Dr. Shahidul Islam Shaheen- Vascular & Endovascular Surgeon

Dr. Shahidul Islam Shaheen- Vascular & Endovascular Surgeon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Shahidul Islam Shaheen- Vascular & Endovascular Surgeon, Doctor, Jigatala.

22/06/2025
 # ক্যান্সার রুগীর কেমোথেরাপীর জন্যকেমোপোর্ট। # Chemoport Insertionহাতের শিরা দিয়ে কেমোথেরাপী দেওয়া হলে দ্রুত হাতের শিরা...
12/02/2025

# ক্যান্সার রুগীর কেমোথেরাপীর জন্য
কেমোপোর্ট।
# Chemoport Insertion
হাতের শিরা দিয়ে কেমোথেরাপী দেওয়া হলে দ্রুত হাতের শিরা নষ্ট হয়ে যায়। পরবর্তীতে কেমোথেরাপী দেওয়ার কোন উপায় থাকে না। এজন্য কার্যকরী এবং দীর্ঘস্থায়ী পদ্ধতি হলো কেমোপোর্ট বসানো৷

আমরা ভাসকুলার সার্জনগন গলার IJV শিরা ব্যবহার করে আল্ট্রাসাউন্ড ও ফ্লুরোসকপির মাধ্যমে নিয়মিতই কেমোপোর্ট করি। সফলভাবে কেমোপোর্ট বসানোর জন্য আল্ট্রাসাউন্ড ও ফ্লুরোসকপি ব্যবহার করা অত্যাবশ্যক।

সংক্ষিপ্ত পরিসরে ভাসকুলার সার্জারীর রোগসমূহ ও তার চিকিৎসা....
18/12/2024

সংক্ষিপ্ত পরিসরে ভাসকুলার সার্জারীর রোগসমূহ ও তার চিকিৎসা....

কাটা ছেঁড়া ছাড়া রক্তনালীর ব্লকের আধুনিক চিকিৎসা:এনজিওপ্লাস্টি।কাটা ছেড়া ছাড়া শুধুমাত্র ফুটা করে রক্তনালীর চিকিৎসা করার ন...
06/11/2024

কাটা ছেঁড়া ছাড়া রক্তনালীর ব্লকের আধুনিক চিকিৎসা:
এনজিওপ্লাস্টি।

কাটা ছেড়া ছাড়া শুধুমাত্র ফুটা করে রক্তনালীর চিকিৎসা করার নাম এনজিওপ্লাস্টি। রক্তনালী যখন অনেক দিন ধরে সম্পূর্ন বন্ধ থাকে (CTO lesion) তখন তার অতিক্রম করা একটু চ্যালেঞ্জিং হয়। তবে বিশেষ টেকনিক ব্যবহার করলে এটাও সুন্দরভাবে করা যায়।

এই চিকিৎসার পর রুগী দ্রুত সুস্থ হয়ে প্রসিডিইয়ের পরের দিনই স্বাভাবিক কাজ কর্মে ফিরে যেতে পারে।

ন্যাশনাল ভাসকুলার দিবস-২০২৪হাতে বা পায়ের ব্যথাকে অবহেলা না করে দ্রুত ভাসকুলার ডাক্তারকে দেখানো উচিত। এই বছরের থিম- "সেইভ...
01/11/2024

ন্যাশনাল ভাসকুলার দিবস-২০২৪

হাতে বা পায়ের ব্যথাকে অবহেলা না করে দ্রুত ভাসকুলার ডাক্তারকে দেখানো উচিত। এই বছরের থিম- "সেইভ লিম্ব, সেইভ লাইফ"।
তাই আসুন রক্তনালীর রোগ সম্পর্কে সচেতন হই, অকাল পঙ্গুত্ব থেকে বাঁচি এবং জীবন বাঁচাই।

Varicose Vein of lower limbপায়ের আঁকাবাঁকা শিরা।পায়ের আঁকাবাঁকার শিরার সবথেকে আধুনিক চিকিৎসা  হলো ভেনাসিল ক্লজার। গ্লু ব...
23/09/2024

Varicose Vein of lower limb
পায়ের আঁকাবাঁকা শিরা।
পায়ের আঁকাবাঁকার শিরার সবথেকে আধুনিক চিকিৎসা হলো ভেনাসিল ক্লজার। গ্লু বা আঠা দিয়ে কাটাছেড়া ছাড়া শিরার চিকিৎসা করা সম্ভব।

Image Guided Chemoport Insertion By Vascular Surgeon(কেমোথেরাপীর কেমোপোর্ট) হাতের পায়ের শিরা কেমোথেরাপীর মাধ্যমে দ্রুত ন...
28/07/2024

Image Guided Chemoport Insertion By Vascular Surgeon
(কেমোথেরাপীর কেমোপোর্ট)
হাতের পায়ের শিরা কেমোথেরাপীর মাধ্যমে দ্রুত নষ্ট হয়ে যায়। পরবর্তীতে ওই শিরা দিয়ে কেমোথেরাপী নেওয়া কঠিন হয়ে যায় বা শিরা ব্যবহার করা যায় না।

এজন্য ক্যান্সার রুগীর কেমোথেরাপী নেওয়ার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও জনপ্রিয় ব্যবস্থা কেমোপোর্ট।
এই কাজটা আল্ট্রাসাউন্ড, ফ্লুরোরোসকপি ব্যবহারের মাধ্যমে করলে সঠিক ও সুনিপুনভাবে কেমোপোর্ট বসানো যায়।
গলার IJV শিরা ব্যবহার করলে, শিরা সোজা হওয়ার কারনে কেমোপোর্ট দীর্ঘকাল চালু থাকে।

Kidney Dialysis- AV Fistula SalvageFistula Thrombectomyবন্ধ ফিস্টুলা চালু করা।।মানুষের শরীরে ফিস্টুলা তৈরী করার জায়গা নি...
09/07/2024

Kidney Dialysis- AV Fistula Salvage
Fistula Thrombectomy
বন্ধ ফিস্টুলা চালু করা।।
মানুষের শরীরে ফিস্টুলা তৈরী করার জায়গা নির্ধারিত। আবার নতুন ফিস্টুলা তৈরী করলেও পরিপক্ক (mature) হওয়ার জন্য দীর্ঘকাল অপেক্ষা করতে হয়। এই কারনে ফিস্টুলা বন্ধ হয়ে গেলে বন্ধ ফিস্টুলা দ্রুত চালু করা অত্যন্ত প্রয়োজন। ফিস্টুলা বাঁচানোর আরেকটি পদ্ধতি হলো Fistula Thrombectomy.

রক্ত জমাট বেঁধে ফিস্টুলা বন্ধ হয়ে গেলে Fogarty Catheter এর মাধ্যমে শিরা পরিষ্কার করার পদ্ধতিই হলো Fistula Thrombectomy.
এক্ষেত্রে প্রথমে ডুপ্লেক্স পরীক্ষার মাধ্যমে ব্লক নির্ধারন করা হয়। সরু হওয়া ছাড়া শুধু মাত্র রক্ত জমাট বেধে ফিস্টুলা বন্ধ হলেই এই অপারেশন করা সম্ভব। এই অপারেশনে ক্যাথ ল্যাব ও বেলুন প্রয়োজন পড়ে না। এই কারনে অল্প খরচেই এই অপারেশন করা সম্ভব।
অপারেশন সফল হলে একই ফিস্টুলা পুনরায় ব্যবহার করে ডায়ালাইসিস করা সম্ভব।

Chronic Limb Ischemia/ রক্তনালীর ব্লকধীরে ধীরে রক্তনালী ব্লক হওয়ার কারনে হাতে, পায়ে রক্ত সরবরাহ কমে যায়। ফলশ্রুতিতে দেখা...
08/07/2024

Chronic Limb Ischemia/ রক্তনালীর ব্লক

ধীরে ধীরে রক্তনালী ব্লক হওয়ার কারনে হাতে, পায়ে রক্ত সরবরাহ কমে যায়। ফলশ্রুতিতে দেখা যায় ব্যথা, আলসার ও গ্যাংগ্রিন বা পচন। ডায়াবেটিস, ধূমপান, উচ্চ রক্তচাপ ও অনিয়ন্ত্রিত কোলেস্টেরল এই রোগের ঝুকির কারণসমুহ।

রোগটি রক্তনালীর পালস ও ডুপ্লেক্স (আল্ট্রাসাউন্ড পরীক্ষা) নামক পরীক্ষার মাধ্যমে সহজেই নির্ণয় করা যায়। অনেক ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি ঠিক করার জন্য এনজিওগ্রাম (CT/ MR angiogram, conventional angiogram) দরকার পরে।
চিকিৎসা পদ্ধতির মধ্যে রয়েছে- ওষুধ, কাটাছেড়া ছাড়া রিং বা স্টেন্ট ও বাইপাস সার্জারী।
রক্তনালীর ব্লক সময়মত চিকিৎসা করা খুবই জরুরী। সময়মত চিকিৎসা করলে স্বাভাবিক জীবন ফিরে পাওয়া যায়। না হলে হতে পারে অকাল অংগহানী, এমন কি প্রানহানি।

Time flies so fastBut memory last forever...
18/05/2024

Time flies so fast
But memory last forever...

Percutaneous Embolization of Uterine Fibroid(কাটা-ছেঁড়া ছাড়া জরায়ু টিউমারের আধুনিক চিকিৎসা)এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে শু...
27/04/2024

Percutaneous Embolization of Uterine Fibroid
(কাটা-ছেঁড়া ছাড়া জরায়ু টিউমারের আধুনিক চিকিৎসা)

এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে শুধুমাত্র হাটুর গোড়ায় বা হাতে ফুটা করে পিভিএ পার্টিকেল দিয়ে জরায়ুর টিউমারের রক্ত সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। ফলশ্রুতিতে টিউমার আপনা আপনি ছোট হয়ে আসে।

Advanced Treatment of Acute DVT হঠাৎ শিরা ব্লক হলে পা ফুলে যায়, পায়ে ব্যথা হয়। এটা কে Acute DVT বলে। এর  চিকিৎসা শুধুমাত...
11/09/2023

Advanced Treatment of Acute DVT

হঠাৎ শিরা ব্লক হলে পা ফুলে যায়, পায়ে ব্যথা হয়। এটা কে Acute DVT বলে। এর চিকিৎসা শুধুমাত্র ওষুধের মাধ্যমে করলে পরবর্তীতে ভেইনের ভালব ফাংশন নষ্ট হয়ে যায়, শিরা ব্লক থেকেই যায়। এর জন্য দরকার দ্রুত ব্লক পরিষ্কার করা।

সেই জন্য সারা দুনিয়াতে DVT এর আধুনিক চিকিৎসা হলো Catheter Directed Thrombolysis (CDT) and Aspiration thrombectomy.

এই চিকিৎসার মাধ্যমে ব্লক হয়ে যাওয়া শিরা, পরিষ্কার করে সাথে সাথেই চালু করা যায়। ফলে পরবর্তী জটিলতা সহজেই এড়ানো যায়।
আশা করি এই চিকিৎসা বাংলাদেশেই নিয়মিত হবে।

Address

Jigatala

Telephone

+8801716414332

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Shahidul Islam Shaheen- Vascular & Endovascular Surgeon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category