29/02/2024
“গোসলখানার ট্যাপ টা বন্ধ করার পরও এক ফোঁটা করে পানি পড়ছিল...!!
তাই পানি পড়ার জায়গায় বালতি দিয়েছিলাম।
বেশ কিছুক্ষণ পরে গিয়ে দেখি একটা একটা ফোঁটা পানি জমে বালতি প্রায় ভর্তি হয়ে গেছে...!!
মনের মধ্যে একরাশ ভয় এসে ঘিরে ধরলো...!!!
আমাদের দৈনিক ছোট- ছোট, ক্ষুদ্র-ক্ষুদ্র পাপ গুলোও এভাবে জমে যদি এক সাগর হয়ে যায়...!!!
এই মিথ্যা বলা দুই এক কথা,
হুট করে এক কলি গান শুনে ফেলা,
অমুকের নামে মুখ ফসকে গীবত করে দেয়া,,
রাগের মাথায় কাউকে গালি দিয়ে বসা...
ইত্যাদি দৈনন্দিন অল্পকিছু পাপ জমতে জমতে যদি এক সাগর হয়ে যায়....!!!
নাকি হয়ে গেছে...?
আল্লাহ সুবাহানাহুওয়া তা'আলা আমাদের সকলকে ছোট বড় ইচ্ছা-অনিচ্ছা সকল প্রকারের গুনাহ থেকে হেফাজত করুক,
আমীন ইয়া রব্বাল আলামীন। 🖤