Darushshefa ayurvedic natural care দারুশ শেফা আয়ুর্বেদিক ন্যাচারাল কেয়ার

  • Home
  • Bangladesh
  • Jhenida
  • Darushshefa ayurvedic natural care দারুশ শেফা আয়ুর্বেদিক ন্যাচারাল কেয়ার

Darushshefa ayurvedic natural care দারুশ শেফা আয়ুর্বেদিক ন্যাচারাল কেয়ার সুস্থ শরীর সুন্দর মন আয়ুর্বেদিক চিকিৎসা সর্বোত্তম।
সুস্থতার মালিক আল্লাহ ঔষধ কেবল সুন্নাত মাত্র।

14/06/2024

ভেষজ পরিচিতি

১. কস্তুরি হলুদ গুড়া
২. মুলতানি মাটি গুড়া
৩. আস্ত মুলতানি তোমাটি
৪. ডালিম খোসা গুড়া
৫. যষ্টিমধু গুড়া
৬. ভৃঙ্গরাজ গুড়া
৭. শিকাকাই গুড়া
৮. আস্ত শিকাকাই
৯. কমলা খোসা গুড়া
১০. ব্রাক্ষি গুড়া
১১. কালোমেঘ গুড়া
১২. মেহেদি পাতা গুড়া
১৩. সমুদ্র শংখ গুড়া
১৪. গোলাপ পাপড়ি গুড়া
১৫. লাল চন্দন গুড়া
১৬. সাদা চন্দন গুড়া
১৭. আস্ত চন্দন কাঠ
১৮. জবা ফুল গুড়া
১৯. রিঠা গুড়া
২০. আস্ত রিঠা ফল
২১. এলাভেড়া গুড়া
২২. আলু গুড়া
২৩. মাজুফল গুড়া
২৪. আস্ত মাজুফল
২৫. মসুর ডাল গুড়া
২৬. কারিপাতা গুড়া
২৭. আস্ত কারিপাতা
২৮. পুনর্নভা গুড়া
২৯. মৌরি গুড়া
৩০. আমলকি গুড়া
৩১. আস্ত আমলকী (শুকনো)
৩২. হরতকি গুড়া
৩৩. বহেরা গুড়া
৩৪. ত্রিফলা গুড়া
৩৫. নীম পাতা গুড়া
৩৬. থানকুনি পাতা গুড়া
৩৭. মঞ্জিষ্ঠা গুড়া
৩৮. পুদিনা পাতা গুড়া
৩৯. পিপলটি গুড়া
৪০. আকরকরা গুড়া
৪১. ত্বীন ফল গুড়া
৪২. কচি আম গুড়া
৪৩. জাম বীজ গুড়া
৪৪. বাসক পাতা গুড়া
৪৫. আদা গুড়া
৪৬. সাজিনা পাতা গুড়া
৪৭. কাতিলা গম গুড়া
৫১. চিরতা গুড়া
৪৮. বেল শুট গুড়া
৪৯. কচি বেল গুড়া
৫০. অর্জুন গুড়া
৫১. আলকুশি বীজ গুড়া
৫২. আস্ত আলকুশি বীজ
৫৩. পাহাড়ি আস্ত আলকুশি বীজ
৫৪. অশ্বগন্ধা গুড়া
৫৫. শিমুল মূল গুড়া
৫৬. শতমূল গুড়া
৫৭. তেতুল বীজ গুড়া
৫৮. ভূইকুমড়া গুড়া
৫৯. কাবাব চিনি গুড়া
৬০. বীর্যমনি গুড়া
৬১. তালমূল গুড়া
৬২. শংখমূল গুড়া
৬৩. হাতিসুর গুড়া
৬৪. গোক্ষুর গুড়া
৬৫. তালমাখনা গুড়া
৬৬. তালমাখনা দানা
৬৭. একাংগি গুড়া
৬৮. গাব গুড়া
৬৯. ডুমুর ফল গুড়া
৭০. কালোজিরা গুড়া
৭১. আমরুল
৭২. আম বীজ গুড়া
৭৩. মেথি গুড়া
৭৪. তুলসি পাতা গুড়া
৭৫. ইসুবগুল ভূসি
৭৬. দারুচিনি গুড়া
৭৭. মকরধ্বজ
৭৮. ছালে্ম মিছরি
৭৯. সাফেদ মুসলি
৮০. লতাকস্তুরী
৮১. শিলাজুত
৮২. ইরানি জাফ্রান
৮৩. -কোরিয়ান জিনসেং মূল
৮৪. -কোরিয়ান রেড-জিনসেং মূল
৮৫. -কোরিয়ান রেড-জিনসেং মূল

⛔আপনার লিঙ্গ ছোট/ চিকন ও তুলার মতো নরম⁉️🈯️অল্প উত্তেজনায় লিঙ্গের মাথায় বীর্য চলে আসে❓🛑হস্তমৈথুন বা হাত দিয়ে সব শেষ করে ফ...
08/06/2024

⛔আপনার লিঙ্গ ছোট/ চিকন ও তুলার মতো নরম⁉️
🈯️অল্প উত্তেজনায় লিঙ্গের মাথায় বীর্য চলে আসে❓
🛑হস্তমৈথুন বা হাত দিয়ে সব শেষ করে ফেলেছেন ⁉️
-------------------------
✅চিকিৎসা ও ঔষধের প্রতি আস্থা হারিয়েছেন❓
🟪দেশী-বিদেশী ঔষধ খেয়ে কোন উপকার পান নাই⁉️
♀️যৌন রোগের সমাধান আছে কি-না বিশ্বাস হয় না❓
**********************
🟥যা আপনার সকল জটিল শারীরিক সমস্যা সমূহকে মূল থেকে নির্মূল করে আপনাকে পুরোপুরি সুস্থ করে তুলবে ইনশাল্লাহ‼️
-----------------------------
🟦আজ কাল অনেক রোগী এসে বলে🟦
----------------------------
👉1️⃣ আমার গোপন অঙ্গ ছোট ও তুলার মতো নরম থাকে
👉2️⃣ অতি দ্রুত বীর্যপাত হয়
👉3️⃣ পুরুষত্বহীনতা, যৌন দুর্বলতা আছে
👉4️⃣ পুরুষলিঙ্গ ১-২ ইঞ্ছি লম্বা/মোটা, স্ট্রং করতে চায়
👉5️⃣ অল্প উত্তেজনায় লিঙ্গের মাথায় লালা চলে আসে
👉6️⃣ অসময়ে বীর্য পাত হয়ে যায়
👉7️⃣ যৌন শক্তি বৃদ্ধি করে এক রাতে ২-৩ বার মিলন করতে চায়
👉8️⃣ মিলনে সঙ্গীকে পূর্ন তৃপ্তি দিতে ব্যার্থ
👉9️⃣ বীর্য পানির মত পাতলা
👉🔟 হস্তমৈথুন বা হাত দিয়ে সব শেষ করে ফেলেছি
-------------------------
🔺ইন্ডিয়ান আম্বর এ-র কার্যকারিতাঃ
🟩পাতলা বীর্য গাঢ় করে।
🟩সহবাসের সময় বাড়াবে ১৫+২০মিনিটস্থায়ী হবে ইনশাল্লাহ ।
🟩 যৌন উত্তেজনা বাড়ানোর ৯৯ % কার্যকর।
🟩নরম ও ছোট পেনিস লোহার মত শক্ত ও মোটা করে।
🟩হরমোনের অভাব জনিত দুর্বলতায় বেশি উপকারী।
-----------------
⚛️মেসেজ অয়েল এর কার্যকারিতা।
✔️ লিঙ্গ শক্ত ও মোটা হবে।
✔️ লিঙ্গ আগের মতো ১-২ ইঞ্চি বৃদ্ধি পাবে।
✔️ লিঙ্গ সবল ও সতেজ করে।
✔️আগা মোটা ও গোঁড়া চিকন সমস্যার সমাধান।
-------------------
🔰 মৃগনাভী কস্তরীর উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানুন।
🟪ছোট গোপনাঙ্গ আগের মত ১-২ ইঞ্চি বৃদ্ধি ও মোটা করে।
🟪দ্রুত বীর্যপাত ৯৯% রোধ করে।
🟪সহবাসের সময় বাড়বে ২৫-৩০ মিনিট
-----------------------
🟥সুন্দরবন কুরিয়ার অথবা, জননী কুরিয়ারে ঔষধ পাবেন ২৪-৭২ ঘণ্টার ভিতর।
----------------------
✅আপনারা যেকোন সময় আপনাদের প্রয়োজনে আমাদের নাম্বারে
✴️কল করে ঔষধ এবং চিকিৎসা সম্পর্কে কথা বলতে পারেন।
🔺যে সকল রাষ্ট্রে আমাদের ঔষধ পাঠানো হয়
********************************
✴️সিংগাপুর✔️সৌদি আরব✔️আরব আমিরাত(ডুবাই) ✔️কাতার✔️কুয়েত ✔️তুর্কি ✔️তুরস্ক ✔️মালদ্বীপ ✔️ওমান
🔰জাপান✔️বাহারাইন✔️ইতালী✔️মালয়েশিয়া
------------------------
🔺 সরাসরি যোগাযোগ
🌿কবিরাজ মহিদুল ইসলাম🌿
☎️মোবাইল 01622856550
imo & what's app

আমাদের ছোটো নদী__রবীন্দ্রনাথ ঠাকুরআমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে   বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।   পার হয়ে যায় গোরু, পা...
05/06/2024

আমাদের ছোটো নদী
__রবীন্দ্রনাথ ঠাকুর

আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।
পার হয়ে যায় গোরু, পার হয় গাড়ি,
দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি।

চিক্ চিক্ করে বালি, কোথা নাই কাদা,
একধারে কাশবন ফুলে ফুলে সাদা।
কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক,
রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক।

আর-পারে আমবন তালবন চলে,
গাঁয়ের বামুন পাড়া তারি ছায়াতলে।
তীরে তীরে ছেলে মেয়ে নাইবার কালে
গামছায় জল ভরি গায়ে তারা ঢালে।

সকালে বিকালে কভু নাওয়া হলে পরে
আঁচল ছাঁকিয়া তারা ছোটো মাছ ধরে।
বালি দিয়ে মাজে থালা, ঘটিগুলি মাজে,
বধূরা কাপড় কেচে যায় গৃহকাজে।

আষাঢ়ে বাদল নামে, নদী ভর ভর
মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর।
মহাবেগে কলকল কোলাহল ওঠে,
ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে।
দুই কূলে বনে বনে পড়ে যায় সাড়া,
বরষার উৎসবে জেগে ওঠে পাড়া।।

#রবীন্দ্রনাথঠাকুর

অনেকেই এই মহা মূল্যবান মালিশটি খু্জে থাকেন। এই মালিশটি এতটাই কার্যকরী যে যাদের লিঙ্গের গোড়া চিকন আগা মোটা,ধনুকের মত বাঁক...
04/06/2024

অনেকেই এই মহা মূল্যবান মালিশটি খু্জে থাকেন। এই মালিশটি এতটাই কার্যকরী যে যাদের লিঙ্গের গোড়া চিকন আগা মোটা,ধনুকের মত বাঁকা লিঙ্গ সহজেই সজনের ডাটার মত সোজা করে দিবে। ছোট লিঙ্গ করে দেবে ঘোড়ার মত লম্বা এবং চিকন লিঙ্গ করে তুলবে মুলার মত মোটা। এছাড়াও নরম লিঙ্গ হবে গরম লোহার মত টগবগে। যারা পর্নোগ্রাফী দেখে হস্তমৈথুন্য করে করে প্যানিস ধ্বংস করেছেন, সাইজ করেছেন বাচ্চাদের মত ছোট। স্ত্রীকে যারা তৃপ্তি দিতে পারেননা তাদের বলবো দ্রুত এখনই এই মালিশটি সংগ্রহ করুন আর ফলাফল নিজেই দেখুন। সব মেয়েরাই চাই একজন পুরুষের যেন নিগ্রোদের মত মোটা লম্বা শক্ত লিঙ্গ থাকে। সময় যেন হয় আধা ঘন্টা চল্লিশ মিনিট
আমরাই যাবতীয় যৌন রোগের সুচিকিৎসা করে আসছি যুগ যুগ ধরে। তাই নকল হইতে সাবধান।

31/05/2024

কন্যা সন্তানের বাবা হলাম আলহামদুলিল্লাহ ।

Address

Tattipur. Mongolpoita. Kaliganj
Jhenida
7350

Opening Hours

09:00 - 17:00

Website

https://call.whatsapp.com/video/fsAr8NkUiGiBJYlplyeSn0, https://

Alerts

Be the first to know and let us send you an email when Darushshefa ayurvedic natural care দারুশ শেফা আয়ুর্বেদিক ন্যাচারাল কেয়ার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram