Covid-19 Hospital, Jhenaidah

Covid-19 Hospital, Jhenaidah This hospital is temporarily made as Covid-19 dedicated hospital. It is actually known as Shisu Hospital.

It makes it journey at the very early period of Covid pandemic.

26/08/2020

্ট_২০২০_বুধবার

#কোভিড_১৯_হাসপাতালের_গত_২৪_ঘন্টার_আপডেটঃ
ভর্তি হয়েছেঃ ০২
সুস্থ হয়ে বাড়ি গেছেন মোটঃ ০০
অক্সিজেন প্রাপ্ত রোগীর সংখ্যাঃ ১০
কোমর্বিডিটি সহ রোগীর সংখ্যাঃ ৭
DORB: ০০
রেফার্ডঃ ০০

ুহুর্তে_হাসপাতালে_ভর্তি_আছে_সর্বমোট_১৬_জন_রোগী।

#এযাবতকালে_কোভিড_১৯_হাসপাতালে_ভর্তি_হওয়া_সকল_রোগীর_তথ্যাদিঃ

মোট ভর্তি হয়েছেঃ ১৮১
মোট সুস্থ হয়েছেঃ ১৩৮
DORB: ১৬
রেফার্ডঃ ৬
মোট মৃত্যুঃ ৫

Heros of Covid-19 Hospital, Jhenaidah ❤❤❤❤❤
24/08/2020

Heros of Covid-19 Hospital, Jhenaidah
❤❤❤❤❤

23/08/2020

্ট_২০২০_রবিবার

#কোভিড_১৯_হাসপাতালের_গত_২৪_ঘন্টার_আপডেটঃ
ভর্তিঃ ০৩
সুস্থ হয়ে বাড়ি গেছেন মোট ০০
অক্সিজেন প্রাপ্ত রোগীর সংখ্যাঃ ০৮
কোমর্বিডিটি সহ রোগীর সংখ্যাঃ ০৫
DORB: ০৩
রেফার্ডঃ ০১

ুহুর্তে_হাসপাতালে_ভর্তি_আছে_সর্বমোট_১৭_জন_রোগী।

#এযাবতকালে_কোভিড_১৯_হাসপাতালে_ভর্তি_হওয়া_সকল_রোগীর_তথ্যাদিঃ

মোট ভর্তিঃ ১৭৮
মোট সুস্থঃ ১৩৪
DORB: ১৬
রেফার্ডঃ ৬
মোট মৃত্যুঃ ৫

22/08/2020

্ট_২০২০_শনিবার

#কোভিড_১৯_হাসপাতালের_গত_২৪_ঘন্টার_আপডেটঃ
ভর্তিঃ ০০
সুস্থ হয়ে বাড়ি গেছেন মোট ০৩ জন
অক্সিজেন প্রাপ্ত রোগীর সংখ্যাঃ ০৫
কোমর্বিডিটি সহ রোগীর সংখ্যাঃ ০৬

ুহুর্তে_হাসপাতালে_ভর্তি_আছে_সর্বমোট_১৮_জন_রোগী।

#এযাবতকালে_কোভিড_১৯_হাসপাতালে_ভর্তি_হওয়া_সকল_রোগীর_তথ্যাদিঃ

মোট ভর্তিঃ ১৭৫
মোট সুস্থঃ ১৩৪
DORB: ১৩
রেফার্ডঃ ৫
মোট মৃত্যুঃ ৫

21/08/2020

#কোভিড_১৯_হাসপাতালের_গত_২৪_ঘন্টার_আপডেটঃ

ভর্তি হয়েছে ৮ জন
সুস্থ হয়ে বাড়ি গেছেন মোট ৪ জন
অক্সিজেন প্রাপ্ত রোগীর সংখ্যাঃ ৬
কো-মর্বিডিটিসহ রোগীর সংখ্যাঃ ৭

ুহুর্তে_হাসপাতালে_ভর্তি_আছে_সর্বমোট_২১_জন_রোগী।

#এযাবতকালে_কোভিড_হাসপাতালে_ভর্তি_হওয়া_সকল_রোগীর_তথ্যাদিঃ
মোট ভর্তিঃ ১৭৫
মোট সুস্থঃ ১৩১
DORB: ১৩
রেফার্ডঃ ৫
মোট মৃত্যুঃ ৫

আরেকটি স্বপ্নজয়ের মত গল্পআমাদের রোগী ৬৬ বছর বয়সের ঝিনাইদহ সুইট হোটেলের মালিক জনাব রেজাউল ইসলাম (বাবলু) এই মাসের ৮ তারিখে...
21/08/2020

আরেকটি স্বপ্নজয়ের মত গল্প

আমাদের রোগী ৬৬ বছর বয়সের ঝিনাইদহ সুইট হোটেলের মালিক জনাব রেজাউল ইসলাম (বাবলু) এই মাসের ৮ তারিখে কোভিড হাসপাতালে ভর্তি হন। পূর্ব থেকেই ডায়াবেটিস, হার্টের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। অনেক কম স্যাচুরেশন নিয়ে ভর্তি হন তিনি। এই ধরনের রোগী গুলার জটিলতা বেশি হয়। এমনিতেই বয়সের ভারে ও অন্যান্য জটিলতার জন্য তার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা মোটামুটি নাজুক ছিল। এমতাবস্থায় আমাদের মেডিকেল টীম অত্যন্ত দক্ষতার সাথে বিষয়টি নিয়ন্ত্রণ করে। ২৪ ঘন্টা পর্যাপ্ত অক্সিজেন সরবারাহ নিশ্চিত করা হয়। অক্সিজেন স্যাচুরেশন উঠা নামা করতে থাকে। কখনো সিলিন্ডার, কখনো কনসেনট্রেটর আবার হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার মাধ্যমে অক্সিজেন সরবারাহ নিশ্চিত করা হয়। এক পর্যায়ে রোগীর অবস্থা খারাপ হতে থাকলে আমরা কিছুটা শংকায় পড়ে যায়। আল্লাহর অসীম দয়ায়, রোগীর সব অবস্হা বিবেচনা করে আমাদের শ্রদ্ধেয় কনসালটেন্ট ডাঃ জাকির হোসেন স্যারের কথামত রোগীকে Tocilizumab নামের অত্যন্ত দামী immunomodulator drug ইঞ্জেকশন আকারে শরীরে দেওয়া হয়। আল্লাহর অসীম কুদরতে দ্রুত আরোগ্য লাভ করতে থাকে রোগী। একপর্যায়ে তার আর অক্সিজেনের প্রয়োজন হয় না। তাকে আরো কিছু চেস্ট ফিজিওথেরাপি দেওয়ার পর ২০ এ আগস্ট হাসপাতাল থেকে ডিসচার্জ দেওয়া হয়।

আলহামদুলিল্লাহ ❤❤

কিছু মানুষের কাছে কৃতজ্ঞতা না প্রকাশ করলেই নয়। আমাদের হাসপাতালের কনসালটেন্ট স্যার ডাঃ জাকির হোসেন,ডাঃ আলী হাসান ফরিদ (জামিল), মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মামুন,ডাঃ মিল্টন পারভেজ,ডাঃ রাজিব চক্রবর্তী, ডাঃ ওবায়েদ হৃদয়, ডাঃ মোঃ তৌফিক হাসান, আমাদের সকল কর্মরত সিস্টার, ওয়ার্ড বয়, আয়া এবং বিশেষ করে জনাব বাবলু সাহেবের সুযোগ্য পুত্র মোঃ সালাহউদ্দিন, সর্বদা পিতার পাশে থেকেছেন তাদের সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ও ভালবাসা।

স্যালুট জানাই এসকল ফ্রন্টলাইনারদেরকে❤❤

আরো শুভেচ্ছা জানায় ঝিনাইদহ সিভিল সার্জন অফিস, ঝিনাইদহ জেলা প্রশাসন, সকল রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই হাসপাতালটি করোনা আক্রান্ত রোগীদের অত্যন্ত আস্থার স্থান অর্জন করেছে।

20/08/2020

Topic : Post COVID Syndrome"/ পোষ্ট কোভিড-১৯ সিন্ড্রোম / দীর্ঘায়িত ক্লান্তি সিন্ড্রোম 🔺( প্রথম পর্ব )🔺.......

👩🏻‍⚕️Written by Associate professor Dr Krishna Rupa Majumder 💻 🦠

⏳সময়ের সাথে সাথে করোনা নিয়ে আরো অনেক তথ্য এখনো Study , trial এর মধ্য দিয়ে যাচ্ছে।অনেক লুকিয়ে থাকা বিষয় এই রোগ, রোগের লক্ষণ, নিরাময়, পার্শ প্রতিক্রিয়া ও Long term complications সম্পর্কে জানতে পারছি !

🦠এই রোগের উপসর্গগুলো সম্পর্কে আমরা কম বেশি সবাই জেনে গেলেও সচেতন কতজন? তা বলার অপেক্ষা রাখেনা ! কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ প্রায় সব Covid রোগীর ক্ষেত্রে দেখা যাচ্ছে ! পোস্ট-কভিড সিনড্রোম রোগী যিনি কাজে ফিরেও যথেষ্ট ভাল ছিলেন না এবং তিনি "পোস্ট-কোভিড সিনড্রোম" শব্দটি ভুগছেন! এখনও শ্বাসকষ্ট, ঝাপসা দৃষ্টি এবং তাপমাত্রার এপিসোডে ভুগছেন। কিছু রোগী এবং বিশেষ করে যাদের
কো-মরবিড রোগ আছে , তাঁদের করোনা রিপোর্ট নেগেটিভ আসার পরও , এখনও পুরোপুরি সুস্থ হতে পারেনি এবং তাঁদের সম্ভবত দীর্ঘমেয়াদী স্বাস্থ্য পরিণতি ভোগ করতে পারে !

🦠আমরা জানি এই রোগে মৃত্যুহার অনেক কম , 2% এরও নীচে। ( যদিও স্বাস্থ্যকর্মী ও ডাক্তারদের মধ্যে এই মৃত্যুহার 6 % এর ওপরে!) ।
🦠অনেকে সুস্থতার হার দেখে ভাবছেন যে করোনা কোনো। রোগ না এবং রোগটিকে গুরুত্বও দিচ্ছেন না, মনে করছেন ধুর ওই রোগে আবার কি হবে? আমার অনেক immunity আছে , কিচ্ছু হবে না ।এরকম ভালো বড় বেশী ভুল করবেন !
যদি কেউ early Stage এ diagnosed হয় , early international level এর treatment পায় , তা আলাদা বিষয় ! কিন্তু যাঁরা নিজ গৃহে আইসোলেশন এ চিকিৎসা নিচ্ছেন তাঁরা ? যদিও করোনা জয় করেন ভালো কিন্তু যুদ্ধ জয় করে হাসপাতাল থেকে ফিরেও আসলেও , এখানেই সব যুদ্ধ শেষ নয়,কারণ,
"🔺Negative test report is not a immune passport or a risk free certificate"🔺🤔

👩🏻‍⚕️আমি একজন করোনা জয়ী কিন্তু Hospital , বাড়িতে ,এখন ও mask পরিধান করি ,সচেতনতার গুলো মেনে চলি ! আপনিও এর ব্যতিক্রম নন ! কিন্তু অনেক রোগীই দ্বিতীয় বারের জন্য আক্রান্ত হচ্ছেন হয়তো তার শরীরে antibody titre পর্যাপ্ত নেই বলে।
🔺অনেক রোগী negative report নিয়ে বাড়ি ফেরার পর হঠাৎ মারা যাচ্ছেন,........ কেনো ???
কারণ 🦠" Post Covid Syndrome"/ পোষ্ট করোনা সিন্ড্রোম
🤒🤕🤮🤧🤒🤮🤧😪🤒🤮😶🤒🤯🤒🥴😶🤢

🟩 এই সেরে যাওয়া রোগীরা যেসব সমস্যার সম্মুখীন হতে পারেন সেগুলো হলো -

1. Lung fibrosis( ফুসফুসে সমস্যা )
2. Sudden Haemoptysis ( হঠাৎ রক্তকাশি )
3. Shortness of breath ( শ্বাস ছোট হয়ে যাওয়া )
4. Persistent Arrhythmia ( হার্টের সমস্যা )
5. Persistent Hypertension in a previously normotensive individual. ( স্হায়ী উচ্চ রক্তচাপ )
6. Increased chance of Atherosclerotic heart disease.( হার্টের অসুখ )
7. Palpitation
8. Residual kidney dysfunction.( কিডনী বিকল )
9. Respiratory failure
10. Arthritis.( আরথ্র্যাইটিস )
11. Chronic fatigue syndrome.( অবসাদ , দীর্ঘায়িত ক্লান্তি)
13. Foggy thoughts 14. Seizure disorders
15. GB syndrome ( পিত্রথলির সমস্যা )
16. Post Encephalitis like syndrome in children due to multi system inflammatory disease.
17. Rhabdomyolysis
18. Pyrexia ( জ্বর ) of unknown origin.
19. Persistent Anosmia( স্হায়ী গন্ধের অনুভূতি চলে যাওয়া) , And many more to come.

👩🏻‍⚕️পোস্ট-কভিড সিনড্রোম" অর্থাৎ দীর্ঘমেয়াদী লক্ষণগুলি বা উপসর্গ গুলি , যা করোনা আক্রান্ত রোগী করোনা জয় করার পরও শারীরিকভাবে প্রতিনিয়ত অনুভব করছে ! এজন্য রোগ প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে আরও আলোকপাত করাটা এবং সচেতন হওয়া অতীব জরুরি !
কিছু মানুষ এই দীর্ঘস্থায়ী লক্ষণগুলির জন্য অরক্ষিত আছেন !
কোভিড -১৯ এর লক্ষণগুলি দীর্ঘকালীন একটি প্রাদুর্ভাব দেখা দিতে পারে ভবিষ্যতে ! একে দীর্ঘস্থায়ী ক্লান্তি সিন্ড্রোম বা পোষ্ট করোনা সিন্ড্রোম ( Post Corona Syndrome)বলে !

👩🏻‍⚕️তাই আপনার covid না হলে সতর্ক থাকুন , যতটা সম্ভব protective measures নিন, আর যারা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন তারাও সতর্ক থাকুন যাতে দ্বিতীয় বার আপনি আক্রান্ত না হন। আর নিজের দিকে খেয়াল রাখুন ।
কেউ negative report নিয়ে বাড়ি ফেরার পর অথবা কোনো asymptotic বা mild Symptomatic কোনো রোগী যিনি বাড়িতে থেকেই সুস্থ হয়েছেন, তাদের মধ্যে যে কেউ কারো Symptoms থাকলে অবশ্যই check up করাতে হবে !

🟥 মনে রাখবেন :
😷A mask is better than Ventilator,
🏩 Home is better than ICU ,
And Prevention is better than treatment “

🟦 গভীর উপলব্ধি : 🤔🤔🤔🤔🤔
দীর্ঘস্থায়ী ক্লান্তির চিকিৎসা এবং কীভাবে শক্তি সংরক্ষন রোগীদের জন্য গাইডলাইন (ProperGuideline )এখন উপলভ্য । এটি মানুষকে যথেষ্ট পিছনে ফিরিয়ে আনতে পারে।

19/08/2020

একজন মৃতপ্রায় মানুষের করোনা জয় করে ফিরে আসার গল্প- শেষ পর্ব

আশা হারাবেন না।
উপসর্গ দেখা দিলেই টেস্ট করান।
দ্রুত চিকিৎসা নিন।

আমাদের এই রোগীটা অনেক খারাপ হয়ে হাসপাতালে আসে। কিছু বছর পূর্বে রোগীটার মস্তিষ্কে বড় একটা সার্জারী হয়েছিল ব্রেইন টিউমারের (Pituitary Adenoma)কারণে। করোনা হাসপাতালের ডাঃ জাকির হোসেন স্যার ও তার মেডিকেল টীমের আন্তরিকতায় আল্লাহর রহমতে আমাদের রোগী আখতারুজ্জামানের ফিরে আসার গল্প শোনাচ্ছেন ঝিনাইদহের গর্ব, ভবিষ্যৎ ঝিনাইদহের চিকিৎসাবিভাগের দুই রত্ন, কোভিড -১৯ হাসপাতালের কনসালটেন্ট ডাঃ জাকির হোসেন স্যার ও ডাঃ আলী হাসান ফরিদ (জামিল) স্যার।

সমাপনী বক্তব্য দিচ্ছেন ডাঃ জামিল স্যার

19/08/2020

একজন মৃতপ্রায় মানুষের করোনা জয় করে ফিরে আসার গল্প- Part-2

আশা হারাবেন না।
উপসর্গ দেখা দিলেই টেস্ট করান।
দ্রুত চিকিৎসা নিন।

আমাদের এই রোগীটা অনেক খারাপ হয়ে হাসপাতালে আসে। কিছু বছর পূর্বে রোগীটার মস্তিষ্কে বড় একটা সার্জারী হয়েছিল ব্রেইন টিউমারের (Pituitary Adenoma)কারণে। করোনা হাসপাতালের ডাঃ জাকির হোসেন স্যার ও তার মেডিকেল টীমের আন্তরিকতায় আল্লাহর রহমতে আমাদের রোগী আখতারুজ্জামানের ফিরে আসার গল্প শোনাচ্ছেন ঝিনাইদহের গর্ব, ভবিষ্যৎ ঝিনাইদহের চিকিৎসাবিভাগের দুই রত্ন, কোভিড -১৯ হাসপাতালের কনসালটেন্ট ডাঃ জাকির হোসেন স্যার ও ডাঃ আলী হাসান ফরিদ (জামিল) স্যার।

আসুন, রোগীর মুখে শুনি তার অভিব্যক্তি

19/08/2020

একজন মৃতপ্রায় মানুষের করোনা জয় করে ফিরে আসার গল্প- Part-1

আশা হারাবেন না।
উপসর্গ দেখা দিলেই টেস্ট করান।
দ্রুত চিকিৎসা নিন।

আমাদের এই রোগীটা অনেক খারাপ হয়ে হাসপাতালে আসে। কিছু বছর পূর্বে রোগীটার মস্তিষ্কে বড় একটা সার্জারী হয়েছিল ব্রেইন টিউমারের (Pituitary Adenoma)কারণে। করোনা হাসপাতালের ডাঃ জাকির হোসেন স্যার ও তার মেডিকেল টীমের আন্তরিকতায় আল্লাহর রহমতে আমাদের রোগী আখতারুজ্জামানের ফিরে আসার গল্প শোনাচ্ছেন ঝিনাইদহের গর্ব, ভবিষ্যৎ ঝিনাইদহের চিকিৎসাবিভাগের দুই রত্ন, কোভিড -১৯ হাসপাতালের কনসালটেন্ট ডাঃ জাকির হোসেন স্যার ও ডাঃ আলী হাসান ফরিদ (জামিল) স্যার।

Our Central Oxygen Plant
17/08/2020

Our Central Oxygen Plant

Address

Jhenida
7300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Covid-19 Hospital, Jhenaidah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category