ার চেষ্টা করুন। প্রতিদিনের নিরাপত্তার জন্য তো বটেই, কারও সমস্যা থাকলে (বিশেষত জাদুকর বা জিন মুশ্রিক হলে) সেজন্য রুকইয়ার নিয়ত করলে চিকিৎসা হিসেবেও এটি কার্যকরি হবে ইনশাআল্লাহ।
لَا إِلَهَ إِلَّا اللهُ ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ ، وَلَهُ الْحَمْدُ ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
'লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা-শারীকালাহ, লাহুল মুলকু ওয়ালাহুল হ্ামদ, ওয়াহুওয়া ‘আলা কুল্লি শাইয়িন ক্বদীর'
-
১০. কেউ আক্রান্ত হলে বা কারও অস্বাভাবিক কোনো সমস্যা দেখা দিলে দেরি না করে অবিলম্বে সেল্ফ রুকিয়াহ শুরু করে দিন। সমস্যা বেশি দেখা দিলে সরাসরি একজন অভিজ্ঞ রাক্কীর কাছে রুকইয়াহ করুন।