17/09/2025                                                                            
                                    
                                                                            
                                            মাথা ব্যথায় হিজামা : সালমা (রাঃ) বর্ণনা করেছেন, ‘যখন কেউ রাসূলুল্লাহ (ছাঃ)-এর কাছে এসে মাথাব্যথার কথা বলত, তখন তিনি তাদের হিজামা করার কথা বলতেন’। [20]
জ্ঞান এবং স্মৃতিবর্ধক : ইবনে ওমর (রাঃ) বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘খালি পেটে হিজামা লাগানো উত্তম। এতে শিফা ও বরকত রয়েছে। এতে জ্ঞান এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায়’।
([]. আবুদাঊদ হা/৩৮৫৮, সনদ হাসান।)
[21]. ইবনে মাজাহ হা/৩৪৮৭, সনদ হাসান।
হিজামা একটি ভূলে যাওয়া নববী চিকিৎসা
ঔষধের বিকল্প বিস্ময়কর ন্যাচারাল  চিকিৎসা হচ্ছে হিজামা । হিজামা সত্যিকার অর্থে খুবই চমৎকার এবং ম্যাজিক এর কাজ করে। এটি নববী চিকিৎসা ব্যাবস্থা।
♦হিজামা কি?
হিজামা একটি বিজ্ঞান সম্মত সুন্নতি চিকিৎসা,
হিজামা আরব বিশ্বেসহ বিভিন্ন দেশে জনপ্রিয়। নির্দিষ্ট স্থান থেকে সূঁচের মাধ্যমে নেগেটিভ প্রেশার দিয়ে (টেনে/চুষে) নিস্তেজ প্রবাহহীন দূষিত রক্ত বের করে আনা হয়।
হিজামার মাধ্যমে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় নার্ভগুলো একটিভ হয়,শরিরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যার ফলে শরির হয় সুস্থ,সবল এবং শক্তিশালী।
ইহা আরামদায়ক,ঝামেলাহীন নিরাপদ ফলপ্রসূ চিকিৎসা।
♦ হিজামার দ্বারা যেসব রোগের চিকিৎসা করা হয়-
১। রক্ত দূষন।
২। দীর্ঘমেয়াদী সাধারন মাথাব্যাথা।
৩। মাইগ্রেন জনিত মাথাব্যাথা।
৪। অস্তি সন্ধির ব্যাথা / গেটেবাত।
৫। উচ্চ রক্তচাপ।
৬। কোমর ব্যাথা।
৭। হাটু ব্যাথা।
৮। মাংস পেশীর ব্যাথা।
৯। ঘাড়ে ব্যাথা।
১০। শরিল ব্যাথা।
১১। শরিলের জয়েন্টে ব্যাথা। 
১২। পিঠে ব্যথা।
১৩। পিঠের মেরুদন্ড ব্যথা। 
১৪। স্পোর্টস ইনজুরী।
১৫। রক্ত সঞ্চালন বৃদ্ধি।
১৬। শরীরের অর্গান সমুহের কার্যকারিতা বৃদ্ধি।
১৭। অনিদ্রা
১৮। থাইরয়েড গ্রন্থীর সমস্যা।
১৯। হাঁপানি।
২০। হৃদরোগ।(শুরু অবস্থায়)
২১। মুটিয়ে যাওয়া।
২২। রক্তসংবহন তন্ত্রের সংক্রমণ।
২৩। চর্মরোগ।
২৪। ডায়াবেটিস।
২৫। সাইনুসাইটিস।
২৬। চুল পড়া।
২৭। ব্রেইন ডিজেজ।
২৮। কোলেষ্টরেল।
২৯। ত্বকের নিম্নস্থিত বর্জ্য নিস্কাসন।
৩০। মানসিক সমস্যা।
৩১। পারকিনসন্স ডিজিজ।
৩২। কিডনির সমস্যা।(শুরু অবস্থায়)
৩৩। লিভার ডিজিজ।
৩৪। অনিয়মিত মাসিক ওমেয়েদের অন্যান্য
সমস্যা।
৩৫। মাদকাসক্তি।
৩৬। প্যরালাইসিস।
৩৭। মাথা ঘোরা।
৩৮। পাইলস/অর্শ/গেজ
৩৯। হাতে পায়ে জ্বালাপুরা
৪০।ব্রণ
আমাদের ঠিকানা :ভাই বন্ধু ফার্মাসি, সদর হাসপাতাল,ঝিনাইদহ। 
মোবা:01537736170/01516572235