Dr. Zakaria Habib

Dr. Zakaria Habib Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Zakaria Habib, Doctor, Jigatala.

11/09/2025

In homeopathic prescribing, we are not matching symptoms rather we are matching the essence of the patient with the essence of the remedy.

30/08/2025

যখন তুমি অন্যদের সাহায্য করার ইচ্ছা পোষণ করবে তখন স্রষ্টার পক্ষ থেকে তোমার নিকট জ্ঞানের আগমন ঘটবে।

জর্জ ভিথুলকাস

29/08/2025

আজ থেকে প্রায় ২০০ বছর আগে মহাত্মা হ্যানিম্যান যথার্থই বলেছেন, মানুষের শরীরের অভ্যন্তরে এমন কোনো রোগ নাই যা রোগসূচক চিহ্ন ও লক্ষণসমূহের দ্বারা পর্যবেক্ষণশীল চিকিৎসকের নিকট ধরা পড়ে না। এই ব্যবস্থাটি সর্বজ্ঞ মানবজীবন রক্ষক অসীম করুণার সাথে সঙ্গতিপূর্ণ।

19/08/2025

It should be a matter of conscience with him to be throughly convinced in every case that the patient always takes the right medicine and therefore he must give the patient the correctly chosen medicine prepared, moreover by himself.

Great Hahnemann

​অর্থাৎ প্রত্যেক রোগে রোগী যেন সঠিক ওষুধ গ্রহণ করে সে বিষয়ে সম্পূর্ণরূপে নিশ্চিত হওয়া তার বিবেকের বিষয় হওয়া উচিত এবং সেইজন্য সুনির্বাচিত ওষুধ চিকিৎসক নিজে প্রস্তুত করে রোগীকে প্রদান করবেন।

মহাত্মা হ্যানিমান

14/07/2025

বেশিরভাগ এলোপ্যাথিক ঔষধ কয়েক বছর পর নিষিদ্ধ হয়ে যায়। একটি ঔষধ নিষিদ্ধ হওয়ার পর আরেকটি বাজারে আসে এবং কিছুদিন পর সেটিও নিষিদ্ধ হয়ে যায়। এবং চক্রটি পুনরাবৃত্তি হতে থাকে।
এটা আশ্চর্যজনক যে ২৫০ বছর আগে মানুষের উপর পরীক্ষা করা হোমিওপ্যাথিক ওষুধ এখনো নিষিদ্ধ নয়। একটি ওষুধও নিষিদ্ধ করা হয়নি। এটি হোমিওপ্যাথিক ওষুধের শক্তি এবং গুণ।

Most of allopathic medicines get banned after some years. Then they introduce another which is again banned and the cycle repeats.
Strange that Homeopathic Medicines tested 250 years ago on humans is still not banned. Not even single medicine is banned. That's the power and quality of Homeopathic Medicine.

06/05/2025

ক্ষুদ্রাতিক্ষুদ্র সূক্ষ্ম মাত্রায়, ছোট্ট এক দানা ওষুধ দিয়ে আরোগ্য করা এক অদ্ভূত ব্যাপার।
আরোগ্যের এই সাফল্য ঘটেছে কারণ সেই তত্ত্ব ও যোগ্যতা আপনার উপর অর্পিত হয়েছে, আপনি নিজে নিজেকে তৈরি করেছেন, এই বিজ্ঞান সঠিক ভাবে পড়েছেন ও শিখেছেন, যাতে একটা ছোট্ট বড়ি দিয়ে আপনি একজনের জীবন পালটে দিতে পেরেছেন। তবে, অতিরিক্ত ফিস নিয়ে রোগী দোহন থেকে দূরে থাকতে, এই ঘটনার বিস্তার ও অন্তর্নিহিতার্থ প্রভাব সঠিক ভাবে অনুধাবন করা ও পরিপালন করা একজন চিকিৎসকের জন্য অত্যাবশ্যকীয়, নাহলে একবার যদি আপনার বিবেক অন্ধ হয়ে যায় সঠিক ওষুধ খুঁজে পাওয়ার কথা ভুলে যান। রোগীর দিকে তাকিয়ে যদি তাকে আপনার টাকার গাছ মনে হয়, তাহলে হোমিওপ্যাথিতে আপনি কখনো সাফল্য পাবেন না।

ডাঃ জর্জ ভিথুলকাস

06/05/2025

No one has done more good to the medical profession than Dr Samuel Hahnemann.

Sir William Osler

06/05/2025

❝ Sir William Osler ও হ্যানিম্যান: আধুনিক চিকিৎসাবিজ্ঞানের পিতার কণ্ঠে হোমিওপ্যাথির প্রতি গভীর শ্রদ্ধা ❞

🧠 Sir William Osler (1849–1919) ছিলেন একজন কিংবদন্তী কানাডিয়ান চিকিৎসক ও Johns Hopkins Hospital-এর অন্যতম প্রতিষ্ঠাতা। তাঁকেই “Father of Modern Medicine” বলা হয়। তিনি প্রথম বেডসাইড ক্লিনিক্যাল ট্রেনিং ও রেসিডেন্সি প্রোগ্রাম চালু করেন যা চিকিৎসা শিক্ষার রূপ পাল্টে দেয়।

❝ Dr. Samuel Hahnemann এর প্রতি Sir Osler-এর ঐতিহাসিক স্বীকৃতি ❞

“No one has done more good to the medical profession than Dr. Samuel Hahnemann.”
— Sir William Osler

এই একটি বাক্যই প্রকাশ করে ডঃ হ্যানিম্যানের চিরস্মরণীয় অবদান, যা একজন মূলধারার চিকিৎসাবিদের কাছ থেকে এসেছে শ্রদ্ধা ও স্বীকৃতির ছায়ায়।

❝ হোমিওপ্যাথিক চিকিৎসকদের জন্য তার মূল্যবান পর্যবেক্ষণ ❞

“It is not as if our homeopathic brothers are asleep; far from it, they are awake—many of them at any rate—to the importance of the scientific study of disease.”
— Sir William Osler

এটি শুধুমাত্র এক পংক্তি নয়, বরং হোমিওপ্যাথিক চিকিৎসকদের বৈজ্ঞানিক ও নিষ্ঠাবান চর্চার প্রতি একটি সম্মানজনক প্রশংসা।

📚 তথ্যসূত্র যা প্রমাণ করে ওসলারের দৃষ্টিভঙ্গির গভীরতা:
🌏 Wikipedia অনুসারে, তিনি ছিলেন

“One of the greatest diagnosticians ever to wield a stethoscope.”

📚তাঁর শিক্ষাব্যবস্থা সংক্রান্ত সংস্কার Johns Hopkins Medical School-এ আজও ইতিহাসের অংশ।

🧑‍⚕️ অতএব,,,,,:

Sir William Osler যেমন আধুনিক চিকিৎসার রূপকার, তেমনি তিনি ছিলেন একজন উদার, বিজ্ঞানমনস্ক ও সত্যের প্রতি শ্রদ্ধাশীল মনীষী।
ডাঃ হ্যানিম্যান ও হোমিওপ্যাথিক চিকিৎসকদের প্রতি তাঁর এই প্রকাশ্য স্বীকৃতি আমাদের জন্য অনুপ্রেরণা।

এটি আমাদের দায়িত্ব—বিশুদ্ধ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিকে বিজ্ঞান ও মানবসেবার ব্রত হিসেবে এগিয়ে নিয়ে যাওয়া।

---------------------------------------------------------------------------
Courtesy Dr. Mithun

প্রচলিত কথা-১"হোমিওপ্যাথিক ওষুধে তো কার্যকর কোনো রাসায়নিক উপাদান থাকে না! এত পাতলা করে দেওয়া হয় যে কিছুই থেকে না। কিভাবে...
15/04/2025

প্রচলিত কথা-১
"হোমিওপ্যাথিক ওষুধে তো কার্যকর কোনো রাসায়নিক উপাদান থাকে না! এত পাতলা করে দেওয়া হয় যে কিছুই থেকে না। কিভাবে তা কাজ করে?"

হোমিওপ্যাথিক ভাষ্য:
আপনি ঠিকই বলেছেন, হোমিওপ্যাথিক ওষুধ অনেক উচ্চমাত্রায় ডাইলিউট করা হয়। কিন্তু গবেষণায় দেখা গেছে—এই ওষুধে ন্যানোপর্যায়ে মূল পদার্থের কণিকা (nanoparticles) থেকে যায় যা কোষে গিয়ে কাজ করে।
২০১০ সালে IIT Bombay-এর গবেষণায় প্রমাণিত হয়েছে, এসব কণিকা সক্রিয় থাকে এবং জৈবিক প্রতিক্রিয়া সৃষ্টি করে। কাজেই, এটি কেবল জল নয়, বরং তথ্যবাহক (information carrier) হিসেবে কাজ করে।

প্রচলিত কথা-২
"হোমিওপ্যাথি আসলে প্লাসেবো—মনস্তাত্ত্বিক ভরসা ছাড়া আর কিছু নয়।"

হোমিওপ্যাথিক ভাষ্য:
এই বক্তব্য পুরোপুরি সঠিক নয়। যদি প্লাসেবো হতো, তাহলে শিশুরা, পশুপাখি কিংবা অচেতন রোগীদের ক্ষেত্রে ফলাফল কীভাবে আসে?
Arnica, Belladonna, Aconite ইত্যাদি ওষুধ ব্যবহারে এমন রোগীদের মধ্যে দ্রুত আরোগ্যের প্রমাণ পাওয়া গেছে, যেখানে কোনো মানসিক প্রত্যাশা ছিল না।
এছাড়া বহু ডাবল-ব্লাইন্ড ট্রায়াল এবং মেটা-অ্যানালাইসিসেও হোমিওপ্যাথির কার্যকারিতা প্রমাণিত হয়েছে।

প্রচলিত কথা-৩:
"তবে তো গবেষণা কম। প্রমাণ তো বেশি নেই।"

হোমিওপ্যাথিক ভাষ্য:
বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে হাজার হাজার হোমিওপ্যাথিক গবেষণা হয়েছে ও হচ্ছে।
উদাহরণস্বরূপ, Swiss Health Technology Assessment (2011) রিপোর্টে হোমিওপ্যাথিকে নিরাপদ, কার্যকর এবং ব্যয়সাশ্রয়ী চিকিৎসা পদ্ধতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
ভারত, জার্মানি, ব্রাজিল, ইউকে সহ বহু দেশে সরকারিভাবে হোমিওপ্যাথিক হাসপাতাল ও গবেষণা কেন্দ্র রয়েছে।

প্রচলিত কথা-৪:
"হোমিওপ্যাথি ধীরে কাজ করে—তীব্র বা জটিল রোগে তো সময় নেই!"

হোমিওপ্যাথিক ভাষ্য:
এটি একটি ভুল ধারণা। হোমিওপ্যাথি ধীরে কাজ করে ক্রনিক বা পুরনো রোগে, কারণ রোগ অনেক গভীরে যায়। তবে একিউট রোগে (যেমন জ্বর, সর্দি, ব্যথা, ইনফ্লুয়েঞ্জা, খাদ্যে বিষক্রিয়া) হোমিওপ্যাথিক ওষুধ দ্রুত ফল দেয়।
যেমন: Colocynthis দিয়ে পেট ব্যথা ১০ মিনিটের মধ্যে উপশম হতে দেখা গেছে।

প্রচলিত কথা-৫:
"তুমি বললে, এক রোগে একাধিক ব্যক্তির ভিন্ন-ভিন্ন ওষুধ হতে পারে। এতে তো চিকিৎসা পদ্ধতির নিশ্চয়তা নেই!"

হোমিওপ্যাথিক ভাষ্য:
বরং এখানেই হোমিওপ্যাথির বৈজ্ঞানিক সৌন্দর্য। এটি Individualization-এর উপর ভিত্তি করে, যেটা আধুনিক Personalized Medicine-এর ধারণার সাথে সঙ্গতিপূর্ণ।
উদাহরণস্বরূপ, তিনজন ডিপ্রেশনের রোগীকে তিনটি ভিন্ন ওষুধ (যেমন: Ignatia, Natrum Mur, Aurum Met) দেওয়া হতে পারে, কারণ তাদের মানসিক অবস্থা ও অভিজ্ঞতা আলাদা।

প্রচলিত কথা -৬:
"তবে হোমিওপ্যাথির নিজস্ব প্রতিরোধমূলক শক্তি তৈরির কোনো প্রমাণ আছে?"

হোমিওপ্যাথিক ভাষ্য:
অবশ্যই। হোমিওপ্যাথিতে Nosodes নামক ওষুধ থাকে, যেগুলো রোগের জীবাণু থেকেই তৈরি—যেমন Tuberculinum, Psorinum, Influenzinum।
এটি অনেকটা ভ্যাকসিনের মতোই: জীবাণুকে ক্ষীণমাত্রায় প্রয়োগ করে শরীরের নিজস্ব প্রতিরোধ ক্ষমতা সক্রিয় করা হয়।
তফাৎ শুধু এতটুকু, হোমিওপ্যাথিতে এটা করা হয় potentization পদ্ধতিতে, ইনজেকশন বা কৃত্রিম রাসায়নিক নয়।

হোমিওপ্যাথি আধুনিক বিজ্ঞানের আলোয় তার যথাযথ যুক্তি দাঁড় করাচ্ছে এবং বিজ্ঞান যত উন্নত হবে হোমিওপ্যাথি চিকিৎসা প্রকৃত চিকিৎসা তা প্রমাণিত হবে।

Courtesy: মানবজীবন এবং হোমিওপ্যাথি

17/03/2025

The homeopathic physician is one who prescribes the single remedy in the minimum dose in potentized form, selected according to the law of similars.

Dr. kent

13/01/2025

প্রখ্যাত হোমিওপ্যাথি পিয়েরে স্মিথ এক বন্ধুর চিকিৎসাকালে তার বন্ধুকে এই বলে বোঝানোর চেষ্টা করেন যে, হোমিওপ্যাথি চিকিৎসায় সাধারণ অসুখের বর্ণনা করে বিশেষ লাভ হবে না। তুমি বরং তোমার ব্যক্তিগত জীবনের কিছু গোপন তথ্য দাও, যাতে করে ঔষধ নির্বাচনে সুবিধা হয়। বন্ধুটি কিছু তথ্য প্রদান করেন যার সংক্ষিপ্তসার হচ্ছে, তিনি প্রত্যেক ছুটির দিনে ভিন্ন শহরে বেড়াতে যেতেন। ট্রেনে যাবার সময় ছোট মেয়েদের কোলে বসাতেন। এটা তার নেশার মত ছিল। যে হোটেলে রাত্রি যাপন করতেন, সেই হোটেলের জানালার সামনে দাঁড়িয়ে উলঙ্গ হয়ে কাপড় বদলাতেন, যাতে করে উল্টো দিকের ফ্ল্যাটের মেয়েরা বা মহিলারা তাকে দেখতে পায়। ডাক্তার পিয়েরে স্মিথ যৌনতা, বিকৃত রুচিবোধ এবং উলঙ্গতা লক্ষণ পেয়ে বন্ধুর এজমা বা শ্বাসকষ্টের জন্য ঔষধ প্রদান করেন। এবং তার বন্ধু আরোগ্য হন। ডাক্তার স্মিথ তার বন্ধুর জন্য rubric তৈরি করলেন, lascivious, shameless, exposes the person. ডাক্তার পিয়েরে স্মিথ তার বন্ধুর জন্য কোন ঔষধটি নির্বাচন করেছিলেন ডাক্তার বন্ধুগণ ?

01/01/2025

Whenever I think I have discovered something new in homeopathy, very soon I find that Hahnemann already discovered it.

George Vithulkas

Address

Jigatala

Telephone

+8801818022062

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Zakaria Habib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category