বিকল্প চিকিৎসা কেন্দ্র - 𝐁𝐢𝐤𝐨𝐥𝐩𝐨 𝐓𝐫𝐞𝐚𝐭𝐦𝐞𝐧𝐭 𝐂𝐞𝐧𝐭𝐞𝐫

  • Home
  • Bangladesh
  • Jhenida
  • বিকল্প চিকিৎসা কেন্দ্র - 𝐁𝐢𝐤𝐨𝐥𝐩𝐨 𝐓𝐫𝐞𝐚𝐭𝐦𝐞𝐧𝐭 𝐂𝐞𝐧𝐭𝐞𝐫

বিকল্প চিকিৎসা কেন্দ্র - 𝐁𝐢𝐤𝐨𝐥𝐩𝐨 𝐓𝐫𝐞𝐚𝐭𝐦𝐞𝐧𝐭 𝐂𝐞𝐧𝐭𝐞𝐫 প্রচলিত চিকিৎসা যেখানে শেষ, আমাদের প্রচেষ্টার শুরু সেখান থেকেই।
হে আল্লাহ্‌ আমাদের সহায় হউন, আমীন!

চিকিৎসা পেশায় উৎকর্ষ অর্জন করতে গেলে নিয়মিত লেখাপড়ার কোন বিকল্প নাই! তাই আমরা প্রতিনিয়ত প্রশিক্ষণ দিচ্ছি এবং নিচ্ছি।...
10/10/2025

চিকিৎসা পেশায় উৎকর্ষ অর্জন করতে গেলে নিয়মিত লেখাপড়ার কোন বিকল্প নাই! তাই আমরা প্রতিনিয়ত প্রশিক্ষণ দিচ্ছি এবং নিচ্ছি।
বিকল্প চিকিৎসা কেন্দ্রে প্রতি শুক্রবার সাপ্তাহিক ক্লাসের আয়োজন করা হয়। আমরা মনে করি, জ্ঞান অর্জনের জন্য সবচেয়ে ভালো মাধ্যম হলো জ্ঞান পিপাসুদের জ্ঞান বিতরণ করার চেষ্টা করা।

সচেতন আর আগ্রহ থাকলে খুব বেশি খরচ হয় না....তবে একবার অসুস্থ হলে এর চেয়ে বহু গুণ বেশি খরচ হয়ে যেতে পারে। তাই সময় থাকত...
07/10/2025

সচেতন আর আগ্রহ থাকলে খুব বেশি খরচ হয় না....
তবে একবার অসুস্থ হলে এর চেয়ে বহু গুণ বেশি খরচ হয়ে যেতে পারে। তাই সময় থাকতেই সচেতন হোন। ধন্যবাদ।

দেশি অর্থের প্রলোভনে দেশের জনগনের উপর যেকোন বিষ প্রয়োগ করতে সম্মত হয়েছেন যুগ যুগ ধরে দেশের বহু আমলা!
23/09/2025

দেশি অর্থের প্রলোভনে দেশের জনগনের উপর যেকোন বিষ প্রয়োগ করতে সম্মত হয়েছেন যুগ যুগ ধরে দেশের বহু আমলা!

21/09/2025

অতিরিক্ত গ্যাস ও ব্যথার ওষুধ খাওয়ার কারণে আজ মৃত্যুমুখে এই রোগী!
খাদ্যনালিতে একাধিক টিউমারে এখন ক্যান্সারের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।
বি দ্রঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খেলে বিপদ হতেই পারে!
আল্লাহ সহায় হোন, আমীন।

16/09/2025
08/09/2025

প্রচলিত চিকিৎসার বাইরে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত চিকিৎসা গ্রহণের জন্য বিকল্প চিকিৎসা কেন্দ্র - 𝐁𝐢𝐤𝐨𝐥𝐩𝐨 𝐓𝐫𝐞𝐚𝐭𝐦𝐞𝐧𝐭 𝐂𝐞𝐧𝐭𝐞𝐫 হতে পারে ঝিনাইদহ জেলায় আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান।

হার্টকে বলা হয় আমাদের শরীরের ইঞ্জিন। এটি ক্রমাগত রক্ত পাম্প করে আমাদের জীবন দেয়। কিন্তু যখন এই ইঞ্জিনের দিকে যাওয়ার পথ...
30/08/2025

হার্টকে বলা হয় আমাদের শরীরের ইঞ্জিন। এটি ক্রমাগত রক্ত পাম্প করে আমাদের জীবন দেয়। কিন্তু যখন এই ইঞ্জিনের দিকে যাওয়ার পথে কোনো বাধা দেখা দেয়, তখন এটি বিপদের সংকেত হয়ে উঠতে পারে।
হার্ট ব্লকেজ, অর্থাৎ হৃৎপিণ্ডের ধমনীতে ব্লকেজ ধীরে ধীরে বিকশিত হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে এর লক্ষণগুলো শরীরে দেখা দিতে শুরু করে।
বুকে মাঝেমধ্যে চাপ, জ্বালাপোড়া বা ভারী ভাব অনুভব করা হার্ট ব্লকেজের সবচেয়ে সাধারণ লক্ষণ। এটিকে প্রায়শই ‘এনজাইনা’ বলা হয়। এই ব্যথা কখনো কখনো কাঁধ, হাত বা পিঠে ছড়িয়ে পড়তে পারে। যদি এটি বারবার ঘটতে থাকে, তাহলে অবিলম্বে চিকিৎসকের কাছে পরীক্ষা করানো গুরুত্বপূর্ণ।
একটু হাঁটার পর বা সিঁড়ি বেয়ে ওঠার পর আপনি যদি শ্বাসকষ্ট অনুভব করতে শুরু করেন, তাহলে এটি হার্ট ব্লকেজের লক্ষণ হতে পারে। ব্লকেজের ফলে হার্টে অক্সিজেন সরবরাহে অসুবিধা হয়, যার ফলে শ্বাসকষ্ট হয়।
কোনো ভারী কাজ না করে সারা দিন ক্লান্ত বোধ করা, ঘুমানোর পরেও দুর্বল বোধ করা হার্ট ব্লকেজের লক্ষণ হতে পারে। ধমনীতে ব্লকেজের কারণে, শরীর পর্যাপ্ত রক্ত ও অক্সিজেন পায় না। যার ফলে ক্রমাগত ক্লান্তি দেখা দেয়।
যখন হৃদযন্ত্রে ব্লকেজের কারণে রক্ত প্রবাহ ব্যাহত হয়, তখন মস্তিষ্কে পর্যাপ্ত রক্ত পৌঁছায় না। এর ফলে মাথা ঘোরা, হাল্কা মাথা ব্যথা বা কখনো কখনো অজ্ঞান হয়ে যেতে পারে। এটিকে সাধারণ দুর্বলতা ভেবে ভুল করা যাবে না।
হার্ট সঠিকভাবে কাজ না করলে শরীরে তরল পদার্থ জমা হতে পারে। এর ফলে পা, গোড়ালি ও পায়ের পাতা ফুলে যেতে পারে। হৃদপিণ্ডে ব্লকেজ ছাড়াও এটি হৃদযন্ত্রের ব্যর্থতার প্রাথমিক লক্ষণও হতে পারে। তাপ বা ব্যায়াম ছাড়া ঘন ঘন ও অতিরিক্ত ঘাম হৃদযন্ত্রের ব্লকেজের লক্ষণ হতে পারে। হার্টের ওপর চাপ বৃদ্ধি এবং ব্লকেজের কারণে এই অবস্থা দেখা দেয়। বিশেষ করে বুকে ব্যথার সঙ্গে ঘাম হওয়া গুরুতর বিপদের ইঙ্গিত দেয়।
ধন্যবাদান্তে
ডাক্তার মোঃ রাজিবুল ইসলাম
কনসার্টেন্ট বিকল্প চিকিৎসা কেন্দ্র - 𝐁𝐢𝐤𝐨𝐥𝐩𝐨 𝐓𝐫𝐞𝐚𝐭𝐦𝐞𝐧𝐭 𝐂𝐞𝐧𝐭𝐞𝐫 , পাগলা কানাই মোড, ঝিনাইদহ।

পানি...... প্রতিটা মানুষের জন্য অত্যাবশ্যকীয় ঔষধ!  কখন, কিভাবে পান করলে বেশি উপকার হয় যে নিন--- ১. ঘুম থেকে উঠে খালি পেট...
18/08/2025

পানি...... প্রতিটা মানুষের জন্য অত্যাবশ্যকীয় ঔষধ! কখন, কিভাবে পান করলে বেশি উপকার হয় যে নিন---
১. ঘুম থেকে উঠে খালি পেটে পানিঃ
সকালবেলা ঘুম থেকে উঠেই, দাঁত না মেজে এক গ্লাস হালকা গরম পানি খান। এটা শরীরকে ধীরে ধীরে জাগিয়ে তোলে, টক্সিন বের করে দেয় আর হজমশক্তি বাড়াতে সাহায্য করে। মনও থাকবে সতেজ।
২. খাবারের ২০-৩০ মিনিট আগেঃ
খাওয়ার আগে এক গ্লাস কুসুম গরম পানি চুমুক দিয়ে খান। এটা পেটকে খাবারের জন্য প্রস্তুত করে, হজম ভালো হয়। তবে খাওয়ার সময় বা সঙ্গে সঙ্গেই বেশি পানি খাওয়া এড়ানো ভালো- এতে হজমশক্তি কমে যেতে পারে।
৩. খাওয়ার এক ঘণ্টা পরঃ
যখন খাওয়া কিছুটা হজম হয়ে গেছে, তখন এক গ্লাস হালকা গরম পানি খেলে খাবারের পুষ্টি ভালোভাবে শরীরে শোষিত হয় এবং হালকা ডিটক্সও হয়।
৪. যখন সত্যিই পিপাসা লাগেঃ
পিপাসা লাগলে পানি খেতেই হবে- এটা শরীর নিজেই জানিয়ে দেয়। তবে বারবার অকারণে পানি খাওয়ার দরকার নেই। এতে শরীরে ভারি ভাব, অলসতা বা গা ঢোলা ভাব আসতে পারে।
৫. গোসলের আগে ও ঘুমানোর আগে
গোসলের প্রায় এক ঘণ্টা আগে পানি খেলে রক্ত চলাচল ভালো হয়। আর ঘুমানোর আগে এক গ্লাস পানি স্নায়ু শান্ত করে, ঘুম গভীর হয়, শরীর ভাল ভাবে বিশ্রাম নিতে পারে।
@ বিশেষ করে মনে রাখতে হবে যে,
- সবসময় বসে বসে পানি পান করুন।
- একেবারে গড়গড় করে না খেয়ে ধীরে ধীরে চুমুক দিয়ে খান।
- ঠান্ডা পানি এড়িয়ে কুসুম গরম বা স্বাভাবিক তাপমাত্রার পানি খান।
ধন্যবাদান্তে,
ডাঃ মোঃ রাজিবুল ইসলাম
কনসালটেন্ট, বিকল্প চিকিৎসা কেন্দ্র
পাগলা কানাই মোড়, ঝিনাইদহ।

13/08/2025

এক এক রোগীর অভ্যাস একেক রকম!
শুকনো চাল খাওয়া এই রোগীর অভ্যাস
অল্প অল্প খেতে খেতে এখন মুঠো মুঠো
২০০-৩০০গ্রাম চিবিয়ে চিবিয়ে প্রতিদিন
হয় না খাওয়া আর সবজি বা অন্য কিছু
মারাত্মক শরীর দুর্বলতা, রক্তশূন্যতা আর ক্লান্তি

রোগীর সমস্যা ছিল কানে সো সো শব্দ হওয়া, ফলে ঘুমের ব্যাঘাত। দাঁতেও ছিল যন্ত্রণা দীর্ঘদিন। আর নিত্যসংগী ছিল দীর্ঘদিনের আমা...
10/08/2025

রোগীর সমস্যা ছিল কানে সো সো শব্দ হওয়া, ফলে ঘুমের ব্যাঘাত। দাঁতেও ছিল যন্ত্রণা দীর্ঘদিন। আর নিত্যসংগী ছিল দীর্ঘদিনের আমাশয়।
ঝিনাইদহ শহরে অনেক ডাক্তার ঘুরে সর্বশেষ বিকল্প চিকিৎসা কেন্দ্রে সেবা নেওয়ার পর আলহামদুলিল্লাহ এখন সে অনেকটাই সুস্থ। সকল প্রশংসা আল্লাহ তাআলার।

09/08/2025

দিনে দিনে আমাদের অতিথি বেড়েই চলেছে।
আলহামদুলিল্লাহ! এই অতিথিদের যথাসাধ্য আপ্যায়ন করে আমরা খুবই আনন্দ অনুভব করি।

বিকল্প চিকিৎসা কেন্দ্রের অত্যন্ত শুভাকাঙ্খী জনাব হায়দার আলী ভাই, পরিচালক-বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, আজ চেম্বারে উপ...
08/08/2025

বিকল্প চিকিৎসা কেন্দ্রের অত্যন্ত শুভাকাঙ্খী জনাব হায়দার আলী ভাই, পরিচালক-বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, আজ চেম্বারে উপস্থিত হওয়ায় আমরা আনন্দিত। ভাইকে অনেক অনেক ধন্যবাদ এবং তার সুস্বাস্থ্য কামনা করছি।

Address

Pagla Kanai Mor, Shahid Moshiur Rahman Sarok, Jhenaidah
Jhenida
7300

Opening Hours

Monday 09:00 - 14:00
16:00 - 20:00
Tuesday 09:00 - 14:00
16:00 - 20:00
Wednesday 09:00 - 14:00
16:00 - 20:00
Thursday 09:00 - 14:00
16:00 - 20:00
Friday 19:00 - 20:30
Saturday 09:00 - 14:00
16:00 - 20:00
Sunday 09:00 - 14:00
16:00 - 20:00

Telephone

+8801717810035

Alerts

Be the first to know and let us send you an email when বিকল্প চিকিৎসা কেন্দ্র - 𝐁𝐢𝐤𝐨𝐥𝐩𝐨 𝐓𝐫𝐞𝐚𝐭𝐦𝐞𝐧𝐭 𝐂𝐞𝐧𝐭𝐞𝐫 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to বিকল্প চিকিৎসা কেন্দ্র - 𝐁𝐢𝐤𝐨𝐥𝐩𝐨 𝐓𝐫𝐞𝐚𝐭𝐦𝐞𝐧𝐭 𝐂𝐞𝐧𝐭𝐞𝐫:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram