30/08/2025
হার্টকে বলা হয় আমাদের শরীরের ইঞ্জিন। এটি ক্রমাগত রক্ত পাম্প করে আমাদের জীবন দেয়। কিন্তু যখন এই ইঞ্জিনের দিকে যাওয়ার পথে কোনো বাধা দেখা দেয়, তখন এটি বিপদের সংকেত হয়ে উঠতে পারে।
হার্ট ব্লকেজ, অর্থাৎ হৃৎপিণ্ডের ধমনীতে ব্লকেজ ধীরে ধীরে বিকশিত হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে এর লক্ষণগুলো শরীরে দেখা দিতে শুরু করে।
বুকে মাঝেমধ্যে চাপ, জ্বালাপোড়া বা ভারী ভাব অনুভব করা হার্ট ব্লকেজের সবচেয়ে সাধারণ লক্ষণ। এটিকে প্রায়শই ‘এনজাইনা’ বলা হয়। এই ব্যথা কখনো কখনো কাঁধ, হাত বা পিঠে ছড়িয়ে পড়তে পারে। যদি এটি বারবার ঘটতে থাকে, তাহলে অবিলম্বে চিকিৎসকের কাছে পরীক্ষা করানো গুরুত্বপূর্ণ।
একটু হাঁটার পর বা সিঁড়ি বেয়ে ওঠার পর আপনি যদি শ্বাসকষ্ট অনুভব করতে শুরু করেন, তাহলে এটি হার্ট ব্লকেজের লক্ষণ হতে পারে। ব্লকেজের ফলে হার্টে অক্সিজেন সরবরাহে অসুবিধা হয়, যার ফলে শ্বাসকষ্ট হয়।
কোনো ভারী কাজ না করে সারা দিন ক্লান্ত বোধ করা, ঘুমানোর পরেও দুর্বল বোধ করা হার্ট ব্লকেজের লক্ষণ হতে পারে। ধমনীতে ব্লকেজের কারণে, শরীর পর্যাপ্ত রক্ত ও অক্সিজেন পায় না। যার ফলে ক্রমাগত ক্লান্তি দেখা দেয়।
যখন হৃদযন্ত্রে ব্লকেজের কারণে রক্ত প্রবাহ ব্যাহত হয়, তখন মস্তিষ্কে পর্যাপ্ত রক্ত পৌঁছায় না। এর ফলে মাথা ঘোরা, হাল্কা মাথা ব্যথা বা কখনো কখনো অজ্ঞান হয়ে যেতে পারে। এটিকে সাধারণ দুর্বলতা ভেবে ভুল করা যাবে না।
হার্ট সঠিকভাবে কাজ না করলে শরীরে তরল পদার্থ জমা হতে পারে। এর ফলে পা, গোড়ালি ও পায়ের পাতা ফুলে যেতে পারে। হৃদপিণ্ডে ব্লকেজ ছাড়াও এটি হৃদযন্ত্রের ব্যর্থতার প্রাথমিক লক্ষণও হতে পারে। তাপ বা ব্যায়াম ছাড়া ঘন ঘন ও অতিরিক্ত ঘাম হৃদযন্ত্রের ব্লকেজের লক্ষণ হতে পারে। হার্টের ওপর চাপ বৃদ্ধি এবং ব্লকেজের কারণে এই অবস্থা দেখা দেয়। বিশেষ করে বুকে ব্যথার সঙ্গে ঘাম হওয়া গুরুতর বিপদের ইঙ্গিত দেয়।
ধন্যবাদান্তে
ডাক্তার মোঃ রাজিবুল ইসলাম
কনসার্টেন্ট বিকল্প চিকিৎসা কেন্দ্র - 𝐁𝐢𝐤𝐨𝐥𝐩𝐨 𝐓𝐫𝐞𝐚𝐭𝐦𝐞𝐧𝐭 𝐂𝐞𝐧𝐭𝐞𝐫 , পাগলা কানাই মোড, ঝিনাইদহ।