শিখর হারবাল রেমিডি

শিখর হারবাল রেমিডি পুরুষ ও মহিলাদের জটিল-কঠিন গোপনীয় রো?

সুবাহানআল্লাহ্,,,,,,,!!!আমাদের দেহে যে DNA আছে তার মোট দৈর্ঘ্য ২০০০০০০০০০০ কি.মি.। পৃথিবী থেকে সূর্য পর্যন্ত ৫০ বারেরও ব...
12/01/2023

সুবাহানআল্লাহ্,,,,,,,!!!

আমাদের দেহে যে DNA আছে তার মোট দৈর্ঘ্য ২০০০০০০০০০০ কি.মি.। পৃথিবী থেকে সূর্য পর্যন্ত ৫০ বারেরও বেশি আসা যাওয়া করলে যে দূরত্ব অতিক্রান্ত হবে, তার সমান। আর DNA তে যে ইনফরমেশন আছে তা যদি লিপিবদ্ধ করা হয়, তবে তা হবে ৯০০ খণ্ডের বিশালাকার এনসাইক্লোপিডিয়ার সমান। যেখানে প্রতিটি খণ্ডের পৃষ্টা সংখ্যা হবে ৫০০। আমাদের দেহে মোট কোষের সংখ্যা হলো ৩৭.২ ট্রিলিয়ন। সেন্সরি রিসেপ্টর আছে ১১০ মিলিয়ন। লৌহিত রক্ত কণিকা (RBC) আছে ৩০ ট্রিলিয়ন। শুধুমাত্র মস্তিষ্কেই নিউরন সংখ্যা ১০০ বিলিয়ন। দেহে মোট ব্লাড ভেসেল আছে ৪২ বিলিয়ন, যা ৯৭০০০ কি.মি. লম্বা।

একটু চিন্তা করুন তো! এক হাত লম্বা একটা হেডফোন অতি যত্ন করে রেখে দিলেও জট পাকিয়ে যায়। কিন্তু আপনার দেহের ৯৭০০০ কি.মি. ব্লাড ভেসেল কখনোই জট পাকিয়ে যায় নি।

"এভাবে আমি আমার নিদর্শনগুলোকে বিশদভাবে বর্ণনা করি ঐ সম্প্রদায়ের জন্যে, যারা চিন্তাভাবনা করে।" (সূরা ইউনুস, আয়াতঃ ২৪)

■  কিছু কথাসোনায় সোহাগা আমাদের এই বাংলাদেশ। এদেশের আনাচে কানাচে, ঝোপ জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে আছে মুক্তো মানিক। কিন্তু অতিব দ...
07/01/2023

■ কিছু কথা
সোনায় সোহাগা আমাদের এই বাংলাদেশ। এদেশের আনাচে কানাচে, ঝোপ জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে আছে মুক্তো মানিক। কিন্তু অতিব দুঃখের বিষয় এই যে আমারা আজও সেই মুক্তো মানিক চিনতেই পারিনি। আমরা এগুলোকে পা দিয়ে মাড়িয়ে চলে যাই,তারপরও ভেবে দেখিনি, জেনেও দেখিনি কোন উপকারে আসবে কিনা। রাস্তার ধারে, পুকুরের পাড়ে,বনে বাগানে হাজারো উপকারী গাছপালা, লতাপাতা আছে যা আমাদের প্রাকৃতিক সুরক্ষার দেয় , পাশাপাশি অনেক সুবিধাও দিয়ে থাকে। আজ আপনাদের জানাবো এমনই এক উপকারী গাছের কথা।
■ রিফুজি লতা'র পরিচয়
বাংলা নাম রিফুজি লতা বা আসামি লতা। বৈজ্ঞানিক নাম Mikania micantha । আসামলতা, কইয়া লতা, বুচিলতা, তরুলতা, রিফুজি লতা, শঙ্খুনি লতা, ইত্যাদি নামে এটাকে ডাকা হয়। এই লতা অতি বৃদ্ধিপ্রবল, একবার বেড়ে উঠবার সুযোগ পেলে বিপুলভাবে ছড়িয়ে পড়ে, জড়িয়ে ধরে অন্য গাছের শাখা-প্রশাখা।
রিফুজি লতা বনে-জঙ্গলে, পতিত জমিতে বা পথের পাশে যেখানে ফোটে সে স্বমহিমায় উদ্ভাসিত হতেই থাকে। রিফুজি লতার কোন ধরনের যত্ন না নিলেও চলে,এটি একবার বেয়ে গেলে আর সহজে মরে না।
■ রিফুজি লতা'র ঔষধী গুনাগুন
* প্রসাবে জ্বলাপোড়ায় নিয়মিত পাতার রস খেলে সমস্যা কেটে যাবে।
* লিভারের যে কোন সমস্যায় এই পাতার রস অনেক উপকার করে।
* চোখ লাল হয়ে গেলে এই পাতার রস খেলে সমস্যা কেটে যাবে।
* পাকস্থলীর প্রদাহ হলে আদার সাথে তিনটি পাতা চিবিয়ে খেয়ে নিন।
* এই পাতার রস নিয়মিত খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।
* শরীরের কাটা ছেঁড়ায় এ লতার পাতা পিষে ক্ষতস্থানে লাগিয়ে তিন থেকে চার ঘন্টা বেধে রাখুন, জোড়া লেগে যাবে।
* বসন্ত বা হাম হয়েছে যাদের, তারা রিফুজি পাতা পিষে রস পানির সাথে মিশিয়ে পু্রো শরীর ধুয়ে ফেলুন।
* রক্ত দূষিত হলে ৭দিন প্রতি সকালে খালি পেটে আধা-কাপ পাতার রস এক চা চামচ মধুর সাথে মিশিয়ে খাবেন।
* পেটে গ্যাস, এসিডিটি হলেই আধা-কাপ রিফুজি পাতার রস খেয়ে নিন, সেরে যাবে।
* বিষাক্ত পোকা-মাকড় কাঁমড় দিলেই রিফুজি পাতার রস দিয়ে ধুয়ে ফেলুন, সেই সাথে পাতা পিষে লাগিয়ে রাখুন।
* চুলকানী, একজিমা, দাদ হলে এই পাতার রস দিয়ে ধুয়ে রস লাগাতে থাকেন দেখবেন সেরে যাবে।
* এই পাতার রস কাচা হলুদের সাথে মিশিয়ে শরীরে লাগালে শরীর ঠান্ডা থাকে এবং শরীরে দাগ দুর হয়।
* মূখে মেসতা হলে হলুদের সাথে লেবুর রস ও এই পাতার রস মিশিয়ে লাগান সেরে যাবে।

তেঁতুলের কার্যকারিতা ও ব্যবহারঃ1. তেঁতুল বীজ সাধারন বলকারক, দ্রুত বীর্যপাত রোধ করে ও যৌনশক্তি বৃদ্ধি করে, বীর্যের উৎপাদন...
30/11/2022

তেঁতুলের কার্যকারিতা ও ব্যবহারঃ

1. তেঁতুল বীজ সাধারন বলকারক, দ্রুত বীর্যপাত রোধ করে ও যৌনশক্তি বৃদ্ধি করে, বীর্যের উৎপাদন, শুক্রের উৎপাদন বৃদ্ধি করে এবং অতিরিক্ত স্বপ্নদোষ রোধ করে।
2. মহিলাদের জরায়ুর শক্তিবর্ধন করে। তেঁতুল রক্ত ও পিত্তের প্রকোপ নিবারক এবং স্নিগ্ধকারক ও বিরেচক । বমন রোধ করে, উচ্চরক্তচাপ ও রক্তের কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে।
# # # খাওয়ার সাধারণ নিয়মঃ
রাতে ১ চামচ পাউডার হাফ গ্লাস পানিতে ভেজাবেন এবং সকালে শুধু পানিটুকু খাবেন ও নিচে জমানো অংশ ফেলে দিবেন। সকালেও একই নিয়মে ভেজাবেন ও একই নিয়মে রাতে খাবেন। অথবা ডাক্তারের কাছে থেকে পরামর্শ নিয়ে খাবেন।

হাকীম মোঃ সোলাইমান ইসলাম
ঝিনাইদহ
01728604500

29/11/2022

আমি ডাঃ হাকীম মোঃ সোলাইমান ইসলাম এই ওষুধটি আমার এবং একজন আয়ুর্বেদ কলেজের প্রফেসরের গবেষণায় তৈরি। যা শতভাগ ভেষজ উপাদানে তৈরি...........

24/11/2022

কয়েক বছর যাবৎ রুগী এবং রোগের সাথে থাকতে থাকতে একটা বিষয়ের মিল পেয়েছি। তার মধ্যে বেশিরভাগ রুগীর প্রায় একই সমস্যা। এই রোগ গুলো নিয়ে সংক্ষিপ্ত ভাবে লিখার চেষ্টা করছি।
তার মধ্যে আমি প্রথমে বলব এক নম্বরে আছে গ্যাস্টিকের সমস্যা। গ্যাস্টিকের সমস্যা বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিটি পরিবারে এমন দুই/এক জন নেই যে কিনা গ্যাস্টিকের ঔষধ না খেয়ে ঘুমাতে যায়।
এরপর দ্বিতীয় স্থানে বলবো ব্যথার সমস্যা। যাদের বয়স চল্লিশ/ পঁয়তাল্লিশ পেরিয়েছে তাদেরই ব্যথার সমস্যা। সেটা আথ্রাইটিস হোক বা ব্যাক পেইন হোক আছে। নিয়মিত ঔষধ সেবন করছে। তারা ঔষধ সেবন করেই যাচ্ছে। ঔষধ সেবন করলে কিছু দিন ভালো থাকে। ঔষধ সেবন বন্ধ করলে পুনরায় ফিরে আসে।
তৃতীয় স্থানে রেখেছি পলিপাস/সাইনোসাইটিস, শ্বাসকষ্ট বা এ্যাজমা। শতকরা পঞ্চাশ জনের মাঝে পলিপাস দেখা যায়। অনেকেরই প্রভাব পড়ে না। যাদের প্রভাব পড়েছে তাদের তো নিয়মিত ঔষধ সেবন করা লাগে। এমনকি একাধিক বার অপারেশন করাও লেগেছে।
আর চতুর্থ স্থানে রেখেছি পুরুষের যৌন সমস্যা।এটা শুধু সমস্যা নয় এটাও একটা রোগ। এই সমস্যা টা হয়ে থাকে শারীরিক। মানসিক ভাবেও এই রোগের প্রভাব পড়ে। অনেক পুরুষদের এটাও বলতে শোনা যায় যৌন উত্তেজক ঔষধ ছাড়া স্ত্রী সহবাস সম্ভব হয় না। আর অধিকাংশ পুরুষের সমস্যা হলো মানসিক সমস্যা। ইদানিং কিছু মহিলা যৌন রুগীও দেখা যাচ্ছে।
এরই প্রেক্ষিতে, অনেক তথ্য-উপাত্ত গবেষণা ও বেশকিছু ডাক্তার, হাকিম ও কবিরাজের সাথে আলোচনা করি। বেশকিছু ভেষজ নিয়ে গবেষণা করি। এরই ফলশ্রুতিতে আমি বেশ কিছু দিন/বছর যাবৎ চেষ্টার পর পলিপাসের ঔষধ তৈরি করতে সক্ষম হয়েছি। রেজাল্টও ভালো পাচ্ছি। এই ঔষধে পলিপাস তো যাবেই সাথে একটু পরিবর্তন ঘটিয়ে শ্বাসকষ্ট ও এ্যাজমার ফল পাওয়া যাচ্ছে। জন্মগত ভাবে যদি এই সমস্যা না থাকে। তা হলে এই রোগীও ভালো হবে।
আমার এই ওষুধ যে কোন বয়সী যে কেউ ব্যবহার করতে পারবেন। এমনকি গর্ভবতী অবস্থায় এই ঔষধের ব্যবহারে কোন সমস্যা নেই। এর প্রধান কারন এটা সম্পূর্ণ ভেষজে তৈরি কোন ক্যেমিক্যাল বা স্টেরয়েড নেই। এই তৈরি করতে মাত্র কয়েকটি ভেষজের ব্যবহার করেছি। কিন্তু বেশকিছু ভেষজ নিয়ে গবেষণা করেছি।
তারই ফলশ্রুতিতে, আগামীতে নিয়ে আসবো বাত-ব্যথা বা আথ্রাইটিসের ঔষধ। তারপর আসবে গ্যাষ্টিকের ঔষধ যাহ সেবনে ১৫ দিন পর থেকে গ্যাস্টিকশি নিমূল হয়ে যাবে। সচরাচর গ্যাস্টিকের ঔষধের প্রয়োজন হবে না।পায়খানা পরিষ্কার হবে সাথে কোষ্ঠকাঠিন্য দুর হবে। অতিরিক্ত ওজন দুর করবে। শরীরে এনার্জি বৃদ্ধি করবে, সাথে ক্লান্তি দুর করবে।
আমার এই লেখা পড়ে যদি কারো কোন উপকারে আসে বা ভালো লাগে তাহলেই আমি ধন্য।
হাকীম মোঃ সোলাইমান ইসলাম
জেনারেল ফিজিশিয়ান ইউনানী মেডিসিন
চট্টগ্রাম ইউনানী মেডিকেল কলেজ
গভমেন্ট রেজিষ্ট্রেশন নম্বর ২৩০৭

15/11/2022
08/11/2022

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালের চার দলের মধ্যে একমাত্র নিওজিল্যান্ড কে আমাদের আপন মনে করি ।কারন,বাকি তিন দলের মধ্যে
ইংল্যান্ড আমাদের দাদাদের শত্রু ছিল ।
পাকিস্তান আমাদের বাবাদের শত্রু ছিল ।
আর ভারত বর্তমানে আমাদের শত্রু ।

রক্ত অর্শ (Haemorrhoid) প্রকৃতিক উপাদান দিয়ে এর ঘরোয়া চিকিৎসা  ফর্মূলাঃ পেঁপের আঠা (কষ)প্রত্যহ সকালে  ৫-৭ ফোঁটা চিনি বা ...
08/11/2022

রক্ত অর্শ (Haemorrhoid) প্রকৃতিক উপাদান দিয়ে এর ঘরোয়া চিকিৎসা
ফর্মূলাঃ পেঁপের আঠা (কষ)
প্রত্যহ সকালে ৫-৭ ফোঁটা চিনি বা বিস্কুটের মধ্যে মিশিয়ে ৪-৫ দিন খেলে রক্ত পড়া এবং ব্যথা কমে যায়। নিয়মিত কিছুদিন খেলে রোগ সম্পূর্ণরূপে আরোগ্য হয়ে যায়। পেঁপের কষে এক ধরনের শক্তিশালী প্রোটিন, এ্যালবুমিন ও হজমকারক রাসায়নিক উপাদান থাকে যা পেপটোনে রূপান্তরিত হয়ে পেপসিনের ন্যায় কাজ করে। মূলত এর বিশেষ ক্রিয়া হচ্ছে মাংস ও নাইট্রোজেনাস জাতীয় উপাদানকে ক্ষয়করণ।

 েতন_মূলক_পোস্ট ‼️নীরবে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে...'চোখ উঠা' বা 'ভাইরাল কনজাংটিভাইটিস'। #করণীয়ঃ-✔ আক্রান্ত ব্যক্তি সংস্প...
04/10/2022

েতন_মূলক_পোস্ট ‼️

নীরবে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে...
'চোখ উঠা' বা 'ভাইরাল কনজাংটিভাইটিস'।

#করণীয়ঃ-
✔ আক্রান্ত ব্যক্তি সংস্পর্শ এড়িয়ে চলুন।
✔ চোখ লাল হয়ে গেলে জনসমাগম এড়িয়ে চলুন।
✔ চোখে হাত লাগাবেন না।
✔ চোখে পানি দিবেন না।
✔ উজ্জ্বল আলো কিংবা সূর্যালোকে কালো চশমা কিংবা সানগ্লাস ব্যবহার করুন।
✔ চোখের পাতা ফুলে গেলে শুকনো গরম সেঁক দিতে পারেন।
✔ ব্যবহার্য জিনিসপত্র যেমন কাপড়চোপড়, গ্লাস, প্লেট, গরম পানি দিয়ে ধৌত করুন এবং আলাদা রাখুন।
✔ কোনো অবস্থাতেই ফার্মেসী বা ঔষধের দোকান থেকে নিজে নিজে ঔষধ কিনে ব্যবহার শুরু করবেন না। চোখ অত্যন্ত সংবেদনশীল অঙ্গ। নিজে নিজে ডাক্তারির ফলে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে।

সাধারণত জটিল কোনো উপসর্গ না থাকলে ৭-১০দিনের মধ্যেই এটি সেরে যায়।

কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন?
✔ চোখ থেকে অনবরত পানি ঝরতে থাকলে
✔ কেতুরের জন্য চোখ খুলতে অসুবিধা হলে
✔ চোখে পুর্বের চাইতে ঝাপসা দেখলে
✔ চোখে ব্যথা শুরু হলে।

Address

Shere Bangla Road, Hater Road
Jhenida
7300

Telephone

01728604500

Website

Alerts

Be the first to know and let us send you an email when শিখর হারবাল রেমিডি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to শিখর হারবাল রেমিডি:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category