Jhenaidah ambulance service

Jhenaidah ambulance service Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jhenaidah ambulance service, Medical and health, Jhenida.

29/02/2024

“গোসলখানার ট্যাপ টা বন্ধ করার পরও এক ফোঁটা করে পানি পড়ছিল...!!

তাই পানি পড়ার জায়গায় বালতি দিয়েছিলাম।

বেশ কিছুক্ষণ পরে গিয়ে দেখি একটা একটা ফোঁটা পানি জমে বালতি প্রায় ভর্তি হয়ে গেছে...!!

মনের মধ্যে একরাশ ভয় এসে ঘিরে ধরলো...!!!

আমাদের দৈনিক ছোট- ছোট, ক্ষুদ্র-ক্ষুদ্র পাপ গুলোও এভাবে জমে যদি এক সাগর হয়ে যায়...!!!

এই মিথ্যা বলা দুই এক কথা,
হুট করে এক কলি গান শুনে ফেলা,
অমুকের নামে মুখ ফসকে গীবত করে দেয়া,,

রাগের মাথায় কাউকে গালি দিয়ে বসা...
ইত্যাদি দৈনন্দিন অল্পকিছু পাপ জমতে জমতে যদি এক সাগর হয়ে যায়....!!!

নাকি হয়ে গেছে...?

আল্লাহ সুবাহানাহুওয়া তা'আলা আমাদের সকলকে ছোট বড় ইচ্ছা-অনিচ্ছা সকল প্রকারের গুনাহ থেকে হেফাজত করুক,
আমীন ইয়া রব্বাল আলামীন। 🖤

19/12/2023

যদি কোনো খেয়ালী ভাবনা তোমাকে আবৃত করে‌ নেয়, অথবা কোনো উচ্চাকাঙ্ক্ষা তোমাকে অন্ধ করে দেয়, অথবা কোনো প্রলোভন তোমাকে বিপথে নিয়ে যায়, তাহলে তোমার পায়ের নিচের ধুলোর দিকে তাকাও, যাকে তোমার জুতো পদদলিত করে। আর নিজেকে জিজ্ঞেস করো, কতো প্রলোভন, উচ্চাকাঙ্ক্ষা এবং কল্পনায় ভরা মাথা ছিলো। তারপর সেগুলো ঐ ধুলোয় অদৃশ্য হয়ে গেছে। সেই একই ধুলো যা তোমার জুতোর নিচে।

আর তুমিও ধূলিকণা হতে চলেছো। তুমিও অন্যান্য লোকের দ্বারা পদদলিত হবে। এটি শুধু একটি মুহূর্ত এবং একটি পালা। তারপর সবকিছু শেষ হয়ে যাবে। তাই এই ক্ষণস্থায়ী মুহূর্তটিকে তুচ্ছ বিষয়ের মধ্যে হারিয়ে যেতে দিও না। নিজের জন্য বেছে নাও সেই প্রিয়তমকে, যিনি তোমার পরিপূর্ণতার সাথে মানানসই। সেই প্রিয়তমকে, যিনি তাঁর অনুগ্রহ ধ্বংস করেন না এবং সম্প্রীতি নষ্ট করেন না। তিনিই তোমার প্রভু, তোমার স্রষ্টা।

ড. মোস্তফা মাহমুদ

Assalamualaikum দ্রুত এ‍্যাম্বুলেন্সের সেবা  পেতে হলে আমাদেরকে কল করুন। Call ,📲📲📲===01878768947                         ...
02/12/2023

Assalamualaikum
দ্রুত এ‍্যাম্বুলেন্সের সেবা পেতে হলে আমাদেরকে কল করুন।

Call ,📲📲📲===01878768947


জরুরি মুহূর্তে একটি ফোন কলেই আপনার লোকেশনের আশেপাশে থাকা সবচেয়ে কাছাকাছি অ্যাম্বুলেন্স সেবাটি দ্রুততম সময়ে পৌঁছে যাবে আপনার ঠিকানায় ।
আমাদের সার্ভিস সমূহঃ
১/ এসি এ‍্যাম্বুলেন্স
২/ নন-এসি এ‍্যাম্বুলেন্স
সব লেটেস্ট মডেলের গাড়ি।
নাম্বার সেভ করে রাখুন।
যোগাযোগ করুনঃ ..📲📲📲--01878768947

✅ ঝিনাইদহ  অ্যাম্বুলেন্স সার্ভিস জরুরী প্রয়োজনে হাতের নাগালে অ্যাম্বুলেন্স সেবা পাওয়া প্রায়ই অসম্ভব। আর সময় মত অ্যাম্বুল...
30/11/2023

✅ ঝিনাইদহ অ্যাম্বুলেন্স সার্ভিস
জরুরী প্রয়োজনে হাতের নাগালে অ্যাম্বুলেন্স সেবা পাওয়া প্রায়ই অসম্ভব। আর সময় মত অ্যাম্বুলেন্স না পৌঁছালে রোগীর ঝুঁকির মাত্রা বেড়ে যায় অনেক গুণ।

তাই পরিবারের সুরক্ষার জন্য, দ্রুততম সময়ে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করতে, এখনি আমাদের হটলাইন নাম্বারটি সংরক্ষণ করে রাখুন। অথবা বিস্তারিত জানতে কল করুন।

✆ হটলাইন নাম্বারঃ 01878-768947

🟥 অনুগ্রহপূর্বক আপনি আমাদের অ্যাম্বুলেন্স সেবাটি, আপনার পরিচিত অন্যদের মাঝে শেয়ার করে, মুমূর্ষ রোগীর সেবা প্রদানে আমাদেরকে সাহায্য করুন।মনে রাখবেন আপনার একটি শেয়ারে বেঁচে যেতে পারে সঠিক সময়ে কারো জীবন।

Address

Jhenida

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jhenaidah ambulance service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram